নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

আত্নহত্যা মহাপাপ এই কথাটা কতটুকু যৌক্তিক?

১১ ই মার্চ, ২০২২ রাত ১০:০৮

ইসলাম ধর্মে আছে আত্নহত্যা মহাপাপ। আচ্ছা একজন মানুষ কতোটা অসহায় হলে আত্নহত্যা করে? কেউ কি চায় নিজের জীবন দিতে? কিছু জানোয়ার একজন অসহায় কে আত্নহত্যা করতে বাধ্য করবে। আর জুলুমের স্বীকার হয়ে লজ্জায় অপমানে বাধ্য হয়ে কেউ আত্নহত্যা করলে তা নাকি মহাপাপ! অদ্ভুত!
আজকেও ফেসবুকের হোম পেজে একটা সুইসাইড নোট ঘুরছে। ছবিটা শরীফুল ইসলামের ফেসবুক ওয়াল থেকে নেয়া।

ইশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে এখানে তাকে খুঁজে পাওয়া যাবেনা।

মন্তব্য ৫৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২২ রাত ১০:২৬

নূর আলম হিরণ বলেছেন: আত্মহত্যা অনেক দেশে আইন দিয়ে বৈধতা দেওয়া হচ্ছে। আগামীতে এই সংখ্যা আরো বাড়বে।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০২

মোহাম্মদ গোফরান বলেছেন: একজন মানুষ ইহকালে এতো নির্যাতিত হচ্ছে এবং কষ্ট ভোগ করছে যে জীবন পর্যন্ত আত্নহণন দিচ্ছে। আবার পরকালেক তাকে নরকে নিক্ষেপ করা হবে। নিতে পারছিনা ব্যাপারটা।

২| ১১ ই মার্চ, ২০২২ রাত ১০:২৯

সোবুজ বলেছেন: ইসলাম ধর্ম মতে অবশ্যই মহাপাপ।যুক্তি দিয়ে ধর্ম চলে না।ধর্ম চলে ধর্মীয় বিধানে।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৩

মোহাম্মদ গোফরান বলেছেন: এ কেমন বিধান!
তাহলে কি ঈশ্বর ভদ্র পল্লীতেই থাকেন?

৩| ১১ ই মার্চ, ২০২২ রাত ১০:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আত্মহত্যাকে আপনি সমর্থন করছেন নাকি?

আপনি অত্যন্ত অদ্ভূত মানুষ।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: মোটেও আত্নহত্যা কে সমর্থন করছিনা। অসহায় হয়ে কেউ আত্নহত্যা করলে তাকে নরকে দেয়া অযৌক্তিক মনে হচ্ছে। পোস্ট আবার পড়ুন কি লিখছি।

৪| ১১ ই মার্চ, ২০২২ রাত ১০:৫০

বংগল কক বলেছেন: পাদ দিলে ওজু ভাইংগা যায় - এই কথা কতটুকু যৌক্তিক?

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: জানিনা।

৫| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আত্মহত্যাকে সমর্থন করার কি আছে?
আপনি কি জুলুমকারি অপরাধীকে ধরে বিচার করার চেয়ে আত্মহত্যা জরুরি বলছেন, সমর্থন করছেন?

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সমর্থন তো করিনি গাসান ভাই। আমি বলছি আত্নহত্যা করা মহাপাপ টা আমার কাছে অযৌক্তিক অনেকটা অমানবিক ও।

৬| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:



সমাজের বিবিধ শ্রেণীর মানুষ বিবিধ কারণে আত্মহত্যা করে; তরুণ ও মানসিক রোগীদের কিছু অংশকে রক্ষা করা সম্ভব।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: একজন লোক অসহায় অবস্থায় নির্যাতিত হয়ে নিজ প্রাণ ও দিবে সেই কারণে তাকে পাপী সার্টিফিকেট দেয়া অদ্ভুত বৈ কী!

৭| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আত্মহত্যা সব সময় সব অবস্থায়
কোনো যুক্তি ছাড়াই মহা পাপ।
কারন আল্লাহ আত্মহত্যাকারীর
ব্যাপারে খুবি কঠিন সাস্তির বিধান
করেছেন। এটা যারা আল্লাহর বিধানকে
মানে তাদের জন্য।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধর্মীয় বিশ্বাস ও আদেশের কাছে চিরকাল যুক্তি অসহায়।

৮| ১১ ই মার্চ, ২০২২ রাত ১১:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: শুধু ইসলাম না, হিন্দু ধর্ম, খ্রিস্টধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মেও আত্মহত্যা নিষিদ্ধ।

তবে মুসলমানদের ক্ষেত্রে আত্মহত্যাকারী কাফের হয়ে যায় না। সে মুসলমানই থাকে। তাই তার জানাজা পড়াতে হয়। মৃত্যুর পর সে শাস্তি পেলেও ঈমান থাকার কারণে এক সময় বেশেস্তবাসি হবে।

তবে হাশরের ময়দানে আল্লাহ চাইলে দয়া ক'রে আত্মহত্যাকারীকে মাফ করে দিতে পারেন। কারণ আল্লাহ শিরক ছাড়া অন্য যে কোন গুনাহ মাফ করে দিতে পারেন নিজের ইচ্ছাতে।

দুনিয়াটা পরীক্ষার জায়গা। তাই আত্মহত্যাকারীর ধৈর্য ধারণ করা উচিত ছিল।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: এক্কটু সময় নিয়ে মন্তব্যের জবাব দিব আবার।

৯| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:১১

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ইসলাম ধর্ম মহাপাপ বলায় অদ্ভুত লাগলো নাকি নিজ মৃত্যু অদ্ভুত লাগলো ? কোনটা দাদা ?

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: সময় নিয়ে বিস্তারিতভাবে জবাব দিব মন্তব্যে র :)

১০| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:২৯

রাজীব নুর বলেছেন: প্রতিটা আত্মহত্যা'ই আসলে হত্যা।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: একদম ঠিক বলেছেন।

১১| ১২ ই মার্চ, ২০২২ রাত ১২:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: সাড়ে চুয়াত্তর এর বলা - আত্মহত্যাকারীর ধৈর্য ধারণ করা উচিত
এটাই মূল কথা।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আজ রাতে উনার মন্তব্যের জবাব দিব। পড়ার অনুরোধ রইল।

১২| ১২ ই মার্চ, ২০২২ ভোর ৪:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
সাড়ে চুয়াত্তর বলেছেন - মুসলমানদের ক্ষেত্রে আত্মহত্যাকারী কাফের হয়ে যায় না। সে মুসলমানই থাকে। মৃত্যুর পর সে শাস্তি পেলেও ঈমান থাকার কারণে এক সময় বেশেস্তবাসি হবে।

হ্যা সেটাই।
এইরকম মোক্ষম হাদিস বানানো না হলে জেহাদ কিভাবে হবে, আর পেটে বোমা নিয়ে মসজিদে ঢুকবে কে?

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: @সাড়ে চুয়াত্তর ভাই।

১৩| ১২ ই মার্চ, ২০২২ সকাল ৮:৪৪

বিটপি বলেছেন: আত্মহত্যাকারী অবশ্যই কাফের হয়ে যায়। সে আল্লাহ্‌র সিদ্ধান্তকে অস্বীকার করছে - নিজে নিজে সিদ্ধান্ত নেবার মত শিরকী কাজ করছে। হত্যা এক জঘন্য পাপ - এর ক্ষমা পাওয়া খুব কঠিন। কিন্তু আত্মহত্যাকারীর ক্ষমা চাওয়ার কোন সুযোগই নেই। কিয়ামতের দিন আল্লাহ্‌র কাছে ক্ষমা চাইতে পারেন কেবল রাসূল (স)। অন্য কেউ নিজের জন্য ক্ষমা চাইতে পারেনা। মৃত্যু নিশ্চিত হবার সাথে সাথেই তওবার রাস্তা বন্ধ হয়ে যায়।

এসব যুক্তি কারণে এবং ইসলামের দীর্ঘ ইতিহাসে কোন সুইসাইড স্কয়াডের দৃষ্টান্ত না থাকার কারণে আত্মহত্যাকে যুদ্ধ কৌশল হিসেবে কখনোই স্বীকার করা হয়নি।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সময় নিয়ে মন্তব্যের জবাব দিচ্ছি ব্রাদার। ধন্যবাদ।

১৪| ১২ ই মার্চ, ২০২২ সকাল ১০:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ বিটপি - আত্মহত্যাকারী কাফের হয়ে যায় এটা কেউ কি প্রমাণ করতে পারবে কোরআন বা হাদিস থেকে? আত্মহত্যা কবিরা গুনাহ কিন্তু এটার কারণে ঐ ব্যক্তি কাফের হয়ে যায় না। হাদিসে আছে জাহান্নামিদের ক্ষেত্রে যার অন্তরে তিল পরিমান ঈমান থাকবে সে এক সময় জাহান্নাম থেকে জান্নাতে যাবে।

একটা লোক যখন সুদ খায় তখন সে আল্লাহর নির্দেশ অমান্য করছে কিন্তু এটার কারণে সে কাফের হয়ে যায় না। একই কথা আত্মহত্যার ক্ষেত্রেও।

নিজে নিজে সিদ্ধান্ত নেয়াকে শিরক বলে না। শিরক হোল আল্লাহর সাথে কোন দেব-দেবী বা অন্য কিছুকে শরিক করা বা তার কাছে কিছু চাওয়া বা সে কিছু দিতে পারে বলে বিশ্বাস করা। হত্যা করার চেয়েও বড় অপরাধ শিরক করা।

ক্ষমা না চাইলেও আল্লাহতায়ালা শিরক ছাড়া অন্য যে কোন গুনাহ নিজের ইচ্ছায় মাফ করে দিতে পারেন। এই মর্মে সহি হাদিস আছে।

তওবার রাস্তা বন্ধ হয়ে গেলেও মৃত ব্যক্তি নেকি অর্জন করতে পারে;

< সদকায়ে জারিয়া (যেমন কোন সমাজ কল্যাণমূলক কাজ থেকে মৃত্যুর পরও নেকি অর্জন)
< যদি কেউ এমন সন্তান রেখে যায়, যে সন্তান বাবা-মায়ের জন্য দোয়া করবে
< এমন দীনি শিক্ষা রেখে যায়, যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে।

এছাড়াও এভাবে মৃত ব্যক্তি নেকি পায়;
- মৃত ব্যক্তির জন্য জীবিতদের দোয়া
- মৃত ব্যক্তির জন্য দান-সদকা
- মৃতব্যক্তির জন্য রোজা পালন ( যদি ফরজ রোজা বাদ পড়ে)
- মৃত ব্যক্তির পক্ষে হজ ( যদি প্রযোজ্য হয়)
- মৃত ব্যক্তির জন্য কুরবানি

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: @বিটপি ভাই।

১৫| ১২ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৬

রানার ব্লগ বলেছেন: আত্মহত্যা সমাধান নয় !!!! আমার নিজেরও অনেক বার এমনটা করতে ইচ্ছা হয়েছে, এমনকি ইচ্ছাকরে রাস্তা পার হবার সময় চলন্ত রাস্তায় ইচ্ছা করে ধিরে চলেছি !! কিন্তু আমার সমস্যার কি সমাধান হয়েছে তাতে, হয় নাই। তবে কিছুকিছু ক্ষেত্রে মানুষ অসহায় হয়ে পরে।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাই। আত্নহত্যা করতে বাধ্যও করবে আবার মহাপাপী হিসেবে তিরস্কার ও করবে। সত্যি সেলুকাস!

১৬| ১২ ই মার্চ, ২০২২ সকাল ১০:৪৯

খুশিতে বলেছেন: এত তত্ব কথা ভালো লাগে না। একটা এক্সপেরিমেন্ট করে আমাদেরকে রেজাল্ট জানাতে পারেন নাকি দেখেন।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: কেমনে কী?

১৭| ১২ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৭

নতুন বলেছেন: এই রকমের আন্তহত্যার পেছনে সমাজের প্রচলিত ভাবনা অনেকটাই দায়ী।

এই মেয়ে চিন্তা করেছে সমাজ কি বললে যখন এই ঘটনা সামনে আসবে। সেটা ভেবে সে আত্নহত্যার কথা ভেবেছে।

যদি মেয়ে বিশ্বাস করতো যে সমাজ প্রতিবাদ করবে, তাকে সমর্থন করবে, তাকে নস্ট মেয়ে বলে ঘৃনা করবেনা তবে মেয়েটি আত্নহত্যা করতো না।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন ভাই বিষয়টি নিয়ে আসলে কিছু আলোচনা করা যায়।

১৮| ১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আত্মহত্যা কোন কোন ভাবেই ইসলাম সমর্থন করেনা তাই এর স্বপক্ষে কোন যুক্তিই গ্রহণযোগ্য নয়।

১২ ই মার্চ, ২০২২ দুপুর ১২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষ কি খুশিতে আত্নহত্যা করে তাহলে?

১৯| ১২ ই মার্চ, ২০২২ দুপুর ১:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: নিজেকে হত্যা না করে তার উচিত ছিল তার উপর আক্রমণকারীকে হত্যার চেষ্টা করা। এই ক্ষেত্রে তার গুনাহ হতো না।

১২ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: মানুষ তো অসহায় হয়েই আত্নহনন করে ভাই ।

২০| ১২ ই মার্চ, ২০২২ দুপুর ২:২৯

নতুন বলেছেন: উপরে মেয়েটি বলেছেই যে সমাজ সে ধর্ষিতা হয়েছে জানলে তার বাবা মা পরিবারের সন্মান শেষ করে দেবে তাই সে আত্নহত্যা করেছে।

সমাজ সহানুভুতিশীল হলে অবশ্যই মেয়েটি আত্নহত্যা করতো না বরং পুলিশের কাছে গিয়ে অপরাধীকে গ্রেপ্তারের কথা বলতো।

১২ ই মার্চ, ২০২২ রাত ৯:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: পুলিশ কি তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারতো ? তার যে ক্ষতি হয়েছে তা পূরণ করে দিতে পারতো ?

২১| ১২ ই মার্চ, ২০২২ বিকাল ৩:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পোস্ট পড়েই আমি মন্তব্য করেছিলাম।

মহাপাপ ধর্মের সাথে সম্পৃক্ত, যারা ধর্ম পালন করে ওরা আত্মহত্যা করে না।
এই পোস্টে মন্তব্য করাই ভুল হয়েছে। দয়া করে ক্ষমা করবেন, আর পারলে আমার মন্তব্য মুছে ফেলবেন।

আবারো ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০২২ রাত ৯:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: এতো রাগ অভিমান কেন ব্রো ?

২২| ১২ ই মার্চ, ২০২২ রাত ১০:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ধর্ম সম্পর্কে আমার স্টাডি ও অধীত জ্ঞান খুবই কম। তবে, আমি জানতাম যে আত্মহত্যা মহাপাপ। কিন্তু এর স্বপক্ষে হাদিস বা কোরান থেকে উদ্ধৃত কোনো রেফারেন্স উপরে কারো পোস্টে চোখে পড়লো না।

একবার পড়েছিলাম, জাপানে কিছু যুবক দল বেঁধে আত্মহত্যা করেছিল (কিংবা এটা এখনো জাপানিজ তরুণদের ট্রেন্ড হয়ে থাকতে পারে), কারণ হলো - তাহাদের জীবনের সাধ-আহ্লাদ সব পুরা হইয়া গেছে, এখন আর বাঁইচ্যা থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন নাই। অতএব, আসো, গলাগলি ধইরা নদীতে ঝাঁপ দিয়া সুইসাইড করি।

কিন্তু আমাদের দেশের আত্মহত্যাকারীগণ পরিস্থিতি দ্বারা আত্মহত্যা করতে 'প্ররোচিত' হোন। এই প্ররোচনামূলক পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে পারে, পারিবারিক পর্যায়ে সে ব্যাপারে কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিলে সুইসাইড ইনসিডেন্ট অনেক কমে আসবে। এ ব্যাপারে আমাদের মিডিয়াতে কোনো আলোচনা হয় না, সম্ভবত আলোচনায় পরিস্থিতি আরো অ্যাডভার্স হতে পারে সেটা ভেবেই করা হয় না। কিন্তু, মনে হচ্ছে সুইসাইডের সংখ্যা বাড়ছে, যেখানে সোশ্যাল মিডিয়ার ঘটনাগুলোও অনুঘটক হিসাবে কাজ করছে বলে মনে হয়।

আপনার শিরোনামে আসি - যৌক্তিক বা অযৌক্তিক - এ ব্যাপারে ধর্মীয় ব্যাখ্যা উপরে কয়েকজন দিয়েছেন। ওগুলো জেনে গেলাম। কয়েকটা ভালো কমেন্টও আছে, ওগুলো পড়ে নিজেকে জ্ঞানবান করলাম।

আত্মহত্যা অন্যায়। এমন অন্যায় যে, এটা মহাপাপের চাইতেও অধিক গুরুতর আমার কাছে। এগুলো যাতে না ঘটে, আমাদের পরিবারে সে দিকটার প্রতি কড়া খেয়াল রাখতে হবে, বিশেষ করে আজকের সোশ্যাল মিডিয়ার যুগে।

আর গোফরান ভাই, যে জিনিসটা বলতে চাইছিলাম, আমার পোস্টে আজ আসেন নাই কেন? ওটাও তো আপনার জন্যই :)

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার সুন্দর মন্তব্যের জন্য। :)

২৩| ১৩ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪৪

নতুন বলেছেন: লেখক বলেছেন: পুলিশ কি তার হারানো সম্মান ফিরিয়ে দিতে পারতো ? তার যে ক্ষতি হয়েছে তা পূরণ করে দিতে পারতো ?

আমাদের দেশে বাংলা ছবিতে দেখানো হতো যে ধর্ষনের পরে নারী নস্টা হয়ে গেছে তাই এই মুখ কিভাবে দেখাবে এবং নারী আত্যহত্যা করতো। সমাজও মনে করে নারী ধর্ষিত হয়েছে নস্ট হয়েগেছে।

একজন তার সাথে অন্যায় করেছে তার সন্মান হানী হয়েছে কিন্তু তাতে জীবন দিয়ে দিতে হবে না। জীবন অনেক বড়।

১৩ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সম্মানিত ব্লগার আবারো মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমার দুঃখটা আসলে কোথায় জানেন? আমার দুঃখটা হলো নির্যাতিত বা নির্যাতিতা দুনিয়াতেও কষ্ট ভোগ করল আখিরাতেও শাস্তি পাবে।

২৪| ১৩ ই মার্চ, ২০২২ সন্ধ্যা ৬:১২

নতুন বলেছেন: লেখক বলেছেন: সম্মানিত ব্লগার আবারো মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমার দুঃখটা আসলে কোথায় জানেন? আমার দুঃখটা হলো নির্যাতিত বা নির্যাতিতা দুনিয়াতেও কষ্ট ভোগ করল আখিরাতেও শাস্তি পাবে।

সম্ভবত বাংলাদেশের আইন অনুযায়ীও আত্যহত্যার চেস্টা করলে তাকে সাজা পেতে হয়। এটা এক রকমের নিরুতসাহিত করার জন্য করা হয়।

আর ধর্মে তো অনেক রকমের নিয়ম আছে সেটার কোন ব্যক্ষা নাই।

১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: বাংলাদেশের আইন কি অসহায় গরীবের পক্ষে কখনো কথা বলেছে নতুন ভাই?

২৫| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৫

বিটপি বলেছেন: সব কিছুই হাদীস দ্বারা প্রমাণ করা যায়না। আপনারা কথায় কথায় গান বাজনাকে হারাম বলেন, দাঁড়ি রাখাকে ওয়াজিব বলেন - কই এর স্বপক্ষে তো স্ট্রং প্রমাণ হাজির করতে পারেন না! কিন্তু আমি করছিঃ
‘তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এবং যে কেউ সীমালঙ্ঘন করে আত্মহত্যা করবে তাকে অগ্নিতে দগ্ধ করব এটা আল্লাহর পক্ষে সহজ (সূরা আন নিসা আয়াত-২৯,৩০)।
তোমরা নিজের হাতে নিজেদের জীবনকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না (সূরা বাকারা-১৯৫)
জুন্দুব বিন আবদুল্লাহ (রা.) রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি জখম হয়ে (অধৈর্য হয়ে) আত্মহত্যা করে। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ বলেন, ‘আমার বান্দা আমার নির্ধারিত সময়ের আগেই নিজের জীবনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। আমি তার ওপর জান্নাত হারাম করে দিলাম। ’ (বুখারি, হাদিস : ১২৭৫)
‘যে যেভাবে আত্মহত্যা করবে, তার শাস্তি অনন্তকাল সেভাবেই চলতে থাকবে।’ (মুসলিম ও তিরমিজি)।
আবু হুরায়রা রা: বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘যে ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে, জাহান্নামেও তার সেই যন্ত্রণাকে অব্যাহত রাখা হবে। আর যে ব্যক্তি ধারালো কোনো কিছু দিয়ে আত্মহত্যা করবে, তার সেই যন্ত্রণাকেও জাহান্নামে অব্যাহত রাখা হবে।’ (সহিহ বুখারি, খণ্ড ২, হাদিস নং ৪৪৬)
আবু হুরায়রা (রা.) রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণনা করেন, ‘যে ব্যক্তি পাহাড় থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবে, সে জাহান্নামে অনুরূপভাবে (পাহাড় থেকে লাফিয়ে পড়ে) আত্মহত্যা করতে থাকবে। এটা হবে তার স্থায়ী বাসস্থান। যে ব্যক্তি বিষপানে আত্মহত্যা করবে, বিষ তার হাতে থাকবে, জাহান্নামে সে সারাক্ষণ বিষ পান করে আত্মহত্যা করতে থাকবে। আর এটা হবে তার স্থায়ী বাসস্থান। আর যে ব্যক্তি লৌহাস্ত্র দিয়ে আত্মহত্যা করবে, সেই লৌহাস্ত্রই তার হাতে থাকবে। জাহান্নামে সে তা নিজ পেটে ঢোকাতে থাকবে, আর সেখানে সে চিরস্থায়ীভাবে থাকবে। ’ (বুখারি, হাদিস : ৫৩৩৩)
জাবের বিন সামুরা (রা.) থেকে বর্ণিত, ‘রাসুলুল্লাহ (সা.)-এর কাছে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে, যে লোহার ফলা দ্বারা আত্মহত্যা করেছিল, ফলে তিনি তার জানাজার নামাজ আদায় করেননি। ’ (মুসলিম, হাদিস : ১৬২৪)

১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: বিটপি ভাই কথা হচ্ছে আত্নহত্যা মহাপাপ সেটার স্বপক্ষে যুক্তি নিয়ে। ইসলামে আত্নহত্যা মহাপাপ সে ব্যাপারে সবাই একমত।

২৬| ১৪ ই মার্চ, ২০২২ সকাল ৯:৪৭

বিটপি বলেছেন: @সাড়ে চুয়াত্তর, কুরআন ও হাদীস থেকে প্রমাণ করে দিলাম আত্মহত্যা কত বড় পাপ! এখন বলুন, আল্লাহ কেন এই পাপ ক্ষমা করবেন? পরকালে কি তওবা করার কোন বিধান আছে? আত্মহত্যাকারীর জানাযা কি পড়ানো জায়েজ?

১৪ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: @ সাড়ে চুয়াত্তর ভাই।

২৭| ১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৯

সাখাওয়াতুল আলম চৌধুরী. বলেছেন: যিনি সত্যিকার ভাবে আল্লাহ্ কে স্বীকার করবেন, তাকে শেষ পর্যন্ত তাঁর উপরই ভরসা রাখতে হবে। আর এটাই ইসলাম

এই পৃথিবীতে জাগতিক নিয়মে কেউ অত্যাচারী হবে আবার কেউ অত্যাচারিত হবে। অতএব শেষ পর্যন্ত যে সবকিছু মেনে নিবে তার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করবে।



যে এই কষ্ট মেনে না নিয়ে আত্মহত্যা করলো, সেকি কষ্ট ছাড়াই মুক্তি পেলো? বেঁচে থাকলে কি তার আরও বেশী কষ্ট হতো? হয়তো হতো হয়তো না। তাই শেষপর্যন্ত আল্লাহর উপর ই ভরসা রাখা উচিত। যদি সে সত্যিকারের মুমিন হয়ে থাকে।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.