![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
সুখ পাবেনা তুমি!
কারন,
কাকডাকা ভোরে কাজে যাওয়ার সময়,
সকালে নাস্তা খেতে,
কাজের ফাঁকে,
অলস দুপুরে একাকী লাঞ্চ আওয়ারে,
বিকেলে কাজ থেকে ফেরার সময়,
চা খেতে,
গান শোনার সময়,
রিসার্চের কাজ করার সময়,
রাতের রান্না করার কালে,
সব কাজ শেষে নীরবে শুয়ে পড়ার পর,
যখন কিছুতেই ঘুম আসবে না,
জানি আমাকেই পড়বে মনে!
প্রতিটি মুহুর্তে!
প্রতিটি ক্ষণে!
এটুকু কি কম হলো প্রতিশোধ নেওয়া? নাহ!
খুব কষ্ট হয়?!
আচ্ছা, সব ক্ষমা করে দিলাম!
প্রার্থনা করি,
ভুলে যাও আমাকে, যনম যনম তরে।
বিছানায় শোয়ার সাথেই তোমার গভীর কালো চোখে,
নেমে আসুক শান্তির ঘুম।
ইশ, ছেলেটা কতদিন ঘুমায় না ঠিকমত!
কি মায়া, কি যে মায়া তার পরে!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো হয়নি অণুজীব। জানি। কথার কথা লিখলাম।
আল্লাহ বাঁচাইছে ব্লগে লেখা প্রকাশ করতে টাকা লাগে না! যদি এমন হতো যত ফালতু লেখা তত বেশি টাকা! এই পোষ্ট দিতে আমার ফতুর হওয়া লাগতো!
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
আমি বাঁধনহারা বলেছেন:
যাঁর জন্য কবিতা লিখে করছেন আরতি
সে আপনার পাশে থাকুক দিবা-রাতি।
খুব ভালো লাগল আপনার কবিতা
খুব সুন্দর আপনার মনের কথা!!
+++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: কত সুন্দর করে বলেন! ধন্যবাদ
ভালো থাকবেন আপনিও।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইশ, ছেলেটা কতদিন ঘুমায় না ঠিকমত!
কি মায়া, কি যে মায়া তার পরে!
++++++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা।
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
অলিভার বলেছেন: Meyera emon ti vabe na bolei jantum! Obak korlen vai!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: আমার ধারনা তো উল্টা! ছেলেরা ভাবেনা এমন, আমার মনে হয়। সত্যি বলতে কি, ছেলেরা সারাদিন টাকার চিন্তা করে, মন টন বলতে কিছু নাই তাদের!
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
আমিভূত বলেছেন: আমি হলে কখনই মাফ করতাম না
কবিতা ভালো হয়নাই ,মাফ করা মোটেও ঠিক হয় নাই
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০
গ্রাম্যবালিকা বলেছেন: যাউকগ্যা! মাফ করুম না ক্যারে!! দুইন্যাডা মস্ত বড়!
ঘুমাক, কারো ঘুম কাড়া ঠিক হবেনা, তাইনা!
ভালো থাকুন।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
*কুনোব্যাঙ* বলেছেন: কে বেশী পাগল? কবি না কবিতা?!
সুন্দর কবিতার সুন্দরতম ছন্দবদ্ধ গাঁথুনি। ভালোলাগা অবশ্যই
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: কবির মাথা ষোল না আঠারো আনা ঠিক আছে, তবে কবিতার কথা পাগলের প্রলাপ!
এইটা কবিতা হৈছে কিনা, আমি জানিনা! ট্যাগে কবিতা লিখতে তো সংকোচ লাগছিলো! হি হি হি
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ইশ, ছেলেটা কতদিন ঘুমায় না ঠিকমত!
কি মায়া, কি যে মায়া তার পরে!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: এই কথাই পছন্দ হলো! হাহ!
কবিতায় পুর্ণতা আনার জন্য লিখলাম। যাকে ভুলে যাব, তার জন্য আর মায়া রেখে লাভ কি!
পড়েছেন আমার লেখা! আমি খুশি।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২
নিরপেক্ষ মানুষ বলেছেন: ভালু লাগে নাই
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ।
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫
ভরযুক্ত অপদার্থ বলেছেন: বন্য শূকর খুজে পাবে প্রিয় কাদা ,
মাছরাঙা পাবে অন্বেষণের মাছ ,
প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক ই ,
কিন্ত শান্তি পাবে না পাবে না পাবে না ............
ভালো .......ই .......তো প্রতিভা ......আপনার .......
বইমেলাতে নতুন লেখকের কবিতার বই কি কেউ কিনেন......?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: এই লেখায় প্রতিভা কই দেখলেন!! হা হা হা!
ফালতু কথা বার্তা লিখি। পোষ্টের চেয়ে কমেন্টের উত্তর দেওয়া মজা!
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
একজন আরমান বলেছেন:
সব দোষ কি আমারই ছিল?
যদি তাই মনে করে শান্তি পাও,
তবে আমি তাতেই খুশি !
তোমার সুখেই আমি সুখী !
ভালো থেকো আর ভুলে যেও !
কবিতায় ভালো লাগা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ একজন আরমান, চমৎকার কবিতার জন্য।
ভালো থাকবেন।
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮
মাক্স বলেছেন: ভালো লাগলো
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
গ্রাম্যবালিকা বলেছেন: যাক, এটা তো অন্তত বুঝেছেন। তাতেই খুশি।
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪
শার্লক বলেছেন: এই তো বালিকা সাবালিকা হইছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
গ্রাম্যবালিকা বলেছেন: হুম। (মহা ভাবের ইমো হবে)
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
অপরিচিত অতিথি বলেছেন: mojak pailam boro,,
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ অপরিচিত অতিথি।
ভালো থাকুন।
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
প্রিয়তমেষূ বলেছেন: জানি আমাকেই পড়বে মনে!
প্রতিটি মুহুর্তে!
প্রতিটি ক্ষণে!
এটুকু কি কম হলো প্রতিশোধ নেওয়া?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ প্রিয়তমেষু।
আপনি সবসময় পড়েন আমার লেখা। খুশি হই
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
ইয়াংিক বলেছেন: প্রতিশোধ তুমি কি নিবে? তোমাকে ছাড়া ভালোই আছি আমি।
প্রতিশোধের কথা বলে বুঝালে,
অন্ত জ্বালায় জ্বলছ তুমি। ভাললাগা রইল
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: হেই!! আপনি তো লোক ভালো না! কাঁটা ঘায়ে নুনের ছিটা! উহু উ উ উ
১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
এম এম কামাল ৭৭ বলেছেন: আচ্ছা, সব ক্ষমা করে দিলাম!
প্রার্থনা করি,
ভুলে যাও আমাকে, যনম যনম তরে।
অনেক সুন্দর হয়েছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা সব সময়ের জন্য!
১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯
এম এম কামাল ৭৭ বলেছেন: প্রিয় তমা যদি ভুলে গিয়ে সুখে থাকতে পারে তবে আর সুখ ই আমার সুখ। আমি ও আপনার মত ক্ষমা করে দিলাম তাকে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার বলেছেন। হুম, দিলাম ক্ষমা করে। তবু ভালো থাকুক, কি বলেন! হা হা হা
১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বালিকার মতিগতি ইদানিং ভালো ঠেকতাছেনা!!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন: খোঁচা দেই? একটু, প্লিজ?
নোয়াখালিরা কি একটু বেশি বুঝে?!!
আল্লাহ মাফ চাই, সাপের গর্তে হাত দিছি, এখন সব নোয়াখালির মানুষ ধরবে না তো আমাকে!!
আচ্ছা, ভালো কথা বলি, বালিকা ভালো আছে, আনন্দে আছে।
শুভকামনা।
১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
আশিক মাসুম বলেছেন:
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: ছেলে রাগ করে ক্যান!!!
হইছে কি? অমা!!
ভালোবাসার কবিতা লেখেও মানুষের রাগ দেখতে হয়! হাহ
২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
তারছেড়া লিমন বলেছেন: মনের সিমে জং ধরেছে
রবিতে নাই ইজি
মেয়ে তোমার জিপি সিম
এত্ত কেন বিজি?
বি.লিংকে দিলে কল
তোমার ভাইয়ে ধরে
বলে এখন সময় নাই
ফোন দিয়েন পরে।
এয়ারটেলে ও পাইনা তোমায়
জিরো ওয়ান সিক্স
হায়রে মেয়ে মন বোঝনা
করো পলিটিক্স!
এইটা সংগৃহীত....................
কবিতা ভাল হইচে.................
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: হা হা হা, মজার ছড়া।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০
মামুন রশিদ বলেছেন: নিদারুন প্রতিশোধ । সত্যিকারের প্রেমিক হলে ভূলে যাওয়া সম্ভব নয় । আমৃত্যু পোষে রাখা ছাইচাপা আগুন ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: যাক ভুলে। সত্যিকারের প্রেমিক হলেও। কি দরকার কষ্ট পাওয়া, কারো জন্য একসময় ভালো চাওয়া গেলে সারাজীবনই ভালো চাওয়া যায়।
২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৯
শূন্য পথিক বলেছেন: ভালো লাগা।।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৭
রাইসুল সাগর বলেছেন: কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তোমারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা । ।
সত্যি ভালোবাসা যায়না
ভোলা কভু,
তাতেই যাতনা বেশি কেন
দাওগো প্রভু?
প্রশ্নটা আমার অনেকদিনের।
কাব্যে অনেক অনেক ভালো লাগা এবং + এর বন্যা । আর শুভকামনা সব সময়ের জন্য।
ভালোথাকুন বেলা অবেলার কাব্যে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
গ্রাম্যবালিকা বলেছেন:
কেমনে ভুলিবো আমি
কেমনে ভুলিবো আমি
বাঁচি না তোমারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা ।
কমেন্ট দেখার পর থেকেই এই গান গুনগুন করে গাইছি! সব তো ভুলে গেছি আগেই, এখন গান ভুলতে পারছি না!!
ভালো থাকুন, কবি।
২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
রাফা বলেছেন: এত জ্বালাতন ভালো না!
মাপ করে দেওয়াই ভালো।
কোবতে মন্দ হয় নাই।
আমার ভালো লাগে সহজ ভাষার জন্য।
ধন্যবাদ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: দিয়েছি মাফ করে, সত্যিই এতো জ্বালাতন ভালো লাগেনা।
আমি তো পারিনা সহজ ভাষা ছাড়া।
রাফা, আপনার জন্য ভালোলাগা আর শুভকামনা।
২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪
শের শায়রী বলেছেন: "ইশ, ছেলেটা কতদিন ঘুমায় না ঠিকমত!" বহিন স্লিপিং পিল খাইতে কও পোলাডারে, ছেলেটা মাথা ধরা আর কবির হাত থেকে বাচুক। মজা পাইলাম।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
গ্রাম্যবালিকা বলেছেন: ক্ষমা + প্রার্থনা স্লিপিং পিলের মতই কাজ করবে, কি বলেন!
পোলা থাক তুই শান্তিতে। যাহ!
আমি আপনার কমেন্ট মজা পাইলাম শোভন ভাইয়া।
২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১২
জাকারিয়া মুবিন বলেছেন: একই থিমে আরেকটি কবিতা ছিলনা তোর?!
নতুন থিমে চমৎকার সব লেখা চাই। মনের মধ্যে তোর লেখার একটা লেভেল তৈরি হয়ে গিয়েছে। এর চেয়ে নিচু লেভেলের লেখা দেখলে কষ্ট পাই।
ভাইদের কষ্ট দিয়ে কি লাভ তোর?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
গ্রাম্যবালিকা বলেছেন: ভাইয়া, আমাকে বড় বানিয়ে দিও না প্লিজ। আমি পারিনা লিখতে, আবোলতাবোল যা লিখবো তাই পড়বে, বুঝছো!
আচ্ছা, যাও এরপর চিন্তা করে লিখবো, তুমি বলেছো, তাই। দিলাম না কষ্ট! খুশি!
২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০১
s r jony বলেছেন:
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
গ্রাম্যবালিকা বলেছেন:
২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: প্রিয়তে।
আর সরাসরি কপি পেস্ট করে ব্যবহার করে ফেললাম এক জায়গায় !!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ।
এতো ভালো লাগলো ক্যান কে জানে!
২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
কালা মনের ধলা মানুষ বলেছেন: আর এরপর থেকে ইমো ব্যাবহার না করার অনুরোধ থাকলো। অসাধারন যে কোন লেখা'কে হালকা বানিয়ে ফেলতে যথেষ্ট !!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: আগে তো কেউ সমালোচনা করতো না! আমি কি ভালো লিখছি নাকি আগের চেয়ে! ওমা!
৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
লিঙ্কনহুসাইন বলেছেন: কি মায়া, কি যে মায়া তার পরে! ++++++++ ভালো লাগছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে লিঙ্কনহুসাইন ।
কেমন আছেন?
শুভকামনা।
৩১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
সিয়ন খান বলেছেন: ভাল হইছে।
ভুলে যাওয়া কঠিন, ভুলতে পারলে ভালই হত
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: ভুইল্যা গেছিগা। ওহ, ভুলুম কি, মনে তো ছিলোই না কোনদিন!
৩২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২
সালমাহ্যাপী বলেছেন: উহু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি
যাই হোক লেখাটা অসম্ভব ভালো লেগেছে
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: আমিও পাচ্ছি পোড়া গন্ধ, আপু এয়ার ফ্রেশনার আনো তো!
ধন্যবাদ তোমাকে।
৩৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬
আশিক মাসুম বলেছেন: এরকম ছেকাময় কবিতা দেখে রাগুম না তো কি নাচুম??
কে সে শয়তান এই অবলা বালিকারে নিঃস্ব করে দূরে গিয়া মজা লয়???
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
গ্রাম্যবালিকা বলেছেন: আহালে দলদ দেকি উতলায়ে পলতাছে!
বালিকার কিছু হয়নি আশিক মাসুম। আমি ভালো আছি।
ভালো থাকবেন।
৩৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
নেক্সাস বলেছেন: ছন্দের সাথে পড়ে গেলাম।
সুন্দর
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
গ্রাম্যবালিকা বলেছেন: ওয়াও! আপনি বলছেন সুন্দর! খুশি!
৩৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
আশিক মাসুম বলেছেন: আজব এর মধ্যে দরদ আইল কিইত্তে??
আমিও একটু মজা লইলাম আরকি।
জি আমি সব সময় ভাল থাকি , আমার জন্মই হইছে ভাল থাকার লাইগা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: বালিকাও একটু মজা লইলো আর কি!
আমিও ভালো আছি, আমারো জন্মই হৈছে ভালো থাকার লাইগা!
হিহিহিহিহিহিহি
৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭
রুদ্র মানব বলেছেন: খুব ভাল লাগলো প্রতিশোধটাও মধুর হওয়ায়
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ রুদ্র মানব।
প্রতিশোধ নিলাম আর কই! হাহা
৩৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
যুবায়ের বলেছেন: সুন্দর কবিতা....
প্লাস+++++++++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: যুবায়ের আপনাকে ধন্যবাদ।
৩৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
সাহিদা আশরাফি বলেছেন: জানি আমাকেই পড়বে মনে!
প্রতিটি মুহুর্তে!
প্রতিটি ক্ষণে!
এটুকু কি কম হলো প্রতিশোধ নেওয়া?
সুন্দর!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: সাহিদা আশরাফি , আপনি আনন্দ পেয়েছেন! খুশি।
৩৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
আমি ইহতিব বলেছেন: গ্রাম্য বালিকার ঘটনাতো সন্দেহজনক মনে হচ্ছে, কিছুদিন আগে দারুন গল্প এরপর আজকের পোস্ট, হাবুডুবু পর্ব চলিতেছে নাকি?
একটু মজা করলাম, কিছু মনে কইরেননা, ব্লগে এখন কাউরে কিছু বলতেও ভয় লাগে, কে যে কোনটা কিভাবে নেয় আল্লাহ মালুম।
+++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: ঢাকা শহরে পানি কোথায় যে হাবুডুবু খাবো! কারো মনেও পানি নাই, শহরের মানুষের মনে খুব ক্ষরা।
আপু মজা বুঝেছি গো।
ভালো থাকুন।
৪০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭
চেয়ারম্যান০০৭ বলেছেন: mondo na
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: এতো কম আসেন ব্লগে, শুনেছি পড়ালেখা নিয়ে ব্যস্ত। আপনি মজার মজার কমেন্ট করেন বেশীরভাগ পোষ্টে, তাই আপনাকে না দেখলে পোষ্টগুলো অপুর্ণ লাগে।
মিস করি ব্লগে। তবে আগে অবশ্যই পড়ালেখার জন্য শুভকামনা।
আনন্দে থাকুন প্রিয় ব্লগার।
৪১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
অস্থির ভদ্রলোক বলেছেন: গ্রাম্যবালিকা মনে হয় গ্রাম্য সাবালিকা হইয়া গেছে গা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
গ্রাম্যবালিকা বলেছেন: গ্রাম্যবালিকা একদিন গ্রাম্যবুড়ি হবে, প্রকৃতির নিয়ম। তাই সাবালিকা হতে বাঁধা দিবেন না প্লিজ!
৪২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক সুন্দর, ভালোলাগা রেখে গেলাম।।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০
গ্রাম্যবালিকা বলেছেন: অনেকদিন পর। কেমন আছেন পরবাসী কবি?
শুভকামনা।
৪৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বালিকার খোঁচা খাইয়া আমার শার্ট ছিঁড়া গেছে। মাফ চাই আপনার পুস্টে আর আইতাম ন
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: কত্ত কিপটা দেখো! শার্ট দেখেই বুঝছিলাম এইটা কথার খোঁচা সহ্য করতে পারবে না। পরতে পরতে পাতলা হয়া গেছিলো। ইশশিরে
দিমু না খোঁচা, আইসেন।
৪৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩
ফালতু বালক বলেছেন: ভালো লাগলো খুব।
এরুপ ক্ষমাময় মন থাকুক প্রতি সময়
++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্কু বালক।
ক্ষমা কার চাই বলেন, আমি আজ আমার গ্রামে সরকারী ক্ষমা ঘোষনা করলাম!
৪৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বালিকা দেখি চিরাচরিত ফরমেট থেকে বেরিয়ে অসাধারন কবিতা লিখেছে !
কমেন্টটা এরকম হওয়ার কথা ছিল -
আল্লাহ বাঁচাইছে ব্লগে লেখা প্রকাশ হলে সামু কোন টাকা পে করেনা না! যদি এমন হতো যত চমৎকার লেখা তত বেশি টাকা! এই পোষ্ট পাবলিশ করতে গিয়ে সামুর ফতুর হওয়া লাগতো!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: কত্ত বুদ্ধি! আমার লেখা চেঞ্জ করে আবার মজা করে কমেন্ট করেছে! মজা পেয়েছি।
এরকম ছন্দ ছাড়া কবিতা ভালো? আমি জানিনা।
৪৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১
ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর!!!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ !!
৪৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪
আধখানা চাঁদ বলেছেন: অসাধারণ।
কবিতা পেয়ে অণুকাব্য কে যেন ভুলে যাইয়েন না।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: অনুকাব্য লিখি তো! এখানে সেখানে!
ভালো থাকুন।
৪৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কি হয়েছে?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: কষ্ট পাচ্ছি স্বর্ণা
৪৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪
আশিক মাসুম বলেছেন: পৃথিবিতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য । >প্রমথ চৌধুরী
এটা দেন প্রফাইল-এ
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ! ওয়াও! সত্যি সত্যি দিয়েছেন আমাকে!
অবাক হয়েছি
৫০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫
মাহবু১৫৪ বলেছেন: +++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ
৫১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ইশ, ছেলেটা কতদিন ঘুমায় না ঠিকমত!
কি মায়া, কি যে মায়া তার পরে!
কেউ যদি বলত এমন করে,খুন হয়ে যেতাম হৃদয়জুড়ে।
সুন্দর লিখেছেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে, কেউ না কেউ বলবেই, শুভকামনা সে সময়ের জন্য!
৫২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
ইখতামিন বলেছেন: সপ্তদশতম ভালো লাগা.
দু'দিন আগের।
তবুও দেখা হয়নি. স্যরি.
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: সর্যি কেন বলছেন! কোন ব্যাপারই না
ধন্যবাদ ইখতামিন। ভালো থাকুন।
৫৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২
শায়মা বলেছেন: আহালে আপুনি!!!
অনেক অনেক মায়া!!!!!!!!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১
গ্রাম্যবালিকা বলেছেন: হুম, অনেক অনেক মায়া। ইশ, তুমিও কত মায়া করে বলো!!! সবাই খুব ভালো!
৫৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: বোন সায়মা , দেখি অপলক ইখতামিন ,
হটাৎ বেড়াতে আসা , সুন্দর হল কথিকা
আর বাকি সবাই গেল কিছু বলে
আমি কেন লিখবনা গ্রাম্যবালিকা ।
শুভকামনা তাই
ভাল থাকা চাই
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
৫৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৬
তুন্না বলেছেন: ভালো লাগলো
++++++++++++++++++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপুনি
৫৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
ইখতামিন বলেছেন: ২০ তম ভালো লাগা.
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: ওই! আমার হাতুড়ি, শাবল, বেলচা, কুড়াল, চাপাতি, মুগুর, ডান্ডা, ছুরি--------------গেল কই!
৫৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
htusar বলেছেন: ভাল লেখসেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনা সব সময়ের জন্য।
৫৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: প্রতিশোধ না নেয়ার জন্য ধন্যবাদ...... :!>
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: পল্লব! সুন্দর নাম।
আচ্ছা! এটা আপনাকে লিখেছি!! আহা! জিবনেও না
৫৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
যাযাবর৮১ বলেছেন:
গণদাবি একটাই
আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।
আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।
ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: সহমত, সকল অপরাধীর শাস্তি হোক, বাংলার মাটিতে কোন শয়তানের ছাড় নাই।
৬০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৭
যাযাবর৮১ বলেছেন:
কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)
বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।
জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।
হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: সহমত, সকল অপরাধীর শাস্তি হোক, বাংলার মাটিতে কোন শয়তানের ছাড় নাই।
৬১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০
ইঁচড়েপাকা ছেলে বলেছেন: ভুলে যাও আমাকে, যনম যনম তরে।
কি করে ভুলি তোমায় বলো?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা! ভুলে যেতে সাহায্য করবো?!
ঝাড়ি দেই?!! হাহাহা, নাহ, দিলাম না ঝাড়ি। আমার ব্লগে স্বাগতম।
৬২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
শাহজাহান মুনির বলেছেন: ইশ, ছেলেটা কতদিন ঘুমায় না ঠিকমত!
কি মায়া, কি যে মায়া তার পরে!
জটিল প্রতিশোধ....
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ শাহজাহান মুনির।
এটা জটিল প্রতিশোধ! হা হা হা
৬৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
অহন_৮০ বলেছেন: ইশ, ছেলেটা কতদিন ঘুমায় না ঠিকমত!
কি মায়া, কি যে মায়া তার পরে!
কেউ যদি বলত এমন করে,খুন হয়ে যেতাম হৃদয়জুড়ে।
আমিও একমত এই কথার সাথে ....... ভালো লিখেছেন
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
কারো হ্রদয়ে খুন হওয়া ভালো কথা। কিন্তু খুনাখুনি ব্যপারটাই খারাপ!
৬৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩১
েমেেঘলা আকাশ বলেছেন: শেষের লাইন দুটি খুব ভালো লেগেছে...।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ মেঘেলা আকাশ।
ভালো থাকুন।
৬৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ওই ছেলেটার হাল জানা গেলে ভালো হত।
ঘুমাতে পারে কিনা, খেতে পারে কিনা।
আহারে বেচারা! কি বদ দোয়া পেলো।।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
গ্রাম্যবালিকা বলেছেন: হাহাহাহা, ছেলে টেলে কিছু তো নাই।
এইটা কবিতা।
কাউকে কখনো বদ দোয়া দেই না, দেখলেন না পরে মাফ করেই দিলাম।
৬৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৬
জাওয়াদ তাহমিদ বলেছেন:
ভালো লাগা জানালাম আপু।
আহারে কত্ত মায়া !!! ছেলেটা খুব লাকি।
:#> :#> :#>
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ জাওয়াদ
ছেলেটা লাকি ক্যম্নে হবে?!!
লাকি তো শাহবাগে স্লোগান দেওয়া অগ্নিকন্যা
জ তে জাওয়াদ, তুই কিউট তুই কিউট
৬৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
কসমিক- ট্রাভেলার বলেছেন:
"প্রার্থনা করি,
ভুলে যাও আমাকে, যনম যনম তরে"
১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: কমেন্টে ধন্যবাদ মিঃ ট্রাভেলার।
সকল যাত্রা শুভ হোক।
৬৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৯
বটবৃক্ষ~ বলেছেন: ইশ, ছেলেটা কতদিন ঘুমায় না ঠিকমত!
কি মায়া, কি যে মায়া তার পরে!
মায়া বড্ড খারাপ জিনিস গো!
১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:০০
গ্রাম্যবালিকা বলেছেন: মায়া বড্ড খারাপ জিনিস গো!
কেমন আছেন বৃক্ষাপি?
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
অণুজীব বলেছেন:
ভালো লাগলো।