![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলেন তো দোষ কার?
-সব দোষ হুজুরের, কারণ সে হুজুর !!!
---ছেলে-মেয়ে প্রেম করে। পার্কে পার্কে যায় ঘুরতে। একসাথে থাকতে থাকতে বেশি আবেগি হয়ে চুম্মা চাটি থেইকা শুরু কইরা আরও বেশি কিছু কইরা ফেলে। শেষ পর্যন্ত ধরা খায় হুজুরের হাতে। শেষ পর্যন্ত কাপলদের আর কিছুই হয় না। সমস্যা হয় হুজুরের। জরিমানা হিসেবে হুজুরকে গুনতে হয় ১ মাসের বেতন কাটা। কারণ ঐ আকাম দেখছে হুজুর।
বলেন তো দোষ কার?
-দোষ হইছে হুজুরের, কারণ ঐ আকাম দেখছে হুজুর!
---অনেক সুন্দর কইরা জামাই-বউ এর বিয়া হইছে। অনেক সুখের সংসার। মাঝে মাঝে শুধু ঝগড়া হয়। মাঝে মাঝে মারা মারি ও হয়।
বলেন তো দোষ কার?
-দোষ হইছে হুজুরের। কারণ হুজুর বিয়া পড়াইছে। হুজুর বিয়া না করাইলে এ ঝগড়া লাগতো না।
---বিয়ার পর বাচ্চা হয় না তো হয় ই না। অনেক ডাক্তার দেখাইছে তাও লাভ নাই। আর বাচ্চাই হবে না।
বলেন তো দোষ কার?
-দোষ হইছে হুজুরের। কারণ ঐ জামাইরে ছোট বেলায় মুসলমানি করাইছে হুজুর।
---বিয়ার পর অনেক কষ্টে বাচ্চা হইছে। ছোট বেলায় বাচ্চারা ভালোই ছিল কিন্তু বড় হইয়া হইছে বদমায়েশ।
বলেন তো দোষ কার?
-দোষ হইছে হুজুরের। কারণ জন্মের পর ঐ বদমায়েশটার কানের কাছে যাইয়া আজান দিছে হুজুর।
---বাপ-মার ঘরে যে বদমায়েশ বাচ্চা হইছে সে অবশেষে পালাইয়া যায়া বিয়া করছে।
বলেন তো দোষ কার?
-দোষ হইছে হুজুরের। কারণ পোলার বিয়া ও পড়াইছে হুজুর।
মোরাল অফ দ্যা স্টোরিঃ আমি আর কিছু কমু না। এই দায়িত্ব আপনাদের উপর ছাইড়া দিলাম।
---গোলাম রাব্বানী
২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: হা হাহা সব দোষ হুজুরের।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৪
আশরাফুল ইসলাম মাসুম বলেছেন:
Click This Link