![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলমানদের জীবনে আনন্দ উৎসবের অবকাশ নেই খুব একটা। অপ্রিয় হলেও সত্য, ইসলম কেড়ে নিয়েছে সুখ দুঃখ আনন্দ বেদনা হাসি কান্নার ইহকালীন দিনরাত্রি। বাধা, সবকিছুতে বাধা, চারিদিকে বাধা।
হাত বাধা, পা বাধা, মেধা মনন বাধা, মগজ বাধা। বাধার বাইরে যেতে বাধা।
সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে বাধা। পহেলা বৈশাখে বাধা, একুশে ফেব্রুয়ারিতে বাধা। বাধা বিজয়ে, স্বাধীনতায়ও বাধা।
মঙ্গলপ্রদীপে বাধা, প্রভাত ফেরীতে বাধা।
বিবাহ উৎসবে বাধা, জন্মোৎসবে বাধা।
বাধা, বাধা, বাধা।
সবকিছু বিসর্জনের বিনিময়ে মুসলমানেরা পেয়েছে আনন্দের দুটো দিন। দুই ঈদ।
তাইতো ঈদে ধর্মপ্রাণ মুসলমানদের আনন্দের আর সীমা থাকে না। সাবাশ ইসলাম, অন্তত দুটো দিন ক্ষমা করেছো আমাদের খুশীকে।
আনন্দ করুন। খুশী থাকুন। এতটুকুনও ঠকাবেন না নিজেকে এই দিনে।
ঈদ মুবারক।।
©somewhere in net ltd.