![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
কোচিং থেকে বের হয়েই রাস্তায় মায়াময় চেহারার এক ছেলের সাথে চোখাচোখি! ছেলে তাকিয়েই মুচকি হেসে দিলো! চমৎকার হাসি। আমি অবাক!
ফুটপাত ধরে হাঁটতে হাঁটতেই আবার চোখাচোখি, আবার যথারীতি হাসি! আমি বললাম কিছু বলবেন? বললো, আমি চিনি আপনাকে। ছন্দার বান্ধবী আপনি। আমি ছন্দার কাজিন রিজভী। এখানেই আমার অফিস, এখন বাসায় যাচ্ছি। গড়গড় করে কথা বলে গেলো!
তখন মনে পরলো, এই সেই ইঞ্জিনিয়ার ছেলে, ছন্দা যাকে নিয়ে আম্মুর সাথে কথা বলেছে এবং যার বায়োডাটা দিতে চেয়েছিলো আমাকে! আমি না করে দিয়েছিলাম। এখনি বিয়ে করবো না বলে।
রিজভী লাজুক লাজুক হয়ে কথা বলছিল, আমি বললাম লজ্জা পাচ্ছেন কেন! ফ্রি হয়ে কথা বলুন। কাকলী থেকে বনানীর দিকে হাঁটছি আর কথা বলছি। সত্যি কথা বলতে কি, আমারো ছেলেটার সাথে কথা বলতে ভালো লাগছে। :!> লজ্জা পেতে না করে ভুল করলাম নাকি?! সে বললো আমাকে ভালো লেগেছে না আপনার?!
এখন উল্টা আমি লজ্জা পেয়ে উত্তর দিলাম, এমন কথা আসছে কেন?! সে আর আমাকে ঘাটালো না। বললো, রিক্সা নিবেন না? আমি বললাম হাঁটি। বনানী বাজারে এসে বললো, চলুন কোথাও বসি। না করতে ইচ্ছে করলো না। হাল্কা স্ন্যাক্স খেয়ে কফি খেতে খেতে অনেক গল্প হলো, মজার ব্যাপার হলো আমাদের মেন্টালিটি অনেক মিলে। সে এখন আমাকে তুমি বলছে! বলে, তুমি এতো হাসিখুশি কেন?! আমি বললাম, আপনিও তো কম হিহিহাহা করতে পারেন না!
রিক্সা নিয়ে গুলশান দুই এর চত্বরে যাবো, সেও নাকি সেখানে যাবে?! আমার বড় ভাইয়ের এক কাষ্টমারের কাছে যেতে হবে কিছু স্যাম্পল নিতে। তার সাথে এক রিক্সায় উঠতে কেমন জানি লাগছিলো। :#> তবু উঠলাম। তার আচরন আমাকে মুগ্ধ করলো! হাত দুটো সামনে নিয়ে কেমন জড়োসরো হয়ে বসলো যাতে গায়ে গা না লাগে! তার প্রতি সম্মান এলো মন থেকে।
আরো কিছুক্ষন কথা হলো তার পরিবার নিয়ে। আমি যখন আমার পরিবারের কথা বলতে যাব, বললো আমি জানি! শুনে অবাক হলাম। একটু পর বললো, বিয়ে কেন করবেন না? আমি বললাম, এমনি। কাউকে ভালো লাগেনা, তাই। বললো, তাকে ভালো লাগে কিনা। আমি কি বলবো, বুঝতে পারছি না। লজ্জা পেয়ে বললাম, ছেলে হিসেবে আপনি খুবই ভালো। :!> তারপর আমাকে মহা অবাক করে দিয়ে হাতটা আলতো করে ধরে বললো, চলুন আজই বিয়ে করে ফেলি।
আপনার ফ্যামেলি সবকিছু জানে আমার কথা। আপনিও যে কিছু জানেন না, তা তো নয়। আমি বললাম, তাই বলে এমন করে, আজই!! পাগল নাকি?!
রিজভী বললো, আপনি রাজি কিনা বলেন? আমার মাথা সত্যি বলতে কাজ করছে না, ঘোরের মধ্যে চলে গেছি। সে বলে অনেক মজা হবে। সত্যিই!
গুলশান নেমে সে ডিবিবিএল এর এটিএম বুথে যেয়ে টাকা তুললো, আর বড় একটা পর্দার দোকান থেকে একটা ভরা খাম নিলো! কার দোকান জিজ্ঞাসা করতেই বললো, তার বড় চাচার। তারপর বললো, চলুন কিছু কেনাকাটা করি। আমিন জুয়েলার্সে যেয়ে হীরার একটি আংটি কিনলো সে। আমাকে বললো আরো কিছু কিনবো? আমি কিছুই বলার অবস্থায় নেই। শুধু মন্ত্রমুগ্ধের মত তার পিছে পিছে চলছি। বললো, বাকী শপিং কাজ শেষ হওয়ার পর করবো, ওকে?! আমিও পাগলের মত মাথা নেড়ে সায় জানালাম।
এরপর সে রিক্সা নিল, আমি আমার মত নাই। সেন্সলেসের মত তার কথামত চলছি। রিক্সা কাজী অফিসে যেয়ে থামলো। সেখানে দেখি তিন চারজন তার বয়সী ছেলে, হাসিমুখে দাঁডিয়ে আছে। আমাদের দেখার সাথেই আমার দিকে তাকিয়ে বললো, ভাবী কেমন আছেন?! অফিসে ঢুকার পর কাজী বললো মেয়ের পক্ষে কে আছে, তার এক কলিগ বললো সে নাকি আমার বড় ভাই!
হাহ, আমার বড় ভাইকে আমি জীবনের প্রথম দেখলাম। আর তার কলিগরা আগেই কাজীর সাথে সব কথা শেষ করে রেখে দিছে। ভাইয়া( স্বঘোষিত) বললো দেনমোহর বারো লাখ টাকা ধরতে। আমাকে বললো আরো বেশী বলবো নাকি? আমি এই সবের ধান্দায় ছিলাম নাকি। আমার শুধু মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, এইসব সত্যি হতে পারেনা।ঘুম ভাংলেই স্বপ্নও চলে যাবে!
কিন্তু তারপর বারো লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়ে গেলো। আমি নির্লিপ্তের মত সাইন করলাম কাবিননামায়! রিজভী আমার মাথা উড়না দিয়ে ঢেকে দিলো সাইনের সময়! :!> :#> সাইন শেষ হলে আমার হাত ধরে বললো, আজ থেকে আমি নাকি তার বউ!
কলিগরা বললো মিষ্টি খেতে। তার এক বন্ধু আমাকে তুলে খাওয়াতে আসলে রিজভী বললো, আমার বউকে আমি খাওয়াবো! :!>
এরপর সে আংটি এনে আমাকে পড়িয়ে দিলো। কাজী বললো , সবাই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন নবদম্পত্তির জন্য!
কাজী অফিস থেকে বের হয়ে বন্ধুদের বিদায় দিয়ে আমাকে নিয়ে বের হলো। একা একাই কথা বলছে রিজভী। একবারের জন্যও আমার হাত ছাড়ছে না! বলছে, মেয়ের হাত এতো ঠান্ডা কেন? কুমিরের রক্ত নাকি! আমি চুপ করে তার পাশে হাঁটছি। এরপর কিছু কেনাকাটা করে হোটেল ওয়েষ্টিনে চলে এলো। ওয়েষ্টিনে ঢুকে রিসিপশনে চোখ পড়তেই আমি পুরা টাশকি!
দেখি আমার, রিজভীর পরিবারের সব মানুষ! এসে আমাদের জড়িয়ে ধরলো! এরপর আমি সত্যিকারের সেন্সলেস হয়ে পড়ে গেলাম।
সেন্স ফেরার পর দেখি, আমি হোটেলের রুমে শুয়ে। বেশ ফ্রেশ লাগছে।
ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। রিজভী শাওয়ার নিচ্ছে মনে হয়। সেন্সলেস হওয়ার পর কি কি ঘটেছে, কে জানে! তবে বুঝতে পারছি, আমার বিয়ে হয়ে গেছে স্বল্প সময়ে ভালোলাগার মানুষটার সাথে এবং আমাদের দুই পরিবারের সম্মতিতেই। দেখলাম রিজভীর লেপটপ চার্জে। এখন বসে বসে তার লেপটপে লিখছি এইসব।
বিছানার এক সাইডে দেখি গোলাপি নাইট ড্রেস আর টাওয়াল রাখা। আরে, একটা চিরকুটও দেখি! তাতে লেখা-
“সোনামনি,
ডাক্তার বলেছে, এক্ষুনি সেন্স ফিরবে তোমার। সাইড টেবিলে রাখা সুপ টা কষ্ট করে খেয়ে নিও লক্ষীটি। এতে একটু ভালো লাগবে। তাহলে, গোসলটা সেরে নিতে পারবে। অনেক ধকল গেছে সারাদিন, খুব জলদি শুয়ে পড়বো আমরা, ওকে?! :#> ”
- তোমার রিজভী। :!>
চিরকুট পড়া শেষ করে নিজের অজান্তে ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটে উঠলো, বিয়ের পর প্রথমবারের মত! কিন্তু চিন্তাও লাগছে, কি দেবো আমি তাকে?
চারদিকে চোখ বুলাতেই চিরকুট রাখার যায়গায় দেখি আংটি একটা, পুরুষের! আহ, নিজেকে খুব সুখী মনে হচ্ছে----
বিঃদ্রঃ কেউ যদি বলেন সত্যি কিনা। এর উত্তর “না” ছাড়া আর কিছু হতে পারে?! (ছন্দা ও রিজভী নামের মানুষদের কাছে স্যরি, নাম ব্যাবহার করেছি বলে)
উৎসর্গঃ মায়াময় চেহারার ছেলেটাকে, এক পলক চোখাচোখি হয়েছিলো যার সাথে আজ। :#> ওই ঘটনা থেকেই তিল কে তাল বানালাম।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। বাস্তবতা কখনো এরকম হয়না। সত্যিই
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
নিরপেক্ষ মানুষ বলেছেন: তিলকে কে তো তাল বানালেন এবার গল্পটাকেই বাস্তব বানিয়ে ফেলুন না
আমরা একটা দুলাভাই পেয়ে যায়
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: নাহ, সম্ভব না। আমি যে কখনো সেন্সলেস হতে পারিনা। একবার ক্লিনিকে আম্মুর হাঁড়ের সংযোগে ইঞ্জেকশন দেওয়া দেখে সেন্সলেস হতে যেয়েও নিজেকে সামলিয়েছি, কি বলে জানেন, "ছিঃ মেয়ে, এখন সেন্সলেস হলে তোমার আম্মুকে কে দেখবে" !
পরিবার আমার কাছে সবকিছু।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
লোনলিফাইটার বলেছেন: বালিকা তো দেখি ভালোই স্বপ্ন দেখতে পারে।নাইস ফ্যান্টাসি।আমার সাথে দেখা হয়েছে সেটা নিয়া গল্প বানিয়ে ফেলছো?
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
গ্রাম্যবালিকা বলেছেন: হেই! এত্ত বড় একটা লেখা আপনি পড়বেন, চিন্তাও করিনি!
খুশি হয়েছি। স্বপ্ন বড় করেই দেখা উচিত,তাই না!
ভালো থাকবেন লোনলি ফাইটার। অনেক শুভকামনা।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
"স্বপ্ন লজ্জাহীন"- বইটা কি পড়েছেন?? লেখকের নাম মনে নেই। শীর্ষেন্দু, সমরেশ বা সুনীল হতে পারে।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: পড়িনি তো, কি গল্প ঐটার, আমার টার মত?
তাহলে ব্যাপারটা তো ভালো হলো না।
তবে মানুষের সাথে মানুষের চিন্তাভাবনা মিলেও যেতে পারে, তাইনা?
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০
ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: ১২ লাখ! খাইছে! গাঞ্জার নৌকা পাহাড় বাইয়া যায়।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: বারো লাখ তো মধ্যবিত্তদের। এর চেয়ে কত বেশি শুনি!
এনিওয়ে, এটা জাষ্ট একটা গল্প। আর কিছু না।
ভালো থাকবেন ভাঙ্গাচুরা যন্ত্রপাতি।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
শান্তা273 বলেছেন: তিল কে কিভাবে তাল বানাতে হয় সেটা আপনার কাছ থেকে শেখা উচিত
গল্প ভালো হইছে বালিকা।
আর আপনার কল্পনাগুলো, স্বপ্নগুলো বাস্তবে রুপ নিক।
শুভ কামনা থাকল।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: শুভকামনা সব তো ঠিক আছে! কিন্তু সেন্সলেস হওয়া কি ঠিক হবে, এতো আনন্দের মুহুর্তে!
ধন্যবাদ শান্তা। ভালো থাকুন
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
লোনলিফাইটার বলেছেন: কেনো পড়বোনা?এমনভাবে বলছে মনে হয় যেনো আমি তোমাকে বলছি বড় লেখা আমি পড়িনা?
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: সেলিব্রেটি পিপল কে সম্মান দিয়ে কথা বলতে হয়! এটা অবশ্যই কিডিং না।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
নিরপেক্ষ মানুষ বলেছেন: সেন্সলেস এর পর্বটা বাদ দিয়া দিলেই তো হয়
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: এই ঘটনা আমার জীবনে ঘটবে না, সো কারো ঘটলে সে যদি সেন্সলেস হয়, আমি কি করবো!!
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধুরো
এইডা কিছু হইল???
আমি ভাবলাম গ্রাম্যবালিকার বিয়ের দাওয়ায়ার পাবো। হে হে হে
সুন্দর লেগেছে
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: বিয়ের পরে আর কি দাওয়াত পেতেন?! হয়নাই তাতেই খুশি হোন।
স্টিল দাওয়াত পাওয়ার সম্ভাবনা আছে।
ভালো লেগেছে,থ্যাঙ্কস!
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
গজ-কচ্ছপ বলেছেন: আপু আমার সকালের সেই এক পলকের চাহনি থেকা আপ্নে এত্ত দূর আগায়ে গেলেন?? যাউজ্ঞা, আমি কিন্তু রাজী।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: কচ্ছপের সাথে রাস্তাঘাটে দেখা হয়!! হাহাহাহাহাহা
ধন্যবাদ আপনাকে, ফালতু গল্প পড়ার জন্য।
শুভকামনা।
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
চিন্তা করবেন না!!! আপনার এই গল্পের সাথে ঐ বইটার গল্পের মিল নেই। তবে বইটার কথা বলে আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম যে স্বপ্ন সবসময়ই একটু আকটু লজ্জাহীনই হয়।
রিপ্লাই এর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন আশা করছি।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: হুম, স্বপ্ন লজ্জাহীন। সুন্দর কথা।
আপনার কমেন্টগুলো চমৎকার। খুশি আমি।
ভালো থাকবেন, আর আনন্দেও থাকবেন। শুভকামনা সব সময়ের জন্য।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
রাফসান রাফী বলেছেন: ১২ লাখ টাকা------!!!
গল্পের সাথে ঠিক মানালোনা!
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: গল্প তো গল্পই। এটা ছাড়া আর কিছুই ভালো লাগল না!
ব্যাপারনা।
ভালো থাকুন সানী।
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
অণুজীব বলেছেন: আমাকে উৎসর্গ করার জন্য ধন্যবাদ :!> :!>
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: হাহ! ভাব কত! সেইরাম খোমা হলে প্রো-পিকেই থাকতো! হিহিহি
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬
জাহিদ গাছবাড়ী বলেছেন:
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন:
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
মো: আতিকুর রহমান বলেছেন: porte porte vabcilam film ao toh ato mane atota dekhina ja ekhane porci . Hehe valo laglo
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: প্রো-পিকটা জোশ আপনার। পছন্দ হৈছে!
এরকম সিনেমা পাবলিক খাবেনা, তাই ফালতু গল্প। হা হা হা
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
লোনলিফাইটার বলেছেন: অণুজীব @ইটস এবাউট মি তাইনা বালিকা? :!>
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০০
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি বাংলাদেশে না। কিভাবে সম্ভব?!
তবে অনুজীব যে না তাতে আমি শিওর!
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০
ফকির সাইঁ বলেছেন: আমার সাথে তোমার দেখা হয়েছিলো, মনে পরছে, আমি কিনতু রাজি, ডাকবো না কি কাজি
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
গ্রাম্যবালিকা বলেছেন: হিহিহি, আপনার সাথেও না।
কি দরকার দেখা হওয়া বলেন, বারো লাখ টাকার কারবার!
তারচেয়ে দেখা না হওয়াই ভালো!
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১
নিয়েল ( হিমু ) বলেছেন: বিঃদ্রঃ অংশটা পড়ে ধাক্কা খাইছি
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: দেখেশুনে না পড়লে ধাক্কা তো খাবেনই।
ব্যাপার না। মলম লাগিয়ে নিবেন আহত যায়গায়।
আমার প্রিয় ইমো, আরো কয়েকটা দেই?
১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
নাজিয়া জামান বলেছেন: শুভ কামনা । কল্পনা বাস্তবে রূপ নিক । সেন্সলেস এই শব্দটা বার বার এসেছে । এতবার রিপিটেশন একটা শব্দের ভাল লাগে না গল্পে । শব্দ ব্যবহারে মনোযোগী হলে ঠিক হয়ে যাবে ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ।
এটিই আমার প্রথম গল্প টাইপের কোন লেখা। সবচেয়ে ভালো হতো, যদি পোষ্ট করার আগে কাউকে পড়িয়ে নেয়া যেত। সে সুবিধা নাই।
এরপর খেয়াল রাখবো।
ভালো থাকবেন নাজিয়া জামান
২০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
বয়ানবাজ বলেছেন: আমি কিন্তু এখনও দাওয়াত পাইলাম না।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: দাওয়াত দেওয়ার মতো তো কিছু হলোই না
২১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
অচিন.... বলেছেন: আমি মাঝখানেই বুঝছি এটা গল্প
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০
গ্রাম্যবালিকা বলেছেন: বেশি চালাক হলে পোষ্ট আসার আগেই বুঝতে। বুদ্ধি একটু কম, ব্যাপার না!
২২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: আপনাকে আমি কোথায় যেন দেখেছিলাম আজ
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
গ্রাম্যবালিকা বলেছেন: মজার কথা বলি, প্রতিবার গেটে যাওয়ার সময় আপনাকে মনে পড়ে, কখন না দেখা হয়ে যায়! আপনার ফেস ভালো করেই চিনি!
"গেট" কোন প্লেস জানেন নিশ্চয়ই!
২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
ৎঁৎঁৎঁ বলেছেন:
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩
গ্রাম্যবালিকা বলেছেন:
২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬
একাকি একজন বলেছেন: ভাল
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্কস!
২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
অতিকাল্পনিক - অথবা পরবাস্তবতা !!!
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: অবশ্যই অতিকল্পনা।
২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
ইখতামিন বলেছেন: চতুর্থ ভালো লাগা.
পরে পড়বো.
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: ভালোলাগা পড়ে দিলে খুশি হতাম।
ভালো হয়নি লেখা। তাই পড়েননি?
২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪
আকাশের অনেক রং বলেছেন: হুমম খারাপ না
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ। আমার লেখা প্রথম গল্প।
২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: বিঃদ্রঃ অংশটা পড়ে ধাক্কা খাইছি B:-) B:-) B:-)
আমিও। ধাক্কা খাইয়া ঠ্যাং আর আস্ত নাই
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: হিমু তো মলম দিয়ে ধাক্কা সাম্লাইছে আপনাকে তো পঙ্গু হাসপাতালে নিতে হবে, ব্লগে কোন এম্বুলেন্স আছে? হায় হায় কি করি
২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
Kawsar banggalii007 বলেছেন: আজ যে ছেলের সাথে দেখা হইছে তারে খুজে বার করেন।তারপর গল্পে ও যা করছিল আপনিও তাই করুণ।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১
গ্রাম্যবালিকা বলেছেন: খুঁজে পাওয়া কি সম্ভব?! কখনোই না, এইসব কল্পনা করতেই ভালো। পরে আবার কেঁচো খুড়তে সাপ বেরোবে। তখন ঝামেলা সামলাবে কে?!
এই ভালো।
৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
তারছেড়া লিমন বলেছেন: যাক বাবা ঘুম ভাঙ্গল মনে হল.............
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: আমারো লিখা শেষ করে এমন মনে হয়েছে। ভাবছিলাম কখন বিশেষ দ্রষ্টব্য লিখবো! আর এই দুঃস্বপ্নের শেষ হবে!
৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮
মোঃ মাহ্ফুজুর রহমান বলেছেন: দারুণ!
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে, এতো বড় একটা লেখা কষ্ট করে পড়ে আবার কমেন্টও করেছেন! ওয়াও!
৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: নিয়েল ( হিমু ) বলেছেন: বিঃদ্রঃ অংশটা পড়ে ধাক্কা খাইছি B:-) B:-) B:-) ... ......আমিও তো!!!!!!
যাই হোক , এমন হতেই পারে , হয়েছেও ... আমি এমন ঘটনা জানি
লেখা দারুন লেগেছে ।। +
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: এতো ধাক্কা খেলে তো সমস্যা। ক্লিনিকে যায়গা হবে না!
আপনার সাথে ঘটেনি তো? বলেন আমরাও একটু শুনি
ধন্যবাদ পড়ার জন্য। শুভকামনা।
৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
তামিম ইবনে আমান বলেছেন:
আপনি কি আপনার কোচিং সেন্টারের গেটের কথা বলছেন?
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: না।
৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
মেহেদী হাসান মানিক বলেছেন: পুলাইপান সব পাজি হইয়া গেছে...... খালি কি সব চিন্তা ভাবনা করে
+++
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: কি বলে! এইটা পাজি চিন্তা! বিয়েই তো করতে চাইলাম। কেউ বুঝে না রে পাগল কেউ বুঝে না
৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
একজন আরমান বলেছেন:
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: একজন আরমানের ব্লগমার্ক ইমো এইটা "
"
মজার একটা গল্প লিখলাম, টাও স্যাড ইমো! হুহ!
৩৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
মেহেদী হাসান মানিক বলেছেন: আইচ্চা দাওয়াত যেন পাই। কাউরে পছন্দ থাকলে কন ঘটকালি শুরু করি।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
গ্রাম্যবালিকা বলেছেন: হিহি :!> :#> বিয়ে তো এখনি করবো না!
৩৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
জাকারিয়া মুবিন বলেছেন: ১ম গল্প হিসাবে পাশমার্ক দেয়া যায়।
++++
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: ইয়াহু ! আমি গল্প লেখায় পাস করেছি!!
৩৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
শাহজাহান মুনির বলেছেন: আমিও পাশ দিলাম...
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
গ্রাম্যবালিকা বলেছেন: শুধু পাস!
দুই এক মার্ক বেশি দিলে কি আপনার পোষ্টের হিট কমে যেত!
হাহা, ভাল থাকবেন।
৩৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: বাঁলিকাঁ পুঁড়েঁ যাঁবেঁ সঁবঁ সুঁখঁ....
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
গ্রাম্যবালিকা বলেছেন: ক্যম্নে কি?!
ভুত আমি বুঝিনি আপনার কথা।
৪০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩
আশরাফ কানন বলেছেন: গল্পে প্লাস।অনেক সুন্দর হয়েছে।স্বপ্ন সত্যি হোক আপ্নার।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার শুভকামনার জন্য ধন্যবাদ আপনাকে।
কানন আমার এক ভাগ্নীর নাম! ছেলেদের নামও কানন! নাইস।
৪১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: শুধু পাস!
(
দুই এক মার্ক বেশি দিলে কি আপনার পোষ্টের হিট কমে যেত!
হাহা, ভাল থাকবেন।
Next time best of luck....
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: কি কিপ্টার কিপ্টা রে আল্লাহ!!!
দোয়া করি হাত প্রসারিত হোক, বেশি করে মার্ক দেওয়া শিখুন। হাহ!
৪২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ইঁহাঁকেঁ বঁলেঁ ভূঁতেঁরঁ ভঁবিঁষ্যঁৎ....
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: ভাঁলো কিঁছু বঁলতে পাঁরলে বঁলুন, এঁম্নিতেই গঁল্প ভাঁলো হঁয়নি বঁলে টেঁনশ্নে আঁছি।
৪৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
রিওমারে বলেছেন: বাস্তবতা কখনও কখনও গল্পের থেকেও সুন্দর হয়। আপনার জীবনে সে রকমের কিছু ঘটুক। শুভ কামনা থাকল।।
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: গল্পের থেকে সুন্দর হলে তো ভালোই!
ধন্যবাদ আপনাকে, সুন্দর করে বললেন। ভালো থাকুন।
৪৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
মামুন রশিদ বলেছেন: গল্প একদিন বাস্তবে নেমে আসবে, হয়ত আরো মধুর কোন নাটুকে মিলন নিয়ে
ও হ্যাঁ, তখনতো আর বালিকা থাকবেনা
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: না না না! আমি অন্য কিছু হতে চাইনা! বালিকাই থাকতে চাই।
খুব ভালো আছি এভাবেই।
৪৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: তাইতো বলি গ্রাম্যবালিকা গতকাল ব্লগে অনুপস্থিত কেন!
লেখক বলেছেন,
বিঃদ্রঃ কেউ যদি বলেন সত্যি কিনা। এর উত্তর “না” ছাড়া আর কিছু হতে পারে?!
ঠাকুর ঘরে কে রে
অনেক রোমান্টিক গল্প। চমৎকার প্লট। অনেক ভালো লাগল।
+++++++++++
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০
গ্রাম্যবালিকা বলেছেন: কাল আসিনি, আপনি তা খেয়াল করেছেন! ওয়াও! খুব অবাক হলাম।
বিঃদ্রঃ না লিখলে জনে জনে এসে জিজ্ঞাসা করতো সত্যি কিনা! তাই একেবারেই লিখে দিয়েছি।
আমি সত্যিই ঠাকুর ঘরে যাইনি, কিছু খাওয়া তো দুরের কথা!
প্লট ভালোই ছিলো মনে হয়, কিন্তু আনাড়ী হাতে বিল্ডিং বানাতে যেয়ে ছেড়াবেড়া লাগিয়ে দিছি। ঠিক না? হাহা
৪৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
আহমেদ নিশো বলেছেন: সত্যি করে বলছি, ভয় পাইছি আপনার গল্প পড়ে!!!!
আল্লাহ!! আমার হার্টের তেরোটা বেজে গেসে!
আমার পড়া সবচেয়ে ভয়ংকর গল্প এটি!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: আমার লেখা নিয়ে ফান করলে মন খারাপ করবো সত্যি।
আমি তো লেখক না যে সুন্দর কিছু লিখবো!
আর সত্যি মজা পেয়ে থাকলে আমি অনেক খুশি। মনে হয়না মজা পেয়েছেন।
ভালো থাকবেন।
৪৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: উৎসর্গ করার জন্য ধন্যবাদ :
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: আপনাকে উৎসর্গ করলে তো নাম দিয়েই দিতাম!
তাই আপনি না।
৪৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: মোঃ ওমর শরীফ এবং বিপদেআছি , আমি খুব দুঃক্ষিত আপনাদের কমেন্ট আমার কাছে আপত্তিকর লাগলো বলে ডিলিট করলাম।
প্লিজ গঠনমুলক অথবা ভদ্র ভাষায় কিছু বলার থাকলে অবশ্যই বলবেন।
শুভকামনা
৪৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০
আশিক মাসুম বলেছেন: বনানিতে ??? ভুলে আবার আমারী দেখেন্নাইতো???
গল্পটা সুন্দর ছিল। আর আপ্নার লিখার হাত খারাপনা ( + পাবার যোগ্য )
পুনশ্চ ঃ আগের কমেন্ট টা ডিলেৎ করে দিয়েন, কিযে লিখি আর কিযে ছাপা হয় বিরক্তিকর।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: নাহ! আপনাকে দেখলে তো চিনতাম, আশিক বলে চিৎকার দিয়ে বলতাম, আরেহ আপনি সেই ব্লগার না!!
প্লাস দিলে দেন না দিলে জবরদস্তি নাই।
৫০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
মাক্স বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: একটুও ভালো হয়নি, তাইনা মাক্স?
আমি জানি, আপনি কত চমৎকার লিখেন, শিখাবেন আমাকে? একটু বলতেন যদি কি কি বিষয় খেয়াল রাখতে হবে? প্লিজ।
৫১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
চ।ন্দু বলেছেন: সত্যি হলে, আমার বিয়ের কাহিনীও আপনার কাহিনীর কাছে হার মানত। তবে সে ক্ষেত্রে আপনি বোকা হিসেবেই ট্রিট হতেন-মাত্র কয়েক ঘন্তটার পরিচয়ে কাউকে বিয়ে করে। তবে লেখা ভালই হয়েছে-এক অদ্ভূত আকর্ষণ নিয়ে পুরোটা পড়ে ফেললাম এক নিশ্বাসে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: এভাবে বিয়ে করা কোন মেয়ের ক্ষেত্রে অবশ্যই বোকামী। আর কেউ করবেও বলে মনে হয় না। তবে ছেলেদের ক্ষেত্রে মজার হতেও পারে! কে জানে।
পড়েছেন পুরোটা খুশি আমি।
ভালো থাকুন।
৫২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
যুবায়ের বলেছেন: বারো লাখ!!!!!!!!!!!! বাপরে কয় কি??..
আমি মাত্রর ৫ টাকা কম ১ লাখ টাকা দেনমোহর দিয়ে প্রায় আট বছর আগে বিয়া করছি। তখন স্বর্ণের দাম ছিলো ১৬-৮০০ টাকা ভরি।
দেন মোহরের টাকার বিনিময়ে গহনা দিয়েছি বাকী গহনাগুলি উপহার হিসাবে দিয়েছি। আমি কি আপনার ভাবীরে ঠকাইছি??..
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: এখন স্বর্নের দাম কত? ৬০ হাজার টাকা? সেই হিসেবে তো খুব বেশি
হয়নি দেনমোহর। কি জানি আমি জানিনা।
ভাবীকে ঠকাবেন কেন? নিশ্চয়ই অনেক ভালোবাসেন! সো, সব পাওয়া হয়ে গেছে, আমার কাছে তাই মনে হয়।
আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা
৫৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ''তিল কে তাল বানানো '' ভালা হইছে ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ সো মাচ।
৫৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা , , , অবাক হওয়ার কিছু নাই। গতকাল আপনার আগের পোষ্টে একটা মন্তব্য করেছিলাম উত্তর পেয়েছি আজ
আর গ্রাম্যবালিকার ছেড়াবেড়াটাই যদি এমন হয় তাহলে ভালো গোছানোটা কেমন হবে সেটাই এখন ভাবছি
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০
গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা, তবে কমেন্ট ছাড়া অন্যভাবে খেয়াল করলে কিন্তু ভালোই লাগতো। হিহিহিহি!
আমার সত্যিই ইচ্ছে করে গুছিয়ে লিখতে। দেখি কখনো পারি কিনা, গ্রাম্যবালিকার জন্য শুভকামনা, কি বলেন!
ভালো থাকবেন ছদ্মবেশী রাজকুমার।
৫৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের রিপ্লাই নাই দেখে ফিরেই যাচ্ছিলাম ------------
( আমার আবার রিপ্লাই প্রাপ্তি ভাগ্য খারাপ । এ - -র্ণার ব্লগে কমেন্ট করলে দেড় মাস পরে রিপ্লাই পাই ।
)
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: এ - -র্ণা কে সবাই চিনে , অনেক বেশি কমেন্ট পায়। তাই হয়তো দেরী হয় উত্তর দিতে। আমি ঠিকমতই উত্তর দেই, অল্প কমেন্ট। আপনিও তারাতারি উত্তর দেন। ভালো লাগে।
৫৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯
শূন্য পথিক বলেছেন: মাঝ পথেই ধরে নিয়েছিলাম "আষাঢ়ে গল্প"!! সত্যি তাই!!
তবে উপোভোগ্য!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: হুম আপনার গেস ভালো! আষাড়ে গল্প তবু শেষ পর্যন্ত পড়ার জন্য অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। অনেক বেশি।
৫৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১১
একজন আরমান বলেছেন:
সময়টাই এখন এমন
গল্প তো ভালো হয়েছে।
কিন্তু নিজের জন্য আফসোস হয়েছিল। তাই এমন ইমো।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: আফসুস করা দরকার কি?!
আমার আব্বু বলে, "কোথাও ধুলা লেগেছে, একটু ঝেড়ে ফেলো, ধুলা উড়ে যাবে! আর ময়লাও থাকবে না! "
ভালো থাকুন একজন আরমান।
৫৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৪
মাহবু১৫৪ বলেছেন:
অসাধারণ গল্প।
ভাল লাগা । মনে করেছিলাম আপনার নিজের কাহিনি।
+++++
সামান্য চোখাচোখিতেই তিলকে তাল বানানো যায় এটার উদাহরণ পাইলাম আজকে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: এরকম হয় নাকি জীবনে!! সেই মেয়েকে পাগল ছাড়া কিছু বলবে মানুষ?!
চোখাচোখিতেই এমন মনে আসলো হঠাৎ করে, তাই বোকার মত লিখে ফেললাম।ফাইজলামি আর কাকে বলে!
তাল বানানো বেশি বড় হয়ে গেছে! হাহাহা
৫৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৮
শূন্য পথিক বলেছেন: আমি আষাঢ়ে গল্প গুলা মন দিয়ে পড়ি।
আমার ধারনার শুরুঃ
তারপর আমাকে মহা অবাক করে দিয়ে হাতটা আলতো করে ধরে বললো, চলুন আজই বিয়ে করে ফেলি।
সিউর হলামঃ
আমিন জুয়েলার্সে যেয়ে হীরার একটি আংটি কিনলো সে।
ভালো তিল-তাল-কাঁঠাল লেখা। মজা পাইছি!
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২২
গ্রাম্যবালিকা বলেছেন: ওমা! কত্ত মনযোগ দিয়ে পড়েছেন আপনি!! মহা অবাক!
আমি নিজেও তো এতো খেয়াল করে একবারো পড়িনি।
তিল-তাল- কাঁঠাল!! হাহাহা
মজার কমেন্ট করেছেন।খুব মজা পেলাম।
৬০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নারে ভইন , ঘটনা এই রকম হলেতো ভাগ্যরে দুষতাম না ।হয়তো আমি কমেন্ট করেছি ১৫৩ নম্বরে ,দেখা গেল উনি ১৪৮ থেকে ১৯৭ পর্যন্ত কারো রিপ্লাই দেন নি , আবার করলাম ২০৭ নম্বরে , দেখা গেল ২০০ থেকে উনি কোন কমেন্টই দেখতে পাচ্ছেন না ।
( আপনাকে আপনা লোক মনে করে দুস্কের কাহিনী বললাম , আপনি আবার উনাকে লাগিয়ে দেবেন না )
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: এটা তার পোষ্টের সমস্যা হতে পারে। আপনার সমস্যা হলে তো আমিও কমেন্টের উত্তর দিতাম না। তাই না।
নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন একজনের পোষ্টে উত্তর না পেয়ে! ফান নেন আমার সাথে না?!
ডোণ্ট ওয়ারি। আমি গাছ ছাড়া অন্য কিছু লাগাই না।
"গাছ লাগান, পরিবেশ বাঁচান"
৬১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১
শূন্য পথিক বলেছেন: গ্রাম্যবালিকা @ সিওর হইছেন তো, কত্ত মন দিয়ে আষাঢ়ে লেখা পড়ি?
(ইশ্! পঠ্য বই গুলো যদি আষাঢ়ে গল্প দিয়ে পূর্ণ থাকতো!!)
কাঁঠালের চেয়ে আর বড় ফলের নাম এই মুহূর্তে মনে আসাছে না !
গিয়াসলিটন @ দাদা, অপেক্ষা করেন। এ - -র্ণা'র এখানে আসতে বেশী সময় লাগবে না!
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১২
গ্রাম্যবালিকা বলেছেন: তাই তো দেখছি! আপনার ছেলেমেয়ের বই আষাঢে গল্প দিয়ে ভর্তি থাকুক!
কাঁঠাল মনে করেছেন তাই বেশি!
@গিয়াসলিটন
৬২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
মনিরা সুলতানা বলেছেন: এমন যদি হতো
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: রিয়েলি!! আপনি চান এমন? দোয়া করে দিবো? আমার দোয়া কিন্তু খেটেও যেতে পারে!
৬৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "গাছ লাগান, পরিবেশ বাঁচান"
তাইতো বালিকার বন্ধু হাসান
লাগাতে গিয়ে কদুর মাচান
ছড়ে এনেছেন নিজের বাঁ কান ।
( ছড়ে - খোঁচায় সামান্য আহত )
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
গ্রাম্যবালিকা বলেছেন:
ছড়া মজার হৈছে!
৬৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪১
দি সুফি বলেছেন: যখন ভালো জামা-কাপড় পরে পুরোপুরি রেডি হইছি আপনার বিয়ের দাওয়াত খাইতে ওয়েষ্টিনে যাওয়ার জন্য , তখনই বিঃদ্রঃ দিয়া আমার দিলটা ভাইঙ্গা চুরমার করে দিলেন
নাকি দাওয়াতের ভয়ে বিঃদ্রঃ লাগাইছেন?
আমার তো মনে হইতেছে এখন রিজভী ভাইয়ের ল্যাপটপ থেকেই কমেন্টের রিপ্লাই দিতেছেন
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: ইস, আপনার মনে রিজভীর নাম শুনেই কেমন কেমন লাগছে।
আজকে প্রথম ওর( রিজভীর) জন্য রান্না করছি, দোয়া করবেন। :!> :#>
হাহা, ফাইজলামি করলাম। বিঃদ্রঃ লাগালাম, কারন আগে দাওয়াত দিয়ে তারপর বিয়ে করবো এই জন্য।
৬৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
রাইসুল সাগর বলেছেন: অনেক সুন্দর গল্প।+
আর গল্পে শেষদ্রষ্টব্যটুকু পড়ে মনে পড়ে গেল আমার প্রিয় সঞ্জিব দার গাওয়া একটা গানের কথাঃ
এক পলকে চলেই গেলো
আহ কিযে তার মুখখানা
রিক্সা কেন আস্তে চলে না
না চলে না রিক্সা কেন আস্তে চলে না
রিক্সা যাচ্ছে হাওয়ায় উড়ে
আমার হৃদয় তুচ্ছ করে
হায় পুরুমা মুখ ফিরিয়ে( আপনার জন্য পুরুমার জায়গায় বলেন হায় ছেলেটা)
একটা কিছু বলে না
রিক্সা কেন আস্তে চলে না
না চলে না রিক্সা কেন আস্তে চলে না । ।
অনেক অনেক শুভকামনা জানিবেন নিরন্তর। ভালো থাকুন বেলা অবেলার গল্পে।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
গ্রাম্যবালিকা বলেছেন: হাহা, একদম পারফেক্ট গান, সে সময়ের জন্য!
নাইস গানটার জন্য অনেক ধন্যবাদ
আপনিও অনেক ভালো থাকবেন। শুভকমনা।
৬৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সর্বনাশ হয়ে গেছে @ শূন্য পথিক ভাই । মনে হয় আমার সামু আইডি হ্যাক হয়েছে । নাইলে আমার নিকে উপরের মন্তব্যগুলি কেডা করল ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
গ্রাম্যবালিকা বলেছেন: @ শুন্য পথিক।
কিন্তু আমি কি কমেন্টের উত্তর গুলো ডিলিট করবো?
৬৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
ভিয়েনাস বলেছেন: এটা কিছু হইলো,অল্পে দাওয়াত মিস গেল
তিল কে কেমন করে তাল বানালেন কনতো
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: তিল-পেয়াজ-লেবু-আলু- শালগম-তাল এইভাবে হয়ে গেছে!
৬৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
শূন্য পথিক বলেছেন: গিয়াসলিটন @ দাদা,
আমারে সাক্ষী মানেন ক্যান?
আমি কিছু কই নাই!
আমি কিছু জানি না!
ভুইল্লা গেছেন?- এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন: @ দাদা
আপনার কমেন্টের প্রকাশকারী আপনি! তাই না?
৬৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১০
*কুনোব্যাঙ* বলেছেন: গ্রাম্যবালিকার জন্য অবশ্যই শুভকামনা। প্রিয় লেখকের পাশাপাশি প্রিয় মানুষের তালিকায় অতি সহজে যে স্থান করে নিতে পারে তাকে শুভকামনা না জানিয়ে কি আর উপায় আছে!
ভালো থাকবেন, মনে রাখবেন। যেদিন অনেক বড় বুড়ো কবি হবেন সেদিনও ভুলতে মানা
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: লেখক বলেছেন: ভুলবো না। আপনি এতো সুন্দর করে বলেন আমাকে, কিভাবে ভুলবো বলেন?! ভুলতে চাইলেও ভোলা যাবে না!
৭০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩
আমিভূত বলেছেন: এটা কিছু হলো ? খুব ভালো মন ভালো করা গল্প হয়েছে বালিকা , আমার খুব ভালো লেগেছে যে যাই বলুক
ক্যারি অন ডিয়ার
৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: একজনের ভালো লাগলেও খুশি। আমি জানি তেমন ভালো হয়নি। না, আমি জানি একটুও ভালো হয়নি। তাই কি, মনে আসলো লিখে ফেললাম।
আপনি ভালো থাকবেন।
৭১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: ধুর হইলো কিছু? আমি তো ভাবলাম, গ্রাম্য বালিকা শহুরে বধূ হয়ে গেল !!!
এখন দেখি, নাহ, যেই খ্যাত, সেই ভিলেজ !!!
অফ টপিক - এক নজর দেইখ্যাই যেই রামায়ন লিখসেন, একটু কথা কইলে না জানি কি হইত !!!
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: শহুরে বধু হইতে ভয় পায় গ্রাম্যবালিকা।
বালিকার গাছে বসে কামড় দিয়ে পেয়াড়া খেতে ভালো লাগে, সোফায় বসে কাঁটাচামচ দিয়ে গুতা দিয়ে খেতে না।
অটঃ কথা হইলে সব সোজা হয়ে যেত, কিছুই লখা হত না, কারন দেখতাম ছেলেটা চড়ুই পাখির মত চেঁচিয়ে কথা বলে!
৭২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩
সিয়ন খান বলেছেন: আমি ভাবলাম বিয়ের দাওয়াত খাব কিন্তু শেষে এটা কি বললেন!!!
ভাল হইসে ++++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: সর্যি সিয়ন খান। উত্তর দিতে দেরি হয়ে গেল।
আপনার চিন্তা করেই তো বিয়েটা করলাম না! না জানি কত দূরে থাকেন, তাই হঠাৎ করে দাওয়াত দিলে তো আসতে পারতেন না। সময় নিয়ে দাওয়াত দিবো যাতে আসতে পারেন!
ভালো থাকুন, সবসময়।
৭৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
লাবনী আক্তার বলেছেন: অসাধারন বালিকা!! তোমার লেখার হাত চমৎকার!! আরও লেখা পড়ার অপেক্ষায় থাকলাম।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: লাবনী আক্তার, বাড়িয়ে বলবেন না, বুঝলেন! আমার প্রথম গল্প লেখার ট্রাই, পুরোটা পড়েছেন তা দেখে আপনাকেই অসাধারন বলা যায়! অনেক ধৈর্য আপনার!
আরো কি লিখবো?! কি জানি!
ভালো থাকুন।
৭৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
স্বপনবাজ বলেছেন: ভালো লাগলো গল্প !
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ! কষ্ট করে পড়ার জন্য!
৭৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
s r jony বলেছেন: আরে!!! আমি তো ভাবলাম "মিস্টি চামু",
এখন দেখি এটা গল্প
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
গ্রাম্যবালিকা বলেছেন: গল্পই তো লিখলাম। নিজের বোকামী কেউ জনে জনে বলে বেড়াবে নাকি?!
মিষ্টি কিছু না হলেও চাইতে পারেন, ভার্চুয়াল মিষ্টি দিতে পয়সা লাগেনা।
৭৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
সালমাহ্যাপী বলেছেন: অফলাইনে লেখাটা পড়ছিলাম। মজা করেই লিখেছো।
ভালো লাগা জানানোর জন্যই অনলাইন হলাম
ভালোলাগা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১২
গ্রাম্যবালিকা বলেছেন: হ্যাপী আপু, তুমি অনেক মজা করে লিখো। আমার লেখায় ফান বেশি আসে না। সাধারন ঘটনা বুঝাতেই অনেক কথা লিখতে হয়,তাই মজার কথা লেখার যায়গাই থাকেনা। আমাকে শিখতে হবে কিভাবে অল্প কথায় বেশি ভাব প্রকাশ করা যায়। শিখাবে আমাকে?
ভালো থেকো, সুখে আর আনন্দে!
৭৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: আমিও রেস্টুরেন্টে গিয়া সবাই চামচ নিয়া সুশীল হয়া যায়, আর আমি হাত দিয়াই হামলা করি !! ভিলেজ আর কারে কয় !! হাহাহাহাহা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: আমরা পরিবার সহ যখন খেতে যাই, তখন সবাই মেড ইন জামালপুর! হস্ত হামলা চলে! হিহিহিহি!
কিন্তু ফরমাল কোন ব্যাপার স্যাপার হলে তো সুশীল হতেই হয়।
৭৮| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: উৎসর্গঃ মায়াময় চেহারার ছেলেটাকে, এক পলক চোখাচোখি হয়েছিলো যার সাথে আজ। ওই ঘটনা থেকেই তিল কে তাল বানালাম।
বইনরে কি কইলেন এইটা? এক ছেলেরে দেইখা পুরা আষাড় মাস নামাইয়া ফেললেন.....।আমি তো প্রতিদিন কম করে হলেও ১০টা মায়াবী চোখের মেয়ে দেখি......এখন আমার কি হপে?
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
গ্রাম্যবালিকা বলেছেন: একটা কথা আছে না, "অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর!"
আমার অল্পের উপর দিয়ে গেছে বলে এই অবস্থা!
আপনি সৌন্দর্য দেখতে দেখতে পাথর হয়ে গেছেন!
৭৯| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
আমি ইহতিব বলেছেন: আহারে বাস্তবটা যদি এমন সহজ আর সুন্দর হতো!!!
আপনার কল্পনা শক্তি ভালো ও অনেক সুন্দর। ভালো লাগলো গল্পটা।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: কল্পনা মোটামুটি ভালোই ছিলো, কিন্তু ঘটনা বাস্তবে লিখিত রুপে আনতেই মেয়ের ঘাম ঝরে গেছে! হাহাহা
ধন্যবাদ আপু কষ্ট করে পড়ার জন্য। শুভকামনা।
৮০| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
আমি তুমি আমরা বলেছেন: +++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: আমার সব আজগুবি লেখা পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!
শুভকামনা।
৮১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২১
স্পাইসিস্পাই001 বলেছেন: দারুন লিখেছেন তো......... ভাল লাগলো.....
উপস্থাপনা প্রশংসনীয়.........
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ স্পাইসিস্পাই001 ।
জানি না কেন এই লেখাকে ভালো বলছেন!
তবে শুনতে ভালোই লাগছে !
৮২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
ইখতামিন বলেছেন: আপনিও তো কম হিহিহাহা করতে পারেন না!
বাকীটুকু আরেকদিন পড়বো
আবার আরেকটা + দিয়ে গেলাম.
রেটিং এড করে নেবেন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: রেটিং একটার বেশি দেওয়া যায় নাকি?!! আর ইউ কিডিং!! হুহ!
ওহ ভালো কথা, হাতুরিতে কাজ হচ্ছে না, একটা ডান্ডা রাখা যাবে কিনা আমার ব্লগে, ভাবছি!
না পড়লে রেটিং নেই না। সামু, একটামিন এর রেটিং ফিরিয়ে নিন।
৮৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দুর্দান্ত !!! প্রতিভার পরিচয় দিয়ে দিলেন !!!
+++++++++++++++++++
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
এতো ভালো কখনো হয়নি। সত্যি।
৮৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
ইখতামিন বলেছেন: স্কীপ করে করে পুরোটা পড়েছি।
আপনার + রেটিং দেয়া আছে ২৩
এর যতোগুলো রেটিং পড়বে
ভাববেন আমিই দিয়েছি
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: চাপাবাজি কম! বুঝলেন!
পড়তেন একটু কষ্ট করে, আমি খুশি হতাম। মেয়েদের খুশি করা ভালো ব্যাপার।
৮৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
নিশি কথক বলেছেন: অপু তানভীরের ফেমিনিন এডিশন চলে এসেছে
কিছু মনে করবেন না। একটু মজা করলাম। কারণ প্রতিটা লেখকেরই একটা স্বকীয়তা থাকে, থাকতে হয়। আপনার ও আছে। তারপর ও একটু ফান করার লোভ সামলাতে পারলাম না।
গল্প টা ভাল হয়েছে।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: অপু তানভীর অসম্ভব ভালো লেখেন। তার সাথে তুলনা! ওহ মাই গড!
আমি একটা কিছু লিখেছি, এই যা। এই লেখা প্রমান করে যে আমি অভ্র তে বাংলা লিখতে পারি, আর কিছু না! হাহাহা
ভালো থাকবেন।
৮৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০৩
রাফা বলেছেন: কোনটার প্রশংসা করবো !তিল থেকে তালের নাকি , কমেন্টের জবাব-গুলোর।
আর হি হি হি হি তো অসাধারণ।
এত সহজ ভাষায় লেখা যে কত কঠিন, তা আমি জানি।
অ. ট. -আমি এ-পর্যন্ত কাউকে অনুসরন করিনি কিন্তু গ্রা. বালিকাকে মনে হয় আর একা ছাড়া যাবেনা।
ভালো থাকুন,ভালো লিখুন।
ধন্যবাদ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: রাফা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এতো প্রশংসা করলে তো আমি গলে পড়ে যাবো! তখন তো আর লিখতেই পারব না! ব্যাপারটা কি ভালো হবে? না, অবশ্যই না
হাহা, আমাকে অনুসরণ! এইসব পাগলের প্রলাপ পড়ার জন্য! ভালো!
আমি খুব ভালো আছি রাফা, আপনি খুব বেশি ভালো থাকুন।
৮৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
শের শায়রী বলেছেন:
আপনি নিজেকে যতই কঠিন ভাবার ভাব দেখান আপনি বেশ রোমান্টিক।
কোন ছেলের গলার স্বর যদি ভারাট আর দেখতে যদি হ্যান্ডসাম হয় আপনার কিন্তু খবর আছে, মানে নিজেই নিজের খবর করবেন।
আর আজকের লেখাটা পড়ে আপনি কিন্তু অনুসারিত। আমার অনুসারিত তালিকায় থাকলে কি কিছু মাইন্ড করবেন?
ভাল থাকুন বালিকা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: শোভন ভাইয়া !
আপনার বোন এতো হাল্কা না। বুঝলেন।
বালিকা জাতে মাতাল তালে ঠিক!!
অনুসরনে থাকলে মাইন্ড করতে হয় কিনা জানি না, সামুকে প্রশ্ন করে আসি?!
আপনার, ভাবীর আর দুই দেবদূতের জন্য শুভকামনা।
৮৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
রাসেল ভাই বলেছেন: চুদুর ভুদুর চইলতন দাওয়াত দেন
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: দিলাম!
এতো রাগারাগি করে দাওয়াত নিলেন! হুহ! আমি ম্যানেজমেন্টকে বলে দিবো, আপনাকে যেন দই না দেয়!
৮৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: হায় হায়, আপনার বাড়ী কি জামালপুরে নাকি? জামালপুরের মেয়েদের আমি ব্যাপক ভয় পাই। সেই জন্ম থেকেই জামালপুরের এক মেয়ের শাসন শোষণ খবরদারী আর পিটুনিতে আমার জীবন ঝালাপালা তারপরও সেই মহিলাকে ছেড়ে বেশীদিন কোথাও থাকতে পারিনা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার নানা বাড়ী জামালপুর!! ওয়াও!
জামালপুরের মেয়েরা স্মার্ট।
আপনার মাকে সালাম দিবেন।
শুনে ভালোই লাগছে দেশি মেয়ের সুনাম শুনে।
৯০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
গ্রাম্যবালিকা বলেছেন:
৯১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২
ঐকতান০০৮ বলেছেন: আহারে আমি তো ভাবসিলাম বাস্তবই।!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: গ্রাম্যবালিকা বলে কি এতো বোকা হতে হবে?!! হুহ!
তবে কল্পনায় বোকা হওয়া যায়, কি বলেন!
৯২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আরে বাহ! পুরোই তো দেখি কাল্পনিক ভালোবাসা!!!
যাই হোক, সেই প্লট হইছে কিন্তু!!!
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: যাই হোক, সেই নাম দিছেন কিন্তু কাল্পনিক_ভালোবাসা
ধন্যবাদ, ভালো থাকবেন খুব।
৯৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব ভালো থাকব!! বাহ!! বেশ বেশ! দারুন শুভকামনা!
অথচ আমি মোটামুটি থাকতে পারলেই খুশি
তবে ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন খুব।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো থাকতে বললে বেশি করেই বলা উচিত, তাই না?!
আবার করি শুভকামনা। খুব ভালো থাকেন, খুব আনন্দে থাকেন।
আমি ভালো আছি।
৯৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭
রাফা বলেছেন: প্রশংসা করলে যদি লেখার মান খারাপ হয় তাইলে খ্যান্ত দিলাম!
এইবার খুশিতো!!গ্রা.বালিকা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: তাতেও খুশি লাগছে না, আমি এখন কি করি!!
গঠনমুলক কিছু বললে খুব ভালো লাগে। ব্লগের সবাই কত ভালো! আমি খুশি সবার ব্যবহারে।
ভালো থাকুন রাফা।
৯৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: জামালপুর? কন কি? আপনে দেখি আমার দেশী ভইন !!
আমার দাদাবাড়ীও জামালপুর। সরিষাবাড়ী, বাউশী। গ্রামের নাম চন্দনপুর। আপনার কোথায়?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: অ, আফনে আমার দেশি ভাই, দেকছেন! আগেই বুজচি আমি। কিরহম আফন আফন ঠেকতেছিলো! হা হা হা
আমার বাড়ী ইসলামপুর থানায়।
আমি বাউশী অনেক বার গেছি, আমার নানীর বাবার বাড়ী। অনেক সুন্দর একটা নদী আছে। বর্ষাকালে খুব স্রোত থাকে।
৯৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪
সিয়ন খান বলেছেন: আমি বেসি দূরে থাকি না। আপনি বিয়ে করে যে হোটেলে উঠতে চাইছিলেন তার পাশেই আমার অফিস। সুদু একবার বলে দেখেন মহুরতের মধ্যে চলে আসবো
ভাল থাকবেন সবসময়।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: আইচ্চা! ভালো তো, বিয়ের সাক্ষীও মানা যাবে! আর বিয়ের পর কোন উলটাপালটা যদি হয়, যেমন ডিভোর্স, তাইলে আপনারে ডাকা যাইবো কোর্টে!
৯৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
সিয়ন খান বলেছেন: আমি তো শুধু দাওয়াত খাইতে চাইছি
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: সাক্ষী হলে দুইটাই হবে হবে। মানলে আইসেন না মানলে সর্যি দাওয়াত দিতারলাম না
৯৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
htusar বলেছেন: উরিব্বাইশ। জটিল লেখা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ।
৯৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১
সৈকতে আমি বলেছেন: ভালো লাগলো
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
নুর ফ্য়জুর রেজা বলেছেন: বালিকা তোমার প্রেমের কাব্য দিও না ভুল মানুষকে !!
ভালো হইছে লেখা। ++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন: বালিকা তোমার প্রেমের কাব্য দিও না ভুল মানুষকে
কথা ঠিক বলেছেন, কিন্তু ভুল মানুষকেই নাকি ভালো লাগে!
প্লাসের জন্য ধন্যবাদ।
১০১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
ডক্টর এক্স বলেছেন: ভালো লেগেছে আপনার লেখা । +++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
১০২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:২৪
শাকিল ১৭০৫ বলেছেন: সত্য হলেই বরং ভালো হত
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: না ভালো হত না, খুব বড় ধরনের বোকামী হত!
১০৩| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
সাহিত্য প্রেমিক বলেছেন: আমি হতবাক। সত্যি অন্য রাজ্যে চলে গিয়েছিলাম। আপনি নাটক বা সিনেমা বানালে শতভাগ সফল হবেন। বিঃদ্রঃ গল্পটা সত্য না হওয়ার জন্য ধন্যবাদ।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: আমি ক্যান সিনেমা বানাবো!! কি বলে!! বাসায় পরিবারের সাথে সিনেমা করে তাল পাইনা! হা হা হা
পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
১০৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: গ্রাম্য বালিকা, ডাক্তারদের একটা গ্রুপের ব্যাপারে তোমার সহযোগীতা চাইছি। ব্লগে কারা ডাক্তার আছে অনেককেই জানি না। একজন এডমিন দরকার। টেকনিক্যাল দিকগুলো ভাল বুঝি না। তাই এমন কাউকে বের কর যাকে এডমিন করা যাবে। আর ডাক্তারদের মাঝে এই গ্রুপের কথাটা জানিয়ে দাও প্লীজ (তুমি যাদের চেন)। নীতিমালার কিছু কথা দিয়ে দিলাম নীচেঃ
"আপাতত যেকোন ব্লগার কর্তৃক নতুন গ্রুপ তৈরি করার ব্যবস্থা আমরা রাখছি না। যারা নতুন গ্রুপ তৈরী করতে ইচ্ছুক তারা গ্রুপের বিস্তারিত তথ্য ( গ্রুপের নাম, গ্রুপের url, গ্রুপটি কি বিষয়ে তার বিবরণ, গ্রুপের নীতিমালা ও ছবি (যদি থাকে), এডমিনের নাম এবং এডমিনের ব্লগ url) জানিয়ে সামহোয়্যার ইন... ব্লগ টিমের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করুন। ইমেইল করার ঠিকানা : [email protected] । আপনার গ্রুপের আবেদনটি গ্রহনযোগ্য হলে,আমরা গ্রুপটি তৈরি করে আপনাকে জানাবো।"
অনেক অনেক ভাল থেক। ভাইয়া।
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১১
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি এই লিঙ্কে যোগাযোগ করতে পারেন।
ধন্যবাদ।
১০৫| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ও! তোমার লেখাটা অসাধারণ সুন্দর হয়েছে...
০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: শুধু বিনয় দেখনোর জন্য সুন্দর বলেছেন, বুঝেছি।
তবু ধন্যবাদ
১০৬| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৩
অলওয়েজ ড্রিম বলেছেন: কল্পনাকে বাস্তবের মতো করে পরিবেশন করতে পারাটা একজন লেখকের সবচেয়ে বড় গুণ। সেটা আপনার আছে। সুতরাং বাকিটা আপনার ইচ্ছে..........
ছোট ছোট বাক্যে সহজ-সাবলীল উপস্থাপনা। পড়ে আরাম পাওয়া যায়। সহজ কথা সবাই সহজ করে লিখতে পারে না। কেউ কেউ পারেন। পারেন আপনিও। সুতরাং বাকিটা আপনার ইচ্ছে..........
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৫
মৃন্ময় বলেছেন: kolpona kub besi sundor bt bastobta.............r o vabte hobe !