নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাও সুন্দর

নাটক কইরেন না, ভাল্লাগেনা

গ্রাম্যবালিকা

পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

গ্রাম্যবালিকা › বিস্তারিত পোস্টঃ

চরমলসদের জন্য রান্না পোষ্ট। ;) B-))

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

হাতের কাছে যা পাবেন তা দিয়েই এই রান্না ট্রাই করতে পারেন। B-)

ছবি নিচে দিলাম। আগে ছবি দেখলে এতো চমৎকার রান্নাটা ট্রাই করার ইচ্ছে চলে যেতে পারে! ;) :P



উপকরনঃ আমি হাতের কাছে যা যা পেয়েছিলাম।

১। ফ্রিজে রাখা ভাজা মাছ।

২। কাঁচা ডিম।

৩। তিনদিন আগের কাঁটা পেঁয়াজ কাঁচামরিচ। :P

৪। গ্রাম থেকে আম্মুর পাঠানো বাঁটা মসলা। (কারন আমি মসলা পিষতে পারিনা, তাই আম্মু সব পিষে ফ্রোজেন করে পাঠিয়ে দেন, আমার বাসায় ব্লেন্ডার নাই :(( )

৫। টমেটো।

৬। লবন, গুড়া মসলা, তেল, পানি এইসব তো থাকেই, তাই না!



প্রস্তুত প্রনালীঃ ভাজা মাছ কতদিনের কে জানে, ফ্রাইপেনে তাই আবার নতুন করে ভেঁজে করে নিলাম। ডিম সেদ্ধ হতে সময় বেশি লাগে, অত সময় নাই তাই ওইগুলা পোচ করে নিলাম। এরপর কড়াইটা ঠান্ডা হতে দিলাম কিছু সময়।(কারন তার মাঝে পেঁয়াজ দিলে ছ্যাঁত করে উঠবে। একবার হাত পুড়েছিলাম। এরপর থেকে ফোঁড়ন কিছু দিয়ে রান্না করিনা, সব একসাথে দিয়ে সিদ্ধ।B-):P)

ঠান্ডা কড়াইতে কাটা টমেটো( না কাটলেও হবে, সিদ্ধ হলে ঘুটা দিলে এমনিতেই গলে যাবে:-*;)) কাঁটা পিঁয়াজ, মরিচ, গুড়া মসলা, বাটা মসলা পরিমান মত দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে জ্বাল বসিয়ে দিলাম। রান্না ঘর থেকে যাওয়ার উপায় না, গেলেই আর আসার কথা মনে থাকবে না। তাই এই সময় মোবাইল প্রিয় বন্ধু। চলুক গেম খেলা, বাইক রেস! B-)



পানি মোটামুটি শুকিয়ে আসলে, ভাজা মাছ, পোচ করা ডিম ছেড়ে দিলাম। ধনে পাতা ছড়ালাম উপরে । ঢেকে দিয়ে আর কিছুক্ষন গেম খেলি:P। মাখা মাখা হলে চুলা অফ করে দিলাম।



পরিবেশনঃ রান্নাঘরের একটা বাটিও পরিস্কার ছিলো না, তাই শোকেস থেকে একটা বের করে তার উপর নিলাম কড়াই থেকে।B-) টিভিতে দেখেছি, টমেটো কেঁটে সাজায়। আমিও দিলাম কাঁটা টমেটো! সাথে ধনে পাতা। টমেটো কাঁটতে সাবধানতা অবলম্বন করেছি! চাকু এতো ধারালো ক্যান!/:) ধনে পাতা হাত দিয়ে ছিঁড়েছি, চাকু ভয় পাই!:D



এই রান্নার উপকারীতাঃ দুই বেলার জন্য একত্রে রান্না হয়ে গেল। রাতের রান্নার চিন্তা শেষ! কম কথা না। ডিম আর মাছ। দুপুরে ডিম আর রাতে মাছ!



নামকরণঃ ডিম ও ভাঁজা মাছের মাখা মাখা দোঁপেয়াজো! (নামের কৃতজ্ঞতা সিদ্দিকা কবিরস রেসিপি বই:P)



সমস্যাঃ ডিম রান্না করেছি তিনটা, আমরা বাসায় মানুষও তিনজন। তাই কেউ খেতে চাইলে দিতে পারবো না। তবে ছবি দেখতে পারেন।









মেহমানদারিঃ আফসোস লাগছে রান্না খেতে দিতে পারছি না বলে।;) তবে আমি মেহমানদারি জানি তাই গ্রামের কুল(বড়ই) দিলাম। খেয়ে নিবেন। ওহ ধুয়ে দিছি। নিশ্চিন্তে খান। :)











মন্তব্য ১৫৮ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৫৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

বোকামন বলেছেন: আহা ! এতো ভালো খাবার হয়তো খাওয়ার সামর্থ না রাখলেও দেখার সুযোগ করে দিলেন ।

আন্তরিক ধন্যবাদ :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: উপায় নাই। অনেক কষ্ট করে আগুনের তাপে, গেমখেলে রান্না করেছি, তাই দিতারলাম্না! :P

ধন্যবাদ নিলাম। :)

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

অনীনদিতা বলেছেন: হেলো:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

গ্রাম্যবালিকা বলেছেন: হেই! কি খবর! কাব্য চর্চা তো ভালোই চলছে! নাইস হৈছে।

ভালো থাকুন।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

লাবনী আক্তার বলেছেন: হুম! বালিকা দেখি ভালই রাঁধতে জানো! :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

গ্রাম্যবালিকা বলেছেন: এই রান্নাকে ভালো বললে সবাই দাবড়ানি দিবে আমাকে। সাথে আপনাকেও! বি কেয়ারফুল! =p~ =p~

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬

সোনালী ডানার চিল বলেছেন:
বেশ মজা হয়েছিল নিশ্চয়!!

কুলের জন্য ধন্যবাদ B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: নিজের রান্নাকে কেউ খারাপ বলবে নাকি! ;)

কেউ যেন খারাপ না বলে তাই খাওয়ার অপশন বাদ! B-)

কুলগুলো সত্যিই অনেক মজার।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১

শীলা শিপা বলেছেন: বড়ই বেশি পছন্দ হইছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ! :)

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

শীলা শিপা বলেছেন: ও বলতে ভুলে গেছি বাটির কোনায় একটু ময়লা হয়ে আছে ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: কাম অন! ঝোল লাগতেই পারে! আর আপনি ময়লা বলে দিলেন! রান্ধুম( খেলুম) না! ;) :P

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

poops বলেছেন: এইভাবে হবেনা হাতে কলমে শেখাতে হবে :-*

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: মনিটর ভিডিওতে শেখাতে পারি।

ভিডিও আপ্লোড দিয়ে দিব নাকি! B:-)

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

অনীনদিতা বলেছেন: তোমার রেসিপিটা খুব উপকারি:)
এক ঢিলে দুই পাখি:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

গ্রাম্যবালিকা বলেছেন: অনী, এখন পাখি তিনটা মারার চিন্তা করছি! মাংস যোগ করে একেবারে তিনবেলার জন্য রান্না করলে কেমন হয়! :-* :P =p~

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

জাকারিয়া মুবিন বলেছেন:
বিরাট শর্টকাট রান্না। কবে খাওয়াবি!?? :-0

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

গ্রাম্যবালিকা বলেছেন: দেখি, কোন মেডেল মিলে কিনা এই রান্নার জন্য। তারপর চিন্তা করুম দাওয়াত। শেরাটনে আমাকে হায়ার করে নিতে পারে রান্নার জন্য। ওখানেই সব ব্লগারের জন্য পার্টি থাকবে।

মুল মেনুঃ ডিম ও ভাঁজা মাছের মাখা মাখা দোঁপেয়াজো! =p~ =p~

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

শীলা শিপা বলেছেন: রান্নাঘরের একটা বাটিও পরিস্কার ছিলো না, তাই শোকেস থেকে একটা বের করে তার উপর নিলাম কড়াই থেকে।

আমি ভাবলাম এটা পরিষ্কার রেখে কি হবে তাই ময়লা বানায় দিলাম B-) B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: হায়রে, ঘরের শত্রু----------------।

আমি ভাবলাম, আপু তুমি আমাকে মায়া করে বলবে, ময়লা বাটিগুলো ধুয়ে দিবে। :P :P :P

আচ্ছা যাও, একসাথে ধুবো, দাওয়াত খেতে আসতে পারো! B-)

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

বজ্জাদ সাজ্জাদ বলেছেন: হায়রে আধুনিক বালিকার আধুনিক রান্না।
জামাই কিছু কয়না?????

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: ভাই আপনার নামের এই অবস্থা ক্যান! =p~ =p~

জামাই নাই। যখন থাকবে, যা রাঁধবো তাই খাবে, উলটাপালটা করলে কেঁটে রান্না করে ফেলবো! X( X( =p~ :P

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

ইমরাজ কবির মুন বলেছেন:
এক্কেবারে জগাহালুয়া অবস্থা :|
ক্ষিধা লাগসে। যাই চিকেন রোল, সমুসা কিনে আনি B:-/ ||

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: আমার ধারনা এই জগাহালুয়া দেখেই আপনার ক্ষিধা লেগেছে! বেচারা :P

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩২

পথের পরিচয় বলেছেন: এমন অসাধারণ রেসিপির কথা এই প্রথম শুনলাম। রান্নাটা খেতে কেমন, সেটা পরের কথা। দেখতে অসাধারণ হয়েছে। টিভি প্রোগ্রামে রান্না শেষে পরিবেশন করা খাবার দেখতে যেমন সুন্দর দেখায়, তেমন।
রান্নায় পাখিগুলো যোগ করতে পারলে সত্যিই আরো ভালো হবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: ছবিটা কায়দা করে তুলেছি। ডাইনিং রুমের বড় লাইট জ্বালিয়ে তারপর ছবি নিছি! :P

তবে সত্যি কথা বলি? খেতে আসলেই সুস্বাদু হয়েছে! :)

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

সাধারণী বলেছেন: পোচ ডিমের আসল মজা তো কুসুমে; কুসুমটা নিশ্চই শুকায় গেছিলো। এক্ষেত্রে যদি পোচ ডিমটা নামানোর ঠিক আগ দিয়ে দেওয়া যায় তাহলে কুসুমটা শক্ত হবে না। একটু মোডিফাই করলাম আরকি রান্নাটা। আইডিয়াটা বেশ ভালো লেগেছে। :#> :#)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: মোডিফাই করা পছন্দ হয়েছে! পরে যদি ট্রাই করি তবে আপনার পদ্ধতি কাজে লাগাবো! ধন্যবাদ। :#)

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

মাক্স বলেছেন: এত পরিশ্রম!
যাই ঘুমাই গিয়া :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: সন্ধ্যাবেলা ঘুমাবেন ক্যান! এতো সহজ একটা রেসিপি দিলাম। ধুর, কাজে লাগলো না। /:) /:) :P

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: নাহ !! আফনারে দিয়া কিছু হবেনা ;( শাশুড়ির ঝাড়ি খাইতে খাইতে দিন যাইবে :(
আপচুস

এইসব রান্না তো দুধভাত :)

ভাবতেছি ব্লগে একটা রান্নাঘর দিয়ে বসবো নাকি ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: হায়রে কই একটু উৎসাহিত করবেন, তা না শাশুড়ির ভয় দেখাচ্ছেন! /:) /:)

শোনেন, আমি মায়াবতী বউ হবো, তাই শাশুড়ি আমাকে নিজ হাতে রান্না শেখাবে। বলবে," আহারে মেয়েটা সারাদিন ব্লগিং করে সময় পায়নি রান্না শেখার।" :#> B-)

ঝাল রান্না দুধভাত! ক্যাম্নে কি! বুঝলাম কত রান্না বুঝেন! :P

এই পোষ্টের নিচে কি লিখতে চেয়েছিলাম জানেন, "ব্লগার চেয়ারম্যানকে০০৭ ঈর্ষা। মেয়ে ও বাবুর্চি না হয়েও দুনিয়ার রান্না শিখে বসে আছে।" X( :P লিখিনাই, কারন সবাই বলবে সেলিব্রেটি ব্লগারকে তোষামেদ করছি :(

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

একজন আরমান বলেছেন:
হুরর...
এই রকম রেসিপি পোস্ট দিবেন না।
কারণ এই রকম রেসিপি পোস্ট আমার মতো ব্যাচেলরের জন্য বড়ই বেদনাদায়ক। :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

গ্রাম্যবালিকা বলেছেন: আরেহ , এইটা রান্না নাকি দুধভাত, উপ্রে চেয়ারম্যান বলেছেন!

সার্টিফাইড! :P

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ফারজুল আরেফিন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~


৬++++++++

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: রান্না পোষ্ট পড়ে কত্ত হাসি! কথা ছিল জিবে জল আসার!


হায়রে, আমার রান্নাই ব্যার্থ। /:) /:) :P

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

রাসেল ভাই বলেছেন: আমি কিন্তু বড়ই এর (কুল ) দারুন ভক্ত ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: দেখেছেন, আমি জানি! খেয়ে ফেলেন সবগুলা। ;) :P

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

আমিভূত বলেছেন: বাহ ভালো রেঁধেছেন তো :)
এইরকম করে আমরা শুধু ডিম আর টমেটো খাই রান্নার পর মনে হয় মগজ খাচ্ছি B-)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: মগজ! হাহাহাহা


এইটা ভালো রান্না! হাহ! :P

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আপ বরই ভালা ফাই :D :D :D

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: উপরে একজনকে সবগুলা দিয়ে দিলাম । আপনি তার সাথে মারামারি করে যা নিতে পারেন নেন। :D =p~

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

রুদ্র মানব বলেছেন: ডিম মাত্র তিনটা কেন ??? :(
আমরা কি চাইয়া চাইয়া শুধু দেখুম নাকি ,
এই রকম পোস্টের তেব্র নিন্দা জানাইলাম /:)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: আর কোথায় পাবো! তিনটাই ছিলো। :-* :)

কথা হইলো আলরেডি খায়ালাইছি :D

নিন্দা সাদরে গৃহীত হল। B-)) :P

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: হা হা !! আপনার রিপ্লাই পড়ে হাসতেই আছি :)



নেন আজকেই বানাইছিলাম আংগুল ভাজা/ আংগুরি/ আর কোন এলাকায় কি বলে জানিনা :)

খান বিরাট টেস :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

গ্রাম্যবালিকা বলেছেন: আংগুরি/ডাংগুরি যাই হোকনা, খামুনা। আরো ঈর্ষা, ঈর্ষা ঈর্ষা-----------------------------------------------------------------। /:) /:) :P

তবু নিলাম, দিছেন যখন মায়া করে। :) ব্লগের সবাইকে দাওয়াত আঙ্গুরি খাওয়ার জন্য। :)



২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: হুমম, জামালপুরের মেয়েরা যে রান্নায় পারদর্শী হয় এটা জানি। সঙ্গত কারণেই আমি নিজেও জামালপুরের মেয়েদের রান্নার বিশেষ ভক্ত। আশাকরি একদিন আমরা আপনার রান্না খেয়ে প্রশংসা করার সুযোগ পাব :দ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৯

গ্রাম্যবালিকা বলেছেন: আমি রান্না কম ভালো পারি। মোটামুটি খাওয়া যায়। আপনার আম্মু মনে হয় অনেক ভালো পারেন। আ্মিও পারব একদিন, গাইতে গাইতে গায়েন। :P

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২০

বিচছু বলেছেন: চেয়ারম্যান০০৭ বলেছেন: নাহ !! আফনারে দিয়া কিছু হবেনা ;( শাশুড়ির ঝাড়ি খাইতে খাইতে দিন যাইবে
আপচুস

এইসব রান্না তো দুধভাত

ভাবতেছি ব্লগে একটা রান্নাঘর দিয়ে বসবো নাকি।সহমত
রান্নাটা কি গিলতে পারসিলেন নি আপা =p~
যাউগ্গা এরুম রান্না আমার কপালে যিন না জুটে B-)) B-)) B-)) B-))

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: X( X( X( X( X( X( X( X( X(

এরকম বলতে পারলেন! :(( :(( :((

আপনার লাইফে যেন এমন কেউ আসে যে সারাদিন শুধু রান্নাই করে! ;) B-)) =p~ =p~

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

মনে নাই বলেছেন: রান্না দেখে হাসতেই আছি!!! যাহা রান্না করেছিলেন উহা কি খেতে পেরেছিলেন, নাকি ছবি তুলার পরপরই.....বল্লামনা, বল্লে যদি কষ্ট পান!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

গ্রাম্যবালিকা বলেছেন: "বল্লামনা, বল্লে যদি কষ্ট পান!"

বলতে চেয়েছিলেন রান্নার পর ওইটা এতো টেষ্ট হয়েছিল যে মারামারি করে খেয়েছি। সত্যি কথা ধরেছেন! =p~ =p~ =p~

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

একজন আরমান বলেছেন:
আরেহ যাই হোক, এরপর রেসিপি পোস্ট দিলে আমাকে দাওয়াত দিতে হবে। রান্না যেমনই হোক। আর আপনার বাসা বেশি দুরেও না।
ঠিকই চলে আসতে পারবো। B-)) B-)) B-))

চেয়ারম্যানের কপালে দুঃখ আছে। উনার বিয়ার পর ভাবিসাব রান্নাঘরে জীবনেও পা মাড়াবেন না। ;) ;) ;)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: সবই ঠিক আছে, দাওয়াতও দেওয়া যায়, কিন্তু আমি যে কিপটা, ডিম হিসাব করে রান্না করি! ;) =p~ =p~ :P


চেয়ারম্যানের জন্য সমবেদনা। ;) B-)) :P

২৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি খুব ভাল ডিম ভাঁজতে পারি ভাবছি ডিম ভাজির রেসিপি নিয়ে একটা পোষ্ট দিলে কেমন হয় !!! ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: ডিম সিদ্ধের পোষ্টও দিতে পারেন। আমি, খুব ডিলিসিয়াস হয়েছে, জিবে জল আসছে এইসব লিখে কমেন্ট করে আসবো। ;)

২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
দেখুন ডিম সিদ্ধের রেসিপি আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। আমি ডিম সিদ্ধ করতে পারিনা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি বলবেন " আমি ডিম সিদ্ধ রাঁধতে পারিনা"!

চিন্তা করছি ডিম সিদ্ধ রান্নার ব্লগীয় কোর্স শুরু করবো কিনা! ;) B-))

৩০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮

আশিক মাসুম বলেছেন: আহারে আফসুস, সবাই খালি খাওয়ার পোষ্ট দেয় কেও দাওয়াত দেয়না খাওয়ায়না :((

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

গ্রাম্যবালিকা বলেছেন: খাওয়ার ইচ্ছে থাকতে হবে। তার মানে হল জগাহালুয়া জগাটালুয়া যাই হোক না কেন খুশি মনে খেয়ে বলতে হবে, " ওহ মাই গড! তুমি তো দুনিয়ার শ্রেষ্ট রাধুনী, তোমার হাত টাইটেনিয়াম দিয়ে বাঁধিয়ে রাখতে হবে!" B-))

৩১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: খাইতে ইচ্ছা করছে! :( :(( :(( :(( :(( :((

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

গ্রাম্যবালিকা বলেছেন: একজন পেলাম যে আমার রান্নার কদর বুঝলো। :P

আপনাকে চুপিচুপি বলি, আমি আসলেই কিন্তু খারাপ রাঁধি না। দাওয়াত থাকলো। :) :#> :#>

৩২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২

একজন আরমান বলেছেন:
ঠিক আছে।
লাগলে এক হালি কিনে নিয়ে আসবোনে। B-)) B-)) B-))

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: ডিমগুলো হাতে নিয়ে তারপর বলবো,

"দাদা, খেয়ে এসেচেন নাকি যেয়ে খাবেন "! B-)) B-))

৩৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

তারছেড়া লিমন বলেছেন: প্রতিদিন এই কাজটা করি তবে খেতে ও খাওয়াতে ভাল লাগে..... মাঝে মাঝে বন্ধুদের গিনিপিগ বানাই অন্যসময় নিজে হই..নিজের রান্না খেয়ে ..................রান্নায় ১০০ দিলাম...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: আমার সবসময়ের জন্য পোষা গিনিপিগ ছোটবোন। তাকে বলে দেওয়া হয়েছে আমি যা রান্না করি না কেন, খেয়ে অবশ্যই ভালো বলতে হবে, নাইলে বাসায় চুলা জ্বলবে না।। :#) :#)

৩৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

তারছেড়া লিমন বলেছেন: তয় চেয়ারম্যান এর জন্নি দুক্কু হচ্চে......... সবাই কি দুয়াডাই না কচ্চে...... ব্যাচেলর দের মুনের কষ্ট কুনও বালিকাই বুঝপে না............... :( :( :( :(

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

গ্রাম্যবালিকা বলেছেন: দুক্কু করে লাভ নাই, উনি রান্নাবান্না শিখে রান্নাঘর কেটে বাবুর্চি ডেকে এনেছে! তাই, রান্নাঘর তাকেই সাম্লাতে হবে! B-))

৩৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

ফারাহ দিবা জামান বলেছেন:

যে কোন কিছু দিয়ে রান্না করা অবশ্যই একটা চমৎকার বিষয় আপু।

সুন্দর হয়েছে দেখতেও আপি।


ভালো থেকো।
আর মজার মজার রান্না করে আমাদের দাওয়াত দিও।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

গ্রাম্যবালিকা বলেছেন: এতো সুন্দর করে বললে আপি!!!!!

আমি তো ইমোশনাল হয়ে যাচ্ছি। :#>

আচ্ছা যাও দিব দাওয়াত, তবে আর একটু শিখি ভালো করে রান্না। হিহিহি

৩৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

s r jony বলেছেন: ছি!! কি পচা!!! জঘন্য রান্না।





বিঃদ্রঃ এই কমেন্টের সাথে আঙ্গুর ফলের কোনো সম্পর্ক নাই

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: এস আর জনি, চিন্তা করেছি, ব্লগারদের দাওয়াত করে খাওয়াব একদিন। B-) আপনি আমার রান্না খাবেন না , সো আসবেনও না! ইস! দুঃখ। :((

আপনাকে মিস করবো সবাই! ;) :P

৩৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

লাবনী আক্তার বলেছেন: আমি ভালো পায়েশ রাঁধতে পারি । একদিন রেধে সবাই কে দাওয়াত দিবনে!! ;) ;) B-)) B-)) B-))

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: ওই! ভার্চুয়াল দাওয়াত না, ওকে?! X( X( ;) :P

৩৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

জাওয়াদ তাহমিদ বলেছেন: লাবনী আক্তার বলেছেন: হুম! বালিকা দেখি ভালই রাঁধতে জানো!

=p~ =p~

মন্তব্য গুলা পড়ে এতক্ষন ধরে হাসলাম। বালিকা আপু ভালই রেঁধেছেন। যদিও " জগাহালুয়া " তয় বিরাট শর্টকাট।

;) ;) আর হ্যাঁ চেয়ারম্যান০০৭ বাবাজীরে একদিন সক্কলে মিল্লা ধরতে হবে। খাওয়ানর জন্য।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক কথা!

মন্তব্য পড়ে হেসে থাকলে আরো কয়েকটা প্রশংসা করে যেতেন! ;)

হ্যাঁ চেয়ারম্যান০০৭ বাবাজীরে একদিন সক্কলে মিল্লা ধরতে হবে। খাওয়ানর জন্য। সহমত।

৩৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০

জাওয়াদ তাহমিদ বলেছেন: আঙ্গুল ভাজা/ আঙ্গুরি কে আমাদের এলাকায় দাঁতভাঙ্গা বলে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি যদি কোনদিন সে জিনিষ খেয়ে থাকেন, তার মানে আপনার দাঁতভেঙ্গে গেছে! আফসুস! :P

৪০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

জাওয়াদ তাহমিদ বলেছেন: >>মন্তব্য পড়ে হেসে থাকলে আরো কয়েকটা প্রশংসা করে যেতেন

আপু আমি রান্নার ''র'' ও বুঝিনা। প্রশংসা করার জন্য ও একটা যোগ্যতা লাগে। :#)
অবশ্য খেয়ে দেখতে পারলে ডাইরেক্ট প্রশংসা করা গেলেও যেতে পারত। :P :P


>>আপনি যদি কোনদিন সে জিনিষ খেয়ে থাকেন, তার মানে আপনার দাঁতভেঙ্গে গেছে! আফসুস!

সেই গ্যাদা কাল থেকে খেয়ে আসতেছি। আল্লাহর রহমতে সবগুলা দাঁত ই ঠিক আছে। B-)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: মেয়েদের প্রশংশা করতে কিছুই জানতে হয় না। শুধু ভালো ভালো কিছু কথা বলে দিলেই চলে! ;) :P

তাইলে এইডার নাম দাঁতভাঙ্গা দেওয়ার দরকার কি?! এর চেয়ে তো ডাংগুরি না আঙ্গুরি অইটাই ভালো ছিলো! :P

৪১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

ডানাহীন বলেছেন: রেসিপি কঠিন হইছে, সহজ প্রণালী নাই! :P

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: আহারে, বুঝলো না। এর চেয়ে সহজ হয় নাকি! :-* /:)

রেসিপি কঠিন হয়েছে, এখানে কঠিন মানে প্রশংসা। হিহিহি

৪২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

শের শায়রী বলেছেন: আপু তোমার রান্নার সার্টিফিকেট লাগবে, কিন্তু বিনা পরীক্ষায় আমি সার্টিফিকেট দিমূনা। পরীক্ষা কবে নিমূ তাড়াতাড়ি কও। দেশে আছি। ;)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

গ্রাম্যবালিকা বলেছেন: ভাইয়াআআআআআআআআআআ!

বোনকে পরীক্ষা ছাড়া সার্টফিকেট দিতে পারবেন না! কষ্ট পেলাম কষ্ট! /:) :(( :P

আর বোন এতো স্বার্থপর না যে সার্টিফিকেটের আশায় দাওয়াত দিবে! দাওয়াত দিবো মায়া করে। :) ;)

৪৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

জাওয়াদ তাহমিদ বলেছেন: >>মেয়েদের প্রশংশা করতে কিছুই জানতে হয় না। শুধু ভালো ভালো কিছু কথা বলে দিলেই চলে!

বুঝছি, প্রশংসা না করা পর্যন্ত আপনার ঘুম হইব না। এই নেন

প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা। প্রশংসা।

আরও লাগলে বইলেন।

---------------------
বালিকা আপু জটটিল রান্না করছেন। এত্ত কঠিন রান্না আমি জীবনে খাই ও নাই, দেখি ও নাই। আমি তো কম্পুর সামনে বইসাই খাবার ত্থিকা সুন্দর গন্ধ পাইতাছি। আর কি যে স্বাদ হইছে সেইটা না খাইয়াও কইয়া দিলাম। আপনি এইটা করলেন কিভাবে?
২ পয়সার বাজি ধইরা বললাম, এই রান্না আমগো চেয়ারম্যান সাব ও জিন্দেগি ভর চেস্টা করলেও পারব না। B:-/ B:-/

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

গ্রাম্যবালিকা বলেছেন: এইসব শুনে খুশি হতে পারছিনা। কেমন জানি পোড়া পোড়া গন্ধ! খোঁচা দিয়ে বলেছেন নাকি!!! B:-) B:-)

যা বলেছেন বলেছেন, আমি মেয়ে তাই প্রশংসা মনে করে নিলাম। ;) B-)

৪৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

আশিক মাসুম বলেছেন: মাগোমা কয় কিরে B:-) B:-) B:-)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: আমি এটা বলেছিলাম, আবার বললাম,

লেখক বলেছেন: খাওয়ার ইচ্ছে থাকতে হবে। তার মানে হল জগাহালুয়া জগাটালুয়া যাই হোক না কেন খুশি মনে খেয়ে বলতে হবে, " ওহ মাই গড! তুমি তো দুনিয়ার শ্রেষ্ট রাধুনী, তোমার হাত টাইটেনিয়াম দিয়ে বাঁধিয়ে রাখতে হবে!" :P

৪৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

নীল-দর্পণ বলেছেন: একের ভেতর দুই! ওয়াহ ওয়াহ (হাত্তালির ইমো) :#) :#)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: লেখক বলেছেন: ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮, এই সময় থেকে হাত্তালি দিচ্ছেন! আহারে, হাত মনে হয় ব্যাথা হয়ে গেছে! :P :P

আপনি তো চমৎকার সব রেসিপি দেন। আমি আগ্রহ নিয়ে পড়ি।
আর আমার এইটা একটা ফান পোষ্ট। হাহাহা।

৪৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

তারছেড়া লিমন বলেছেন: সেইম সাইড ............ আমি রান্না করি আর আমার ছোট ভাইটা খায় ....... তবে ছোটদা দারুন খিচুরী রাঁধতে পারে............আমি দারুন ভক্ত ওর খিচুরীর... দাওয়াত রইল কমেন্টকারী সবাইকে...বিশেষ করে চেয়ারম্যান ভাইকে.... তার দুক্কে আমি ষম ব্যাথী।।।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা! দাওয়াত জানিয়ে দিলাম সবাইকে। :)

৪৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৪

লাবনী আক্তার বলেছেন: ভার্চুয়াল নাতো একদিন তোমারে বাসায় দাওয়াত দিবনে। ;) ;) ;) B-) B-)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: শুধু আমি!!!! বাকী ব্লগার আমাকে মেরে ফেলবে,একা দাওয়াত খাওয়ার অপরাধে! :( :(( :(( :P

৪৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

সীমানা ছাড়িয়ে বলেছেন: বাহ বাহ, খুব মজা। আমি রান্না করতে চাইনা, শুধু খেতে চাই। কি করা যায়?

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: একটা কথা আছে, ঘ্রানে অর্ধেক ভোজন।

আপনি দেখে অর্ধেক ভোজন করে নিতে পারেন! :P

৪৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭

সিয়ন খান বলেছেন: রেচিপি দিলে হবে না। রান্না করে খাওয়াতে হবে। দাওয়াত দেন :P :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: দিলাম দাওয়াত। এরপর! খাওয়াইলাম না কিছু! 8-| 8-| B-)) :P

৫০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

লাবনী আক্তার বলেছেন: সর্বনাশ!! B:-) B:-) B:-) B:-)

এতো ব্লগার একসাথে কেমনে খাওয়ামু?? তাইলে চান্দা তুইলা খাওয়াইতে হইব! :P :P :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: আমি ছাড়া বাকী সবার কাছ থেকে নিতে পারো চান্দা! আমার আপত্তি নাই। ;) B-)) !:#P

৫১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

শাহজাহান মুনির বলেছেন: খাইতে মন চায়..... =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন: খাইতে মুঞ্চায় এইটা হাসির কথা!!!! B:-) B:-) B:-/

৫২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

একজন আরমান বলেছেন:
আমিও বলবো " কি যে বলেন না দিদি আপনার বাসায় এসে দুটো ভালো মন্দ খাবো বলে দু দিন ধরে না খেয়ে আছি !" B-)) B-)) ;) ;) :P :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: আমি বলবো, " দাদা, আপনি এতো মায়া করেন আমাদের! আমাদের জন্য দুই দিন না খেয়ে আচেন একসাথে হোটেলে কাচ্চি খাবেন বলে! তাও খরচ আপনি দিবেন! ইস, দাদা, কি যে খুশি লাগচে!" B-)) =p~

৫৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

জাওয়াদ তাহমিদ বলেছেন: " ওহ মাই গড! আপু আপনি তো দুনিয়ার শ্রেষ্ট রাধুনী, আপনার হাত টাইটেনিয়াম দিয়ে বাঁধিয়ে রাখতে হবে! "


না রে আপু খোঁচা দেইনি। কবে দাওয়াত দিচ্ছেন জলদি বলেন।
আমি আবার খাওয়ার দাওয়ার খুব বিলাসি। B-) B-)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: আমি খাওয়াদাওয়ায় বিলাসি না। তবে খাওয়াতে পছন্দ করি। যদি রান্না করতে ইচ্ছে না করে, হাজীর বিরিয়ানীর কাচ্চি এনে নিজ নামে চালায়ে দেই! B-))

দিলাম দাওয়াত। আসেন একদিন, তবে আমার বিয়েতে আসলে বেশি ভালো হবে, ভোজন বিলাসি বলে কথা। ;) :P

৫৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

একজন আরমান বলেছেন:
নাহ !
আপনার দেখছি ভারতীয় ম্যানিয়া পেয়ে বসছে !
এখন কি হপে? :| :| :| ;) ;) ;)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২

গ্রাম্যবালিকা বলেছেন: ভারতীয় ম্যানিয়া শুধু আমাকে না, দইয়ের পোষ্ট দেওয়া এই লেখককেও ধরেছে। দেখেন কতজনে দইয়ের জন্য অনুরোধ করছে আর লেখক কত কি বলে কাটিয়ে দিচ্ছেন! ;) :D =p~ :P

৫৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

একজন আরমান বলেছেন:
গ্রাম্যবালিকা বলেছেন:
জি আরমান, দাওয়াতের জিনিষ পার্সেল মজা লাগবে না। যেয়ে খেতেই বেশী মজা লাগবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

গ্রাম্যবালিকা বলেছেন: একজনকে আর কত লজ্জা দেওয়া যায় বলেন!!! ;) :P

সবাইকে এতো না না করছেন, আমি আবার কি করে আনতে বলি?!! :-* B-))

৫৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

একজন আরমান বলেছেন:
হে হে।
আমি এতো সহজে লজ্জা পাই না।
আর একটা কথা তো সবাইকে বলেছি যে গৌরনদী আসলে আমি তাদের খাওয়াতে পারবো। এটা তো বলি নি যে তাদের খাওয়াবো না। কিন্তু সবাইকে পার্সেল করে খাওয়ানো তো সম্ভব নয়।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: হেই! মজা করছিলাম। আর আমি কি দাওয়াত দিতে ভয় পাই আরমান?!

:D

৫৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: লেখক বলেছেন: আপনার আম্মু মনে হয় অনেক ভালো পারেন।


পারবেনা আবার! জামালপুরের মেয়ে বলে কথা! জামালপুরের সব মেয়েই ভালো রান্না আর সেলাই/উলের কাজ পারে। আমার ধারণা রান্না আর সেলাই জানতে জামালপুরের মেয়েদের আলাদা কোন ট্রেনিং এর দরকার হয়না! সিরিয়াসলি বললাম।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

গ্রাম্যবালিকা বলেছেন: সেলাই আমিও পারি। B-)

আপনার আম্মু আসলেই এক্সপার্ট। তার জন্য শুভকামনা। ভালো থাকুন পুরো পরিবার। :)

৫৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

সিয়ন খান বলেছেন: খাওয়াবেন না !! তো কিসের দাওয়াত??

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:২১

গ্রাম্যবালিকা বলেছেন: ভার্চুয়াল দাওয়াতে রান্না করে খাওয়াতে হয় না। এইটাই দাওয়াতের মজা! ;) B-)) :P

৫৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

জাওয়াদ তাহমিদ বলেছেন: >>>যদি রান্না করতে ইচ্ছে না করে, হাজীর বিরিয়ানীর কাচ্চি এনে নিজ নামে চালায়ে দেই!

হাজী তো মাইন্ড করব। :P

বিয়ার দাওয়াত ই যখন দিলেন, তখন তো দেখি দাঁতে ধার দেওন লাগে। :#) :#)

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: হাজী কে তাই তো জানিনা। মাইন্ড করলেই কি না করলেই কি! 8-| B-))

দাঁত বেশি ঘষবেন না, দাওয়াতের দেরি আছে অনেক, শেষে দেখবেন, ধার দিতে দিতে দাঁত ক্ষয় যেয়ে ফোকলা হয়ে গেছে। ;) =p~

৬০| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: দেখেন না ধার দিয়ে দিয়ে দাঁত কি চকচকা বানাইছি।
:#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৯

গ্রাম্যবালিকা বলেছেন: হ চকচকাই তো লাগতাছে! কিন্তু সাইড দিয়া কালা কালা! ওইগুলাও ঘষা দিয়েন। ;) B-) =p~

৬১| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৭

maya111 বলেছেন: জগা হালুয়ার রেসিপি মাথায় আইচে । পোস্ট ত নস্টালজিক করে দিল । জীবনে পয়লা রান্না টমেটো দিয়াই করছি। :-)

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: আইচ্চা! আমি পয়লা কি রানছিলাম আপনার কথা শুনে মনে করতে চাইলাম। পারলাম্না।

টমেটো দিয়া কি রান্না করেছিলেন?! খেতে ভালো হয়েছিলো? একটু বলতেন শুনতাম! :)

৬২| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০০

সিয়ন খান বলেছেন: আমি ভার্চুয়াল দাওয়াত নিমু না |-) |-) |-)

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: উখে ভ্রাতা। আহ, বাইচ্যা গেলাম। B-)) !:#P :P

৬৩| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: খাইতে মুঞ্চায় এইটা হাসির কথা!!!! B:-) B:-) B:-/


মুখ ভার করে খাবারের কথা বললে তো খাওয়াবেন না, তাই হাসি মুখে বললাম আপু।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: হাসিমুখ ক্যন, সামুর সবগুলো ইমোর চেহারা বানায়ে খাওয়ার কথা বল্লেও খাওয়াইতাম না ;) B-)) :P

৬৪| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:২০

প্রিতমখুশি বলেছেন: আমার খাইতে মুন চায়! কি করি বলেন তো? বানাইতে মুন চায় না। =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :( :( ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: বাতাস খান। সম্পুর্ন ফ্রি ;) :P =p~

৬৫| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪

জাওয়াদ তাহমিদ বলেছেন:
বালিকা আপু ফেবুর ইনবক্স চেক করেন। ;) ;)

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: ফেবু কি তাই চিনতারলাম্না। ;) 8-| :(

৬৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

শিশু বিড়াল বলেছেন: আপনি ভাজা মাছ কে আবার ভাজছেন!! কী পরিমান তেল এই খাবারে জানেন?? বেশি খেলে হার্টের অসুখ করবে তো!!! B:-)

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: ফ্রাইপেনে ভেজেছিলাম। অলমোষ্ট তেল ছাড়া! B-) নাইলে গন্ধ করবে :P

কিছু ছেলে আমাকে বলেছে আমি নাকি হার্টলেস! সো, নো চিন্তা ডুইং ফুর্তি! B-)) :P

৬৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৪১

তুন্না বলেছেন: ভালোই লাগলো সর্ট কার্ট রান্নাটা............
খেতে কেমন লেগেছিল?

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: খেতে স্বাভাবিকই ছিলো। হাহা। :D

ব্যাচেলর মানুষ। এতো কষ্ট করতে ইচ্ছে করেনা আপু। /:)

৬৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:২০

শাকিল ১৭০৫ বলেছেন: আপু জলদি দাওয়াত দেন ক্ষুধা লাগছে ;) ;)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: রান্না তো কবে খেয়ে ফেলেছি। ফ্রিজে বেশি হয়ে যাওয়া পাস্তা আছে, খাবেন?

৬৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
খাবার দেখলেই আমার শুধু ক্ষুধা লাগে :(

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: নেন, বিরিয়ানী খান।

৭০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: পাস্তা দেইখা খিদা লাইগা গেল।

এই জিনিস আমার চরম ফেভারিট।

বালিকা আপু শিগগিরই কুরিয়ার কইরা পাঠাও। :#)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১০

গ্রাম্যবালিকা বলেছেন: পাস্তা, বিরিয়ানী আছে, স্বর্ণা, শাকিলের সাথে ভাগ করে খেয়ে নাও। B-) ;)

৭১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১:০৯

শাকিল ১৭০৫ বলেছেন: আমার খাবার ভাগ আমি কারুরে দেমুনা ;)

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: আমি ফ্রি খাবার দিতে পারলাম, আর আপনি একটু ভাগ দিতে পারবেন না?!! X(

হায়রে! নিষ্ঠুর! আপন ভাইয়ের সাথে হিংসা! :-* :-*

৭২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:২১

জাওয়াদ তাহমিদ বলেছেন: তাইলে তো দেখি স্বর্না আপুর ভাগে কম পড়ল।

:P :P

০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

গ্রাম্যবালিকা বলেছেন: কম পড়বে না জাওয়াদ। বিরিয়ানীর ছবির সাইজ বড় আছে ;) :P

আর স্বর্ণা বড় দিলের মেয়ে। একসাথে খেতে পারবা।

নাও দুজনের চামচ। :P

৭৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

একজন আরমান বলেছেন:
হুম।
বুঝলাম।
না এটা বুঝেছি যে আপনি দাওয়াত দিতে ভয় পান না। :)

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: বাড়ি যেয়ে বুদ্ধি বেড়ে গেছে দেখি!! খুব ভালো! ;) :)

৭৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:২১

শাকিল ১৭০৫ বলেছেন: আমি এমনিতেই খুব ভালো আপু :|
কিন্তুক খাবারের ব্যাপারে একটু ........................... :-* :-*

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৯:০০

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, ভালোই মনে হচ্ছে। :)

খাবারের ব্যপারে যারা একটু-------তাদের জন্য তো রান্নার পোষ্ট নির্যাতনের মত! আহারে :P

৭৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

আশফাক সুমন বলেছেন: মাছ রাধতে ইছছা করছে ইচ্ছামত ঝাল দিয়ে।
ধন্যবাদ এই ইচ্ছা টা জাগিয়ে দেওয়ার জন্য।

১১ ই মার্চ, ২০১৩ রাত ১:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: ঝাল আমারো অনেক পছন্দ। বাসায় কম ঝাল খায়। আমি কাঁচামরিচ কামড় দিয়ে ঝাল করে খাই। :P

ধন্যবাদ নিলাম। :)

ঝাল মাছ রান্নার জন্য শুভকামনা। :)

৭৬| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫

নিয়েল ( হিমু ) বলেছেন: রান্না কৈরা খাওয়ার ইচ্ছা নাই আপাতত /:) /:)
তাই পোষ্ট পড়লাম না /:)

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

গ্রাম্যবালিকা বলেছেন: পোষ্ট না পড়ে কমেন্ট করলে জরিমানা দিতে হবে। /:) /:)

৭৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

নিয়েল ( হিমু ) বলেছেন:
কি আর করা /:) /:) /:)
ভুল যখন কর্ছিই জরিমানা তো দিতেই হপে /:) /:) /:)

নেন জরিমানা দিলাম । /:) /:) /:)

১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪

গ্রাম্যবালিকা বলেছেন: জরিমানা খ্রাপনা। হবু বিএফকে দেওয়া যাবে, থ্যাঙ্কু নিয়েল। ;) B-)) :P

৭৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

হাসি .. বলেছেন: কুল(বড়ই) কি আছে ???

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: কুল তো শেষ আপি!

কাল ভাইয়া গ্রামে গিয়ে আনলে তোমাকে দিবো। সত্যি দিব, আমার সাথে মিট করবে? পসিবল?

এই গাছ আমি লাগিয়েছি, এই জন্য মনে হয় কুল এতো মিষ্টি হইছে ;) :P

৭৯| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

টিনটিন` বলেছেন: সরাসরি আন্টির পাঠানো রান্না মাছ রেফ্রিজেটর থেকে বের করে (গরম না করেই) কোৎ করে গিলে ফেললেই তো হয়। /:) :-P

১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২

গ্রাম্যবালিকা বলেছেন:
১। মাছ আম্মুর পাঠানো না । আমি অনেক দিন আগে ভেজেছিলাম
২। ঠান্ডা মাছ কিভাবে খাবো?
৩। কাঁটা সহ গিলে ফেলা সম্ভব?

ফলাফল, আপনার আইডিয়া ফ্লপ ;) :-P :-P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.