নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

১৯৭১ সালে জাফর ইকবালের "দুধে রুটি ছিঁড়ে চিনি মাখিয়ে খাওয়া"-র ইতিহাস

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২১

১৯৭১ সালে জাফর ইকবালের "দুধে রুটি ছিঁড়ে চিনি মাখিয়ে খাওয়া"-র ইতিহাস
************************************************************************

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে জাফর ইকবাল লিখেছেন:

// আমার বাবাকে মেরে ফেলার পর পুরো পরিবারকে নিয়ে একেবারে বনের পশুর মতো দীর্ঘদিন দেশের আনাচে কানাচে ছুটে বেড়াতে হয়েছে। //

http://opinion.bdnews24.com/bangla/archives/20938
.... .... ....

এখন হুমায়ূন আহমেদের বর্ণনায় এই "বনের পশুর মতো ছুটে বেড়ানো"টা একটু দেখা যাক:

// আমরা দু'ভাই লুঙ্গি-পাঞ্জাবী পরলাম। মাথায় দিলাম গোল বেতের তুপি। রওনা হলাম সর্ষিনা।

...সর্ষিনার পীর সাহেবের আস্তানা চমৎকার। জায়গাটা নদীর তীরে, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। মাদ্রাসার ছাত্রদের থাকার জন্যে বিশাল হোস্টেল। পাড়া গাঁ মতো জায়গায় বিরাট কর্মযজ্ঞ। আর হবে নাই বা কেন? পাকিস্তানের সব রাষ্ট্রপ্রধানই এখানে এসেছেন। কিছু সময় কাটিয়েছেন।

আমরা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে সর্ষিনা পৌঁছলাম বিকেলে। মাদ্রাসার ছাত্ররা দুধে রুটি ছিঁড়ে চিনি মাখিয়ে খেতে দিল। গপাগপ করে খেলাম।...//

[আপনারে আমি খুঁজিয়া বেড়াই, হুমায়ূন আহমেদ, পৃষ্ঠা ১৭৬]

.... .... ....

তো জাফর স্যার, প্রাণের ভয়ে স্বাধীনতাবিরোধী পীরের আস্তানায় গিয়ে বনের পশুর মতো দুধে রুটি ছিঁড়ে চিনি মাখিয়ে খাওয়ার চেয়ে মুক্তিযুদ্ধে যোগ দেয়াটা কি অনেক কঠিন ছিল?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৭

এম এ কাশেম বলেছেন: চমৎকার ইতিহাস তো....................
জাফর ইকবালরা তাহলে ""দুধে রুটি ছিঁড়ে চিনি মাখিয়ে খাওয়া"- মুক্তিযুদ্ধা।

এরা সবসময় দুধ চিনি রুটি খায়
আর জাতিকে মুক্তিযুদ্ধের গল্প শুনায়,
গল্প লিখে পকেট পুরায়
উসকানী দিয়ে হৃদয় জুড়ায়।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৭

ইমরান আশফাক বলেছেন: শাক দিয়ে মাছ ঢাকা যায় না, অপেক্ষা করুন আর থলের বিড়াল বের হয়ে আসতে দিন।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

কলাবাগান১ বলেছেন: উনার কথায় আপনাদের কেন লাগে সেটা সবাই বুঝে.......... রাজাকার বান্ধব কথাবার্তা বললে আপনাদের গায়ে উনাকে নিয়ে এত জ্বালা হত না

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৭

রফিক মাহমুদ বলেছেন:

জাফর স্যারের সাস্ট যোগদানের আগে এই ভূমিকা দেখি নি কেন? ঢাবিতে কৃতি ছাত্র ছিলেন, বিদেশে নিরপেক্ষ পরিবেশে লেখাপড়া করেছেন। দেশে ফিরে ভাইয়ের উপদেশ নিয়ে লেখালেখি শুরু করেছেন। বি এন পি মন্ত্রী কন্যাকে বিয়ে করেছেন। আগে কখনোই কেউ এই মুক্তি-অবস্থান দেখে নি। ধীরে ধীরে লেখক হিসেবে কিছু পরিচিতি পেলেন, যদিও অনেকে বলল, নকলিবাজি। তারপর হঠাৎ মুক্তিযুদ্ধের প্রবক্তা হয়ে গেলেন?

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

মুদ্‌দাকির বলেছেন:
:-B :-B :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.