![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ছেলেদের গড় উচ্চতা ৬৬-৬৮ ইঞ্চি। যারা অধিকতর খাটো কিংবা এভারেজ উচ্চতার অধিকারি তাদের মুটামুটি সবারই আক্ষেপ থাকে আরেকটু বেশি লম্বা না হতে পারার। লম্বা মানুষের নানাবিধ সুবিধার একটা হলো বিবাহ, প্রেম কিংবা পার্ট-টাইম ইটিশ-পিটিশ সব কিছুতেই মেয়েরা লম্বা ছেলে পছন্দ করে সে নিজে যত খাটোই হোক না কেনো। তবে লম্বা হওয়াটা যে একদমই ঝামেলামুক্ত তা কিন্তু না। লম্বা ছেলেদের বহুবিধ সমস্যার সম্মুখিন হতে হয় প্রতিনিয়ত। যারা নিজেদের উচ্চতা নিয়ে হতাশায় ভুগেন তারা এট লিস্ট লম্বা মানূষের এই সব অসুবিধার কথা জেনে কিছুটা হলেও মানসিক শান্তি পাবেন। আসুন সেইসবের একাংশ দেখা যাকঃ
১. মানুষজন তালগাছ কইয়া ক্ষেপায়।
২. বাংলাদেশের বেশিরভাগ আন্তঃনগর বাসে আয়েশ কইরা বসা যায় না। হাটূ ঠেইকা যায়। :/
৩. ঢাকা শহরের বেশ কিছু বাসে দাড়ানও যায় না ঠিক কইরা। মাথা বাকায়ে দাড়াইতে হয়।
৪. টেম্পু, লেগুনা টাইপের কোন কিছুতেই বসার কথা চিন্তাও করা যায় না। তাই রিকশা ভাড়া বাবদ অধিক ব্যয় সংগঠিত হয়।
৫. উচু জায়গায়(তাক, আলমিড়া ইত্যাদি) কিছু রাখতে হইলে অথবা নামাইতে হইলে সর্বদাই লম্বা মানুষের তলব করা হয়।
৬. পছন্দমত বাজার থেকা শার্ট কেনা যায় না। ব্লাওজ হইয়া যায়। আর যদিও শার্ট হয় তাইলেও হাত ছোট থাকে। (যদিও ইদানিং লম্বা শার্টের চল শুরু হইয়া গেছে।)
৭. বাজারে বিক্রিত শার্ট/প্যান্ট পিস দিয়া শার্ট/প্যান্ট বানান যায় না, ২/৪ গিড়া সবসময়ই বেশি লাগে।
8. অধিকতর সময় কোমড়ে ব্যাথা থাকে।
৯. গোসলের সময় শাওয়ার মাথায় প্রায় লাইগা যাইতে চায়। ঠিকমত পানি সমস্ত শরীর ছুঁয়ে যেতে পারে না।
১০. কম্বলের ভিত্রে আয়েশ কইরা মাথা ঢুকাইতে নিলে পায়ের থেকা কম্বল সইরা যাইতে চায়।
১১. বেসাইজের খাট বানাইতে হয়। তয় কোন জায়গায় বেড়াইতে গেলে হয় প্যাড়া।
১২. সিলিং ফ্যানে হাত লাইগা যাওয়ার ভয়ে সর্বদাই ভীত থাকতে হয়।
১৩. কোন আকাম কইরা পলায়ন কর্তে গেলে লম্বা মাথাটা মানুষ কেমনে যেন দেইখা ফেলে। সফলভাবে পলায়ন কাজ ব্যাহত হয়।
১৪. ছোট বেলায় যখন স্কুলে খেলা হয় তখন লম্বা হওয়ার সুবাদে বড় ক্লাসের দাম্রা পোলাপানের গ্রুপে পরতে হয়।
১৫. অনেক বাসার সদর দরজা বা বাড়িতে প্রবেশ করার মূল গেইট ছোট থাকে। লম্বা মানুষ প্রায় সময়ই মাথায় কিংবা কাধে আঘাতপ্রাপ্ত হয় দরজা দিয়ে পারাপার করতে যেয়ে।
১৬. ছোটবেলা থেকেই হাটুর নিচে বুদ্ধি থাকার অপবাদ নিয়ে বড় হতে হয়।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
গজ-কচ্ছপ বলেছেন: ভাই আমার কিন্তু খালি আঙ্গুর না, আঙ্গুরের চোকলাও মিষ্টি। আমার উচ্চতা ৭২ ইঞ্চি।
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
মনে নাই বলেছেন: আহারে সত্যি কথা বলেছেন, বাসের মধ্যে বসতে গিয়ে প্রায় সময়ই হাটু আকাবাকা করে বসতে হয়, ব্যাথাও পেয়েছি। আমার বউয়ের চাকুরির সুবাধে/কুবাধে কয়েকবার মতলব যেতে হয়েছিল, যারা ঢাকা-মতলব রুটে যাতায়াত করেন তারা জানেন ঐ রুটের বাসগুলো খুব ছোট, স্পিডি, বসার জায়গাটাও চাপানো। যতবার গিয়েছি ততবার হাটুতে ব্যাথা হয়ে গিয়েছিল, আর একবারতো বাসায় গিয়ে দেখি হাটু থেকে রক্ত ঝড়ছে অজোড় ধারায়। পরবর্তীতে চেষ্টা করতাম একেবারে সামনের সিটে বসার জন্য।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
গজ-কচ্ছপ বলেছেন: ভাইরে কি কমু দুঃখের কতা! ৭ নম্বর বাস, ইউনাইটেড, বিহঙ্গ বাসে আমার প্রায়ই যাতায়াত করতে হয়। রাশ আওয়ারে এইসব বাসে সিট পাওয়া আর ঈদের আগের দিন ট্রেইনের টিকেট পাওয়া সেইম জিনিষ। কিন্তু আমি হতভাগা সিট পাইয়াও বসি না। দাড়ায়ে যাইতে হয়। কারন একটাই। হাটু জায়গা হয় না।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
আরাফাত হোসেন অপু বলেছেন: হাটুর নিচে বুদ্বি থাকার অপবাদ টাও এড করেন ভাই......ঐটা শুনে শুনে ই বড় হচ্ছি সময়ে, অসময়ে....!
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
গজ-কচ্ছপ বলেছেন: এড করে দিলাম ভাই। আরো কিছু থাকলে জলদি মনে করেন।
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
নিয়ামুল ইসলাম বলেছেন: আর কইয়েন না গো ভাই, লঞ্চ মিস করলে মাঝে মাঝে এইটা তে করে মতলব হয়ে চাঁদপুর জেতে হয়। কিন্তু এবার নতুন রাস্তা পাইছি, তাই এবার আর সমস্যা হয় নাই।
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২
গজ-কচ্ছপ বলেছেন: তাও ভাগ্য ভালা আমার বেশি দুরের জার্নি করন লাগে না আপ্নাগো মতো।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
মর্গের লাশ বলেছেন: আঙ্গুর ফল টক