![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Abstract বা বিমূর্ততা একপ্রকার artistic form । প্রকারান্তরে একে আলোআঁধারির কলাবিদ্যাও বলা চলে । এটা শিল্পের একরকম প্রকাশভঙ্গী । এতে শিল্পীর স্বকীয়তা মূর্ত হয়ে ওঠে । ম্যাটার কতটা রিয়েলিস্টিক হবে তার সাথে অ্যাবস্ট্রাক্টনেস ইনভার্সলি প্রোপরশনাল । দুটির মধ্যে আপাত বৈপরিত্যের সম্পর্ক । কিন্তু আসলেই কি তাই ? Realism ছাড়া Abstract form কে কোন স্কেলে বিচার করব ? এই দুটি ফর্মের মধ্যে অন্তর্লীন সম্পর্ক বিদ্যমান । লোকচক্ষুর আড়ালে , কেবল শিল্পীসত্তাই পারে তা আস্বাদন করতে । বিষয়বস্তুর মধ্যে ডুব না দিলে অনুভব অসম্পূর্ন থাকে এই দুই সত্তার । শিল্পের সৃষ্টিকর্তা আর শিল্পের সমালোচক ছাড়া এ অনুভব করা অনেকটা বিষয়ের মধ্যে না ঢুকে কেবলমাত্র ডাইমেনশনাল পার্সপেক্টিভ দিয়ে কোনোকিছুকে অসম্পূর্নভাবে বিচার করবার মত । ভিন্ন ভিন্ন পাত্রে জলকে অবলোকন করলে শুধু দৃশ্যমানতার রৈখিক ও বক্রতামাত্রার প্রেক্ষিতে জলের ধর্ম বিচার যেমন অসম্পূর্ন রয়ে যায় - ঠিক তেমন ।
শিল্পের বক্তব্যকে কিভাবে বলব, হাঁড়ির মুখে সড়ার ঢাকনা কতটুকু খুলব, কোন মাধ্যম ব্যবহার করব, উপমার ভূমিকা থাকবে কতটা কিংবা আদৌ থাকবে কি না , মানসম্মত কতটা করা সম্ভব, সর্বসাধারনরকাছে বিষয়বস্তু কতটা প্রান্জলভাবে উপস্থাপন করব - সবটাই শিল্পীর স্বাধীনতা । তিনিই নির্ধারন করবেন বিমূর্ততা বা রিয়ালিজমের মাত্রা ও টাইপ কিরকম হবে ।
চরিত্র তো পারসনিফিকেশন অফ পারসোনালাইজেশন । সবটাই আপনর ওপর নির্ভর করে - আপনি নিজেকে লোকসমাজে কিভাবে, কি ফর্মে উপস্থাপিত করছেন । এটা একটা চলমন পদ্ধতি । অন্তর্বাসের ওপর সরাসরি বোরখা পরবার মত । বাইরের লুকটাই আপনি সমাজকে শো অফ করছেন ! সমাজ যেমন দেখছে তেমনটাই বিচার করছে । যা আপনর আউটর লুক । আপনার ভেতরটা তো কেবল আপনিই জানছেন । এটাই ক্যারেকটারাইজেশন - ইহাও একপ্রকর শিল্প । এখানেও বিমূর্ততা আর বাস্তবতার ব্যালেন্সিং মেলবন্ধন । সমাজে একম চরিত্র অনেক আছে । মেকআপ করাটাও এক অনন্য শিল্প !!!!
©somewhere in net ltd.