নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অথবা অন্যদের লেখা

নর্দমার রাত, হিরন্ময় তাঁত

নির্ঝর নৈঃশব্দ্য-২

i am looking for the face i had before the world was made. -yeats. © নির্ঝর নৈঃশব্দ্য [email protected] ছবি আঁকি আর কবিতা লিখি

নির্ঝর নৈঃশব্দ্য-২ › বিস্তারিত পোস্টঃ

যেসব সহজ-বানান আমরা খুব সহজে ভুল করি-- ২য় পর্ব

২১ শে মে, ২০১০ সকাল ১১:০৬

ভুল ------------------------------ নির্ভুল

ইতিমধ্যে ----------------------- ইতোমধ্যে

ইতিপূর্বে ------------------------ ইতঃপূর্বে

মূলতঃ -------------------------- মূলত

ক্রমশঃ -------------------------- ক্রমশ

পন্ডিত -------------------------- পণ্ডিত

ষ্টেশন --------------------------- স্টেশন

কৌতুহল ------------------------ কৌতূহল

মুহুর্ত ----------------------------- মুহূর্ত

ব্যাথা ---------------------------- ব্যথা

ভাঙ্গন ---------------------------- ভাঙন

নির্মান --------------------------- নির্মাণ

যন্ত্রনা ---------------------------- যন্ত্রণা

শূণ্য/শুন্য ------------------------ শূন্য

অবগুন্ঠন ------------------------ অবগুণ্ঠন

রেঁনেসা -------------------------- রেনেসাঁ

রেস্তোরা -------------------------- রেস্তোরাঁ

লক্ষী ----------------------------- লক্ষ্মী

সোনালী ------------------------- সোনালি

ইদানিং -------------------------- ইদানীং

পাহাড়ী -------------------------- পাহাড়ি





-----------------------------------------

১ম পর্ব:

Click This Link

মন্তব্য ২৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১০ সকাল ১১:১৬

হাম্বা বলেছেন: ধণ্যবাদ পন্ডিত

২১ শে মে, ২০১০ সকাল ১১:১৭

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: হাম্বা :) ধইন্যা

২| ২১ শে মে, ২০১০ সকাল ১১:১৭

ধ্রুবমেঘ বলেছেন: ++

২১ শে মে, ২০১০ সকাল ১১:১৮

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: অনেক শুভেচ্ছা।

৩| ২১ শে মে, ২০১০ সকাল ১১:২১

বোকা মেয়ে বলেছেন: ইতঃপূর্বে বানানটি কি ঠিক? এটি ইতোপূর্বে এবং ইতিপূর্বে দুটি বানানই সঠিক হিসাবে লেখা হয়।

২১ শে মে, ২০১০ সকাল ১১:৩৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন:

মেয়ে,
ইতঃপূর্বে বানানই সঠিক। যদিও ইতিপূর্বে বানানটি অভিধানে আছে অপপ্রয়োগ হিশেবে। কিন্তু ইতোপূর্বে বানান কোনোভাবেই সঠিক নয়। হাতের কাছে বাঙলা বানানের নিয়ম সংক্রান্ত কোনো বইপত্র থাকলে নিয়মটা আপনাকে যথার্থ বলতে পারতাম। তবে যতোটুকু মনে আছে--
'ত' এর পরে বিসর্গ তখনই হয় যদি এর পরে 'প' থাকে। যেমন-- অতঃপর..

অনেক শুভেচ্ছা।

৪| ২১ শে মে, ২০১০ সকাল ১১:২৮

ব্লগ ৪১৬ বলেছেন: ভুল লিখতে লিখতে এবং দেখতে দেখতে ভুল গুলোকেই নির্ভুল মনে হয়...

২১ শে মে, ২০১০ সকাল ১১:৩৪

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: সবি তাঁর ইচ্ছা

অনেক শুভেচ্ছা।

৫| ২১ শে মে, ২০১০ সকাল ১১:৩১

সান্তনু অাহেমদ বলেছেন: প্রয়োজনীয় তথ্য। ধন্যবাদ। কিন্তু বাংলা একাডেমী ী ও ি এর ঝামেলা অনেক শিথিল করেছে যে ভাই।

২১ শে মে, ২০১০ সকাল ১১:৪০

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: সবক্ষেত্রে বাঙলা একাডেমি ী ও ি এর ঝামেলা শিথিল করে নাই। সেটা করেছে বাঙলা, বিদেশি, এবং তৎভাব শব্দের ক্ষেত্রে। আর সেসব তৎসম, অর্ধতৎসম বা তৎসমজাত শব্দের ক্ষেত্রে ী ও ি দুটোই আছে সেখানে ি সঠিক বলে পরিগণিত হবে। আর সে যেইসব শব্দে কেবল ী আছে সেখানে দীর্ঘ ী থাকবে। যেমন-- মায়াবী।

অনেক শুভেচ্ছা।

৬| ২১ শে মে, ২০১০ সকাল ১১:৪২

নুরুন নেসা বেগম বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা। যেখানে বৈচিত্র‌্য আনার জন্য মনগড়া বানান চলে, অনেক অক্ষর বাদ/এক করে লেখে সেখানে এ চেষ্টা ব্যতিক্রম।

২১ শে মে, ২০১০ সকাল ১১:৪৫

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: অনেক শুভেচ্ছা।

৭| ২১ শে মে, ২০১০ সকাল ১১:৫০

মুনতা বলেছেন: সোনালি আর পাহাড়ি এই ২টা বানানের ব্যাপার আগে জানতাম না।
ধন্যবাদ। ভালো পোস্ট।

২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩২

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: শুভ গোধূলি

৮| ২১ শে মে, ২০১০ সকাল ১১:৫২

হাম্বা বলেছেন: ভাশার কাজ হল বোঝানো, বুঝতে পারলেই ঠিক..................

২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩১

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ঠিকই কইছেন বস্ ! হা-ম্বা :)

৯| ২১ শে মে, ২০১০ সকাল ১১:৫৬

অমিত চক্রবর্তী বলেছেন:
ণ ি ও ী .....

আমার মূল সমস্যা!

২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩৭

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: একটু সতর্ক হলেই ঠিক হয়ে যাবে দাদা।
শুভ গোধূলি

১০| ২১ শে মে, ২০১০ দুপুর ১২:৩৬

তৃণনিয়োগী বলেছেন: ধন্যবাদ লেখককে।
বাংলা একাডেমী'র `বানান অভিধান' অনুযায়ী ইতঃপূর্বে বানানটি ঠিক। পৃষ্ঠা ১১৭, দ্বিতীয় শব্দ। আবার ১৬শ শব্দটি ইতিপূর্বে লেখা থাকলেও সেটি অশপ্র. রূপ অর্থাৎ অশুদ্ধ রূপ। আমি যদি বুঝে থাকি।

তবে বাংলা একাডেমী'র অভিধানগুলেও ঠিক করা প্রয়োজন মনে হয়।

২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩০

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: শুভ গোধূলি

১১| ২১ শে মে, ২০১০ বিকাল ৩:০৭

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ

২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩০

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: শুভ গোধূলি

১২| ২১ শে মে, ২০১০ বিকাল ৫:২৭

সোমহেপি বলেছেন: কাজে লাগবে
ধন্যবাদ

২১ শে মে, ২০১০ বিকাল ৫:৩০

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: শুভ গোধূলি

১৩| ২৬ শে মে, ২০১০ বিকাল ৪:২০

সাগর রহমান বলেছেন: পোষ্ট প্রিয়তে...নির্ঝর..

জনকল্যানমূলক পোষ্টের জন্য প্লাস, আমি কিন্তু কবিতা পড়তে এসেছিলাম।।

২৭ শে মে, ২০১০ সকাল ১০:৩৩

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: আমার কবিতা তো অন্যত্র:

Click This Link

অনেক শুভেচ্ছা।



১৪| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:৪৮

জঙ্গীবিমান বলেছেন: Click This Link

১৫| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৫:৫৫

আমি তুমি আমরা বলেছেন: কাজে লাগবে
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.