![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাইয়া কেমন আছেন?
~উড়াধুরা, তোমার কি খবর?
আল্লাহর রহমতে ভালোই আছি। আপনার দিনকাল কেমন যায়?
~এই টাইপের কথ বললে আর কখনো আমার সাথে কথা বলবা না।
আমি আবার কি করলাম?
~কিছুই করো নাই, কিন্তু ভগবান এর দোহাই দিয়ে কিছু বলবা না নেক্সট টাইম থেকে। আমার ভাল লাগে না এই ঈশ্বর টপিক।
কেন, আপনি স্রষ্টা কে বিশ্বাস করেন না ?
~না।
কারণ টা জানতে পারি?
~আমি যা চোখে দেখিনি তা বিশ্বাস করবো কেন?
ভাইয়া চরম কথা বলছেন তো।আমি এভাবে কোনদিন চিন্তাই করি নি। আচ্ছা ভাইয়া আপনার আব্বু আম্মু কেমন আছেন?
~ভালো।
আপনি আপনার বাবা কে কি বলে ডাকেন?
~আব্বু বলেই ডাকি।
তাঁকে কেন আব্বু বলে ডাকেন?
~আজব তো ! আমার বাবাকে আব্বু বলে ডাকবো না ?
হুম ডাকবেন। কিন্তু তিনিই যে আপনার বাবা তা কিভাবে বুঝলেন? আপনি কি শিউর তিনিই আপনার বাবা? আপনি নিজের চোখেও দেখেন নি তিনিই আপনার বাবা কি না? তাহলে তাকে বাবা বলে মেনে নিয়েছেন কেন?
~ঐ মিয়া তোমায় প্রবলেম কি?
প্রবলেম নাই ভাই। আপনি যুক্তি দিচ্ছেন তাই আমিও দিচ্ছি। আপনি যুক্তি দেন আমি মেনে নিব।
তারপর তিনি আর কোন কথা না বলেই আমাকে ব্লক মারলেন।
টুট টুট টুট !!!
ভাইরে আরো কিছু কথা বলতে চাইছিলাম কিন্তু তার আগেই ব্লক খাইছি।
আমার কথা হচ্ছে পৃথিবীটা চলে বিশ্বাসের উপর। চোখে দেখে সব জানতে গেলে পৃথিবী বালুচর হতে বেশী সময় লাগবে না। চোখে দেখে ভবিষ্যত্ জানতে গেলে মানুষ আর মানুষ থাকবে না। মানুষ হয়ে যাবে রাক্ষস।
হায়রে ভাই, ছোট্ট এক যুক্তি কে অযুক্তি বানাতে পারেন না আবার বলেন "ঈশ্বর বলে কিছু নেই" !
শেইম অন ইউ ইয়ার !!!
আগে সৃষ্টি কে জানেন তারপর স্রষ্টা কে জানেন তাতেই উত্তর পেয়ে যাবেন স্রষ্টা আছে কি নাই।
বস আগে জানুন, তারপর জানান!!!
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৯
সৌরভ খাঁন বলেছেন: সহমত।
সময় থাকলে পড়ার জন্য অনুরোধ করা গেল-
http://www.somewhereinblog.net/blog/Showravkhan/30031788#comments
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
"হুম ডাকবেন। কিন্তু তিনিই যে আপনার বাবা তা কিভাবে বুঝলেন? আপনি কি শিউর তিনিই আপনার বাবা? আপনি নিজের চোখেও দেখেন নি তিনিই আপনার বাবা কি না? তাহলে তাকে বাবা বলে মেনে নিয়েছেন কেন?
~ঐ মিয়া তোমায় প্রবলেম কি?
প্রবলেম নাই ভাই। আপনি যুক্তি দিচ্ছেন তাই আমিও দিচ্ছি। আপনি যুক্তি দেন আমি মেনে নিব। "
-জন্মের সময় শিশু জানে না যে, তার মা-বাবা কে?
সময়ের সাথে তাকে ২ জন লোকের সাথে বাবা-মা হিসেবে পরিচিত করা হয়; যদি কোন কারণে, ভুল লোককেও মা-বাবা হিসেবে পরিচয় করানো হয়, সেই ২ জনকে মানুষ হতে হবে; নিশ্চয় দেখা যাচ্ছে না, সেই রকম কাউকে বলা হয় না যে, "ওটাই তোমার বাবা, তুমি দেখছো না, কিন্তু উনি ওখানে আছেন"
-আপনি লজিক্যালী ভাবতে পারেন না; আপনার উদাহরণটা লজিক্যালী শুদ্ধ নয়; আপনি পড়ালেখা করেননি ঠিক মতো।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কথা গুলো কি ভাই ফেসবুক/ম্যাসেঞ্জারে হচ্ছিলো? যদি তাই হয়, তাইলে ব্লক মারার পর টুট টুট টুট হইলো ক্যামনে জাতি জানতে চায়.......
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
সোজোন বাদিয়া বলেছেন: ঠিক বুঝতে পারলাম না। আপনি কি অন্ধবিশ্বাসের পক্ষে ওকালতি করছেন? মানুষ কিন্তু অন্ধভাবে মানে একেবারে না দেখে বাবাকে বাবা বলে বিশ্বাস করে না। ধরুন কেউ দেখলো তার মায়ের পরকীয়ার অভ্যাস আছে। তাহলে কি সে মায়ের বিবাহিত স্বামীকে তার বাবা বলে বিশ্বাস করতে সন্দেহ করবে না?
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
নিরব ঘাতক ফাহিম বলেছেন: তারপর তিনি আর কোন কথা না বলেই আমাকে ব্লক মারলেন।
টুট টুট টুট
হা হা হা
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
গেম চেঞ্জার বলেছেন: আপনি হইলেন অকাল তত্বজ্ঞানী মানব!! আপনারে নুপেল দেওন দককার।
