নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাও সুন্দর

নাটক কইরেন না, ভাল্লাগেনা

গ্রাম্যবালিকা

পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

গ্রাম্যবালিকা › বিস্তারিত পোস্টঃ

কবিতাটি অবশ্যই আমার লেখা না। সাম্প্রতিক সময়ের সাথে যায় তাই দিলাম।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮





ক্ষমা করো হযরত!!

কাজী নজরুল ইসলাম



তোমার বানীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত।

ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ।

ক্ষমা করো হযরত।।



বিলাস বিভব দলিয়াছ পায় ধুলিসম তুমি প্রভু

তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কভু

এই ধরনীর ধন সম্ভার

সকলের তাহে সম অধিকার

তুমি বলেছিলে, ধরনীতে সবে সমান পুত্রবৎ।

ক্ষমা করো হযরত।।



তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে

আপনি তাদের করিয়াছো সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে।

ভিন-ধর্মীয় পূজা মন্দির

ভাঙ্গিতে আদেশ দাওনি হে বীর,

আমরা আজিকে সহ্য করিতে পারিনাকো পর-মত।

ক্ষমা করো হযরত।।





তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,

তলওয়ার তুমি নাও নাই হাতে, দিয়াছ অমর বানী,

মোরা ভুলে গিয়ে তব উদারতা

সার করিয়াছি ধর্মান্ধতা,

বেহেশত হতে ঝরে নাকো আর তাই তব রহমত।

ক্ষমা করো হযরত।।









মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

সিয়ন খান বলেছেন: ক্ষমা করো হযরত মুহাম্মাদ (সাঃ)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন: জি। ক্ষমা করো হযরত মুহাম্মাদ (সাঃ)

দরুদ লেখা উচিত ছিল। কিন্তু আমি আসলে কবির কবিতা এডিট করতে চাইনি।

ধন্যবাদ আপনাকে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

িমরর বলেছেন: ভাল লাগল.................

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

মনে করিয়ে দেয়ার জন্য অনেক ভাল লাগা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ কান্ডারী।

ভালো থাকুন। :)

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

বোকামন বলেছেন: আল্লাহ আমাদের সবাইকে সত্য ও মিথ্যার মধ্যে সত্যকে বুঝে নেওয়ার তেীফিক দান করুন ।

এই মহুর্তে আর কিছুই বলার নাই......

আস সালামু আলাইকুম

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।

আল্লাহ আমাদের সবাইকে সত্য ও মিথ্যার মধ্যে সত্যকে বুঝে নেওয়ার তেীফিক দান করুন ।

সহমত আপনার সাথে।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

s r jony বলেছেন: ++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ এস আর জনি! :)

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯

আমিভূত বলেছেন: মোরা ভুলে গিয়ে তব উদারতা
সার করিয়াছি ধর্মান্ধতা,
বেহেশত হতে ঝরে নাকো আর তাই তব রহমত।
ক্ষমা করো হযরত।।

ক্ষমা করো হযরত মুহাম্মাদ (সাঃ)
সময়পযোগী পোস্ট । ধন্যবাদ ।
ভালো থাকুন ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভুউউউউউউউউত!

ক্ষমা করো হযরত মুহাম্মাদ (সাঃ)

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

শাহজাহান মুনির বলেছেন: ষমা করো হযরত মুহাম্মাদ (সাঃ)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

গ্রাম্যবালিকা বলেছেন: ক্ষমা করো হযরত মুহাম্মাদ (সাঃ)

ধন্যবাদ আপনাকে।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমত্‍কার+++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

গ্রাম্যবালিকা বলেছেন: :)

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: শেয়ার করে ভালো করেছেন। সময়োপযোগী।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, সময়োপযোগী। :)

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

শান্তা273 বলেছেন: মোরা ভুলে গিয়ে তব উদারতা
সার করিয়াছি ধর্মান্ধতা,
বেহেশত হতে ঝরে নাকো আর তাই তব রহমত।
ক্ষমা করো হযরত।।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

গ্রাম্যবালিকা বলেছেন: ক্ষমা করো হজরত মোহাম্মদ ( সঃ)

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

একজন আরমান বলেছেন:
তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি,
তলওয়ার তুমি নাও নাই হাতে, দিয়াছ অমর বানী,
মোরা ভুলে গিয়ে তব উদারতা
সার করিয়াছি ধর্মান্ধতা,
বেহেশত হতে ঝরে নাকো আর তাই তব রহমত।
ক্ষমা করো হযরত।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ পাঠে।

ক্ষমা করো হজরত মোহাম্মদ ( সঃ)

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

অনীনদিতা বলেছেন: :)+++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ অনী। :)

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

আশিক মাসুম বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: শেয়ার করে ভালো করেছেন। সময়োপযোগী।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১৪| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: আগে পড়ছি বৈলা মনে পরল না । তাই ভাল লাগল ।

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্কু নিয়েল। ভালো থাকেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.