নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
চট্টগ্রামের হোটেল পেনিন্সুয়ালার রুফটপ থেকে পড়ন্ত বিকেলে চট্টগ্রাম শহরের দৃশ্য। ছবিটি আমার মুবাইল থেকে তুলা।
ভ্রমণ যারা ভালোবাসেন তারা সম্ভবত অল্প অল্প করে সঞ্চয় করেন বছরে অন্তত ১/২ বার যেন ঘুরতে যেতে পারেন। বড়লোকরা যখন ইচ্ছা তখন দেশে কিংবা বিদেশে ঘুরতে যেতে পারেন। কিন্তু আমার মতো যাদের টাকা পয়সা নেই তাদের জন্য দেশই একমাত্র ভরসা।আমরা ভাগ্যবান যে, আমার দেশটা খুবই সুন্দর। আসলে জীবনকে উপভোগ করার জন্য অনেক এক্সপেনসিভ লাইফ লীড করার দরকার নেই। সুন্দর একটি মন ও একজন সত্যিকারের ভালোবাসার মানুষ থাকলে লাইফ ইজ বিউটিফুল।
আর সিম্পলটাই ক্লাসি। কথায় আছনা? "“Simplicity is the ultimate sophistication. "
কোথায় থাকবেন:
ব্লগের যারা চট্টগ্রামে ঘুরতে আসেন তাদের অধিকাংশই আত্নীয়ের বাসায় উঠেন। এতে সাশ্রয় হয় বটে।কারণ চট্টগ্রামে ২ স্টার হোটেলে উঠলেও খাওয়া-দাওয়া সহ জনপ্রতি দৈনিক ২ হাজার টাকা খরচ হবে। ২ স্টার নীচের গুলো থাকার উপযোগী নয়। তবে যাদের একটু সামর্থ্য আছে তাদের হোটেলে উঠায় ভালো। মধ্যবিত্তরা ২৫০০ টাকার মধ্যে চট্টগ্রামের জিইসি ও আর নিজাম রোড রেসিডেন্সিয়াল এরিয়ার ১ নং রোডে হোটেল এম্বাসাডরে উঠবেন।২৫০০ টাকার মধ্যে সিংগেল বেড এর রুম ও ৩২০০ টাকার মধ্যে ডাবল বেড এর রুম পাবেন। বাজেট আরেকটু বেশী থাকলে একই স্থানে হোটেল ওয়েল পার্কে উঠতে পারেন তবে এখানে খাবার খুবই এক্সপেন্সিভ। চট্টগ্রামের জিইসি এরিয়াটা ঢাকার গুলশান বনানীর মতো। আর যারা বড়লোক তারা আমাদের নতুন এনপি রুহেল সাহেবের পেনিনসুলায় উঠে যান। এটা ৪ তারকা হোটেল। ব্লগারদের মধ্যে ব্লগার শূন্য শারমর্মকে নিয়ে এই হোটেলের রুফটপে আড্ডা দিয়েছিলাম। পরিবেশ, বিহেবিয়র, ফুড কোয়ালিটি ১০/১০। এই হোটেলে আছে বার ও শিশা বার। যাদের ওকেশানালি হালকা এগুলো এনজয় করার অভ্যাস আছে তাদের জন্য পারফেক্ট। একদম সিকিউর ও খুবই ক্লাসি। জিইসি ছাড়া অন্যান্য এলাকায় থাকার হোটেল আছে। কিন্তু পরিবেশ অত উন্নত না। খ্যাত টাইপ বেশী। পেনিনসুলার রুফটপ থেকে রাতের চট্টগ্রাম শহরের দৃশ্য দেখলে আপনি নস্টালজিক হয়ে যাবেন। মনে হবে উন্নত বিশ্বের কোন শহর।
কোথায় ঘুরবেন:
কমন জায়গা গুলো যেমন ভাটিয়ারী নেভাল কাপ্তাই সী বিচ, গুলিয়াখালীর সী বীচ এগুলো তো কমন। তবে হাতে সময় কম থাকলে শহরের মধ্যেই - কয়েকটা স্থানে ঘুরতে যেতে পারেন।যেমন: রাত ১০ টার পর বঙ্গবন্ধু ট্রানেল একটা ড্রাইভ দিতে পারেন। পারসোনাল গাড়ি না থাকলে উবার নিতে পারেন। মাটিটা একটা স্পট আছে। শহরের অদূরে কোলাহল মুক্ত পরিবেশে প্রকৃতির কাছাকাছি থাকতে মাটিটা অতুলনীয়। এখানে রিসোর্ট আছে। তবে একটু এক্সপেন্সিভ। কর্ণফুলী ব্রীজ দেখতে যেতে পারেন। অভয় মিত্র ঘাটে যেতে পারেন।যদি আপনি পাহাড় এবং লেক পছন্দ করেন তবে ফয়'স লেক যেতে পারেন। এখানে ৪০০০ থেকে ১০০০০ এর মধ্যে রিসোর্ট ও বাংলো আছে। ভুলেও এখানে খাবেন না। এটা অনেকটা ফ্যান্টাসি কিংডম এর মতো।
কোথায় খাবেন:
যারা বাংলা খাবার পছন্দ করেন তারা জিইসিতেই অনেক গুলো ভালো হোটেল পেয়ে যাবেন। তবে ইফকো কমপ্লেক্স সংলগ্ন জামান হোটেলে খাওয়ার চেষ্টা করবেন। টিক্ষা/কাবাবের জন্য স্টেডিয়াম সংলগ্ন রয়েলহাট এখন পর্যন্ত বেশ প্রশংসিত।তাছাড়া একই স্থানে রেড চিলি নামক একটা রেস্টুরেন্ট আছে।রেস্টুরেন্টটি চট্টগ্রাম ৯ থেকে নবনির্বাচিত এমপি মহিউদ্দিন বাচ্চুর। এখানে রাস্তার ধারের একটা স্টলে মালাই চা পাওয়া যায়। মাটির হাড়িতে বিক্রি হয়। খেতে অসাধারণ। মেজবানি পছন্দ করলে - মেজ্জান হাইলি আইয়ুন, হাঁসের মাংস জাতীয় খাবার পছন্দ করলে বীর চট্টলা। অনেক গুলো ভালো রেস্টুরেন্ট আছে। কম খরচে সুস্বাদু খাবারের জন্য জিইসির ইফকো জামান বেস্ট। (এখানে কিন্তু ২ জামান হোটেল, ইফকো কমপ্লেক্স এর জামানেই যাবেন)|
১ নং ছবিতে - চট্টগ্রাম হোটেল পেনিন্সুয়ালার রুফটপ থেকে। একটি ছবি কর্নফুলী ব্রীজ ঘাটের। বাকি ছবিগুলো মাটিটার।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫২
মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।
২| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৯
দেব জ্যোতি কুন্ডু বলেছেন: তথ্যগুলো জেনে উপকৃত হলাম।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৩
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার উপকার করতে পেরে সত্যি ভালো লাগলো।
৩| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:২৭
সোনাগাজী বলেছেন:
পোর্টের কাছাকাছিক র্ণফুলীর তীরে বড় কোন হোটেল হয়নি?
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১০:৪১
মোহাম্মদ গোফরান বলেছেন: ঐদিকে তো ওরকম ভালো হোটেল চোখে পড়েনি। আগ্রাবাদ হোটেল ও আগ্রাবের হোটেল সেন্ট মার্টিন থেকে পোর্ট ১০ মিনিটের ড্রাভ ওয়ে। (জ্যাম না থাকলে) ।
৪| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১২
নয়ন বড়ুয়া বলেছেন: ভালো তথ্য দিয়েছেন দাদা। আমাদের চট্টগ্রামে কেউ বেড়াতে আসলে, এই লেখাতে ভালো একটা ধারণা পাবে...
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি চাঁটগাইয়া? বুকে আসেন ভাই।
৫| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৪
জনারণ্যে একজন বলেছেন: সামনের মাসে দেশে আসতেছি দুই সপ্তাহের জন্য। জাইয়াই শুধু খামু, খামু আর খামু।
মাছ খামু, সবজি খামু, বিরিয়ানী, টঙের দোকানের চা-বিড়ি, পেয়ারা, আমড়া - আহা, কত কত বছর ভালো-মন্দ খাওয়া হয়না।
যাই পামু, হাড়-হাভাতের মতো খামু।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩০
মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছে। চট্টগ্রাম বেড়াতে আসবেন। এখানে টাইগার পাস একটা জায়গা আছে। এই স্থানে একটা ফুটপাতে দোকানে মিটাই মিশ্রিত ভাপা পিটা, ভাপা পিঠা ও খেজুরের রস বিক্রি হয়। অতুলনীয়। টং এ চা বিড়ি খাওয়ামুনে।
৬| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রথম ছবিটা রুফটপের। সুন্দর। চোখ জুড়িয়ে যায়।
১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যা পেনিন্সুয়ালার রুফটপ থেকে উঠানো। আমাদের দেশটা শেখ হাসিনা আসলেই স্মার্ট বানিয়ে দিচ্ছে।
৭| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৭
বিজন রয় বলেছেন: আর?
১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: আর কী? দীপিকা?
৮| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ১:০১
জ্যাক স্মিথ বলেছেন: আমার চট্রগ্রাম, বান্দরবান, খাগরাছড়ি আর রাঙ্গামাটি এই কয়েকটি জেলা ঘুরে দেখার ইচ্ছে আছে।
১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ঐগুলা তো ৩ প্রকৃতি কন্যা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি।
৯| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ২:২১
জনারণ্যে একজন বলেছেন: আমন্ত্রনের জন্য ধন্যবাদ, গোফরান।
চিটাগাং মনেহয়না যাওয়া হবে এবার। আর গেলেও আপনাকে খুঁজে বের করা খুব বেশি কঠিন হবেনা।
১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৫
মোহাম্মদ গোফরান বলেছেন: পেটের দায়ে আমি আছি জিইসি সকাল ১১ টা থেকে রাত ১০ টা। খেটে খাইতো। থাকতে হয়।
১০| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৮
শ্রাবণধারা বলেছেন: বেশ ভালো একটা পোস্ট।
তবে আপনি স্বভাবসুলভ ভাবে লেখাটিকে বেশি আকর্ষণীয় করতে গিয়ে যেটা করেছেন অর্থ্যাৎ সু্ন্দরীদের ছবি যুক্ত করে পোস্টের গুরুত্বকে কিছুটা খর্ব বা লঘু করেছেন। আপনার সব পোস্টে সুন্দরীদের যুক্ত না করার বিষয়টি ভেবে দেখতে পারেন। যদিও জানি আপনি একবার বলেছিলেন কাজটা আপনি করেন যাতে বেশি সংখ্যক মানুষ আগ্রহী হয়।
আমার মতে পোস্টের তৃতীয় এবং শেষের আগের ছবিটি সুন্দর আর লেখাটাও বেশ তথ্যপূর্ণ।
১৩ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: একটা ছবি রেখে অন্য ছবিগুলো ডিলিট দিলাম। আপনি ঠিক বলেছেন। আপনার কথা মাথায় থাকবে পরবর্তী থেকে।
১১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: ভাই আমি চিটাগাং আসলে আপনার বাসায় উঠবো।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: অবশ্যই ইনশাআল্লাহ।
১২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৩৮
ধুলো মেঘ বলেছেন: আমার পেনিনসুলা হোটেলে একবার থাকার শখ। আসলে চট্টগ্রামে আমার এত সংখ্যক আত্মীয় স্বজন থাকে, যে কোনভাবেই হোটেলে এক রাত কাটানো সম্ভব হয়না। পেনিনসুলার ছাদ থেকে ফ্লাইওভারের দৃশ্য অসাধারণ লাগে। তবে চট্টগ্রামে আমার সবচেয়ে প্রিয় জায়গা হল টাইগার পাস আর তার একটু সামনের দেওয়ানহাট ফ্লাইওভার। চট্টগ্রামে গেলে এই দুই জায়গায় আমি অন্তত ঘন্টাখানেক সময় কাটাই। বাটালি থেকে সমুদ্রে সূর্যাস্ত দেখা এক সময় আমার শখ ছিল কিন্তু এখন পরিবেশ খারাপ হয়ে যাওয়ায় ওদিকে আর যাওয়া হয়না।
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: একটু ইভেন্ট বিজনেস এর সাথে জড়িত থাকায় এখানে কর্পোরেট করা আমার সাথে। আসলে জানাবেন। আশা করছি ৫০% ডিসকাউন্ট নিয়ে দেয়া যাবে
টাইগার পাস আসলেই সুন্দর। ওখানে ফুটপাতের একটি ভ্যানে খেজুরের রস ও মিঠাই মিশ্রিত ভাপা পিঠা বিক্রি করে। স্বাদ অতুলনীয়।
আসলে অবশ্যই জানাবেন।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৪৯
রোকসানা লেইস বলেছেন: পতেঙ্গা এখন কেমন?
১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: পরিবেশ নেই আপু। নষ্টদের অধিকারে চলে গেসে।
১৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ওয়াইফকে নিয়ে চট্টগ্রাম যাবার প্ল্যান আছে। হোটেল খরচ কিছুটা বেশি লাগল, প্রায় কক্সবাজার, সেন্ট মার্টিন টাইপের।
১৪ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে চট্টগ্রামের এই জায়গাটা খুবই ক্লাসি। তাই দাম বেশী। অন্যন্য এলাকাতে আরেকটু কম। যেমন জুবলি রোড়ে সিংগেল ২২০০ ডাবল ৩০০০। ঢাকার মতই তো। চট্টগ্রাম আসলে জানাতে সংকুচ করবেন না। ইনশাআল্লাহ ব্লগারদের ১০০% হসপিটালিটি দেয়া হবে যদি আমার শ্যুটিং/শ্যুট না থাকে।
১৫| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই ইনশাআল্লাহ।
ধন্যবাদ। ভালো থাকুন। সুস্থ থাকুন। অবশ্যই একদিন দেখা হবে।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি চট্টগ্রামে গিয়েছিলাম ২০০০ সালের জুলাই মাসের শেষের দিকে ।
মূলত থাকা নয় যাত্রা বিরতি হিসেবে হয়তো ৬ ঘন্টার জন্য ছিলাম ।
এই সময়ের বেশীর কাটিয়েছিলাম ফয়েজ লেক দেখে এবং আশেপাশে ঘুরাঘুরি করে।
©somewhere in net ltd.
১| ১২ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বেশ