![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা যুদ্ধের। ভয়াবহ যুদ্ধের এ জীবন। আমি একজন যোদ্ধা হয়ে সে যুদ্ধের জীবন টাকে বিশ্বাস করি। প্রচণ্ড রকমের বিশ্বাস করি।
সে যুদ্ধ অস্ত্রের যুদ্ধ না, কথার যুদ্ধ না, ঘৃণার যুদ্ধ না, হিংসার যুদ্ধ না, অহংকারের যুদ্ধ না, নয় কোন বিভ্রমের যুদ্ধ। সে যুদ্ধ কেবল ই ভালোলাগার, ভালোবাসার। অনেকটা বেশি ভালোবাসার যুদ্ধ।
ভালোবাসার এ যুদ্ধে বিপরীত পাশ থেকে মাঝে মাঝে অনেক ঘৃণা চলে আসে। কিন্তু তাতে কি ! প্রকৃত ভালোবাসা কি কখনও বিফলে যায়? বিফলে কি যায় শ্রদ্ধেয় স্যার/মেম দের ভালোবাসা? সিনিয়র ভাইয়া/আপুদের ভালোবাসা? বিফলে কি যায় জুনিয়রদের ভালোবাসা? বিফলে কি যায় ক্লান্ত আত্মার শ্রান্ত ভালোবাসা?
আপনি বলবেন সম্ভব না? আমি বলবো সম্ভব!
আপনি বলবেন হবে না? আমি বলবো হতেই হবে!
আপনি বলবেন পিছিয়ে যেতে হবে? আমি বলবো এগিয়ে যাবো!
আপনি বলবেন সমালোচনা কর? আমি বলবো আলচনায় বসতে হবে!
এক টুকরো ভালোবাসার বিনিময়ে পৃথিবী টা ই বদলে দেওয়া যায়। মনে সঁপে দিয়ে প্রাণ উজাড় করে দিয়ে যে ভালোলাগারা খেলা করে তা শুধু ভালো লাগাই নয়। ভালোবাসার চেয়েও অনেক বেশি কিছু ছিল। অনেক বেশি কিছু ছিল !!!
আজকের সকল কিছু উৎসর্গ করলাম আমার সকল বড় ভাইয়াকে। যারা আমাকে তাদের ভাই এর চেয়ে একটু বেশি কিছু মনে করেন। একটু বেশি ই ভালোবাসেন। অনেকটা বেশি পরিমাণ ই ভালোবাসেন।
এ ভালোবাসার বেঁচে থাকুক জনম জনম !!!
২| ২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৪৬
বিজন রয় বলেছেন: মন্তব্যটি ভুল করে আপনার এখানে করা হয়েছে।
দয়াকরে দুটোই মুছে দিন প্রিয় বিবেক।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৬ রাত ৮:৪৪
বিজন রয় বলেছেন: খুব করে ধন্যবাদ এমন উৎসাহ দেওয়ার জন্য। এসব কথা সত্যি লেখার সাহস যোগায়।
ভাল থাকুন এই শুভকামনা।