![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিমে গেছেন কখনো ব্যায়াম করতে কিংবা দেখতে???
ওখানে যারা ব্যায়াম করে তারা সবাই ১৮+ খারাপ শব্দ ব্যবহার করে ঠিক না? যা শুনলে মানুষ আর ঠিক থাকতে পারে না।
আপনি হয়তো এখন জানতে চাইবেন ১৮+ শব্দ কোনগুলো ???
ছিঃ আপনি এতো খারাপ? আপনিও ১৮+ শব্দ শুনতে চান ছিঃ !!!
থাক টেনশন নিয়েন না বলছি, (উহ, আহ, ইয়াহ, অউহ) এগুলো ১৮+ শব্দ যা সাধারণত ভালো কোন অর্থ প্রকাশ করে না।
আপনার কাছে কি মনে হয় যারা জিমে যায় তারা ইচ্ছা করে এই শব্দগুলো ব্যবহার করে? জীবনেও না, জিমে অনেক ব্যায়াম করার পর ক্লান্তিতে ঘাম ঝরার পাশাপাশি এ শব্দগুলো এমনিতেই চলে আসে। কেউ না চাইলেও চলে আসে। এখানে মাইন্ড করার কিছু নাই। আর যদি মাইন্ড করে থাকেন তাইলে জিম থেকে আপনাকে পাছায় লাত্থি মাইরা কিউট কড়ে বের করে দিবে।
আচ্ছা ধরেন আপনি মসজিদ, মন্দির কিংবা গির্জা তে যেয়ে প্রার্থনা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। এখন যদি ক্লান্তি প্রকাশ করতে গিয়ে ঐ ১৮+ শব্দগুলো সেখানে ব্যবহার করে থাকেন তাহলে আপনার কি হতে পারে ধারণা আছে?
বেশী কিছু হবে না, জাস্ট মসজিদ, মন্দির কিংবা গির্জার ধর্মপ্রাণ মানুষগুলো আপনাকে কানের নিচে থাপ্পর দিয়ে পাছায় লাত্থি দিয়ে তাদের ধর্মীয় ঘর থেকে বের করে দিবে এবং সে বের করাটা যৌক্তিক।
কেন আপনার পাছায় লাত্থি দিয়ে বের করবে জানেন???
কারণ ঐ মসজিদ, মন্দির কিংবা গির্জা উল্টাপাল্টা শব্দ উচ্চারণ করার জায়গা না। ঐ জায়গা হচ্ছে স্রষ্টার আরাধনা করার জন্য। তাই ঐ লাত্থি আপনার প্রাপ্য।
তার মানে হচ্ছে যেটা যেখানে করা উচিত সেখানে করতে হবে নাহলে পাছায় লাত্থি খাওয়ার সম্ভাবনা অনেক বেশী।
আচ্ছা সবকিছু বাদ, এখন রিয়েল লাইফে চলে আসি !
ধরেন ৫/৬ দিন যাবত ফেবুতে এক সুন্দরী মেয়ের সাথে আপনার পরিচয়। তো একদিন আপনারা দেখা করতে চাইলেন। দেখা করতে যেয়ে আপনি সুন্দরীর রূপের ঝলক দেইখা তাকে জড়াইয়া ধরে আদর করতে চাইলেন। তখন কি হবে বলেন তো? মেয়ে যদি ভালো ঘরের সন্তান হয় তাইলে সে আপনার পাছায় কিউট করে লাত্থি মাইরা আপনার সাথে সম্পর্কের ইতি টানবে।
আবার ধরেন বিয়ে কইরা বউ ঘরে নিয়ে আসছেন। বাসর ঘরে ঢুকে তার সাথে কোন কথা না বলে দিছেন ঘুম। এভাবে এ সপ্তাহ চলে গেলেও তাকে কিছু করা তো দূরের কথা তার সাথে ভালো করে কথাও বলেন নি। তখন আপনার কি হবে বলেন তো?
কিছুই হবে না, আপনি যখন শ্বশুর বাড়ি যাবেন তখন বউ তার সাবেক প্রেমিকা রে দিয়ে আপনার পাছায় লাত্থি মাইরা বউ আগের প্রেমিকার সাথে পালাবে।
এই ঘটনা গুলোর মোরাল কি বলেন তো???
ভেরি সিম্পল, ইনডায়রেক্টলি অনেক কথা বুঝিয়েছি। আপনি বুঝলে ভালো আর না বুঝলে আরও ভালো। আসল কথা হচ্ছে, যেটা যেখানে করা উচিত সেটা সেখানেই করতে হবে। তার বেশ কম হলে জনগণ আপনাকে কিউট করে পাছায় লাত্থি মাইরা পাছা বাঁকা কইরা ফেলে। পরে না পারবেন আরাম কইরা বসতে, না পারবেন ঘুমাইতে আর বউ পুরান প্রেমিকার সাথে পালাইয়া যাইব এটা তো চিরন্তন সত্য কথা !!!
আর এন্ড অফ দ্যা পোস্ট মোরালিটি হচ্ছে দেখছেন আপনি কত খারাপ?
খালি ১৮+ পোস্ট দেখলেই পড়তে মন চায় না? ছিঃ আপনি এতো খারাপ !!!
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
প্রিয় বিবেক বলেছেন: হাহাহা
২| ১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪
ইমরাজ কবির মুন বলেছেন:
setai
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
প্রিয় বিবেক বলেছেন: হাহাহা
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২
ফেরদাউস আল আমিন বলেছেন: বক্তব্যের বা লেখার সাথে লেখার মাথার মিল থাকা দরকার!
১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
প্রিয় বিবেক বলেছেন: কি অমিল হয়েছে?
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
কল্পলোকের রাজপুত্র বলেছেন: আমি কিন্তু পড়ি নাই.............