নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
আমি প্রথম ফেসবুক একাউন্ট খুলছি ২০০৯ সালে। সম্ভবত ২০০৭ সাল থেকে সাধারণ ব্যবহার কারীরা ফেসবুক ব্যবহার করা স্টার্ট করে। শুরুর দিকে ফেসবুকের অবস্থা ছিল ব্লগের মত। লক্ষ কোটি ফেইক আইডি। এসব ফেইক আইডি থেকে কত রকমের হাস্যকর কান্ডকারখানা যে হত তার ঠিক নেই। সবচেয়ে বিশ্রী রকম হাস্যকর ছিল ছেলেরা মেয়ে সাঁজত। মেয়েরা ছেলে খুব কমই সাঁজত। তবে কয়েকজন সাইকো যে ছিলনা তা নয়। কয়েকটা সাইকো মেয়ে হয়ে ছেলে সাঁজতো।এরা সাইকো, গে বা হিজড়া ওটা বুঝা যেত। যত সময় যেতে থাকল ততই মানুষ বুদ্ধিমান হওয়া শুরু করছে। ফেসবুক নীতিমালায় প্রাইভেসি আনে। ফলে ফেইক আইডি গুলো ডিএক্টিভেট হতে থাকে। সামাজিক যোগাযোগ এর মাধ্যম হিসেবে ফেসবুক এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে। কিন্তু ২০১৪ এর পর কাঠমোল্লা ও ছাগুরা ফেসবুকে এসে প্রথমে ভারত সরকার ও নাস্তিক দের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হয়। একই সাথে ফেসবুকিং কে হারাম ঘোষনা করে অথচ - ফেসবুকেই গড়ে উঠে তাদের বিশাল সাম্রাজ্য। শুরু হয় ধর্মপ্রচার এর নামে মিথ্যচার, ফেতনা।ও জিহাদের নামে মানুষ হত্যার উস্কানি। এবং তারা ব্যাপক ভাবে সফল হয়। দেড় বছর হল ফেসবুল ইউজ করিনা। কয়েকটা বিজনেস পেইজ আছে ঐগুলা মনিটরিং করি।
মোল্লা ও ছাগুরা ফেসবুক ও ইউটুবকে বস্তি বানানোর পর এখন ইনস্টাগ্রামকে টার্গেট করছে। সেখানে তারা ব্যাপক ভাবে বংষবৃদ্ধি করছে। ফেসবুকের যে প্রয়োজনীয়তা নেই তা নয়। ফেসবুক এখন আয় রোজগারের প্ল্যাটফর্ম। ই-কমার্স ও এফ-কমার্স সহ অর্ধ কোটি অনলাইন উদ্যোক্তাদের রুজি রুটির ব্যবস্থা হয় ফেসবুক টিকটক থেকে।
কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হল ছাগু। এরা রীতিমতো সেখানে ওয়াজ বাণিজ্য, ভুলভাল ধর্মপ্রচার, গুজব, মিথ্যাচার, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরাসরি পাকিস্তান সমর্থন, গালিগালাজ, সারাক্ষণ হিংসা নিন্দা গীবত সহ এমন কোন আকাম কুকাম নেই ওরা ফেসবুকে করেনা। মোটমাট উহাকে গার্বেজ বানাইয়া ফেলছে।
সরকার ফেসবুক বন্ধ করে ভুল কাজ করছে। আমি সবসময় স্বাধীন মত প্রকাশের পক্ষে। জামাত শিবির ছাড়া দেশের প্রতিটি নাগরিক এর কথা বলার ও মত প্রকাশের অধিকার আছে। জামায়াত শিবির কে পাখা গজানোর আগে অফলাইনে ও অনলাইনে নিষিদ্ধ করলে এত গুজব, জঙ্গিবাদ, ভুলভাল ওয়াজের মাধ্যমে প্রকৃত ইসলামকে অসম্মান এগুলো সহ্য করতে হতনা। মিথ্যা কথা বলে ফেসবুক বন্দ করায় সরকার ও স্যার পলককে ধুয়ে দিচ্ছে ছাত্র জনতা। যেমন: আমার বোন স্ট্যাটাস দিসে - যাক অবশেষে স্যার পলকের পোস্টে আমিও হাহা দিতে পারছি। তার শেয়ার দেয়া পোস্টে ক্লিক করে দেখলাম স্যার পলক মিথ্যাচার করছে যে - ডিজিটাল সিস্টেম পুড়ে যাওয়ায় নাকি নেট স্পীড স্লো।প্রমাণ স্বরূপ কটা ছবিও আপলোড করছেন। কিন্তু একি কান্ড কান্ড। সে ছবিতে স্যার ৩২ হাজার রিএক্ট পেয়েছেন যার মধ্যে ৩১ হাজার হাহা রিরক্ট। ছাগু ও কাঠমোল্লাদের ২০ হাজার হাহা বাদ দিলেও ১১ হাজার জেনুইন হাহা হয়। যা রীতিমতো লজ্জার।
যাই হোক সরকারের সুমতি ফিরছে। শেষ পর্যন্ত জামাত নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই ২/১ দিনের মধ্যে জামাত শিবিরকে অনলাইনে ও অফলাইনে নিষিদ্ধ করে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটুব ওপেন করে দেয়ার অনুরোধ জানাচ্ছি।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: যে রূপেই আসুক। ল্যাঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।
২| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৪
তানজীর আহমেদ সিয়াম বলেছেন: জামাত নিষিদ্ধ করে লাভ নাই, বাংলাদেশে ইসলামটাকেই নিষিদ্ধ করা উচিৎ। জামাতের কাধে চেপেই কিন্তু ৯৬ এর ইলেকশন জিতছিলেন, যেই জামাত আপনাদের ছেড়ে গেছে, আপনাদের মনে আগুন লাগছে যেমন যেমন প্রেমিকা প্রেমিককে ছেড়ে গেলে প্রেমিক এর মনে আগুন জ্বলে।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১১
মোহাম্মদ গোফরান বলেছেন: জামাত বাংলাদেশ দখল করে ফেলছিল। ৯৬ এর টা একটি টেকনিক মাত্র। চোরের উপ্রে ডাকাতি যেটারে বলে।
৩| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৩৮
শাহ আজিজ বলেছেন: ধর্ম ভিত্তিক রাজনীতি আরও আগে নিষিদ্ধ করা উচিত ছিল । এটা আওয়ামী লীগের বড় ধরনের ভুল । জামাত নিষিদ্ধের ফলে দেশ অশান্ত হতে পারে ।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১২
মোহাম্মদ গোফরান বলেছেন: কঠিন হলেও একেবারে অসম্ভব তা না। অনলাইনে ওদের দমন করলে দুর্বল হয়ে যাবে।
৪| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:১৫
বাউন্ডেলে বলেছেন: বর্তমান চলমান প্রজন্মের ছাত্রদের দ্বারা গঠনমুলক জনবান্ধব কোনকিছু আশা করা যায় না। কারন বর্তমানের শিক্ষার্থীরা সত্য/মিথ্যার প্রভেদ করার মতো বিদ্যান নয় ।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: দেখুন আপনি আমি কি সত্য মিথ্যা যাচাই না করে কখনো কিছু নিয়ে মন্তব্য করে ক্ষেত এর পরিচয় দিব? ছাগু ও কাঠমোল্লাদের মিথ্যচার ও গুজব, বাঁশের কেল্লার এডিটেড ছবি জাস্টিফাই করার মত মেধা বর্তমান জেনারেশন এর আছে।
৫| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সরকার জামাত শিবির নিষিদ্ধ করবেনা। বিএনপির সাথে জোট বাধছে এরকম সম্ভাবনা দেখলেই নিষিদ্ধকরণ ধুয়া তুলে তাদের কব্জায় রাখবে। যাকে বলে লেজে পাড়া দিয়ে রাখা,যেভাবে মঞ্জুর হত্যার জেলের ভয় দেখিয়ে লেজে হোমোকে লেজে পাড়া দিয়ে রেখেছিল।
৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৫
মোহাম্মদ গোফরান বলেছেন: খবর আছে নিষিদ্ধকরণ এর সকল প্রস্তুতি সম্পন্ন। দেখা যাক কি হয়?
৬| ৩১ শে জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৮
জুন বলেছেন: এইসব কি বলেন আপনি গোফরান কবে জামাত শিবির নিষিদ্ধ করবে তার নেই ঠিক । সংশ্লিষ্ট কতৃপক্ষ বলছেন তারা সবাই বসে এই ব্যাপারে আলাপ আলোচনার করে একদিন সিদ্ধান্ত নিবে। আর আপনি কি জানেন না আমাদের দেশে একটা সিদ্ধান্ত নিতে কত সময় লাগে! ততদিন আমরা আত্নীয় পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবো! সকল প্রকার ব্যাবসা বানিজ্য লাটে উঠিয়ে!
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: পুরা দেশের হট নিউজ কয়েকদিনের মধ্যেই জাশি নিষিদ্ধ আপু।
৭| ৩১ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭
সোনাগাজী বলেছেন:
ইন্টারনেটে "ফ্রি-ল্যানচারের" ব্যবসা করে; ওদের জন্য আলাদা লাইন দরকার।
০১ লা আগস্ট, ২০২৪ দুপুর ১:০৯
মোহাম্মদ গোফরান বলেছেন: যে লাইন গুলো আছে এগুলোতেই ঠিক মত সার্বিস দিতে পারেনা আবার আলাদা লাইন!
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারা অন্য নামে দল করলে তারপর সরকার কি করবে?