নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাও সুন্দর

নাটক কইরেন না, ভাল্লাগেনা

গ্রাম্যবালিকা

পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

গ্রাম্যবালিকা › বিস্তারিত পোস্টঃ

আমার বোনের ধর্ষকদের ফাঁসি চাই,X((X(( সব ধর্ষিতা নারী আমার বোন।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩



আমার নিরাপত্তা চাই, আমার বোন যেখানে নিরাপদ না আমি সেখানে কিভাবে স্বাভাবিক জীবন যাপন করবো?



পর্দার দোহাই দিবেন না, পুরুষের দৃষ্টিকে সংযত করার নির্দেশ আছে ইসলামে। মেয়ে দেখলেই ধর্ষণের নির্দেশ কোন আইনে নাই।অবুঝ শিশুর জন্য পর্দা ফরয না, তাকে কেন ধর্ষণের স্বীকার হতে হবে?



খোঁড়া যুক্তি আর শুনতে চাই না। আমার/ আমার বোনদের নিরাপত্তা চাই। ধর্ষকদের বিচার চাই।



' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

মন্তব্য ১১৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭

অপূর্ণ রায়হান বলেছেন: সাবাশ আপু । স্যালুট ।

'' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: আমি কাঁদছি জানেন অপুর্ণ। ইভ টিজিং সহ্য করা কত কঠিন একটা মেয়ে জানে। :(

সেখানে ধর্ষণ!! মেয়েটার জীবনে আর কিছুই থাকেনা, কিছুইনা। :( :(

২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

*কুনোব্যাঙ* বলেছেন: ' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: ' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আমি জানিনা সাম্প্রতিক সমগুলোতে কেউ ধর্ষণের জন্য মেয়েদের পর্দা করা/নাকরাকে দায়ি করে কোন মন্তব্য বা পোষ্ট দিয়েছে কিনা। আর অবুঝ শিশু কেন ধর্ষণের শিকার হবে, তার জন্যতো পর্দা ফরজ নয়, এই প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে যখন কোথাও শরীয়া আইন প্রচলিত থাকার পরেও কোন অবুঝ শিশু ধর্ষিতা হয়...........@লেখিকা।

সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ। আরো অনেক অনেক কঠোর ভাষায় প্রদিবাদ চাই।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: ব্লগে অনেকেই মেয়েদের পর্দা না করাকে ধর্ষণের কারন বলে মেয়েদের দোষী করেছেন ধর্ষনের জন্য।

আপনি জানেন শরীয়া আইন বাংলাদেশে প্রচলিত নয়। তাই বলে শিশুকে রেপ করতে হবে? এটা মনবিকতা ভাই, যে শিশুকে রেপ করে সে একটা পশু আর কিছুনা।

অন্যদিকে কথা নেওয়ার ইচ্ছে নাই। এইসব কথা অনেক হয়েছে। এখন এক দাবী।

ধর্ষকদের বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৯

আধখানা চাঁদ বলেছেন: সম্পূর্ণ সহমত।

৯০ দিন কেন ? ৭ দিন নয় কেন ?

এর বিচার চাই, যত শীঘ্র সম্ভব এর বিচার চাই।

View this link

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০

অন্য আলোক বলেছেন:
ভারতে আন্দোলনরত এই নারীর ছবি দেখে আপনার মতামত জানাবেন ধন্যবাদ।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

আলতামাশ বলেছেন: সব ধর্ষিতা নারী নাকি শুধু নারী?
শিরোনামের সাথে নয় তবে পোস্টের লেখার সাথে একমত

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: পোস্টের লেখার সাথে একমত হওয়ার জন্য ধন্যবাদ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৭

সাইফ হাসনাত বলেছেন: হাতে নাতে ধর্ষক ধরা পড়ছে, আর ৯০ দিনের মধ্যে ফাসি চাচ্ছেন? ১০ দিনে ফাসি দিতে হবে।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন:
হ্যাঁ যত শীঘ্রি সম্ভব ফাঁসি চাই

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কেঁদেছি তো আগেই কিন্তু এইসব নিউজ আমাকে মেন্টালিও অনেক প্রেশার দেয়। কয়েকদিন অনেক সিক ফিল করেছি এসব ভেবে।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: স্বর্ণা, জানেন, বোনটাকে স্কুলে পাঠাই, তো মনে হয় কলিজা টা সাথে নেই, খুব কষ্টে আছি বোন।

একটা ফাঁসি কার্যকর হলেও এই অরাজকতা কমবে হয়তো একটু।

ধর্ষকদের বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই। নারীর নিরাপত্তা চাই

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮

ছোট্ট নিথী বলেছেন: খোঁড়া যুক্তি আর শুনতে চাই না। আমার/ আমার বোনদের নিরাপত্তা চাই। ধর্ষকদের বিচার চাই। X( X( X( +++++

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: সহমত আপু।

আমাদের নিরাপত্তা চাই

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৯

অয়োময় বলেছেন: আন্দোলন চলতে থাকুক।পাশে আছি সব সময়।এই জানোয়ারদের কঠিন শিক্ষা এখনি দিতে হবে।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ অয়োময়

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২০

গ্রাম্যবালিকা বলেছেন: পোষ্টে ভুল থাকতে পারে, ব্যকরণ, শব্দ চয়ন ইত্যাদিতে। এইসবে যেতে চাইছি না। আমার পোষ্টের বিষয় বুঝতে পারলে এবং একমত হলে কিছু বলুন।

পোষ্টের মুলকথার অন্যদিকে কিছু বললে আমি উত্তর দিতে ইচ্ছুক নই।

ধর্ষকদের বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই। নারীর নিরাপত্তা চাই

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

আমিনুর রহমান বলেছেন: পাশে ছিলাম, আসছি এবং থাকবো।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ

এই অন্যায়ের কঠোর শাস্তি চাই

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

লক্ষ্যহীন বলেছেন: দাবী একটাই ঃ ধর্ষকদের ফাঁসি চাই।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: জী , লক্ষ্যহীন।

ফাঁসি চাই।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

শান্তা273 বলেছেন: ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ শান্তা। আমাদের প্রতিবাদী হতেই হবে, এভাবে চলতে দেয়া যায় না। এভাবে চলে না।

ধর্ষকদের বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই। নারীর নিরাপত্তা চাই

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

খাটাস বলেছেন: প্রায় সব ছেলেদেরই কিছু নিম্ন মানসিকতার বন্ধু থাকে, যারা মেয়ে দের সম্পর্কে মনে বাজে ধারণা পোষণ করে। হয়ত কাও কে দেখায় না, নিজের ঘনিস্ত বন্ধু দের ছাড়া। এরাই এক সময় ধর্ষণ এর মত ঘৃণ্য কাজ করতে পারে। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পরিচিত দের মাঝে ও সুস্থ মূল্যবোধের আলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করা।
যে পশু বের হয়ে এসেছে, তাকে মেরে ফেলা যেমন দরকার, তেমনি নতুন পশুর যেন সৃষ্টি না হয়, সে ব্যাপার এ ও সচেতনতা দরকার।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

গ্রাম্যবালিকা বলেছেন: একমত আপনার সাথে।

যে পশু বের হয়ে এসেছে, তাকে মেরে ফেলা যেমন দরকার, তেমনি নতুন পশুর যেন সৃষ্টি না হয়, সে ব্যাপার এ ও সচেতনতা দরকার।

আইনের প্রয়োগ চাই, ধর্ষকদের বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই। নারীর নিরাপত্তা চাই।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

লোনলিফাইটার বলেছেন: ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

X( X( X( X(

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ লোনলিফাইটার।

মেয়েরা কোন পুরুষের মা-বোন-স্ত্রী।

আমদের নিরাপত্তা দিন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করুন।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

গারো হিল বলেছেন: নিজেকে পুরুষ ভাবতে ঘৃনা হয়.....কখনো রাস্তার একটা মেয়ে হেটে গেলে চোখে চোখ পড়ে গেলে লজ্জিত হই.....জানিনা মেয়েটা আমাকে নিয়ে কি ভাবছে....আমাকে দেখে কি ভয় পাচ্ছে... :|

ওদেরকে এমন শাস্তি দেয়া হোক যা দেখে আমার বোনদের দিকে যেনো আর কেউ খারাপ দৃস্টিতে তাকাতে সাহস না পায়।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ গারো হিল।

ওদেরকে এমন শাস্তি দেয়া হোক যা দেখে আমার বোনদের দিকে যেনো আর কেউ খারাপ দৃস্টিতে তাকাতে সাহস না পায়।

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

ফান্টা বলেছেন: আমাদের জাতির ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আজ আমাদের মেয়ে---বোন-স্ত্রী-মা কেউই নিরাপদ নয় আপনার আত্মীয়, আপনার প্রতিবেশী, পাড়ার যুবক বা বৃদ্ধ বা মানুষের মুখোশ পরিহিত কোনো পিশাচের কাছ থেকে। আজকে গ্রামে গঞ্জের আনাচে কানাচে উঠতি বয়সের ছেলেমেয়েদের মোবাইল ফোনে এ ধরনের ভিডিওর অবাধ বিচরণ। তবে ভেবে দেখতে বলব আমাদের সবাইকে এ ভয়াবহ আগুন আমাদের ঘরেও লাগতে পারে আজ না হয় কাল। তাই প্রতিবাদ করুন স্থানীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে।

Cut their things and engrave RAPIST with a drill machine on their forehead..

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

গ্রাম্যবালিকা বলেছেন: পাশের ঘরের এ ভয়াবহ আগুন আমাদের ঘরেও লাগতে পারে আজ না হয় কাল। তাই প্রতিবাদ করুন স্থানীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে।

রেপিষ্টদের ফাঁসি কার্যকর দেখতে চাই।

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

শিপু ভাই বলেছেন:
ধর্ষক বর্বরদের ক্ষমা নাই!!!
ফাঁসি চাই ফাঁসি চাই!!!


অথবা খোজা করে দেয়া হোক!!!

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।

ধর্ষক বর্বরদের ক্ষমা নাই!!!
ফাঁসি চাই ফাঁসি চাই!!!

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

একজন আরমান বলেছেন:
ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় ।

সহমত

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ একজন আরমান। জানি আপনি সব অন্যায়ের বিরুদ্ধে আছেন, ছিলেন থাকবেন।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

সম্পূর্ণ সহমত।যত শীঘ্রি সম্ভব ফাঁসি চাই

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ কান্ডারী অথর্ব

২২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৯

একজন আরমান বলেছেন:
দোয়া করবেন যেন সব সময় অন্যায় এর প্রতিবাদ করতে পারি এভাবেই। আর সেই সাথে আপনাদের সমর্থনও কামনা করছি বরাবরের মতো।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

গ্রাম্যবালিকা বলেছেন: সবসময় দোয়া থাকবে একজন আরমান

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

একজনা বলেছেন: ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । '


যত দ্রুত সম্ভব ফাসিঁ চাই।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ একজনা।

যত দ্রুত সম্ভব ফাসিঁ চাই। নারীর নিরাপত্তা চাই।

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৮

আমিভূত বলেছেন: হুম , কিন্তু যার কাছে বিচার চাইছি তিনি কি বিচারের পক্ষে যাবেন ? আমার খুব অভিজ্ঞতা আছে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে স্কুলের ছেলেপেলে রা আমাদের বাজে মন্তব্য করত দেখে ওদের হেডম্যাডামের কাছে অভিযোগ করেছিলাম ,বিনিময়ে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের নেতারা এসে আমাদের ভয় দেখিয়ে ওদের ছাড়িয়ে নিয়ে যায় ।
সেই হেডম্যাডামকে দেখে অবাক হয়েছি ,আসলে উনিও উপর মহলের চাপে থাকেন ,এটা একটা সাইকেল ,কে যেন এই সমাজের অন্যায়কারী দের সাহায্য করে অথচ নিপীড়িতের কেউ নেই ।

ভালো থাকবেন ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। তিনি তো কারো চাপে থাকেন না। তিনি অবশ্যই আমাদের নিরাপত্তা দিতে পারেন।

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

কালা মনের ধলা মানুষ বলেছেন: লজ্জিত, ক্ষমা চাই - ইত্যাদি ফ্যান্সী শব্দ গুলো অতি ব্যবহারে এখন জীর্ণ। কোথাও কিছু হলেই, ক্ষমা করো অমুক, আমি লজ্জিত তমুক হয়ে - এইসব সুশিলীয় বাণী !! বরং এখন দরকার সচেতন হবার, সাহসী হবার।

ধর্মীয় দৃষ্টিভঙ্গী, কালচার, বিদেশী আচারের অনুপ্রবেশ ইত্যাদি যত ফ্যাক্ট থাকুক, এই নারী নির্যাতনের স্রোত ঠেকানোর জন্য বাধ হতে পারে শুধু একটাই - আইন। আইনের সংস্কার, কঠোর প্রয়োগ, দ্রুত বিচার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি।

ফারিয়া রিসতা আপুর একটা লেখায় এই কমেন্ট করেছিলাম। প্রাসঙ্গিক এবং মতের মিল আর চাওয়া এক বিধায় এই লেখাতেও মতামত দিলাম।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে কালা মনের ধলা মানুষ

নারী নির্যাতনের স্রোত ঠেকানোর জন্য বাধ হতে পারে শুধু একটাই - আইন। আইনের সংস্কার, কঠোর প্রয়োগ, দ্রুত বিচার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি।

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

সিয়ন খান বলেছেন: ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''
সহমত।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ সিয়ন খান।

যত দ্রু্ত সম্ভব ধর্ষকদের বিচার চাই। ধর্ষকদের ফাঁসি চাই। নারীর নিরাপত্তা চাই।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

দি সুফি বলেছেন: বিচার হয়না বলেই অপরাধ এত বৃদ্ধি পায়। এটাই মূল কারন। সঠিক এবং কঠোর বিচার হলে সকল অপরাধ ই অনেক কমে যেত।

সকল ধর্ষক এবং সকল অপরাধীর শাস্তি চাই, প্রহসন নয়। দ্রুত বিচায় আইনে ধর্সনের বিচার করে, ধর্ষককে ঝুলিয়ে দেয়া উচিত।

পরিমল, মানিকদের দিয়ে বিচার শুরু করা হোক।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ দি সুফি।

সকল ধর্ষক এবং সকল অপরাধীর শাস্তি চাই, প্রহসন নয়। দ্রুত বিচায় আইনে ধর্সনের বিচার করে, ধর্ষককে ঝুলিয়ে দেয়া উচিত।

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

সিলেটি জামান বলেছেন: ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''[/sb

সাথে এই ঘৃন্য কাজে সহযোগীদেরও কঠিন শাস্থি দেয়া চাই।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: জী ভাইয়া, সিলেটি জামান


ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''[/sb

সাথে এই ঘৃন্য কাজে সহযোগীদেরও কঠিন শাস্থি দেয়া চাই।

২৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । '
সহমত।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা

৩০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

দিগন্ত নীল বলেছেন: সহমত ।আর ক্ষমা নয় ।
নগতে ফাঁসি চাই ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ। সহমত আপনার সাথে

৩১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

দূর্যোধন বলেছেন: ধর্ষকদের কঠোর শাস্তির আওতায় আনা সময়ের দাবী ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ দূর্যোধন ।

আইনের আওতায় এনে যদি এসিড সন্ত্রাস রোধ করা যায় তবে এই সন্ত্রাসও রোধ করা সম্ভব।

৩২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪

যুবায়ের বলেছেন: পোষ্টের প্রতিটি বাক্যর সাথে সহমত জানাচ্ছি।
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ যুবায়ের।


ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।।

৩৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: "পুরুষের দৃষ্টি সংযত করার বিধান আছে ইসলামে ।"
এই কথাটা এখন পর্যন্ত কেউ তুলে নাই আপনে তুলছেন তাই ধৈন্না আপ্নেরে ।

৯০দিনের মদ্ধে ফাঁশি চাই সর্বচ্চ আর খাশি চাই সর্বনিম্ন । অথবা উভয় দন্ড । bt no সমঝতা, নো জেল-জরিমাণা ।
এক দফা এক দাবি ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নিয়েল ( হিমু )

৯০দিনের মদ্ধে ফাঁশি চাই সর্বচ্চ আর খাশি চাই সর্বনিম্ন । অথবা উভয় দন্ড । bt no সমঝতা, নো জেল-জরিমাণা ।
এক দফা এক দাবি ।

৩৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

দায়িত্ববান নাগরিক বলেছেন: কোনো ডিফেন্স নয়। ধর্ষকদের সরসরি ফাসি চাই।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: কোনো ডিফেন্স নয়। ধর্ষকদের সরসরি ফাসি চাই।

সহমত। সরাসরি ফাঁসি চাই

৩৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

এসএমফারুক৮৮ বলেছেন: ++

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ এসএমফারুক৮৮

৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

ল্যুদমিলা বলেছেন: ধর্মীয় অনুশাসন আর নীতিকথা দিয়ে , কিংবা শিশু থেকে বৃদ্ধা সব নারীকে পা থেকে মাথা পর্যন্ত পর্দায় মুড়ে রেখে ধর্ষণ রুখে দেয়ার সময় চলে গেছে।এখন সময় শুধু কঠোরভাবে আইন অনুসরণের।

"ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার বলেছেন ল্যুদমিলা ।

এক দফা এক দাবী, ধর্ষকদের ফাঁসি কার্যকর করতে হবে

৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

অচিন.... বলেছেন: ফাসি না, রাস্তার মাঝে পুতে পাথর নিক্ষেপ করে মারা উচিত

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ অচিন, শয়তানদের কঠোর শাস্তি দিতে হবে।

৩৮| ০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

নেক্সাস বলেছেন: ধর্ষকদের ফাঁসির আইন করা হোক।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

গ্রাম্যবালিকা বলেছেন: সহমত নেক্সাস

ধর্ষকদের ফাঁসির আইন করা হোক।

৩৯| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

ডেনজারাসবয় বলেছেন: পোষ্টে সহমত
সর্বচ্চ ফাঁশি সর্ব নিম্ন ফাঁশি ।

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: একটাই দাবী, ফাঁসি চাই।

৪০| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সালমাহ্যাপী বলেছেন: ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় ।



সহমত

০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ সালমাহ্যাপী আপু।

৪১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

মাছিমারা কেরাণী বলেছেন: চোখ আর মন দিয়ে যারা ধর্ষণ করে যেখানে সেখানে অফিসে, শ্রেণীকক্ষে, শপিংমলে, রেস্টুরেন্টে, পার্কে প্রতিদিন, তাদের আগে বিচার করতে হবে + যারা ধর্ষণকে উৎসাহিত করছে প্রতিনিয়ত তাদের আগে ফাঁসি দিতে হবে।

তারপর বিচার করতে হবে এসব প্রত্যক্ষ ধর্ষণকারীদের।

মনের অযু না করে, দেহ নিয়ে টানাটানি করলে হবে???

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২১

গ্রাম্যবালিকা বলেছেন: কঠোর আইন প্রয়োগ করে শাস্তির আওতায় আনতে পারলেই এইসব নরপশুদের সায়েস্তা করা সম্ভব।

৪২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

ইখতামিন বলেছেন: সরাসরি ফাঁসি চাই.
ভালো থাকবেন.

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকুন আপনিও।

৪৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২০

মাক্স বলেছেন: আপনারে খোচাই নাই।
ভালো থাকবেন।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: জানি খোচাননি।

আমি ভালো আছি মাক্স। আপনিও ভালো থাকেন। ভালো লাগে আপনার গল্পগুলো। বেশী ভালো লাগে কারন হুমায়ুন আহমেদের মত লিখেন আপনি!!

৪৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

ইখতামিন বলেছেন: @মাক্স. আপনার এতো রাগ?

৪৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

অনীনদিতা বলেছেন: সর্বচ্চ ফাঁশি সর্ব নিম্ন ফাঁশি ।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: সর্বচ্চ ফাঁশি সর্ব নিম্ন ফাঁশি ।

সহমত অনীন্দিতা।

৪৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

নাদিয়া জামান বলেছেন: সাথেই আছি।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নাদিয়া জামান ।

৪৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: লোনলিফাইটার বলেছেন: ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । ''

কিছু মানুষ দেখি ধর্ষকদের প্রশ্রয় দেয় সাথে তাদের ও বিচার চাই।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: যারা আমার এখানে কমেন্ট করেছেন, আশা করি সবাই আমার পোষ্টের সাথে একমত।

সাথে থাকার জন্য ধন্যবাদ সুমন।

৪৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মাক্স বলেছেন: আমার যে এত রাগ কেমনে জানলেন:P@ ইখতামিন।

৪৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

রিফাত হোসেন বলেছেন: ১৮+ মন্তব্য !
























ফাসিটা বেশী কম হয়ে গেল । /:)

এটা কোন সমাধান হতে পারে না । যে কারনে তারা এগ্রেসিভ হয়েছিল সেটাই মিটিয়ে দিলে কেমন হয় ?


মানে নপুংসক করার আহবান জানাচ্ছি ।

আপনি মেয়ে.. ব্যাপারটা বুঝবেন না । একজন ছেলে স্বাভাবিক মৃত্যুর আগ পর্যন্ত বার বার মারা যাবে , যদি পুরুষত্ব হারায় অকালে !

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: খুব কষ্ট পাই ভাই এধরনের খবর শুনলে, ক্ষুদ্ধ হয়ে উলটাপালটা হয়তো মুখে চলে আসে। কিন্তু আমরা যা চাই তা হলো

নারী নির্যাতনের স্রোত ঠেকানোর জন্য বাধ হতে পারে শুধু একটাই - আইন। আইনের সংস্কার, কঠোর প্রয়োগ, দ্রুত বিচার এবং দৃষ্টান্ত মূলক শাস্তি।

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: খোঁড়া যুক্তি আর শুনতে চাই না। আমার মায়ের, আমার কন্যার , আমার বোনের নিরাপত্তা চাই। ধর্ষকদের বিচার চাই।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ গিয়াসলিটন।

৫১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

একজন আবির বলেছেন:
আমার বোনের ধর্ষকদের ফাঁসি চাই

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১১

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া, সবাই মিলে সচতন হয়ে এই নরপশুদের বিচার চাইলে ইনশাল্লাহ বিচার হবেই।

৫২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

সীমান্ত উন্মাদ বলেছেন: আমি খুব অবাক হই এই এতো এতো অমানবিক ঘটনা ঘটছে যার বিচার ৯০ দিন না ৯ ঘন্টায় হবার কথা। তাইলে আমার প্রশ্ন প্রসাশন এবং সরকারের কাছে তাহলে কি আমাদের প্রশাসন ঘাস এবং ঘুষ দুইটাই এমন খায় যে স্বাভাবিক বিচারও থাকে না। আজ তাদের মেয়ে বউ কিংবা বোন যদি এই রকম ঘটনার স্বীকার হয় তাহলে?

আজ সত্যি বলছি নিজেকে মানুষ ভাবতে আমার ঘৃনা লাগছে।

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: খুবই দুঃখজনক। আমরা সাধারন জনগন আর কিইবা করতে পারি বিচার চাওয়া ছাড়া।

একদিন শুনবেই সরকার, আশা করি অতি শীঘ্রি।

৫৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

s r jony বলেছেন: কোথায় আমার নারীবাদি পক্ষ
কোথায় আমার তোসলিমা,
কোথায় আমার দুই দেশ নেত্রী
হাসিনা আর খালেদা

তারা কি এই বিষয় কিছু বলবেন?
নাকি আমাদের আক্ষা দেবেন "পাগল"বলে
আর করবেন সুধু নিজেদের আত্ত প্রচার/আত্ত অহংকার।



২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ এস আর জনি।

খোঁড়া যুক্তি আর শুনতে চাই না। আমার/ আমার বোনদের নিরাপত্তা চাই। ধর্ষকদের বিচার চাই।

৫৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ এইতো সাহসিকতার পরিচয়
আমরা থাকব পাশে
ধিক্কার জানাতে
অপ্রতিরুদ্ধ হয়ে বাংলায় ।
ধন্যবাদ
শুভকামনা

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ পরিবেশ বন্ধু।

৫৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

ইখতামিন বলেছেন: লেখেন না কেন?

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: লিখলাম! :)

৫৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অদ্বিতীয়া আমি বলেছেন: কঠিন আইন আর দ্রুত বিচার দরকার , তা আমাদের দেশে আদৌ কি হবে , কবে হবে কে জানে

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: আমরা আশাবাদী সিস্টার। অবশ্যই হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ

৫৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২

নাছির84 বলেছেন: শুভকামনা রইল... হয়ত আমাকে পাবেন পাঁশে ... হয়তোবা আমার মত আরও অনেক কেই পাবেন

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নাসির, সাথেই থাকবেন আশা করি।

আমরা সফল হবই ইনশাল্লাহ।

৫৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

গরিব বলেছেন: একমত

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ গরীব।

৫৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

তাসজিদ বলেছেন: যদি নারী নির্যাতন সত্তেই কমাতে হয় তাহলে প্রথমে মৌসুমি ব্যবসা বন্ধ করতে হবে।

কিছু আগে eve teasing নিয়ে দেশ উত্তপ্ত ছিল। অথচ এখন সব ঠাণ্ডা। দেশে কি eve teasing নেই। নাকি বখাটে রা সব ভাল হয়ে গেছে। না, তারা ভাল হয়ে যাই নাই। কিন্তু এ নিউজ ভানিশ কারণ এখন eve teasing এর মৌসুম শেষ। এখন রেপ এর মৌসুম। মানুষ এ সংবাদ খাবে।

এভাবে মিডিয়া অসহায় নারীদের নিয়ে ব্যবসা করছে। আর মেয়েরা প্রতিনিয়ত নির্যাতন এর শিকার হচ্ছে।

নারী নির্যাতন বন্ধ করতে হলে সকল নিউজ সকল সময় highlight করতে হবে।

Public demand না, নারী নির্যাতন বন্ধ ই যেন হয় মিডিয়া এর প্রধান উদ্দেশ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: নারী নির্যাতন বন্ধ করতে হলে সকল নিউজ সকল সময় highlight করতে হবে।

Public demand না, নারী নির্যাতন বন্ধ ই যেন হয় মিডিয়া এর প্রধান উদ্দেশ।


সহমত তাসজিদ

৬০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

নাছির84 বলেছেন: জাগিছে নারী....হাতে উঠিছে রণতুর্য
রাজাকারদের জমিন আজ হবে লন্ডভন্ড।
কে আছিস....হায় !.....সময় পেরিয়ে যায় !
৪২ বছরের ঘোর কেটেছে আজ হঠাৎ ফেটে পড়ায়।
প্রায়শ্চিত্তের এটাই সময়....ওই দুর মহাকাশে ফোটা তারারা চুপিসারে তাই কয়।
তারা নয়..তারা নয়......ওরা আমার বীরঙ্গনা।
যাদের সম্ভ্রম খরচায় পেয়েছি স্বাধীনতা।
বর্গি গেছে....ফিরিঙ্গি গেছে....আছে শুধু বিশ্বাসের ঘরে চুরি করা
ভুল করোনা খোকা......তোমার মায়ের সম্ভ্রম নিলামে তুলেছে ওরা !
এরপরেও তুমি ভাববে-নাস্তিকতা না আস্তিকতা ?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.