নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাও সুন্দর

নাটক কইরেন না, ভাল্লাগেনা

গ্রাম্যবালিকা

পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

গ্রাম্যবালিকা › বিস্তারিত পোস্টঃ

“মা” দিবস ছাড়াই মা'কে নিয়ে কবিতা। :) :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭





বসন্তের এক স্নিগ্ধ ভোরে, তারিখ পহেলা রমজান

কোলজুড়ে মা এসেছিলাম তোমায় করিয়ে অভিমান

সারা মাসের রোজা কামাই, ছিলে তাই নিয়ে হয়রান।



হাসিখুশি ছোট্ট মেয়ের ছিল ঘর ভর্তি ভাইবোন

কোলের ছিলোনা অভাব, নেবে কোনটা ছেড়ে কোন!

কিন্তু তুমি জানোই তো মা, ছিলে সবচে প্রিয়জন।



একটু বড় হতেই মেয়ের দোষ-ত্রুটি দেয় দেখা!

জিদ্দি মেয়ে, কোন কিছুতেই যায়না খুশি রাখা!

তবে মেয়ের মনটা ছিলো মায়া মমতায় মাখা!



থাকত বাবা অনেক দূরে, আসে সপ্তাহে একদিন

তাইতো ওমা তোমার কাছেই খুব বেশি মোর ঋণ।

অসীম ব্যথা হৃদয় মাঝে থাকতে তুমি হীন।



কৈশোর না পেরুতেই মাগো পাঠালে হোষ্টেলে

তোমায় ছাড়া কি করে মা একটিও দিন চলে?

শেষ হতো তাই প্রতিটি দিন চোখের অঝর জলে।



শিক্ষার নামে সেই যে হলাম তোমার কোলের বার।

দিন চলে যায় ছুটি ছাড়া হয়না দেখা আর।

তোমায় ছাড়া হৃদয় ওমা পুড়ে হয় ছাড়খার।



খুব কষ্ট দিয়েছি মা, দিয়েছি অনেক ব্যথা।

প্রতিটি ক্ষণ মনে পড়ে শুধু তোমারি কথা।

ক্ষমা করো, ভালো থাকো, মা তুমি রও যেথা।।



আম্মু, আমার যখন বয়স সাত কি আট, আপুর সাথে ঘুমাতাম, জানিনা কি দেখে প্রচন্ড ভয় পেয়ে রাতে এক দৌড়ে আপনার বুকের মধ্যে যেয়ে হাত নিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে নিয়ে তারপর শান্ত হয়েছিলাম। এখন আমি ভুতের ভয় পাইনা, কিন্তু যখন প্রচন্ড কষ্ট হয়, খুব ইচ্ছে করে আপনার কাছে যেতে, আগের মতই বুকের মাঝে গিয়ে শান্ত হতে! আম্মু আপনি কেন গ্রামে থাকেন??! /:) /:)

মন্তব্য ১৬৫ টি রেটিং +২৫/-০

মন্তব্য (১৬৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর স্মৃতি জাগানিয়া কবিতা
ভাললাগল সবিতা +

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

ইনকগনিটো বলেছেন: ভালো লাগলো মা কে নিয়ে লেখা অনুভূতির টুকরো গুলি।


ভালো থাকবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ইনকগনিটো।

আমি ভালো আছি তো।

আপনিও ভালো থাকুন। :)

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

জিললুর রহমান বলেছেন: মায়ের কথা মনে করিয়ে দিলেন। কতদিন দেখিনা।। সেই ২০০৪ সালে আমাদের ছেড়ে গেছেন, কিন্তু আমার মনে হয় পাশের রুমে আছেন। হঠাৎ হঠাৎ চমকে উঠি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন: আপনার আম্মুর জন্য দোয়া। আল্লাহ তাকে চিরশান্তিতে রাখুন পরপারে।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আপু আমার মায়ের কথা ভাবলে চোখে পানি এসে যায়

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: জি ভাইয়া আম্মুকে অনেক মিস করি। :(

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

মা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, মা

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

shfikul বলেছেন: +++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ শাফিকুল।

ভালো থাকুন পরিবারের সাথে।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

সিয়ন খান বলেছেন: +++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ সিয়ন।

আম্মুর সাথে ভালো থাকুন। :)

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
"কতদিন..............
দেহিনা মায়ের মুখ,
হুনিনা হেই কোকিল নামের
কালা পাখির গান,
হায়রে পরাণ,
হায়রে পরাণ................." :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর লিখেছো ভাইয়া।

ভালো থা্কো। :)

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

আশিক মাসুম বলেছেন: আমি কমেন্ট করলাম কি গেল????


কবিতায় ++++

শেষের নোট টা হৃদয় ছুঁয়ে গেলো।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

গ্রাম্যবালিকা বলেছেন:

শেষের নোট টা হৃদয় ছুঁয়ে গেলো।

কথাগুলো লিখার সময় আম্মুকে মিস করছিলাম খুব। চোখে পানি ছিলো।
মা এতো ভালো কেন?!!

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

খইকাঁটা বলেছেন:


আমি থাকি মায়ের কাছেই
আমি ছাড়া তার চলা ভার
আমি যেন বাঁচি ততদিন
যতদিন আয়ু আমার মার

আমার মা প্যারালাইজড, দোয়া করবেন সবাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: আপনার আম্মুর জন্য দোয়া থাকলো। আল্লাহ যেন খুব শীঘ্রি তাকে সুস্থ করে তুলেন। আমীন।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

লাবনী আক্তার বলেছেন: তোমার শেষের কথাগুলোতে চোখ দুটি ভিজে উঠল। :( :(

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: জি লাবনী, সেই জন্যই মা এতো স্পেশাল।

আপনার পরিবারের সবার জন্য শুভকামনা।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

আরজু পনি বলেছেন:

"মা".............সকল ভালবাসার উৎস।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

গ্রাম্যবালিকা বলেছেন: "মা".............সকল ভালবাসার উৎস।

জি আপুনি। :)

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

শাহজাহান মুনির বলেছেন: শিক্ষার নামে সেই যে হলাম তোমার কোলের বার।
দিন চলে যায় ছুটি ছাড়া হয়না দেখা আর।
তোমায় ছাড়া হৃদয় ওমা পুড়ে হয় ছাড়খার।


কবিতায় ++++++++++ মাকে অনেক অনেক মিস করি।



কিনে নেয়া পরাধীনতা

মা যখন বলতেন
রাত করে বাসায় ফিরবি না,
খারাপ ছেলেদের সাথে মিশবি না,
ভাল করে পড় অবশ্যই পাশ করতে হবে,
পাঁচ ওয়াক্ত নামায পড়বি,
তখন এসব কানে তুলিনি।
এখন মা কাছে নেই,
কেউ বলে না এটা কর ওটা কর না।
কিনে নেয়া পরাধীনতার চেয়ে
মার কথা গুলো কানে তুলাই শ্রেয় ছিল। ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: খুব সুন্দর কমেন্ট।

ভালো থাকুন শাহজাহান মুনির। :)

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
"মা" নয়, আল্লাহ-ই সকল ভালোবাসার উৎস।

১০০ থেকে ১ অংশ ভালোবাসা/মমতা/সহানুভূতি ইত্যাদি সুকুমার বৃত্তিগুলো আল্লাহ সমস্ত জীব-প্রাণী জগৎ কে আল্লাহ তাদের স্বভাবে সৃষ্টির শুরুতেই অনুপ্রবেশ ঘটিয়ে দিয়েছেন। এ জন্যই তাবৎ সৃষ্টি জগতে মাতাপিতা সন্তানকে, ইতর/হিংস্র প্রাণী তাদের বাচ্চা-কাচ্ছাদের জন্মের শুরুতেই পরম আদর কদর করে লালন পালন করে থাকে। তা' না-হলে জীবজগৎ বংশবৃদ্ধি হতো না কখনোই।

শ্রেষ্ট গ্রন্থ আল-কোরানে আল্লাহ তায়ালা মানুষকে কীভাবে দোয়া করতে হবে তা' শিখিয়ে দিয়েছেন। বলেছেন তোমরা তাদের জন্য
এভাবে দোয়া করো -

" রাব্বির হামহুমা কা'মা রাব্বা ইয়ানী ছাগিরা"

অর্থাৎ - "হে আল্লাহ! আমার মাতাপিতা যেভাবে শৈশবে আমাদের দয়া ও মহব্বত দেখিয়েছে, তুমিও তাদের সেভাবে দয়া ও মহব্বত দেখাও"

সন্তানের পক্ষ থেকে এর চাইতে সুন্দর কথা/বাক্য আর কী হতে পারে?

হ্যালো গ্রাম্যবালিকা, কেমন আছেন?

আপনার ভালোবাসার প্রকৃতি/রূপ পাল্টে গেছে মনে হচ্ছ!!! :D

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

গ্রাম্যবালিকা বলেছেন: চমৎকার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

" রাব্বির হামহুমা কা'মা রাব্বা ইয়ানী ছাগিরা"

অর্থাৎ - "হে আল্লাহ! আমার মাতাপিতা যেভাবে শৈশবে আমাদের দয়া ও মহব্বত দেখিয়েছে, তুমিও তাদের সেভাবে দয়া ও মহব্বত দেখাও"


আমি ভালো আছি। ভালো থাকুন আপনিও।

রুপ পাল্টায় নি। যখন যাকে ভালোবাসা দরকার বাসবো। ;) :D

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৫

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
এ পোষ্টের ঠিক আগের পোষ্টটিও ভালোবাসার। কিন্তু তা' অপত্য ভালোবাসার নয়। বরঞ্চ তা' কামজ/দেহজ/ইতর বৃত্তির ভালোবাসা। আফসোস! এর ভিজিটরের সংখ্যা অপত্য ভালোবাসাকে হারিয়ে দিয়েছে। ঐ পোষ্টটি পোষ্ট করা হয়েছে বিকেল ৩:১২ টায়। আর এটি পোষ্ট করা হয়েছে দুপুর ১:৫৭ টায়। তবুও ঐটির ভিজিটর অনেক বেশী। হায়!!!


অকৃতজ্ঞ মানুষ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! চরম অকৃতজ্ঞ X(


কোরানে মানব স্বভাবের এই অকৃতজ্ঞতার কথা বলা হয়েছে। মানুষ স্রষ্টার প্রতি যেমন অকৃতজ্ঞ, তেমনি "মা-বাবা" , যারা পরম আদর মমতা ভালোবাসায় সিক্ত করে মানুষকে বড় করেছেন, সেই মা-বাবাকে নিয়ে কবিতায় ভিজিটর কম!!!!

হায় মানব!!! আফসোস, আফসোস।

=================================

১৪ নং মন্তব্যে শেষ লাইনের শেষ শব্দ "হচ্ছ" এর মধ্যে 'এ-কার" পড়েনি। শব্দটি হবে "হচ্ছে"।

=================================

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: আসুন ধনাত্বক চিন্তা করি। কেউ নাও পড়তে পারতো। ১১৭ বার পঠিত, এটাই কম কি! এমনও হতে পারে, মাকে নিয়ে পড়লে মন খারাপ হয়ে যাবে, তাই পড়েনি।

সত্যি কথা বলতে কি, ব্লগে সিরিয়াস কিছু পড়তে ইচ্ছে করেনা মাঝে মাঝে। ফান নিতে ভালোলাগে। :D

ভালো থাকুন। আফসুস করবেন না। :)

১৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

আমি তুমি আমরা বলেছেন: ভাল লাগল :)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

১৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৪

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: চমৎকার... আপনার মা ও আপনার জন্য শুভকামনা... আমিও সব ফেলে ঢাকায় বন্দি... পরিবারটাকে মিস করি প্রচণ্ড... আপনার মতো লিখতে পারি না বলে জানাতেও পারি না...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা ভালো আছি, সন্ধ্যাতেই আম্মুর সাথে কথা হয়েছে, খুব চিন্তা করেন। দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে। বললো সাবধান থাকতে।

আপনার পরিবারের জন্যও শুভকামনা। ভালো থাকুন

১৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

যুবায়ের বলেছেন: পৃথিবীতে আপন বলতে যদি কেহ থাকে
তিনি হলেন মমতাময়ী “মা”

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: জি ভাইয়া।

মমতাময়ী মা।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

জাওয়াদ তাহমিদ বলেছেন: যুবায়ের বলেছেন: পৃথিবীতে আপন বলতে যদি কেহ থাকে
তিনি হলেন মমতাময়ী “মা

কেউ অস্বীকার করতে পারবে না।

কবিতা অনেক ভাল লেগেছে। হৃদয় ছুঁয়ে গেছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। চমৎকার নাম আপনার। এখন গুগল সার্চ করে আপনার নামের অর্থ বের করবো। :)

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন:
:) :) ||

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্কু মুন।

খুব চাঁদনী রাত যাচ্ছে আজকাল। প্রিয়জনকে (মাকে) বেশি মনে পড়ে।

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

শের শায়রী বলেছেন: আমার বোনটা এত সুন্দর লিখতে পারে বিশ্বাস হচ্ছে না!!!!!!!!!!!!!!!! অসাধারন। এই ভাইয়ার ভাল লাগা জানিয়ে গেলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: ভাইয়া! এতো প্রশংসা! এতো কিছু হয়নি আমি জানি।

আম্মুকে মিস করছিলাম। রাতে বারান্দায় বসে মনে হলো মাকে নিয়ে কিছু লিখি। তাই এই লেখা।

ভালো থাকেন আপনি। :)

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

সুপান্থ সুরাহী বলেছেন:
নস্টালজিক করা কবিতা। মাকে সবসময় ভালবাসি... নিজের চেয়েও বেশি...

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: জি সুপান্থ সুরাহী , মাকে সবকিছু/সবার চেয়ে বেশি ভালোবাসি। :)

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: বছর খানেক আগে কবিতাটা পড়লে প্রচন্ড খারাপ লাগত, অনেক আবেগী ছন্দে লিখেছেন। বাট এখন পড়ে অতটা ফিল করতে পারছিনা কারণ মা পাশের রুমে ঘুমুচ্ছে :)

আচ্ছা, আপনার মা'কে এই কবিতাটা পড়িয়েছেন??

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: আপনি আপনার মায়ের সাথে আছেন, শুনে ভালো লাগলো। :)



না, পড়াইনি, তিনি কষ্ট পাবেন, মন খারাপ করবেন। কি দরকার। :)

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার। মা'কে অনেক অনেক ভালোবাসি।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:২৯

গ্রাম্যবালিকা বলেছেন: মাকে অনেক ভালোবাসি। :)

২৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মা কে খুব মিস করছি, ফোন দিতে ইচ্ছা করে না বেশী। কারন অনেক খারাপ লাগে আর দেখতে ইচ্ছা করে। মা বাবার সাথে থাকা প্রতিটি মানুষ এই পৃথিবীর সৌভাগ্যবান/বতীদের মধ্যে পড়ে, জানিনা কি অবস্থায় কে আছে, তবে সত্যি। কাছে থাকতে কতটা বুঝতাম? বা কয় জনে বোঝে হিসেব করতে গেলে আর পেরে উঠিনা নিজের সাথে।


খুব কষ্ট দিয়েছি মা, দিয়েছি অনেক ব্যথা।
প্রতিটি ক্ষণ মনে পড়ে শুধু তোমারি কথা।
ক্ষমা করো, ভালো থাকো, মা তুমি রও যেথা।।


চোখে কেন জল আসে জানিনা। +++

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: চোখে কেন জল আসে জানিনা

হুম, খুব কষ্ট হয়। মাকে ছাড়া থাকতে খুব কষ্ট হয়।

২৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

জাওয়াদ তাহমিদ বলেছেন: আমার নাম টা বাপ মায়ের বহুত সাধ কইরা রাখা নাম। :D

দেখেন গুগল সার্চ কইরা। না পারলে পড়ে বইলা দিমুনে। :P

আপনের নামটাও কইলাম বহুত সুন্দর আছে। B-)

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: Jawad Liberal, generous.

Tahmid Thanks to the graceful and merciful Allah.


এইগুলা পেলাম। সুন্দর অর্থ তো!

আমার নামের প্রশংসা করার জন্য ধন্যবাদ। :)

২৭| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

ফারজানা শিরিন বলেছেন: ভাগ্যবতী আমি ।

০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: তুমি অবশ্যই ভাগ্যবতি আপি!

মা কে ছাড়া থাকা কত কষ্টের দূরে থাকলে বুঝতে। :(

২৮| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

ইখতামিন বলেছেন:
১৪তম +++
মাকে ছাড়া পৃথিবীর সব কিছুই ম্লান

০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ইখতামিন। ভালো থাকুন মায়ের সাথে। :)

২৯| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অনীনদিতা বলেছেন: মা........................................

মায়ের চেয়ে আপন কেউ কি আছে!!!!!!!!!!

শেষের নোট এর জন্য +++++
প্রিয়তে নিলাম:)

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ অনী।

মনে হয় কিউট একটা মেয়ে আপনি। কবে দেখবো আপনাকে????!:)

৩০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:০১

আমি-টর্নেডো বলেছেন: হায় বালিকা ;)

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:১০

গ্রাম্যবালিকা বলেছেন: ওহ রিয়েলি-------------------------------!!!! ;)

৩১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:১৫

অনীনদিতা বলেছেন: এই বালিকা,তুমি এত সুইট করে কথা বলো কিভাবে?
আর আমাকে তো দেখছোই আমার প্রো পিকে;) :P

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: আপনাকে চুপিচুপি বলি, আমার ব্লগে এক বোয়াম মধু রেখেছি, বাজারের কেনা মধু না, সুন্দরবনের খাঁটি মধু। কথা বলার আগে মধুর বোয়ামে কথা আচ্ছা মত চুবায়ে তারপর কমেন্ট করি। এটা হলো মিষ্টি কথার রহস্য। B-)) :P

সর‌্যি, ভুল হয়েছে, আসলে আমি ধারনা করেছিলাম, এই পিক আর এমন কি! আপনি নিশ্চয়ই এর চেয়ে অনেক বেশি মায়াময়ী দেখতে! ;) :)

৩২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:১৮

আমি-টর্নেডো বলেছেন: ইয়েস বেবী ;)


অনীনদিতা @তুমি তো দেখতে পেত্নীর মতো ;) B-))

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: কাম অন! মা কে নিয়ে পোষ্ট, অথচ কিছুই বললেন না। উলটা অনীর সাথে ঝগড়া করছেন। অভিমান। /:)

ডোণ্ট কল মি বেবি! X( জাষ্ট বালিকা ,ওকে?! B-)

৩৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:২৩

অনীনদিতা বলেছেন: হো হো হো
@ভুত টর্নেডো
ভুতের মত চেহেরা নিয়ে আমাকে বলে আমি নাকি পেত্নী;)হুহ
X(
দেখে তো মনে হচ্ছে মুখের উপর দিয়ে ট্রাক গেছে;) :P

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৪

গ্রাম্যবালিকা বলেছেন: কি বলেন অনী! আমার তো মনে হচ্ছে বুলডেজার গেছে মুখের উপর দিয়া! =p~

এইটাই তাইলে আসল পিক, তাইনা ? ;)

৩৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩২

আমি-টর্নেডো বলেছেন: ওকে বালিকা।পোস্ট নিয়া পরে বলি আগে পেত্নীরে সাইজ করি।তুমি তো আমার দলে?ঠিক না? ;)


অনীনদিতা @এতো হ্যান্ডসাম ফটোক নিয়া কি বলছো এইসব? X(

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: ওকে। :)

অনীনদিতা আমার স্বজাতি, তাই ইচ্ছে থাকলেও আপনার দলে যাইতারলাম্না। সর‌্যি। 8-| B-))

@ অনী, চালিয়ে যান। ;)

৩৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

অনীনদিতা বলেছেন: জি না X(
সুইট বালিকা সুইট অনীনদিতার দলে;)
তাইনা বালিকা:)
এইরকম ট্রাক ড্রাইভার এর দলে বালিকা নাই;) :P

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৪৮

গ্রাম্যবালিকা বলেছেন: ঠিক ঠিক!

ট্রাক ড্রাইভারের ছবি দেখবা?! ;) :P



=p~ =p~ =p~

৩৬| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

অনীনদিতা বলেছেন: হা হা হা
বালিকা করলা কি এইটা B-)
হাসতে হাসতে জান যায়:)হো হো হো হো
দারুন মানাইছে:)
চরম চরম চরম
হাসিতো থামেনা ;) B-)) :P

০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৫৮

গ্রাম্যবালিকা বলেছেন: আপসুস পান খেয়ে দাঁত লাল করা পিক-টা পাইলাম না।

এই ট্রাক ড্রাইভার কি বলেছে জানো?

আমি টর্নেডোর বেগে ট্রাক চালাই, তাই আমার সামু আইডি আমি-টর্নেডো =p~ =p~

৩৭| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:০৩

আমি-টর্নেডো বলেছেন: হাহাহাহাহাহাহাহা মাইরালা মাইরালা ;) B-)) :P করছিস কি বালিকা?তোমরা দুইজন মিলে আমার প্রেস্টিজ শেষ কইরা দিলা।তোমাদের সাথে আড়ি X( X( X( X( X( X( X( X( X( X( X(

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১১

গ্রাম্যবালিকা বলেছেন:

সারাদিন ট্রাক চালায়ে মাথা গরম। আর অনী শুরু করে দিছে ঝগড়া! হাহ! ;) :P
নেন আইস্ক্রিম খান। :)

৩৮| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১২

অনীনদিতা বলেছেন: কোন লাভ নাই আড়ি দিয়া;)
পেত্নী বলছনা?
এইবার বুঝ ঠেলা :P

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: অনী, ভইনডি, মাফ কইরা দে! আইছে নয়া নয়া। আহারে। ;) :P =p~

৩৯| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:২৪

গোলাপ বলেছেন: এত বড় হয়ে গিয়েছি, এখনো রাতে ভয় পেলে মা ঘরে যেয়ে ডেকে বলি আমার সাথে এসে ঘুমাতে !!
দুনিয়ার সব চেয়ে নিরাপদ আশ্রয়স্থল....

ভাল লাগল অনেক।

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:২৭

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ গোলাপ। মাকে ভালোবাসি। :)

৪০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

আমি-টর্নেডো বলেছেন: আচ্ছা তুমি আর অনীনদিতা কি সেম পার্সন নাকি?কেমন জানি সন্দেহ হয়। ;) B-)) :P

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: ক্যাম্নে কি?!!! :-*

আপনার ব্রেন ওভার লোডেড, এই জন্য সবুজ চুল গজিয়েছে! :P

আচ্ছা, এতোক্ষন মজা করেছি। আপনার আসল পিক তো দেখানো হয়নি।
অনী, দেখো টর্নেডোর রিয়েল পিক! খিয়াল কইরা! ;)

৪১| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৫০

অনীনদিতা বলেছেন: হইলেও হইতে পারি;)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: ওই, আমাকে এতো ভালো ব্লগার বানায়ে দিও না! X( :P তুমি সত্যিই অনেক ভালো লিখো অনীনদিতা আপি। :)

৪২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১১

চেয়ারম্যান০০৭ বলেছেন: সুন্দর লিখেছেন। ক্লাস টেনের পর থেকে পড়াশোনার জন্য আম্মুর কাছ থেকে দূরে থাকতে হয়।প্রায় ৭ বছর ..খুব মিস করি আম্মুকে।মাঝে মাঝে মনে হয় সব ছেড়েছুড়ে চলে যাই আম্মুর কাছে।

ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।
+

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, এরকমই মনে হয়। শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন, সব মা তার সন্তানের বুকের মধ্যেই থাকুক। :)

ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।



৪৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:১৯

অনীনদিতা বলেছেন: আই কেন ঠাউর;)

০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: আই নু ইউ কেন ঠাহর এরমধ্যেই! মি গো তোমার পোষ্ট! মি সি! ;)

৪৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৬

সাদাত নিহান বলেছেন: Ai mtro mar sathe jogra korlm ekn krap lgtece .... :-(

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২১

গ্রাম্যবালিকা বলেছেন: কি করেছেন!!!খুব খারাপ কথা!

এক্ষুনি আম্মুর কাছে যেয়ে নাইস করে সর‌্যি বলুন। ওকে?! :)

৪৫| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১১

জাওয়াদ তাহমিদ বলেছেন: >>>>>>ডোণ্ট কল মি বেবি! জাষ্ট বালিকা ,ওকে?!

হা হা হা হা হা

বালিকা আপু আপনি এখনও জানেন না?

আমরা জানি বালিকা দের বয়স ১৮ এর নিচে হয়।
আর নতুন আইন অনুযায়ী ১৮ এর নিচে সবাই শিশু মানে বেবি।
;) ;) ;)

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: কঠিন যুক্তি!

কিন্তু ঘটনা হলো, বেবি বললে মেয়ে না ছেলে বুঝা যায় না।ইতর প্রানী মনে হয় ;) :P

তাই বালিকা! ইশ, কত সুন্দর শুনতে! B-))

৪৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার মা নিশ্চই আপনার কাব্য প্রতিভার কথা জানেন। তাইনা? মা'কে নিয়ে এমন একটি কবিতা লিখতে পারলে আমি কিন্তু সবার আগে চেষ্টা করতাম আমি পড়তে দিতে চাইনি এমন একটা ভান করে মা'কে সবার আগে কি করে কবিতাটা পড়ানো যায়! কবিতা পড়ে মা একটু কষ্ট পেত এটা ঠিক তবে তার চাইতে আনন্দ পেত অনেক অনেক বেশী।

আপনাকে একটা ব্যাক্তিগত প্রশ্ন করি। আপনার ফ্যামিলিতে কি আপনি একাই লেখালেখি করেন নাকি আরো কেউ?

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: আম্মু দেখেছে, এইগুলা কি কি লিখি। দেখে বলেছে "তোমার না ইংরেজী ( টোফেল) পরীক্ষা! বাংলা লিখো ক্যান সারাদিন!" :(

এই হলো তার জ্ঞান আমার কাব্যপ্রতিভা সম্পর্কে! :-* /:)

আমার ধারণা আমি আমার পরিবারের সবচেয়ে প্রতিভাহীন সন্তান। আর সবাই চরম প্রতিভাবান। বড় ভাইয়া এত চমৎকার ক্যালিয়গ্রাফি পারেন! ইশ, এইসব মনে করায়া দিয়া দুক্কু দিলেন দিলে! :(( :P

৪৭| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

সাদাত নিহান বলেছেন: সরি বললাম

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ! :)

৪৮| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: আমারও কেমন জানি মনে হচ্ছিল আপনারা ভাইবোন সবাই কমবেশী লেখালেখি করেন, সেজন্যেই জিজ্ঞাসা করা আর কি :)

জানেন, আপনাদের লেখালেখি দেখে কখনও খুব জেলাস হই। মাঝে মধ্যে চেষ্টা করি ২/৪ লাইন কবিতা লিখতে কিন্তু আগা মাথা কিছুই যখন হয়না তখন ভাবি আপনারা এত দ্রুত সুন্দর করে ছন্দ সাজান কি করে! একদম সত্যি বললাম।

ভালো থাকবেন, আপনার ফ্যামিলিকে আমাদের সালাম জানাবেন।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: আমি অবশ্যই ভালো লিখি না। কেন শুধু বলছেন!

ছন্দ মেলানো ব্যাপারটা সিম্পল!

আগে একটা থিম নিবেন, অর্থাৎ কি নিয়ে লিখতে চান, তারপর

এলে
মেলে
বেলে
ছেলে
হেলে
গেলে
-----------------------
এভাবে আগে শব্দ মিলাবেন, তারপর মাঝখানের কথাগুলো মিলিয়ে দিলেই আমার গুলোর মত ফালতু ছড়া! :P

কঠিন কাজে ফেলে দিলেন, এতোগুলা মানূষকে সালাম জানানো কঠিন! দেশ বিদেশে থাকে! পয়সা পামু কই মোবাইলে?!!!! :P
নাহ, স্কাইপে আছে না! B-))

৪৯| ০২ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯

বাংলার হাসান বলেছেন: চমৎকার।

পোষ্টে ভাল লাগা রইল।

০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:০১

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

ভালো থাকুন।

৫০| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৯

ইখতামিন বলেছেন:
আপনার ভাইয়া ক্যালিগ্রাফী পারেন।
একটা ক্যালিগ্রাফী দেখাতে পারবেন?
জল রঙে আঁকা ক্যালিগ্রাফী আমার পছন্দের B-))

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৩

গ্রাম্যবালিকা বলেছেন: ভাইয়া ছাত্র থাকতে অনেক করতো। এখন তো করেনা দেখি। যদি পাই তাহলে দেখাবো।

আপনিও পারেন নাকি? পারলে দেখাবেন আমাকে? :)

৫১| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫

শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: খুব সুন্দর কমেন্ট।

ভালো থাকুন শাহজাহান মুনির। :)



ধন্যবাদ। আপনিও ভাল থাকুন।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার জন্য শুভকামনা সবসময়। :)

৫২| ০২ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

জাওয়াদ তাহমিদ বলেছেন: >>>>>কিন্তু ঘটনা হলো, বেবি বললে মেয়ে না ছেলে বুঝা যায় না।ইতর প্রানী মনে হয়

এখন বুঝলাম কেন ছেলেরা গার্ল ফ্রেন্ডদেরকে বেবি বলে। ;)


>>>> তাই বালিকা! ইশ, কত সুন্দর শুনতে!
আহারে আমার আপুটার বালিকা ডাক শুনার কত্ত শখ। !!! :P

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: খোঁচাটা বেশ ভালো হয়েছে। খোঁচাতে লাইক। X( X( :P

ছেলেরা তাইলে ইতর প্রানীর সাথে ঘোরে ক্যান, স্বজাতি না হলে?;)

হুম, বালিকা---------------- ভালো লাগে সত্যি শব্দটা। একটা কোমলতা খুঁজে পাই। :#> :)

৫৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মাক্স বলেছেন: ২১তম ভালোলাগা!!!

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২০

গ্রাম্যবালিকা বলেছেন: মাক্স! আপনার সাথে অভিমান। /:)

এতো চমৎকার গল্প লিখেন, কিন্তু এক লাইন কমেন্ট লিখতে কি কৃপনতা!
কিছু একটা লিখবেন আমার কোন পোষ্টের কমেন্টে? :-*

অথবা লেখা কত ভালো হলে আপনার নিজের বলা কথায় কমেন্ট পাওয়া যাবে? :( /:)

৫৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:০২

ভুল উচ্ছাস বলেছেন: কবিতায় প্লাস, আমরা যারা পড়াশুনা করার জন্যে অনেক দূরে থাকি সবাইকেই আপনার কবিতা ছুয়ে দিবে। সুন্দর লিখেছেন। ক্যারি অন।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২২

গ্রাম্যবালিকা বলেছেন: জি, কবিতা কেমন তা না আসলে ফিল টা এতো বেশি ছিলো। আম্মুকে চরমভাবে মিস করছিলাম। সবসময়ই করি।


ধন্যবাদ ভুল উচ্ছাস। উচ্ছাস তো উচ্ছাসই! ভুল হোক আর শুদ্ধ! :) :)

৫৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ২:৪৪

ফালতু বালক বলেছেন:

মায়ের প্রতি অসীম ভালোবাসাটা অটুট থাকুক , সদা।

শুভ কামনা।

০৩ রা মার্চ, ২০১৩ সকাল ১১:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ফালতু বালক।

ভালো থাকুন আপনিও। :)

৫৬| ০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩

জাওয়াদ তাহমিদ বলেছেন: মিনা কার্টুনের ডায়ালগ মনে পড়ে গেল,
"ই ই ইতরামি কইরনা।" =p~ =p~ =p~

০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: ই ই ই ইতলামি আপ্নে কলতেছেন, আমি কিন্তু লাগ কলবো! /:) :(( :P

৫৭| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

তুন্না বলেছেন: ++++++ রইলো।
মায়ের প্রতি ভালোবাসার কোনো তুলোনাই হয় না।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

জি। মায়ের প্রতি ভালোবাসার কোনো তুলোনাই হয় না।

৫৮| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: গতরাতে আমি ভুত স্বপ্নে দেখেছি....পুরো ফ্লাটে এই মুহুর্তে আমি একা

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৪

গ্রাম্যবালিকা বলেছেন: ভুতের সাথে গল্প করতে পারেন। সংগীও পেলেন, ভয়ও থাকলো না। B-))

৫৯| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

ইখতামিন বলেছেন:
@ সেলিম আনোয়ার ভাই.
আপনি অতিদ্রুত শায়মা আপুর সাথে যোগাযোগ করেন.
উনি হয়তো আপনাকে কিছু নির্দেশনা দিতে পারেন. :P

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: কনকি? শায়মাপি ওঝা হলো কবে?! B:-) :P

৬০| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

ইখতামিন বলেছেন:
আমিও যখন ছাত্র ছিলাম- তখন সাহিত্যের চেয়ে ক্যালিগ্রাফীর প্রতি আমার অনেক বেশি ঝোঁক ছিল। কিন্তু ২০০৪ সালের পর আর তুলিই হাতে নেইনি। :(

না, এখন হাতের কাছে নেই.
যা ছিল সব গ্রামের বাড়ীতেই আছে।
এবার গ্রামের বাড়ীতে গেলে কয়েকটা নিয়ে আসবো।
তখন দেখতে পাবেন/ :)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: ওয়েটাইতাছি দেখার জন্য। :)

৬১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

জাওয়াদ তাহমিদ বলেছেন: >>>>ই ই ই ইতলামি আপ্নে কলতেছেন, আমি কিন্তু লাগ কলবো!


এই মাইয়া তো দেখি বালিকা থেকে সত্যিই সত্যিই শিশু হয়া গেল।

B:-/ B:-/ B:-/

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

গ্রাম্যবালিকা বলেছেন: এই ছেলে! বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানোনা! X( B:-)

এইবার হয়েছে বড় আপুর মত?

এই কথায় কাজ না হইলে আরো বড় হতে দ্বিধা করবো না! ;) :P

৬২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১২

বটবৃক্ষ~ বলেছেন: কোন দিবস চাইনা
কেবল জানি......
মা,তোমায় ভালোবাসি......

০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর বলেছেন বৃক্ষ। :)

ব্লগার তোমার নিক কি
কমেন্টে পরিচয়! ;) :P

৬৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:১০

অনীনদিতা বলেছেন: হাই,:)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন: হ্যালোওওওওওওওওওওও! কি অবস্থা!!! ;) :-* :-* :P

মজা পেলাম! :D

৬৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:১১

আমি-টর্নেডো বলেছেন: বালিকা ;)

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: টর্নেডো ;)

৬৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৫৮

আমি-টর্নেডো বলেছেন: মাইরালামু ;)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০২

গ্রাম্যবালিকা বলেছেন: ব্যানকইরালামু ;)

৬৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৪

আমি-টর্নেডো বলেছেন: পিপিলিকার পাখা গজায় মরিবার তরে X(

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:০৭

গ্রাম্যবালিকা বলেছেন:
পিপিলিকার পাখা গজায় মরিবার তরে
টর্নেডোর বাতাসে ফাইটার উড়ে! =p~ =p~ =p~

৬৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:১০

জাওয়াদ তাহমিদ বলেছেন: এইবার হয়েছে বড় আপুর মত?

এই কথায় কাজ না হইলে আরো বড় হতে দ্বিধা করবো না! ;) :P[/si


থাউক থাউক হইচে হইচে। মেলা ভুই পাইচি। :|| :|| :||

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: আহালে, বেচালা বয় পাইচে! :D

ওলে ওলে বাবু, বয় পায়না, তলকেট কিনে দিব। খুশি? ;) :P

৬৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৫

দহন আহমেদ বলেছেন: আগেই পড়েছিলাম! এখন কমেন্ট করলাম! চমৎকার লিখেছো, হে বালিকা! :P

তবে.........

মধুর আমার
মায়ের হাসি,
শাশুড়ি আম্মাকে
ভালোবাসি! :P ;)

২৩ নং ++++++++++++++! :D

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩০

গ্রাম্যবালিকা বলেছেন:
দহন দা'র
প্লাস পেয়ে
হলাম খুশি।
শাশুড়ী নয়
ভালোবাসুন
মাকে বেশি।

৬৯| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৮

অনীনদিতা বলেছেন: বালিকা ঘুষি মেরে ঝড় উড়াই দাও;)
ভয় পাইনা আমরা:)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: আমি তো ফু দেওয়ার আগেই উইড়া গ্যাছেগা! B-)) =p~

৭০| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৮

আমি-টর্নেডো বলেছেন: দহন আহমেদ বলেছেন: আগেই পড়েছিলাম! এখন কমেন্ট করলাম! চমৎকার লিখেছো, হে বালিকা!

তবে.........

মধুর আমার
মায়ের হাসি,
শাশুড়ি আম্মাকে
ভালোবাসি!



;) B-)) :P বালিকা মাইরালা মাইরালা আমারে। :P :P :P

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: খুনোখুনির মইধ্যে আমি নাইক্যা। মরতে চাইলে কচু গাছে ফাঁস নেন। ;) B-)) =p~ :P

৭১| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:২৮

ভুল উচ্ছাস বলেছেন: আমার নাম নিয়া সবাই প্যাচ লাগায় ক্যা। :( :(

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: কই প্যাচ লাগালাম?! /:)

এই দুনিয়া এখন তো আর
সেই দুনিয়া নাই।
ভালো কথা কইতে গ্যালেও
মাইনষের ঝাড়ি খাই। :( :(( :P

৭২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৩৭

অনীনদিতা বলেছেন: আহালে ঘটক সাহেব ঘটকালি করতে পারলো না:( :P ;)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১২:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: সে পারবে না, বুঝলা।

পারে শুধু ঝগড়া করতে আর ঝগড়া লাগায়ে দিতে!! X( ;) :P

৭৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৮

একজন আরমান বলেছেন:
আম্মার সাথে অনেক কারনেই এখন কথা কাটাকাটি হয়।
কিন্তু আম্মাকে বুঝাতে পারবো না কতোটা ভালোবাসি।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

গ্রাম্যবালিকা বলেছেন: সুন্দর কমেন্ট।

আপনাকে ঈর্ষা। মা কে দেখে আসলেন। আমি অনেকদিন দেখিনা। /:)

৭৪| ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

একজন আরমান বলেছেন:
আমি এখনও আসিনি। :P
এখনও ঝগড়া করছি। :P

আগামীকাল রাতে রওনা দিবো। :)

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩৩

গ্রাম্যবালিকা বলেছেন: মায়ের সাথে ঝগড়া করেন ক্যান! হুহ X( X( X(

আপনার যাত্রা শুভ হোক। :)

৭৫| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মায়ের জন্য ভালবাসা

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ৮:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপি। মায়ের জন্য ভালোবাসা

৭৬| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৩

ফারজানা শিরিন বলেছেন: গতকাল ম্যা অসুস্থ হয়ে গিয়েছিলো !!! ভয় পেয়েছি আমি ! প্রচণ্ড ভয় । :(( :(

তবে আল্লাহ্‌র রহমত এখন একটু ভালো আছেন ।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: আল্লাহ তাকে খুব জলদি পুরোপুরি সুস্থ করুন। আমীন

৭৭| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৩৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মা কে নিয়ে লিখা।
দারুন!
২৪ তম প্লাস।।

০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ দুর্জয়।

ভালো থাকুন। অনেক ভালো। :)

৭৮| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

সেলিম আনোয়ার বলেছেন: tomakey ashtei hobey amar blogey :)

০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: B:-) B:-) B:-) B:-)

৭৯| ০৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫১

শোশমিতা বলেছেন: কোন দেশেতে ডুবে থাকি কত ব্যস্ততায়
তবু মন পড়ে থাকে তোমার মমতায়
তুমি ভাব পাগল আমি খোজ রাখি না
শুধু জেনে নিও প্রতিক্ষন তোমায় খুজি মা
মা আমার মা।

০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: আপি, তোমার পোষ্টে আমার কমেন্টের উত্তরে আপ্লুত হয়েছি।
দ্যাটস হোয়াই, ইউ আর ওয়ান এন্ড অনলি দ্যা গ্রেট শোশমিতা আপু! লাইক ইউ মোর ডিয়ার। :)

আপি, তোমাকে আমার গ্রামে নিয়ে যাবো। সত্যি সত্যি। :)

কোন দেশেতে ডুবে থাকি কত ব্যস্ততায়
তবু মন পড়ে থাকে তোমার মমতায়
তুমি ভাব পাগল আমি খোজ রাখি না
শুধু জেনে নিও প্রতিক্ষন তোমায় খুজি মা

৮০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: মধুর আমার
মায়ের হাসি,
শাশুড়ি আম্মাকে
ভালোবাসি!
বউ এর কথা উল্লেখ করলে আসল কথা বের হবে।তাই মা আর শাশুড়অ তাই না?
একজনের মা তো আরেকজনের শাশুড়ী নাকি মিছা কইলাম।বালিকা.....?

০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

গ্রাম্যবালিকা বলেছেন: বুঝিনাই আপনার কথা।


ভালো থাকবেন কবি সেলিম আনোয়ার

৮১| ১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬

শোশমিতা বলেছেন: আপি, তোমাকে আমার গ্রামে নিয়ে যাবো। সত্যি সত্যি।
শুনে খুব খুশি হলাম আপু। সত্যি নিয়ে যাবেতো? গ্রাম আমার অনেক প্রিয়। গ্রামের আবহাওয়া, পরিবেশ সব কিছু মিলে আমার কাছে মনে হয় শান্তির নীড়।

১০ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১

গ্রাম্যবালিকা বলেছেন: হ্যাঁ নিয়ে যাবো তোমাকে আমাদের বাড়ীতে, যেখানে,

বর্ষাকালে উঁচু বাড়িটা দ্বীপের মত লাগে। কারন চারপাশে কোন বাড়ি নাই।

শীতকালে চারদিকে হলুদ সরিষা ক্ষেত

শরতে যমুনা নদীর বিস্তীর্ন চরে বিশাল কাশবন

গীষ্মে পুকুর পাড়ে বসে মরিচ গুড়া আর লবন মিশিয়ে কাঁচা আম খাওয়া

-----------------লিষ্ট গোস অন-----------

আপি তুমি অবশ্যই আসবে-------বুঝছো :)

৮২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৪

নিয়েল ( হিমু ) বলেছেন: আত্মজৈবনিক কবিতা ভাল লাগল এবং শেষ অংশের লেখাটাও ।
কিন্তু শেষের ইমো দুইটা লেখার সাথে মিলাইতে গিয়া হাসতে হাসতে শেষ :P

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ নিয়েল!!

ইমো ঠিক আছে, এইটা অভিমান আম্মুর উপর, সে কেন আমার সাথে থাকেনা। তাই। /:) /:)

৮৩| ২০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আহারে !
আমার মা বার্ধক্য জনিত কারনে শয্যাশায়ী , জীবনের অন্তিম সময়গুলি পার করছেন ।
একদিন আমার মা পৃথিবীতে থাকবেন না , ভাবতেই কষ্ট হয় । :(( :(( :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.