নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গৌতম বুদ্ধ পাল

গৌতম বুদ্ধ পাল › বিস্তারিত পোস্টঃ

মৌলভীবাজারে অষ্ঠপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও যপযজ্ঞ মহোৎসবের আয়োজন

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৯

ঐকান্তিক শ্রদ্ধা ও ভক্তি বিনম্র প্রনতি নিবেদন সহ পরম করুণাময়ের অশেষ কৃপায় আগামী ০৬ মাঘ ১৪২২ বঙ্গাব্দ ২১ জানুয়ারি ২০১৬ খ্রি. বৃহস্পতিবার হইতে ০৮ মাঘ ১৪২২ বঙ্গাব্দ ২৩ জানুয়ারি ২০১৬ খ্রি. শনিবার পর্যন্ত মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন শ্রীশ্রী দুর্গাবাড়িতে সারথী যুব সংঘের আয়োজনে ও পশ্চিম কুমড়াকাপন সনাতনী ভক্তবৃন্দের পরিচালনায় বিশ্বশান্তিকল্পে শ্রীশ্রী কৃষ্ণের গিরি গোর্বধন ধারণ লীলা বিগ্রহ ও রাধাকৃষ্ণের পূজার্চনা সহ ৭ম বর্ষ অষ্ঠপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও যপযজ্ঞ মহোৎসবের আয়োজন করা হয়েছে।
উক্ত মহোৎসবে অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে-
০৬ মাঘ ২১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শ্রীশ্রী কৃষ্ণের গিরি গোর্বধন ধারণ লীলা বিগ্রহ ও শ্রীশ্রী রাধা কৃষ্ণের পূজার্চনা, সেবা পরিচালনায়- শ্রী নিত্যানন্দ গোস্বামী, ভানুগাছবাজার। দুপুর ২ ঘটিকায় শ্রী শ্রী গীতা পাঠ, পরিবেশনায়- অধ্যাপক মোহন চন্দ্র দেব, সহ-সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মৌলভীবাজার জেলা শাখা, বাপ্পারাজ ধর চয়ন, শমসেরনগর, পরিচালনায়- মহিলা গীতা সংঘ, পশ্চিম কুমড়াকাপন, কমলগঞ্জ। বিকাল ৪ ঘটিকায় সারথী যুব সংঘের উদ্যোগে বয়োজেষ্ঠদের মধ্যে বস্ত্র ও শীতবস্ত বিতরন। সন্ধ্যা ৬ ঘটিকায় ১০৮ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মহোৎসবের শুভ সূচনা। রাত্র ৮ ঘটিকায় অষ্ঠপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম ও জপ যজ্ঞ মহোৎসবের শুভ অধিবাস, পরিবেশনায়- শ্রী গৌর নিতাই সম্প্রদায়, পরিচালনায়- অশোক দেব, মৌলভীবাজার । ০৭ মাঘ ২২ জানুয়ারি শুক্রবার ব্রক্ষমুহূর্ত হইতে শ্রীশ্রী হরিনাম ও জপ যজ্ঞ মহোৎসব আরম্ভ। যপযজ্ঞ পরিচালনায়- শ্রী রিপন পাল সমর, অধ্যক্ষ- শিশু মঙ্গল বিদ্যানিকেতন পশ্চিম কুমড়াকাপন, কমলগঞ্জ। শ্রীশ্রী নাম সুধা বিতরনে- স্বামী বিবেকানন্দ সম্প্রদায় ঝালকাঠি, জগৎবন্ধু সম্প্রদায় বরগুনা, লোকনাথ সম্প্রদায় পিরোজপুর, ব্রজবালক সম্প্রদায় তেলিয়াপাড়া । দুপুর ১২ ঘটিকায় মহাপ্রভুর ভোগরাগ। দুপুর ১ ঘটিকা হইতে মহাপ্রসাদ বিতরন । ০৮ মাঘ ২৩ জানুয়ারি শনিবার পুর্ণ্য ঊষালগ্নে নগর পরিক্রমা সহযোগে দধিরভান্ড ভঞ্জন ও মোহন্ত বিদায় সহকারে মহোৎসবের বিশ্রাম।
মহোৎসবের প্রতিটি পর্বে সকল সনাতনী গৌর প্রিয় ভক্তবৃন্দের উপস্থিতি, সার্বিক সাহায্য ও সহযোগিতায় পদধূলি দানে কৃতার্থ করিবেন। ভক্তপদরজ কৃপা প্রার্থী "সারথী যুব সংঘ ও পশ্চিম কুমড়াকাপন সনাতনী ভক্তবৃন্দ"।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.