নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

ইসলামী ব্যাংক কে বন্ধ করা হবে না কেন???

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

নিউজ পোর্টালে দেখলাম জামায়াতের ৫৬১ প্রতিষ্ঠান কঠোর নজরদারিতে !!!
তার মধ্যে কয়েকটির নাম হচ্ছে, ''ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক ক্রাফট অ্যান্ড ফ্যাশন, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি, ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, ইবনে সিনা'' সহ আরও অনেক নামকরা প্রতিষ্ঠান।

আমি অনেক খুঁজেছি কিন্তু ''ইসলামী ব্যাংক'' এর নাম দেখলাম না।
খুব অবাক হলাম আর ভাবলাম অথোরিটি এত বোকা হয় কিভাবে???
যেখানে কান টানলে মাথা আসে সেখানে মাথা টানার কি দরকার???

আরে ভাই, সিমপ্লি আপনারা ৫৬১ টি প্রতিষ্ঠান কে নজরদারির আওতায় না এনে যদি ''ইসলামী ব্যাংক'' কে বন্ধ করে দেন তাহলেই ভেজাল শেষ। কারণ জামাতের সকল টাকা এখানে রাখা হয় এবং লেনদেনও এখানেই হবার কথা।

আচ্ছা সরকার কি জানে না যে ইসলামী ব্যাংক সব কিছুর মূল???
---আজান দিয়া জানে, না জানার কোন উপায়ই নাই।
তাহলে তারা ''ইসলামী ব্যাংক'' কে এ লিস্টে রাখল না কেন? যেখানে শাহবাগের গণজাগরণ মঞ্চ এর আন্দোলন এর সময় সবার আগে ''ইসলামী ব্যাংক'' এর নাম ছিল সবার প্রথমে !
---এত রাগ করলে হবে না তো ভাই, বলছি দাঁড়ান !!!

ভাই শুনেন আমি বলি,
ইসলামী ব্যাংক যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশ ১ সপ্তাহের মধ্যে অচল হয়ে যাবে। বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন। ইসলামী ব্যাংক এর যে পরিমাণ তারল্য আর মজুদ আছে তা আপনি কল্পনা ও করতে পারবেন না। ইসলামী ব্যাংক একমাত্র ব্যাংক যেটা বিশ্বের সেরা ১০০০ ব্যাংক এর মধ্যে স্থান পেয়েছে। আর বাংলাদেশের অন্যান্য ব্যাংক ধারে কাছেও নাই। আমার কথা বিশ্বাস না করলে ইসলামী ব্যাংক এর ট্রানজেকশন আর অন্য কোন ব্যাংক এর ট্রানজেকশন দেখেন সব বুঝতে পারবেন। সরকার ভালো করেই জানে ইসলামী ব্যাংক ছাড়া তারা চলতে পারবে না তাই ইসলামী ব্যাংক কে এ লিস্টে রাখে নাই।

আচ্ছা তাহলে ৫৬১ প্রতিষ্ঠানের কি হবে???
---কিচ্ছু হবে না। আমার কথা বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন। কারণ যতদিন পর্যন্ত বাবা-মা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সন্তানের কোন চিন্তা নেই। যেখানে সরকার ''ইসলামী ব্যাংক'' কে প্রোটকল দিচ্ছে সেখানে অন্য কারো চিন্তা হওয়ার কথা না। একটু খোঁজ নিয়ে দেখতে পারেন জামাতের ৫৬১ প্রতিষ্ঠানে কত লাখ লাখ কর্মী চাকরি করে! এমনিতেই বাংলাদেশে চাকরি নাই, তারপরে ওগুলো বন্ধ করে দিলে কেমনে কি???

পলিটিকেল আরও কিছু স্টেটমেন্ট দেখলাম। সেগুলো নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কারণ আমি রাজনীতি করি না তাই রাজনীতি নিয়ে বলা আমার সাজে না। আমার কাছে যেটা ভুল মনে হবে আমি সেটা নিয়েই লিখবো।
কারো ভালো লাগলেও লিখবো, কারো খারাপ লাগলেও লিখবো।

---গোলাম রাব্বানী

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

মোস্তফা শওকাত ইমরান শাহীন বলেছেন: nice.......

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৯

প্রিয় বিবেক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

আমি আবুলের বাপ বলেছেন: চেতনা একটা মৌসুমি ব্যবসা।সেদিন ফেসবুকে এক গজামের নেতাকে দেখলাম,জামাতের এক হাসপাতালে বাবা হওয়ার আনন্দ শেয়ার করছেন।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

প্রিয় বিবেক বলেছেন: হুম ভাই, বুঝলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.