নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

"আমি তোমার নাম রেখেছি \'মন\' "

১২ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:৫৬


"মেনে তেরা নাম দিল রাখ দিয়া"
বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটা হিন্দি গানের লাইন।
হিন্দি যারা বুঝেন তাদের উপরের লাইনটির অর্থ বুঝানোর কিছু নেই। তবে যারা হিন্দি বুঝেন না তারা এই অসাধারণ কথাটা বুঝবেন না। লাইনটির অর্থ হলো "আমি তোমার নাম রেখেছি 'মন' "। সুইটনা মিনিংটা? পৃথিবীর সবচেয়ে সুন্দর বিষয় হলো প্রেম। মনে করুন আপনি কাউকে ভালোবাসেন। সেও জানে আপনি তাকে ভালোবাসেন। কিন্তু ইমোশান প্রোপারলি এক্সপ্রেস করতে না পারার কারণে - একটি ভালোবাসা পূর্ণতা পাচ্ছেনা। তাহলে জাস্ট আপনার ফেসবুক ওয়াল থেকে " মেনে তেরা নাম দিল রাখ দিয়া। " এতটুকু লিখে স্ট্যাটাস পোস্ট করুন। ইনবক্সে তাকে বলুন - "স্ট্যাটাস তোমার জন্য " ট্রাস্ট মি, সে আপনার প্রপোজাল এক্সেপ্ট না করলেও মুহূর্তেই আপনি তার খুবই স্পেশাল মানুষ গুলোর তালিকায় চলে যাবেন। আপনার প্রতি তার একটা বিশেষ সফট কর্নার ক্রিয়েট হবে। বিষয়টিকে একটি সুন্দর হৃদয় এভাবেই চিন্তা করতে ভালোবাসবে।

কিন্তু যারা টক্সিক তারা চিন্তা করবে নোংরা ভাবে। যেমন এই ব্লগের সবচেয়ে স্মার্ট নারী ব্লগার "মিরোরডডল" কে আপনি ইমপ্রেস করতে চাচ্ছেন। ভালোবাসা কোন অপরাধ না। তাই উনাকে ইমপ্রেস করতে চাওয়াও দোষের কিছু না। দেখুন আমি উনার নামের আগে একটা ' বিশেষ "বিশেষন" ইউজ করেছি। সেটা হলো "সবচেয়ে স্মার্ট " | আপনি যদি একজন সুন্দর মনের মানুষ হয়ে থাকেন তাহলে বিষয়টি সরল ও সুন্দর ভাবে চিন্তা করবেন। আর যদি টক্সিক হোন তাহলে বলবেন - মিরোরকে তেল দিচ্ছে। আসলে কোরানে আছে "একজন মানুষ তার নিজের উপর ভিত্তি করে অন্যকে অনুমান করবে "। অর্থাৎ আপনি যদি তেলবাজ হোন তাহলে আরেকজনকে তেলবাজ মনে করবেন। আর যদি একজন সুন্দর মনের মানুষ হোন তাহলে আপনি বলবেন - " উফ ভালোবাসার কি কিউট বহিঃপ্রকাশ "।

আর যদি আপনি একজন হিংসুক হোন তাহলে তো শেষ। মিরোর কেন এই ব্লগের সবচেয়ে বেশি স্মার্ট নারী ব্লগার হবে আপনি নয় কেন?কিংবা মিররকে নিয়ে লেখা হলো, আপনি নয় কেন? এই চিন্তায় আপনার রাতের ঘুম হারাম হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ কে জানেন? যার চিন্তা করার জন্য একটা সুন্দর মস্তিষ্ক আছে। মেরিল এর বিজ্ঞাপন দেখেন নি? " সুন্দর কালো হয়, সুন্দর শ্যমলা হয়, সুন্দর ফর্সাও হয় "| আসলে একজন মানুষের গায়ের রঙ দিয়ে সৌন্দর্য নির্ণয় করা সম্ভব নয়। যার চিন্তা চেতনা যত সুন্দর সে ততো সুন্দর একজন মানুষ।

আমরা কি পারিনা সব কিছু সরল ও সুন্দর ভাবে চিন্তা করতে? সরল ও সুন্দর মনের মানুষদের আমাদের আহাম্মক জাতী বেকুব মনে করে। অথচ স্বয়ং সৃষ্টিকর্তা তাদের ভালোবাসে। উন্ন বিশ্বে তাঁদের সম্মানের সাথে দেখা হয়। টক্সিক বাঙালি আর মানুষ হইলোনা? এই জন্য রবি ঠাকুর বলেছিলেন - "সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী ক'রে, মানুষ কর নি। "

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:


শায়মাকে দেখছি না।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা হা। আপনি কি উনাকে মিস করতেছেন?

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:২৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: আমার স্ত্রী আমাকে উদ্দেশ্য করে মাঝে মাঝে নানা গান মাই ডে বা রিলে দেয়। আমাকে জিজ্ঞেস করে, বলো তো গানে কী বলেছে?
আমি হিন্দি না বোঝাতে ঠিকঠাক, প্রায় প্রতিবারই ফেল মারি। ভিন্ন অর্থ বুঝি।

আমাকে যদি এই গান শুনিয়ে জিজ্ঞেস করত, বলো তো গানে কী বলছে?
আমি উত্তর করতাম, মেনে তেরা নাম দিল রাখ দিয়া। এটার অর্থ, আমি তোমার নাম মনে রাখবো।
আমার স্ত্রী চোখ মুখ কুচকে তাকিয়ে থাকত আমার দিকে।

তবে এর মাঝেও ভালোবাসা আছে। ভালোবাসা সুন্দর।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: হা হা কিউট তো।

দোয়া করি এমন কিউটনেস আজীবন অম্লান থাকুক।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ ভোর ৪:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চলে....

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আফসোস!
বড়ই আচানক।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: মিরোর ডডল ব্লগে বেশ সময় দিচ্ছেন । আরজু পনি নিঁখোজ আছেন। শায়মাকে যায় না পাওয়া ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরোরডডল সামু ব্লগের সৌন্দর্য।
আরজুপনি আপুকে গতকাল অনলাইন দেখেছি।
শায়মা আপু অস্ট্রেলিয়া। আপনার জন্য চকলেট আনবেন। কিন্তু জানি আমার জন্য কিছুই আনবেন না।

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০১

নয়ন বড়ুয়া বলেছেন: "সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালী ক'রে, মানুষ কর নি। " সব উত্তর এখানেই...
আমি মিরোর আপুর মন্তব্য পড়ার জন্য উৎসুক হয়ে আছি...

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরোর ইজ ওয়ান অফ দ্যা সুইটেস্ট ব্লগারস অফ সামু ব্লগ। আফসোস আমার পোস্টে মন্তব্য করেন না। মন্তব্য না করুক আমার প্রতিটি পোস্ট উনি পড়লেই আমি খুশি।

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:০২

জ্যাক স্মিথ বলেছেন: মন হচ্ছে সুইট একটি শব্দ, জান হচ্ছে সুইটার আর জানু হচ্ছে সুইটেস্ট। :D
আজকাল তো প্রেমিক, প্রেমিকাগণ একে অপরের নামই ভুলে গেছে, চারিদকে জান আর জানু'র ছড়াছড়ি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: জানের সাথে সুইটার এর সম্পর্ক কেমনে কি?

৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: পোষ্ট পড়লাম।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৭

প্রামানিক বলেছেন: আগের ব্লগারদের মুখগুলো খুঁজে পাচ্ছি না

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: তাম্র যুগের সোনালী ব্লগারদের?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.