![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু প্রশ্ন রেখে দিলাম আপনাদের কাছে, আমরা এর উত্তর জানতে চাই!
~পররাষ্ট্রনীতি না মানলে যদি রাষ্ট্রদ্রোহীতা হয় তাহলে মুসলমান হয়েও ইসলামের নীতি না মানলে ইসলামবিরোধী হবে না কেন?
~টাকা স্বয়ংসম্পূর্ণ ভাবে ছাপা না হলে যদি সেটা জাল টাকা হয় তাহলে বাংলাদেশী হয়েও নিউট্রালিজম এর নামে যারা পারশিয়ারিটিজম করে তারা কেন জাল বাংলাদেশী হবে না?
~মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বঙ্গবীর খেতাব পাওয়া মানুষ টি যদি রাজাকার হয় তাহলে যুদ্ধের সময় তথাকথিত পীরের মুরিদরা কিভাবে আসল দেশপ্রেমিক হয়।
~দাঁড়ি টুপি বোরকা নামাজ পড়লেই যদি জঙ্গি হয়ে যায় তাহলে সংসদে দাঁড়িয়ে আল কোরআনের আয়াত কে হাদীসের বাণী বলে চালিয়ে দেওয়া হলে সে সাচ্ছা মুসলমান হবে কিভাবে?
~মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেও যদি প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয় তাহলে মাত্র ৮/১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাস জমে যায় তাহলে বিঞ্জানের সংঙ্গা পাল্টে যাবে না কেন? যেখানে বিঞ্জানের থিউরি অনুযায়ী -১৮৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নীচে গ্যাস জমার কথা না।
কেন? কেন? কেন?
আমরা এই কেন এর উত্তর জানতে চাই। কেউ কি আছেন এই কেন এর উত্তর গুলো দিবেন প্লিজ !!!
~গোলাম রাব্বানী
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১
প্রিয় বিবেক বলেছেন: ভাই ভালো লাগলো যুক্তিপূর্ণ কথা।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬
মহা সমন্বয় বলেছেন: কেউই যেহেতু উত্তর দেই নাই তাই আমি একটু উত্তর দেয়ার ব্যার্থ প্রয়াল করিতেছি।
পররাষ্ট্রনীতি না মানলে যদি রাষ্ট্রদ্রোহীতা হয় তাহলে মুসলমান হয়েও ইসলামের নীতি না মানলে ইসলামবিরোধী হবে না কেন?[/si
কারণ রাজনীতি আর ধর্ম দুটি সম্পুর্ণ ভিন্ন বিষয়।
টাকা স্বয়ংসম্পূর্ণ ভাবে ছাপা না হলে যদি সেটা জাল টাকা হয় তাহলে বাংলাদেশী হয়েও নিউট্রালিজম এর নামে যারা পারশিয়ারিটিজম করে তারা কেন জাল বাংলাদেশী হবে না?
তারা অবশ্যই জাল বাংলাদেশি কিন্তু তাদের জাল সার্টিফিকেট নেই।
~মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বঙ্গবীর খেতাব পাওয়া মানুষ টি যদি রাজাকার হয় তাহলে যুদ্ধের সময় তথাকথিত পীরের মুরিদরা কিভাবে আসল দেশপ্রেমিক হয়।
এ জন্য আপনাকে রাজনীতির মার প্যঁচ বুঝতে হবে।
~দাঁড়ি টুপি বোরকা নামাজ পড়লেই যদি জঙ্গি হয়ে যায় তাহলে সংসদে দাঁড়িয়ে আল কোরআনের আয়াত কে হাদীসের বাণী বলে চালিয়ে দেওয়া হলে সে সাচ্ছা মুসলমান হবে কিভাবে?
এগুলো হচ্ছে বেদাআত,আর এ জন্য গভীর ভাবে ইসলাম অধ্যায়ন করতে হবে।
~মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেও যদি প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয় তাহলে মাত্র ৮/১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি গ্যাস জমে যায় তাহলে বিঞ্জানের সংঙ্গা পাল্টে যাবে না কেন? যেখানে বিঞ্জানের থিউরি অনুযায়ী -১৮৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নীচে গ্যাস জমার কথা না।
মুক্তিযুদ্ধের অবদান খর্ব বা প্রশ্নের সম্মুখীন হয় এ জাতীয় কোন মন্তব্য করা কোন বাংলাদেশীর জন্য যায়েজ হবে না। তবে হ্যাঁ সে যদি পাকিস্তানের নাগরিক হয় তাহলে দোষের কিছুই নাই।
কেন? কেন? কেন?
আমরা এই কেন এর উত্তর জানতে চাই। কেউ কি আছেন এই কেন এর উত্তর গুলো দিবেন প্লিজ !!!
শুধু প্রশ্ন করলেই সমাধান হবে না এর উত্তরও বের করার চেষ্ট করতে হবে।
যারা প্রশ্ন করে এবং সেই সাথে তার উত্তর খুঁজে বের করার চেষ্ট করে নিঃশ্চই তারা চিন্তশীল এবং জ্ঞানী।
ভুল হলে ক্ষমাপার্থী।