নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অথবা অন্যদের লেখা

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

নির্ঝর নৈঃশব্দ্য-২

i am looking for the face i had before the world was made. -yeats. © নির্ঝর নৈঃশব্দ্য [email protected] ছবি আঁকি আর কবিতা লিখি

নির্ঝর নৈঃশব্দ্য-২ › বিস্তারিত পোস্টঃ

জীবনানন্দ দাশ: এই সব ভালো লাগে

১০ ই মার্চ, ২০০৯ ভোর ৫:০৮





(এই সব ভালো লাগে): জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে

আমারে ঘুমাতে দেখে বিছানায়, — আমার কাতর চোখ,

আমার বিমর্ষ ম্লান চুল–

এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কী ভুল

পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,

পউষের শেষরাতে আজো আমি দেখি চেয়ে আবার সে আমাদের দেশে

ফিরে এলো; রঙ তার কেমন তা জানে অই টসটসে ভিজে জামরুল,

নরম জামের মতো চুল তার, ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল; –

পউষের শেষরাতে নিমপেঁচাটির সাথে আসে সে যে ভেসে



কবেকার মৃতকাক: পৃথিবীর পথে আজ নাই সে তো আর;

তবুও সে ম্লান জানালার পাশে উড়ে আসে নীরব সোহাগে

মলিন পাখনা তার খড়ের চালের হিম শিশিরে মাখায়;

তখন এ পৃথিবীতে কোনো পাখি জেগে এসে বসে নি শাখায়;

পৃথিবীও নাই আর; দাঁড়কাক একা — একা সারারাত জাগে;

কী বা হায়, আসে যায়, তারে যদি কোনোদিন না পাই আবার।

নিমপেঁচা তবু হাঁকে : ‘পাবে নাকো কোনোদিন, পাবে নাকো

কোনোদিন, পাবে নাকো কোনোদিন আর।’

মন্তব্য ৩৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৩২

আমি সাইরাজ বলেছেন: "বহুদিন আগে আমি করেছি কী ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে"

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৫

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: করেছি কী ভুল

২| ১০ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৫৭

সুদীপ চৌধুরী বলেছেন:
======
আহা!
চারদিকে জীবুদার কবিতা।বড় আনন্দিত বোধ করছি।

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৫

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আমিও আনন্দ

৩| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৭:০৬

আমি ও আমরা বলেছেন: আমার সকাল টাই সুন্দর হয়ে গেল।

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৬

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: প্রতিদিন সুন্দর হোক

৪| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৭:১৪

শূন্য আরণ্যক বলেছেন: নরম জামের মতো চুল তার, ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল

~~~~~~~~~~

কি অদ্ভুত ~

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৬

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ঘুঘুর বুকের মতো অস্ফুট আঙুল

৫| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৭:২৮

রিসাত বলেছেন: কী ব্যাপার! আপনার হিট এতো কমলো কী ভাবে!

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৭

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: এইটা আমার দ্বিতীয় ব্লগ

৬| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৫৯

প্রণব আচার্য্য বলেছেন: কবেকার মৃতকাক: পৃথিবীর পথে আজ নাই সে তো আর.........

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৩৮

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: কোনোদিন, পাবে নাকো কোনোদিন আর

৭| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০৬

টুশকি বলেছেন: কবিতা শেয়ারের জন্য অনেক ধন্যবাদ
প্রোফাইলের ছবিগুলো ভালো লাগেনি অত
সায়েন্স ক্লাসের মাইক্রোস্কোপ ফেলে আপনি দেখি আর্ট ক্লাসে ভর্তি হইসেন, এদিকে আবার হাতে কি যেন নিয়ে রাস্তায় দাঁড়ায় আছেন।

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪২

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন:
টুশকি বাবুনি,
ছবি সরিয়ে দিলাম। আরেকটা সরাতে একটু টেকনিকাল সমস্যা হচ্ছে, সামইন সমস্যা করছে। সমস্যা কাটলেই সরাবো। অনেক শুভেচ্ছা।
আর আমি আর্ট ক্লাসেই তো থাকি। সায়েন্স ক্লাসে যাওয়ার মাথা আমার নাই।
আবার শুভেচ্ছা এবং অনেক...

৮| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:০৭

টুশকি বলেছেন: ওহ নাহ, আপনি তো মাইক্রোস্কোপিক না! আপনি অন্য নির্ঝর!

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন:
টুশকি, পৃথিবীতে নির্ঝর একজনই থাকে।
"এ পৃথিবী একবার পায় তারে, পায় নাকো আর"

৯| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩২

মেঘে ঢাকা তারা বলেছেন:
অসাধারণ

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: কতোদিন পর!

১০| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৮:৩৭

যুধিষ্ঠির বলেছেন: (এই সব ভালো লাগে): জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে
আমারে ঘুমাতে দেখে বিছানায়, — আমার কাতর চোখ,
আমার বিমর্ষ ম্লান চুল–
এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কী ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৫

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আমার কাতর চোখ,
আমার বিমর্ষ ম্লান চুল–
এই নিয়ে খেলা করে:

১১| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫৩

সুখী মানুষ বলেছেন: স্যালুট জীবনানন্দ
ধন্যবাদ আপনাকে। +

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৫

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আপনারেও স্যালুট
আরো সুখি হোন

১২| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫৫

নকীবুল বারী বলেছেন: অসাধারণ......................জীবনানন্দ এর কবিতার জন্য আপনাকে ধন্যবাদ

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৬

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আপনাকেও

১৩| ১০ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩২

পারভেজ বলেছেন: "পাবে নাকো কোনোদিন, পাবে নাকো
কোনোদিন, পাবে নাকো কোনোদিন আর"
কি অসাধারণ সরলতার প্রকাশ।

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৬

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আমার কাতর চোখ,
আমার বিমর্ষ ম্লান চুল–
এই নিয়ে খেলা করে:

১৪| ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ২:০১

মুক্ত বয়ান বলেছেন: বাহ্‌। চারিদিকে এখন জীবনানন্দের কবিতা চলুক। শান্তি শান্তি শান্তি!!
ইদানিং সাহিত্যিক হইয়া যাইতেছি!!! সিনেমার রিভিউ লিখি এখন!!!

১১ ই মার্চ, ২০০৯ রাত ১২:৪৭

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: শান্তি

১৫| ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১:২৭

আশরাফ মাহমুদ বলেছেন: এই কবিতা পড়ে কতদিন যে নিজের গায়ে হাত ভুলিয়েছি!

০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৫:০৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আমি করেছি কী ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,

১৬| ০১ লা মে, ২০০৯ রাত ১২:৫২

সৈয়দ সাইফুল আলম শোভন বলেছেন: অকারনে মন খারাপ। কিন্তু পড়ে শান্তি পেলাম। ধন্যবাদ

কবেকার মৃতকাক: পৃথিবীর পথে আজ নাই সে তো আর;

০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৫:০৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আমি করেছি কী ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,

১৭| ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১০:৪৬

বরফ মাখা জল বলেছেন: আমার এই জীবনের সবচেয়ে প্রিয় কবিতার একটি এটা। পড়লেই মনে হয় জীবনবাবু কতটুকু হ্যালুসিনেশন নিয়ে এটি লিখেছিলেন, আমি আজো এক ঘোরে, নষ্টালজিয়ায় চলে যাই।

০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৫:০৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আমি করেছি কী ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.