![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
আম্মু সময়মত ভাত বেড়ে না দিলে, পেটে ক্ষুধা নিয়ে আম্মুকে বকাবকি করিনা। কি করি?! নিজেই নিয়ে খাওয়ার চেষ্টা করি।তাই না? চলুন নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করি। সৃষ্টিকর্তা অবশ্যই আমাদের সাথে রয়েছেন।
১।
হাতে রাখুন বোন
ছোট্ট এক আলপিন।
হারামীর যায়গামত
শক্ত গুতা দিন।
২।
যে বদ পাশে বসে
ভুলে যায় সে পর।
আপন করে মারুন কনুই
ঠিক কিডনি বরাবর।
৩।
কথায় রাখুন বিষ
অন্তরেই থাক রস।
শয়তানদের গালি দিন
ভাষা করে কর্কশ।
৪।
পিশাচটার যায়গামত
মেরে কঠিন লাথ।
সহজেই করতে পারেন
একদম কুপোকাৎ।
৫।
খুব কষ্ট পেলে
গলা করুন উঁচু।
কিছু ভাল মানূষ
নিবেই আপনার পিছু!
৬।
ইজ্জতটা প্রিয় আপু
খুব বেশী মুল্যবান।
নির্জনে একা থাকা
আপনি কি ঠিক পান?
৭।
ছেলে বন্ধুর প্রতি
পারলে আবেগ কমান।
একটু চিন্তা করুন
নিজ পরিবারের মান।
৮।
বান্ধবী আছে ভালো কথা
আপনারো আছে দাম।
তাইতো কথায় বলে্,
নিজে বাঁচলে বাপের নাম।
৯।
নিজ নিজ যায়গায়
নিজে হোন ঠিক।
পরিবারের পুরুষদের
শেখান ঠিক-বেঠিক।
১০।
প্রানপ্রিয় আপু
হোন না একটু শালীন।
আপনার সৌন্দর্য্য
হবেনা তাতে বিলীন।
বিঃদ্রঃ আমরা অবশ্যই কোন নিরাপরাধীকে শাস্তি দিবো না, আপুরা তা মনে রাখবেন জানি।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি শুধুমাত্র শালীনতা নিয়েই থাকবেন না, অবশ্যই নারীর নিরাপত্তার জন্য কিছু না কিছু করবেন।
শুভকামনা।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
লাবনী আক্তার বলেছেন: দারুন!! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++।
আলপিন এর বুদ্ধিটা অনেক আগেই থেকেই মাথায় রাখছি। সেদিন হরতালের দিন বাসে আসছিলাম। আর পাশে এমন ভাবে কিছু পুরুষ মানুষ দারায় কি বলব? তখন আমার পাশে বসা আপা কে বলছিলাম যে পিন দিয়ে একটা গুতা মারি। কিন্তু এই কথা যখন ভেবেছি তখন আমার গন্তব্য চলে আসছে।
আর মেলায় গেলে বান্ধবিরা হাতে কাঁটা নিয়ে যেতাম।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন: হাহা!
খুব ভয় ঢুকে গেছে মনে! এতো অশান্ত হলো কেন সময়টা।
তবে আশা ছাড়িনি, আমরা এর থেকে উঠে আসবো। ইনশাল্লাহ
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
নীল যে আকাশ বলেছেন: খুব ভাল লিখেছেন । আপনাকে ধন্যবাদ। তবে সকলকে পরামর্শ গুলো মেনে চলার জন্য অনুরোধ করা যেতে পারে। আশা করি সকলে সচেতন হবেন।
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
আশা করি সকলে সচেতন হবেন।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
সিয়ন খান বলেছেন: প্রানপ্রিয় আপু
হোন না একটু শালীন।
আপনার সৌন্দর্য্য
হবেনা তাতে বিলীন।
++++
২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য। কেউ চাইলে ফেসবুকে বা অন্যকোন মাধ্যমে সচেতনতার জন্য শেয়ার করতে পারে, তাই না।
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাহ, দারুণ লিখেছেন তো !! আসলেই বিষয়গুলো নিয়ে মেয়েরা চিন্তা করতে পারে...
২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের দেশকে পঁচে যেতে দিবো না।
সবাই মিলে প্রতিবাদী হলে এইসব আনাচার সমাজ থেকে দূর করা সম্ভব
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪
স্বপ্নকুটির বলেছেন: অনেক ভালো লাগলো আপনার অনুকাব্যগুলো। লেখার মাঝেই ফুটে উঠেছে নানান টেকনিক
চলতে থাকুক এই সিরিজ আরো চাই
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
গ্রাম্যবালিকা বলেছেন: টেকনিক না লিখে উপায় কি!! দেয়ালে যে পিঠ ঠুঁকে গেছে
অন্যায়ের বিরুদ্ধে সাথেই থাকুন।
৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
নিয়েল ( হিমু ) বলেছেন:
গ্রাম্যবালিকার কাছ থেকে
শিখে যান আপুরা প্লিজ ।
১০টা++++++++++
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নিয়েল। আপনাকে সব অন্যায়ের বিরুদ্ধে দেখে ভাল লাগে
শুভকামনা আপনার জন্য।
৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
বদমায়েশ বলেছেন: প্রানপ্রিয় আপু
হোন না একটু শালীন।
আপনার সৌন্দর্য্য
হবেনা তাতে বিলীন
অন্নেক ভাল্লাগলো
++++
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
গ্রাম্যবালিকা বলেছেন: কি সব আইডি নেন!! অবাক হই। হাহাহা
ধন্যবাদ সাথে থাকার জন্য।
৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
প্রিয়তমেষূ বলেছেন: আপু খুব খুব দারুন লিখেছেন
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপু সাথে থাকুন।
জানেন, আজ একটা জিনিষ খেয়াল করলাম, বাসে সব পুরুষমানুষ জন নিজে নিজেই কেমন টাইট হয়েছে! একটু গা লাগতে না লাগতেই, আপু স্যরি স্যরি বলছে! মনে হয় উন্নতি হয়েছে। সবাই যেন ভালো হয়, এভাবেই
১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
নূরুল্লাহ তারীফ বলেছেন: বোন সুন্দর লিখেছেন। আল্লাহ তাআলা আপনার মত লেখিক-লেখিকার সংখ্যা বাড়িয়ে দিন।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আল্লাহ আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তোফিক দান করুন, আমীন
১১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: ক্লাসে যাই, পন্ডিতি করে আসি। মায়ে মারবো নাইলে । আইয়া উত্তর দিমু, ওকে?
১২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
তাসজিদ বলেছেন: আপনার লেখার উদ্দেশ্য হয়ত মহৎ, কিন্তু এ ভাবে লিখেছেন তা কি সঠিক পদ্ধতি???
উপরের ছবিটি যদি আমি অস্লিল বলি সেটা কি অন্যায় হবে?
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: তাসজিদ বলেছেন: আপনার লেখার উদ্দেশ্য হয়ত মহৎ
ধন্যবাদ আপনাকে,। ভালো থাকুন।
১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
বেলাল আহমেদ রাসেল বলেছেন: প্রানপ্রিয় আপু
হোন না একটু শালীন।
আপনার সৌন্দর্য্য
হবেনা তাতে বিলীন।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ। আশা করি সবাই সচেতন হবে।
১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগল। তুই ড্রেস ঠিক কর, তুই চোখ ঠিক কর এই জাতীয় পারষ্পরিক কাদা ছোঁড়াছুঁড়ির চাইতে এই জাতীয় কথা অনেক বেশী মূল্যবান এবং ইফেক্টিভ।
আপনি একদিন অনেক বড় কবি হবেন। বইমেলায় হাজারো অটোগ্রাফ শিকারীর ভীড়ে সেদিন আমিও আপনার একটি কবিতার বই হাতে দাঁড়িয়ে থাকব অটোগ্রাফের আশায়।
প্রিয় গ্রাম্যবালিকাকে অন্তরের অন্তিম বিন্দু থেকে চির শুভকামনা ও কাব্যাশ্রয়ী ভালোবাসা নিরন্তর
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: ছদ্মবেশী রাজকুমার, আমাকে গ্যাস দিয়ে ফুলানো কি ঠিক হচ্ছে?! হুহ! কথা না শুনলে রাজকুমারের জামা লুকিয়ে রাখবো। আর ব্যাঙ হতে পারবেন না, তখন কেমন হবে?!
তুই ড্রেস ঠিক কর, তুই চোখ ঠিক কর এই জাতীয় পারষ্পরিক কাদা ছোঁড়াছুঁড়ির চাইতে এই জাতীয় কথা অনেক বেশী মূল্যবান এবং ইফেক্টিভ।
কথাগুলোর জন্য ধন্যবাদ।
ভালো থাকুন আপনিও
১৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
জাকারিয়া মুবিন বলেছেন: এইতো আমার বোনটা প্রতিবাদ করছে.......
সবাই এভাবে প্রতিবাদী হলেই অপরাধীরা পালাবার জায়গা পাবে না।
@ তাসজিদ ভাই, আমার মনে হয় ছবিটা অপরাধীদের উদ্দেশ্যে দেয়া হয়েছে। নিজের ঘাড়ে নেয়ার দরকার কি ভাই? দয়া করে ভুল বুঝবেন না।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমরা জলে ভেসে আসিনি, আমাদের ভাই-বাবা-বন্ধু-প্রিয় মানুষ নিশ্চয় আমাদের সাথ দিবেন।
@ তাসজিদ
১৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
মহাজাগতিক পাগল বলেছেন: টেকি কাব্য
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্য।
বাট গিনিপিগ কিন্তু হিউম্যান বিয়িং!
শয়তান মানুষগুলো বুঝলে হয়।
১৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
আরজু পনি বলেছেন:
বালিকা, অসাধারণ কাব্য।।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: পনি আপু! কি করবো এই অশান্তি দেখতে দেখতে এই সিদ্ধান্ত নিয়েছি। শয়তানগুলোর কোন ছাড় নেই।
১৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: ++++
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ রাজকন্যা। উচিত শাস্তি হৈছে না!
১৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার হৈসে ||
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ মুন।
২০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২
একজন আরমান বলেছেন:
সুন্দর লিখেছেন।
আমাদের সবাইকেই সচেতন হতে হবে।
তবে ছবিটা মনে হয় একটু বাজে মনে হল।
ধন্যবাদ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আরমান।
আমার মনে হয় ছড়ার কথাগুলোই ইম্পর্টেন্ট। তাই না!
২১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
না পারভীন বলেছেন: আসলেই খুব সুন্দর হয়েছে ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু। ভালো থাকুন
২২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮
শার্লক বলেছেন: আসলেই গ্রাম্যবালিকা। ভালা হইছে।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: কন কি? আসলেই
ধন্যবাদ। ভালো থাকা হোক
২৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
সালমাহ্যাপী বলেছেন: প্রানপ্রিয় আপু
হোন না একটু শালীন।
আপনার সৌন্দর্য্য
হবেনা তাতে বিলীন
ভালো লাগা
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপু।
ভালো লেগেছে, খুশি আমি। আমরা অন্যায়ের বিরোধিতা করবোই
২৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: ভায়োলেন্সের উস্কানি দাতা চরম পোস্ট !!!
এক লাখ প্লাস সহ রিপোর্টেড !!!
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
গ্রাম্যবালিকা বলেছেন: সবাই কতো ভালো, আমরা যদি একজোট হই তাহলে কোন অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না, তাই না!
২৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
অস্থির ভদ্রলোক বলেছেন: আপু আমি ভদ্রলোক মানুষ বেশি কিছু কমু না তবে ভালাই লিখছেন।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
গ্রাম্যবালিকা বলেছেন: ভদ্রলোকের এক কথা!
ধন্যবাদ।
২৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫
আমি বাংলার সন্তান বলেছেন: তুই ড্রেস ঠিক কর, তুই চোখ ঠিক কর এই জাতীয় পারষ্পরিক কাদা ছোঁড়াছুঁড়ির চাইতে এই জাতীয় কথা অনেক বেশী মূল্যবান এবং ইফেক্টিভ।
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ
২৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
শান্তা273 বলেছেন: চমৎকার লিখেছেন!
++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ শান্তা। সাথেই থাকুন। সচেতন হোন। সবাইকে সচেতন করুন
২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৬
অনীনদিতা বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে
+++
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার কথার সাথে ১০০% সহমত!
ধন্যবাদ অনী!
২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
রীতিমত লিয়া বলেছেন: হোন সচেতন
প্রতি জন
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর বলেছেন লিয়া।
হোন সচেতন
প্রতি জন
৩০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
ৎঁৎঁৎঁ বলেছেন: ছবিখান সেইরাম,
দিয়েছেন বালিকা
কথা নয়, মাইর হবে,
নারী নয় অবলা !!!
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নারীকে সাপোর্ট দেওয়ার জন্য।
সকল নারী নিরাপত্তা পাক, সেই দাবী সবার কাছে।
৩১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
শের শায়রী বলেছেন: বালিকা ভরসা রাখুন
এখনো ধরাধামে
একজন অধম হলে
৯৯জন উত্তম।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর বলেছেন। জ্বী অবশ্যই ভালোর সংখ্যাই বেশি।
৩২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ইখতামিন বলেছেন: ত্রয়োদশ ভালো লাগা.
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ইখতামিন। ভালো থাকুন।
৩৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
অন্য জগৎ বলেছেন: অনেক সুন্দর একটা লেখা লেখেছেন।
শুধু ++++ দিলেও কম হবে
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
সচেতন হোন , অন্যায়ের প্রতিবাদ করুন।
৩৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ঠিক বলেছেন আপু!
অনেক গুলো প্লাস নিন।++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন, সবাইকে নিয়ে।
৩৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
অড়বরই বলেছেন: বাঃ। খুব ভাল। অনেক গুলো +++++++++ দিলাম। আমার ব্লগেও আসবেন। ধন্যবাদ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: গিয়েছি আপনার ব্লগে। প্লাসের জন্য ধন্যবাদ নিন
৩৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮
দহন আহমেদ বলেছেন:
মার! লাথি মার, জরার বুকে!
ঝড় তুলে দে ধরার বুকে!
নতুন দিনের নতুন গান!
ফ্যাল ভেঙে ফ্যাল,"পিছুটান"!
নতুন আলোর সন্ধানে!
জাগুক আশা "মন-প্রাণে"!
ঐ যে আবার "সূর্য" হাসে!
আলোর মিছিল ফের বাতাসে!
আঁধার এবার কাটবেই!
"আশার সাগর" জাগবেই!
হাত রেখে এই হাতে-
চল্ নতুনের সাথে!
গান বেঁধেছি নতুন সুরে!
ঝড় ওঠাবো প্রাণে-প্রাণে!
দারুণ! দারুণ! দারুণ! চমৎকার লিখেছো, বালিকা!
১৫ নং,+++++++++++++++++++++++++++++++++
ছেলে বন্ধুর প্রতি
পারলে আবেগ কমান।
একটু চিন্তা করুন
নিজ পরিবারের মান। :#> :#>
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ দহন। চমৎকার কমেন্টের জন্য। আশা করি সাথেই থাকবেন।
৩৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১
আমিভূত বলেছেন: অসাধারণ বালিকা ,এভাবেই আমাদের নিজেকে সচেতন হতে হবে , কিছু কিছু ব্যাপারে হয়ত মানুষের কিছু করার থাকে না তবে আমরা তো সর্বাত্মক চেষ্টা করব নিজেদের সন্মান অক্ষুণ্ণ রাখার জন্য ।
শুভ কামনা ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: খুব সুন্দর বলেছেন।
আপনার জন্যও শুভকামনা।
৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩
অচিন.... বলেছেন: আপু, আপনাদের ঐদিক একটা ছেলে ছিল। মাদ্রাসায় পড়তো, মাথা অনেক বড়, শরীরের তুলনায়, দেখে থাকবেন হয়তো। দোয়া করি আপনার ছোট মাথা ওর মত বড় হোক…
আর পোস্টে যে প্লাস দিছি তা নাহয় নাই বললাম
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন: হুম, ছেলেটা বিয়ে শাদী করে বাচ্চাও আছে!
ধন্যবাদ অচিন। ভালো থেকো।
৩৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
গ্রাম্যবালিকার কাছ থেকে
শিখে যান আপুরা প্লিজ ।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: আপুরা সচেত্ন হোন প্লিজ।
ধন্যবাদ আপনাকে।
৪০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: সচেতনতামূলক ও আত্মরক্ষামূলক... + রইলো ...
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: জি, সচেতনতামূলক ও আত্মরক্ষামূলক
ধন্যবাদ আপনাকে, সাথে থাকার জন্য।
৪১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬
লোনলিফাইটার বলেছেন: সাবাস বালিকা।ভালো লিখছো
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
গ্রাম্যবালিকা বলেছেন: সাবাস বালিকা!!! শুনে ভালো লাগলো!
ট্রেডমার্ক ইমো দেখোও ভালো লাগলো
৪২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লিখেছেন আপু +++
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপু!
৪৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
ভালো লাগলো বালিকা
প্রতিবাদী ক্যাবিক ছন্দ,
এখনো আশায় বুক বাঁধি
এ অন্যায় একদিন হবে বন্ধ।
আপনার মত মেয়েদেরকেই ঠিক এই মুহুর্তে দরকার। এগিয়ে চলেন আপু। সাথেই আছি+++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার ছড়া। আমি রিপিট করি?!
ভালো লাগলো বালিকা
প্রতিবাদী ক্যাবিক ছন্দ,
এখনো আশায় বুক বাঁধি
এ অন্যায় একদিন হবে বন্ধ।
৪৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
সাদা পাখি বলেছেন: ভালো লাগা
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে সাদা পাখি!
৪৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
শাহজাহান মুনির বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: হাসছেন কেন! আমার টেকি কাব্য পড়ে তো ভয় পাবার কথা!!
৪৬| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: দারুন ছড়া। সময় উপযোগী এবং কার্যকরী উপদেশ। আপনার কাব্য প্রতিভায় আমি মুগ্ধ। ভালো থাকুন।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: এটা সবাই লিখতে পারে, আপনি বাড়িয়ে বলছেন। সত্যি
সচেতন থাকুন ভালো থাকুন, শুভকামনা
৪৭| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
তারছেড়া লিমন বলেছেন: বেশম্ভব ভাল হইচে...................
৪৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
লিঙ্কনহুসাইন বলেছেন: নিজ নিজ যায়গায়
নিজে হোন ঠিক।
পরিবারের পুরুষদের
শেখান ঠিক-বেঠিক।
বাহ চ্রম তো
৪৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
মামুন রশিদ বলেছেন: দারুন ।
বাঁচতে হলে জানতে হবে । প্রতিবাদ করতে হবে । ভায় পেয়োনা বোনেরা, আমরাও সাথে আছি ।
৫০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০
একজন আরমান বলেছেন:
ছড়ার কথাগুলোই ইম্পর্টেন্ট অবশ্যই। তবে মানানসইয়ের একটা ব্যাপার আছে।
ধরুন আপনি একটা পার্টিতে যাবেন। ভালো একটা সাড়ী পড়লেন, কিন্তু আপনি পার্টিতে গেলেন খালি পায়ে ! তো ব্যাপারটা কি মানানসই দেখাবে? নিশ্চয়ই না ! আশা করি বুঝতে পেরেছেন।
আপনার কথার সাথে একমত প্রকাশ না করতে পারার জন্য দুঃখিত।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
আমার ছড়ার কথাগুলোর ইম্পর্টেন্স নষ্ট হোক তা আমি চাইনা।
৫১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
রাইসুল সাগর বলেছেন: অনেক ভালো হইছে আপু। +
উন্মাদ রাইসুল সাগরের পক্ষ হতে তোমাকে উন্মাদীয় স্যালুট জানাই।
আমার কথা রাখার জন্য ধন্যবাদ অনেক অনেক।
সব ধর্ষক নরপিশাচ
তাগো জন্য রাখছি রেডি
আঁইক্কাওলা বাঁশ।
সামাজিক অবক্ষয় হতে
হতে চাই মুক্ত,
আসেন সবাই লড়াই করি
থাকবো না আর সুপ্ত।
অনকে অনেক ভালো থেকো আপু।
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার লিখেন আপনি, তা আর বলার অপেক্ষা রাখে না।
ধন্যবাদ রাইসুল সাগর। ভালো কিছু করার জন্য ইন্সপায়ার করার জন্য
৫২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
সুখ নাইরে পাগল বলেছেন:
+++++++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
গ্রাম্যবালিকা বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ!
৫৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
এডওয়ার্ড মায়া বলেছেন: Click This Link
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে, পড়েছি আপনার লেখা।
ভালো থাকুন
৫৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৫
আশিক মাসুম বলেছেন: ওরে নারে এতো দেখি মহিলা নজরুল
কাব্যে কাব্যে সিখিয়ে দিল সব ,
অত্যাচারি রুখতে হলে নারিদেরকে
করতে হবে এই সকল বেরি হার্ড জব।
মজা হইছে??
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: মজা হইছে!
রিয়েলি ভেরি হার্ড জব!
শুবকামনা সকল নারীর জন্য। আর কেউ যেন নির্যাতিত না হয়।
৫৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
htusar বলেছেন: ভাল লাগলো ।।
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
আমি তুমি আমরা বলেছেন: খুব দারুন লিখেছেন
+++
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ
ভালো থাকুন সবাইকে নিয়ে।
৫৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন ! ++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: আপনাকে ধন্যবাদ। সকল অন্যায় রুখবোই আমরা।
৫৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪
রাফা বলেছেন: সচেতন কাব্য ভালো লাগলো,গ্রাম্য বালিকা।
ধন্যবাদ।
অ.ট. আপনি কি শিক্ষক?
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ রাফা! সকল অন্যায় কে না!
অঃটঃ আমার পড়ালেখা শেষ হয়নি। এখনো স্টুডেন্ট।
৫৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১০
রাজন আল মাসুদ বলেছেন: +++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ রাজন। দেশের অস্থিরতা দেখে খুব মন খারাপ হয়, মনে হয় আপনারা বিদেশে যেয়েই ভালো আছেন। পরে ভাবি, পরিবার পরিজন তো দেশেই।
শুভকামনা থাকলো।
৬০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৪
পে পোঁ কইরেন না, যান। বলেছেন: অচাম হৈসে+++++++++++++++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১২
দি সুফি বলেছেন: ১নাম্বারটা সেইরকম হইছে
৭ আর ১০ নম্বরটা সবার মেনে চলাই উচিত বলে মনে করি।
"বালিকা তোমার প্রেমের পদ্ম
দিওনা এমন জনকে,
যে ফুলে ফুলে উড়ে, মধু পান করে
অবশেষে ভাঙ্গে মনকে!" --এটা আপনার জন্য না। সকল বালিকাদের জন্য। প্রেমের পদ্মটা নিজ নিজ স্বামীর জন্য জমিয়ে রাখুন।
পোষ্টে ++ দিলাম
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে, সত্যিই এখনি সময় সচেতন হওয়ার।
ভালো থকুন দি সুফি!
৬২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
অনীনদিতা বলেছেন: চমতকার
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ অনী! শুভকামনা বোন
৬৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
স্পাইসিস্পাই001 বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয়....+++
২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্কস। ভালো থাকুন।
৬৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আত্নরক্ষার একশো একটি কৌশল! হিজরারা(ধর্ষক কখনই পুরুষ নয়) সাবধান!! গ্রাম্যবালিকা ইস হিয়ার!
হ্যাটস অফ গেলাম গোওওও
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
গ্রাম্যবালিকা বলেছেন: হেই! বাড়িয়ে বলছেন!
ধন্যবাদ দিকভ্রান্ত পথিক। আপনাকে সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে দেখে ভালো লাগে।
ভালো থাকুন
৬৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
ইখতামিন বলেছেন: হুমম. কিপ ইট আপ.
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
মেহেদী হাসান মানিক বলেছেন: চমৎকার প্রতিবাদের ভাষা।
+++
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ মেহেদী হাসান মানিক। সাথে থাকুন সবসময়।
৬৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময়োপযোগী সুন্দর চিন্তা । ভাল লাগলো ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: সেলিব্রেটি ব্লগার ইজ হেয়ার!
সাথে থাকার জন্য ধন্যবাদ গিয়াসলিটন। ভালো থাকবেন।
৬৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৯
শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: হাসছেন কেন! আমার টেকি কাব্য পড়ে তো ভয় পাবার কথা!!
এটা ভয়ের হাসি।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি কেন ভয় পাবেন! হাহাহা
ডোণ্ট ওয়ারি। এইসব খারাপ মানুষের জন্য।
খুশিতেও হাসতে পারেন।
আমাদের প্রিয়জন নিরাপদে থাকুক, এই কামনা।
৬৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
ইনকগনিটো বলেছেন: অনুকাব্য ভাল্লাগসে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮
গ্রাম্যবালিকা বলেছেন: কবি! আপনি আমার ব্লগে! আমি খুশি!
আপনার ব্লগে জিজ্ঞাসা করেছিলেন, কেমন আছি।
আমি ভালো আছি, ইনকগনিটো, আপনিও ভালো থাকবেন।
৭০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
*কুনোব্যাঙ* বলেছেন: লেখক বলেছেন: হুহ! কথা না শুনলে রাজকুমারের জামা লুকিয়ে রাখবো।
কুনোব্যাঙ অত্যন্ত নিরীহ প্রাণী। কথা না শোনার প্রশ্নই আসেনা
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
গ্রাম্যবালিকা বলেছেন: হাহাহা! নিরীহ কুনোব্যাং বুঝলাম। রাজকুমারও কি নিরীহ?!
হয়তো, তাই হবে তাইনা। হাহাহা
ভালো থাকুন চমৎকার মনের ব্লগার।
৭১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লেখকদের এই একদোষ , তিনারা কমেন্টের উত্তর দিতে চাননা
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
গ্রাম্যবালিকা বলেছেন: কি বলেন এইসব!!! আমাকে লজ্জা দিলে ভালো হবেনা কিন্ত ! আলপিন সাথে আছে!
হিহিহি
আসিনি কাল ব্লগে, তাই উত্তর দেওয়া হয়নি। ভালো থাকুন।
৭২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
নেক্সাস বলেছেন: হাতে রাখুন বোন
ছোট্ট এক আলপিন।
হারামীর যায়গামত
শক্ত গুতা দিন।
Darun
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ নেক্সাস। সাথেই থাকুন।
৭৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
shfikul বলেছেন: +++
৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা
৭৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
htusar বলেছেন: লেখাটা আবার পড়লাম। অনেক ভাল লেখসেন।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন।
৭৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৮
আশফাক সুমন বলেছেন: প্লাস না দিয়ে উপায় নাই।
++++++++
০৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ আশফাক সুমন
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
অণুজীব বলেছেন: প্রানপ্রিয় আপু
হোন না একটু শালীন।
আপনার সৌন্দর্য্য
হবেনা তাতে বিলীন।
ভালো লাগলো।