নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় বিবেক

প্রিয় বিবেক › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা প্রগতিশীল মানে কি?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

আচ্ছা প্রগতিশীল মানে কি?

খুব সহজ, এর মানে হচ্ছে ভালোবাসা দিবসে পাবলিক প্লেসে সবার সামনে বইসা প্রিয় মানুষটির সাথে চুম্মা খাওয়া।

না ভাই, এ কথা আমার না। এ কথা তথাকথিত কয়েকটা আবাল প্রগতিশীল এর। ঐ আবাল রা নাকি ইভেন্ট ও খুলছে। এই ইভেন্ট এ নাকি কিছু প্রগতিশীল সাড়া ও দিছে। এমনকি এই ইভেন্টের আয়োজকরা নাকি বলেছেন যারা তাদের ডাকে সাড়া দিবে না কিংবা পাবলিক প্লেসে বিএফ/জিএফ এর সাথে চুম্মা খাবে না তারা নাকি প্রগতিশীল না।

লুল ভাইয়া লুল।
হুম আয়োজকরা কথা তো ঠিক ই বলছেন। পাগল কি গাছে ধরে? আবারো ফিলিং অনেকগুলো লুল !

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই ইভেন্টের মূল উদ্যোক্তা তিনি একজন নারী এবং খুব সম্ভবত দেশের বাইরে থাকেন। তাই এই ইভেন্ট এর প্রতিবাদ করতে গিয়ে এন্টি পার্টি আরেকটি ইভেন্ট খুলছে। সেই ইভেন্ট এর মূল মোটিভ কি জানেন?

মূল মোটিভ হচ্ছে, "যে পাবলিক প্লেসে সবার সামনে বিএফ/জিএফ এর সাথে চুম্মা খাওয়ার মূল উদ্যোক্তা তাকে এন্টি পার্টির অনেকেই ধর্ষণ করতে চায়। কিন্তু সে যেহেতু দেশের বাইরে থাকে তাই তাকে কিউট ধর্ষণ করতে হলে অবশ্যই ধর্ষণকারী কেও বিদেশে যেতে হবে সে যেখানে থাকে। ওকে ফাইন ! কিন্তু ধর্ষণকারী যে এত কষ্ট করে বিদেশে যাবে তার পকেটে অত টাকা নাই। তাই এন্টি পার্টি ইভেন্ট খুলছে ফান্ড কালেক্ট করার জন্য যেন ধর্ষণকারী সে ফান্ড থেকে টাকা নিয়ে খুব সহজেই বিদেশে যেয়ে কিউট করে ঐ তথাকথিত প্রগতিশীল কে ধর্ষণ করে আবার সুন্দর করে দেশে চলে আসতে পারে"

পুরাই পিনিক, ঠিক না ভাই !!!

ফিলিং পুরাই লুল। আল্লাহ ই ভালো জানে আর কত রকমের প্রগতিশীল বাংলাদেশে দেখব !!!

অবশ্য সব ঠিক ই আছে। এ জন্য ই মুরুব্বিরা বলে থাকেন "শীতকালের শেষের দিকে পাগল ভালো করেই চেতে।"

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

মোঃ আলামিন বলেছেন: বিপ্লবের একটা গানের কথা মনে পরে গেলো ," পাগল পাগল সবাই পাগল.........আমরা পাগল ধরা ধামে "।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

প্রিয় বিবেক বলেছেন: হাহাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.