![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
আজ ব্লগার আশিক মাসুমের ব্লগে চতুর্থ বর্ষ পুর্ণ হল।
চার বছর ধরে চমৎকার সব লেখা উপহার ও মুল্যবান মন্তব্য করে আমাদের সাথে থাকার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
প্রথমেই ফুলেল শুভেচ্ছা
উপহার!
বর্ষপূর্তির কেক কাঁটা হোক।
খানাপিনার ব্যবস্থা আছে, সবাই খেয়ে যাবেন।
ডেজার্ট!
জুস খেতে পারেন, যারা শীতের দেশে তারা চাইলে চা খেতে পারেন।
পার্টি শেষ। এখন চলেন আড্ডা দেই
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ।
আপনার আইডি দেইখ্যা ভুই পাইছি
২| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
শিরোনাম বলেছেন: শুভেচ্ছা রইলো।
মাগার হেরে চিনিনাইক্কা।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০২
গ্রাম্যবালিকা বলেছেন: শুভেচ্ছা জানানোর জন্য ধইন্যা।
মানুষ যত কম চিনবেন তত ভালো। এই যে দেখেন, এই ব্লগার কে না চিনলে এতো কষ্ট করে ছবি এড করে পোষ্ট দিতে হত না :-<
৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫২
লাবনী আক্তার বলেছেন: দিন আসলেই দেহি পাল্টাই গেছে।
জাগোর চাইর বছর পূর্তি হইছে হেতেরা আর পার্টি দেয় না।
শুভাকাঙ্ক্ষীরাই পার্টি দেয়।
যাক, বালিকা মন্দ না। যার পার্টি দেয়ার কথা সেতো দিল না।
অভিনন্দন আশিক মাসুম।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: আপি, দিন যে অনেক আগেই বদলায়ে গ্যাছে! সেই করে বাংলালিঙ্কের দিন বদলানোর এড দিছে
শুভাকাঙ্খী থাকা ভালোই তো মনে হয়, আই উইশ আমারো থাকতো
কেউ না দিলে কি করা।
আশিক মাসুম কে অভিনন্দন নেওয়ার অনুরোধ করছি।
৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৫
এম ই জাভেদ বলেছেন: এ যে দেখি যার বিয়ে তার ধুম নেই
পাড়া পড়শির ঘুম নাই ..........
তয় পার্টি আমি খুব ভালা পাই।
শুভেচ্ছা তাকে ব্লগে যার ৪ বছর পূর্ণ হল।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১
গ্রাম্যবালিকা বলেছেন: যার বিয়ে অবশ্যই তার খবর থাকে না। মেয়ে হলে তো কথাই নাই, কান্তে কান্তে শেষ! আমার কান্না কাঁটির কোন ইচ্ছেই নাই, তবু লোক দেখানোর জন্য কাঁদতে হইবো! আফসুস।
পার্টি বড় কথা। আমিও ভালা পাই!
শুভেচ্ছা জানানো হল।
৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭
হাসি .. বলেছেন: শুভেচ্ছা রইলো।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: হাসি আপিইইইইইইইইইইই
আমার পোষ্টে এটাই মনে হয় আপনার প্রথম কমেন্ট !
খুশি আপনি এসেছেন।
ধন্যবাদ আপনাকে।
হাসিখুশি থাকুন প্রতিটি মুহুর্ত।
৬| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৭
শের শায়রী বলেছেন: চমৎকার এক মানুষ আশিক ভাই অভিনন্দন ওনাকে। বালিকা অনেক দিন দেখি না কেমন আছ?
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: হুম, চমৎকার এক মানুষ আশিক ভাই।
আমি ভালো আছি ভাইয়া। আপনি কেমন?
আসলেই আপনার ব্লগে কম যাই, তারমানে হলো পড়ালেখা কম করি, অলস হয়ে গেছি :#>
৭| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৯
বাংলার হাসান বলেছেন: প্রথমেই ফুলেল শুভেচ্ছা
এত কিছু একবারে খেলে পেটে সমস্যা হতে পারে।
ভাল পোষ্ট
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ বাংলার হাসান।
কম কম করে খেলেই হবে
ভালো থাকুন।
৮| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৩
লিন্কিন পার্ক বলেছেন:
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ লিনকিন পার্ক।
গিটার এনে আমাদের গান শুনাবেন কিন্তু পার্টিতে! "নিউ ডিভাইড" আমার বেশি পছন্দের একটি গান।
৯| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০
সোহানী বলেছেন: এই ভরদুপুরে এত খাওয়ার চেহারা দেখানোর অপরাধে আপনার বিচার চাই.....
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৮
গ্রাম্যবালিকা বলেছেন: হ্যালো সোহানী।
আপনি পুরা হুমকি দিলেন। কান্দুম কিন্তুক।
যার বর্ষপুর্তি তাকে হুমকি দেওয়া উচিত না?! আমি তাকে ট্রান্সফার করে দিলাম।
ভালো থাকুন সবসময়।
১০| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০
লাবনী আক্তার বলেছেন: কও কি বালিকা??
তোমার শুভাকাংক্ষির অভাব নাইক্কা। বুঝছ?? তোমারে সবাই ভালা পায়।
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: আর কিছু কই না।
সুনাম শুইন্যা গইল্যা গেছি। :#>
ধন্যবাদ লাবনী আপি। তোমাকেও সবাই ভালা পায়। বুঝছো।
১১| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
আশিক তুমি ব্লগিং করে যাও হাজার বছর ধরে আমি দোয়া করি যেন আরও বড় মাপের ব্লগার হয়ে আরও ভাল ভাল পোস্ট দিয়ে আমাদের সমাজের জঞ্জাল সব দূর করতে পার
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩২
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক সুন্দর সুন্দর কথা কান্ডারী।
আশিক মাসুম যেন আপনার উত্তর দেয়। সেই আশা থাকলো।
ছবিটা অসাম
১২| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: ডায়েটে আছি,খাওনের ছবি দিলে পুস্ট রিপোর্ট মারুম
আশিক ভাইকে শুভেচ্ছা
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: চিন্তা করুইন ক্যারে চেরম্যান সাব?! বউ আসলে শুকায়া চিমশা মারবেন এইটা আমি একহাত দিয়ে কিবোর্ড টিপেও লিক্তারি।
যা খাওয়ার এখনি খান, সে আসলে না রাঁধবে, রাঁধলেও না খাওয়া যাবে, খাওয়া গেলেও না খেতে দিবে, খেতে দিলেও না বেশি খেতে দিবে, বেশি খেতে দিলেও ঝাড়ির চোটে হজম করতারবেনা। আফসুস।
আশিক ভাইকে শুভেচ্ছা জানানো হল।
১৩| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভেচ্ছা রইল
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
গ্রাম্যবালিকা বলেছেন: জি, শুভেচ্ছা রইলো।
আপনার প্রো-পিক টা সুন্দর। অন্যরকম।
১৪| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪০
আত্নভোলা বলেছেন: দহন মিয়া কই?
শুভেচছা..
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: দহন আহমেদ কে দেখিনা ব্লগে আজকাল।
ছড়ার খেলা অনেক জমত তার সাথে। ভালো লিখেন তিনি।
শুভেচ্ছা জানিয়ে দিলাম।
১৫| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
একজন আরমান বলেছেন:
অভিনন্দন মাসুম ভাইকে।
আমি আসছি একটু পর আপনার এলাকায়। সত্যি পার্টি দিবেন? দিলে কল দিয়েন কিন্তু।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০২
গ্রাম্যবালিকা বলেছেন: জি, অভিনন্দন জানানো হলো।
বসুন্ধরা কনভেনশনে আজ ২৪ ঘন্টা আশিক মাসুমের বর্ষপুর্তি পার্টি। না খেয়ে যাবেন না কিন্তু
১৬| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১০
ইখতামিন বলেছেন:
আগের পোস্টের মতো এইবার আর ২য় ভালো লাগা দিলাম না।
তবুও আমি স্বপ্ন দেখছি, একদিন সকালে দেখবো- বালিকা আমাকে নিয়ে একটা পোস্ট দিয়েছে ''ইখতামিনের ১ম বর্ষ পূর্তি উদযাপন'' ।
একটু পর আবার আসছি।
দেখি বালিকা আমার কী জবাব দেয়।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
গ্রাম্যবালিকা বলেছেন: বাচ্চা ব্লগার দের জন্য পোষ্ট দিব!!! হো হো কয় কি!!
চার বছর হোক তারপর দেখা যাবে।
১৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
ইখতামিন বলেছেন:
আপাতত আশিক মাসুম কে এইটা দিলাম.
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ ভেরি মাচ।
আশিক মাসুমের পক্ষ থেকে ধন্যবাদ দিছি।
আমার ধন্যবাদ এতো বেশি হয়নাই যে অন্যের জন্য ইউজ করবো।
১৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৬
একজন আরমান বলেছেন:
আপনার দেখা চাই। না পেলে বুঝবো মিথ্যে বলছেন।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: আজিব!! পার্টি আশিক মাসুমের!! আমি ওইখানে যায়া কি করুম!
যার পার্টি সে অবশ্যই থাকবে।
১৯| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
শিপু ভাই বলেছেন:
আমাদের নায়ক ভাইয়ের ৪র্থ বর্ষপূর্তিতে অনেক ফূর্তি লাগতাছে!!!
অভিনন্দন আশিক মাসুম!!!
থ্যাঙ্কু গ্রাম্যবালিকা!!!
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: নায়ক ভাই!! খাইছে
আশিক ভাইয়ের সাথে দেখি সবার বিরাট খাতির! সেলিব্রেটি ব্লগার!
আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য খুশি হলাম। কেউ দেয়নাই।
২০| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
আশিক মাসুম বলেছেন: কাম্নে কি??? আমি ঘুমে থাকতে থাকতে এই কাহিনী ?? আমারে কেউ ধরেনরে ভাই , বালিকা আফায় আমারে নিয়া পোষ্ট দিছে !!!!!!!!!!
নিজেকে খুব খুব সম্মানিত লাগছে , আসলে আপনাদের সকলের ভাল বাসার কারনেই হয়তো এখনো আছি সামুর পাশে। আমি পোষ্ট দিব বিকেলে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে , আর একটা পার্টি অফার থাকবে ইনশাল্লাহ।
@বালিকা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকলাম। আর সবার প্রতি থাকলো আমার প্রাণ ভরে দোয়া শুভ কামনা।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি অনেক বিনয়ী। বুঝলাম।
কিন্তু ট্যাগ দেখেছেন?
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার ধারনা আশিক মাসুম একজন মডু। ঘটনা কি সত্য?! কে জানে।
ঘটনা হলো মডু হলে আমার সব পোষ্ট যেনো ষ্টিকি করেন সেই আশা নিয়া এই ঘূষ প্রদানমুলক পোষ্ট।
সবসময় সামুর সাথে, আমাদের সাথে থাকুন সেই শুভকামনা।
আনন্দময় জীবন হোক আপনার। সুখী হোন।
২১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
পার্টিতে আছি ।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: আমিও তো আছি, এখন তো গান হচ্ছে।
কান্ডারি আপনি নাচছেন আর ভাবী কখন থেকে খুঁজছে আপনাকে!!
২২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭
ইখতামিন বলেছেন:
ওই...
আমি কিন্তু বাচ্চা না.........
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
গ্রাম্যবালিকা বলেছেন:
আপনি বাচ্চা ব্লগার। প্রুভড।
২৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
একজন আরমান বলেছেন:
আপনার এলাকায় পার্টি !
তার মানে আপনিই তো হোস্ট তাই না !
তো গিয়ে তো আপনাকেই কল দিবো।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: আইচ্চা কল দিতারলে দিয়েন। তাইলে খায়ামুনে
২৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৬
আমিনুর রহমান বলেছেন: ব্লগার আশিক মাসুম এইডা আবার কেডায় চিনলাম না তো
তয় পার্টি মুবারক আফনে যহন খাওয়াইতে চাইছুন আমি কেম্বে মানা করি।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: আসলেই আমিনুর ভাই আমিও চিনিনা। আমি আর ভাবছিলাম আপনারা চিনবেন। এই পোষ্ট দিছি, যাতে আপনারা তারে একটু চিনায়ে দেন
পার্টি মোবারক।
২৫| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
যোগী বলেছেন: চিয়ার্স !!!!!!
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: চিয়ার্স
২৬| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
সোনালী ডানার চিল বলেছেন:
আশিক ভাই শুভেচ্ছা....................
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: আশিক ভাইকে শুভেচ্ছা জানানো হলো।
আপনি কেমন আছেন কবি?
ভালো থাকুন সবসময়। সোনালি ডানার চিলের মত মুক্ত স্বাধীন থাকুন।
২৭| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা হা।
১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: হা হা হা
হাস্তে হাস্তে খেয়ে যাবেন। পার্টিতে হাজিরা দেওয়ার জন্য ধন্যবাদ।
আপনি যদি আসতেন, সবাই টাস্কিত হয়ে পার্টি টার্টি ভুলে যেত!!
২৮| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
যোগী বলেছেন: আমার একখান আবদার আছিলো
ইস্টারে খাইতে মুঞ্চায় মাংস-পরোটা
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: চলে আসেন কাল সন্ধ্যায় আশিক ভাই তো দাওয়াত দিয়েছে!!
২৯| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
জানতে চায় বলেছেন:
অভিনন্দন
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন আপনি।
৩০| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
লেখোয়াড় বলেছেন:
ধন্য আমি ধন্য।
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি ধন্য! ক্যম্নে কি?
আপ্নে কি আশিক মাসুমের মাল্টি!!
থ্যাঙ্কস ফর কমেন্ট।
৩১| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১২
জানতে চায় বলেছেন: কিনতু ভার্চুয়াল খাবার ক্যান ?
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: খাবার খাবারই, ভার্চুয়াল অর রিয়েল ডাজেন্ট ম্যাটার!
৩২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৪
একজন আরমান বলেছেন:
ইসস আপনার নাম্বারটা ভুলে গেছি
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৭
গ্রাম্যবালিকা বলেছেন: আগেরটা না ভুলেছেন, পরে যে আরেকটা দিলাম সেইটাও ভুল্লেন!! কষ্ট পেলাম
৩৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪৯
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: চতুর্থ বর্ষপূর্তির শুভেচ্ছা । পার্টি কেক রিয়েলি অসাম
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮
গ্রাম্যবালিকা বলেছেন: আশিক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ বিথী আপি
৩৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৩
ইখতামিন বলেছেন:
ওই. আমার ব্লগে চুরি কইরা অফলাইনে ঢুকলেন ক্যান?
এইবার আপনাকে পাইয়াছি.
তাড়াতাড়ি জরিমানা দেন
১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: এই হলো জরি, আর
এইটা নিতে মানা।
দুই মিলে জরিমানা
৩৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১
ইখতামিন বলেছেন:
আপনার নামে আরেকটি মামলা দায়ের করা হলো।
বিখ্যাত ওয়েব সাইট শুটারস্টক থেকে ছবি চুরির দায়ে।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০২
গ্রাম্যবালিকা বলেছেন: আজিব, আমি কি তার নাম মুছে দিছি?! ফটোশপের এতো ভালো কাজ জানার পরও নাম মুছিনাই এইটা অদের ভাগ্যি।
৩৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
শান্তা273 বলেছেন: শুভেচ্ছা ও অভিনন্দন আশিক মাসুম কে।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: আশিক ভাই কে জানিয়ে দিলাম।
ভালো থাকুন শান্তা।
৩৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১
আশিক মাসুম বলেছেন: কি হচ্ছে এখানে এতো লকজন কেন
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: আশিক ভাই, সবাই আপনার জন্য আসছে।
দয়া করে সবার শুভেচ্ছা গ্রহন করুন।
৩৮| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৬
ইখতামিন বলেছেন:
বুঝতে পেরেছি।
বালিকার আগের পোস্টের পরবর্তী রূপই এই পোস্ট।
বালিকার সেই কুমার ছেলে পাওয়া গেছে।
আমি জানি। কিন্তু কমুনা।
আশিক মাসুম ভাই. পেত্নীর আত্মা আপনার আশিক হইয়া গেছে গা।
আপনের লাইগা আমার পরান কান্দে গো।
আপনে এখন কই পালাইবেন
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: ইখতামিন, আপনাকে ভালো লাগে ব্লগে, প্লিজ কোন লিঙ্ক খুঁজবেন না। একটু ভালোলাগা নিতে ব্লগে আসা। অনুরোধ করি কোন কিছুর সাথে মিলাবেন না।
আমি সহব্লগারের জন্য পোষ্ট দিতেই পারি, তাইনা। কোন অপরাধ হয়ে থাকলে আমি পোষ্ট ড্রাফটে নিয়ে যাবো।
আরেকবার অনুরোধ করি, প্লিজ কোনকিছুর সাথে মিল খুঁজে নিবেন না।
ধন্যবাদ
এগুলো সিরিয়াস কথা।
আই নো ইউ ওয়ার জাষ্ট কিডিং।
৩৯| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭
একজনা বলেছেন: পার্টি তো দেখি জমে উঠেছে
আপনাকে ধন্যবাদ। আশিক মাসুম কে শুভেচ্ছা।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: কোন কথা না! জাষ্ট পার্টি!
আপি তোমার কি লাগবে? আর একটু রোষ্ট এনে দিব?
৪০| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১২
তন্দ্রা বিলাস বলেছেন: আমারে কি খানা "বিকাশ" করণ যাইব?
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: এই ব্যপারে আশিক ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ছেলে মানুষ টেকনিক্যাল ব্যপার ভালো বুঝে।
৪১| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ঈশ বালিকা তুমি ভাল নাচতে পার না
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: আর আপনি শুধু কোমড় দোলাচ্ছেন! আর কোন মুদ্রা পারেন না
৪২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২০
ইখতামিন বলেছেন:
ছি. ছি.
এতো সিরিয়াস ভাবে নিলেন!
ওকে. লিংক খুজবো না আর.
@ আশিক মাসুম ভাই!
আমার উপরের মন্তব্য থেকে আপনি কিছু মনে করবেন না আশা করি। কারণ, সেটা নিছক ফান ছিল। শুধু মজা করার জন্যেই বলেছি।
আশা করি আমরা ভুল বুঝাবুঝি থেকে দূরে থাকবো।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: সর্যি ইয়ার।
প্লিজ ডোণ্ট মাইন্ড।
ব্লগে নানান মানষিকতার মানুষ থাকে। জানেন তো অবশ্যই। আমি জানি আপনি বুঝতে পারছেন। আমার খারাপ লাগছে আপনাকে কষ্ট দিলাম বলে।
সর্যি এগেইন।
৪৩| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫
অদ্বিতীয়া আমি বলেছেন: ওয়াও পার্টি ! ইস দেরি করে ফেললাম ।
আশিক মাসুম কে শুভেচ্ছা।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: ১১ বাজ গেয়ি, লেকেন পার্টি আভি বাকি হ্যাঁ
শুভেচ্ছা যথাস্থানে বন্টিত হলো।
৪৪| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪২
একজন আরমান বলেছেন:
আপনি মিথ্যেবাদী।
গ্রাম্যবালিকারাও আজকাল মিথ্যেবাদী হয়ে যাচ্ছে !
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: ওহ! আর আপনি যে আমাকে নাম্বার ছাড়াই কল দিতে চাইলেন, এইডা কি মিছে কথা না!
৪৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
শুভেচ্ছা উনাকে।
আপনাকে ও।
১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: উনাকে শুভেচ্ছা জানালাম।
ধন্যবাদ।
৪৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৭
তারছেড়া লিমন বলেছেন: আশিক ভাইয়ের শুভেচ্ছা !!!!!!!!!!!গ্রাম্যবালিকা আশাকরি পৌছিয়ে দিবেন
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০১
গ্রাম্যবালিকা বলেছেন: জি আমার পোষ্টের লিঙ্ক টা তার ব্লগে দিয়ে আসবো। পৌছানো হয়ে গেল।
ধন্যবাদ আপনাকে।
৪৭| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
মামুন রশিদ বলেছেন: ভাইডির চতুর্থ বর্ষপূর্তিতে বালিকার পার্টি
আমার আইজ দশ মাস দুই দিন, আমার কি হঁপেরে মোমিন
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: বাহ! আপনার আর দুই মাস! সিলেট( যতদুর জানি) এসে পার্টিতে যোগ দিবো সবাই! হুররে----!
৪৮| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৪
জাওয়াদ তাহমিদ বলেছেন: বিশাল আড্ডা। তয় আমার থাকনের উপায় নাই। ৩ দিন পর সেমিস্টার ফাইনাল ।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:০০
গ্রাম্যবালিকা বলেছেন: বাচ্চালোগ পড়তে বসো। যাও।
তোমাদের জন্য আইস্ক্রিমের ব্যবস্থা করা হবে।
৪৯| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮
এম হুসাইন বলেছেন: দুই টা নাম তো এখাই নিয়া বইয়া আছে ভাই, কারে দেই শুভেচ্ছা, তাই আশিক ভাই কে শুভেচ্ছা মাসুম ভাই কেও শুভেচ্ছা। আমার অনেক প্রিয় একজন মানুষ কিন্তু...
পোস্টে ভাললাগা।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১২
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার (আমার না ) অনেক অনেক প্রিয় মানুষ আশিক ও মাসুম ভাইকে আপনার দেওয়া শুভেচ্ছা পৌছিয়ে দিলাম। উফ--- হয়রান :-<
ভালোলাগা নিলাম।
ভালো থাকুন ভাইয়া।
৫০| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪
s r jony বলেছেন:
আমার প্রিয় ফুলের শুভেচ্ছা রইল
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৫
গ্রাম্যবালিকা বলেছেন: এটা তো আমার প্রিয় ফুল এস আর জনি!!
এই শুভেচ্ছা আশিক ভাইকে না দিয়ে আমি নিলে কেমন হয়?
থাক নিবনা, উনি যদি এসে বলে গিফট একটা কম ক্যান, তখন কত লজ্জা পাবো! :#>
সুন্দর ফুলের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। শুভ্রতায়, সুঘ্রানে ভরে থাকুক জীবন!
৫১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২১
একজন আরমান বলেছেন:
আমি তো মনে করেছিলাম আমার কাছে আছে। পরে দেখি নেই।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: এতো ভুলো মন হলে হবে নাকি?!
৫২| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
সিয়ন খান বলেছেন: বালিকা আপনি কি সুরু করসেন?? এত খাবারের পোস্ট দেখে তো মন মানে না। খাইতে মন চায়। খাওয়াবেন কবে এইডা কন??
শুভেচ্ছা আশিক মাসুমকে
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৮
গ্রাম্যবালিকা বলেছেন: আমার বর্ষপুর্তিতে ইনশাল্লাহ
আশিক মাসুমের শুভেচ্ছা এই মুহুর্তে পৌছিয়ে দিলাম
৫৩| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১১
একজন আরমান বলেছেন:
মাথায় কতো টেনশন নিয়ে আছি, তা যদি আপনার মাথায় থাকতো তবে আপনি নিজের নামই ভুলে যেতেন !
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭
গ্রাম্যবালিকা বলেছেন: আমার নাম ভুললে আপনারা আছেন কি করতে!! মনে করিয়ে দিবেন
লিসেন, টেনশনে সবাই থাকে। কেউ বুঝায় কেউ বুঝায় না।
৫৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: অভিনন্দন আশিক মাসুম
১২ ই মার্চ, ২০১৩ রাত ৯:০২
গ্রাম্যবালিকা বলেছেন: আশিক ভাইয়ের পক্ষ থে্কে ধন্যবাদ জানাচ্ছি
৫৫| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৪
আশিক মাসুম বলেছেন: এই পোষ্ট এর সকল কমেন্টার( মানে যারা কমেন্ট করছেন আরকি)
সব্বাই কে বুকের গভীর হতে ভালা বাসা আর শুভ কামনা জানিয়ে গেলাম।
আর বালিকা আপনার কাছেত কৃতজ্ঞতার শেষ নাই , অনেক অনেক ভাল থাকবেন আপনি।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩১
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে। সবার শুভকামনার উত্তর দেওয়ার জন্য।
ভালো থাকবেন আপনিও আশিক মাসুম।
আনন্দময় হোক জীবনের প্রতিটি মুহুর্ত।
৫৬| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধুর, দিলেনতো ভাত খাওয়ার পরও আবার খিদা লাগায়া...
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন: কি খাদক!!!!!!!!!
খাওয়ার পর আবার খিদা!!
৫৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৫৯
একজন আরমান বলেছেন:
আপনে আসলেন না।
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: আমার হাত পা বান্ধা
৫৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:০৩
তামিম ইবনে আমান বলেছেন: আজ পেটপুরে খেলুম। শুভেচ্ছা।
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০১
গ্রাম্যবালিকা বলেছেন: ভার্চুয়াল খাবার খেয়ে পেট ভরে ঝান্তাম না থো!!
আমি তো শুধু ব্লগেই দাওয়াত দিয়েছিলাম।
৫৯| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪২
তামিম ইবনে আমান বলেছেন: আমি বাস্তবেই খাইসিলাম
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: আমি খাইও নাই কইতারিও না
৬০| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
একজন আরমান বলেছেন:
হুরর...
মজা নেন?
আপনে তো দেখি ফাউল হয়া যাইতাছেন দিন দিন !
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: মিয়া, আম্রে গৃহবন্দী+ জালবন্দী( নো ইন্টারনেট) করার ধান্দায় আছেন!
৬১| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
তামিম ইবনে আমান বলেছেন: মানা কর্সিল কেডায়?
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: এই প্রশ্নের সাতে চোকটিপি যায়না। ভাইয়ে দড়ি দিয়া বাইন্দা রাখেনাই তাই বেশি
আশপাশেই থাকেন দরদ থাকলে পার্সেল আনতেন :-<
৬২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
তামিম ইবনে আমান বলেছেন: তাই নাকি? জানতাম না। তাছাড়া আপনার সাথে সেরকম পরিচয় ও হয় নাই
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন: চলেন পরিচিত হই।
হাই
এ এস এল
বাজ
ইউ দেয়ার
হ্যালো
কাম অন!
আন্সার মি !! ------------
৬৩| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
তামিম ইবনে আমান বলেছেন: আমি মেসেঞ্জার ইউজাই না। তাই এসব বুঝি না
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: তাইলে বাজ বাদ দিলাম ।
ফেবুতেও তো এইগুলান কয়া যা
মেসেঞ্জার আগে ইউজাইতাম
৬৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩১
একজন আরমান বলেছেন:
আমি আবার কি করলাম?
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: কইলাম যাওনের উপায় নাই। আর আপ্নে আম্রে ফাউল কয়া দিলেন
ব্যাপারনা যাইমু পরের টাইমে
৬৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৮
একজন আরমান বলেছেন:
চরি !
আচ্ছা
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
গ্রাম্যবালিকা বলেছেন: উখে
৬৬| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫০
শাহজাহান মুনির বলেছেন: পপার্টি!! ! খাইতে মন চাই। অভিনন্দন আশিক মাসুম ।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২১
গ্রাম্যবালিকা বলেছেন: আশিক ভাই তো পার্টি দিয়ে দিছেন সেই দিন, রিয়েল লাইফে!
৬৭| ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
শাহজাহান মুনির বলেছেন: লেখক বলেছেন: আশিক ভাই তো পার্টি দিয়ে দিছেন সেই দিন, রিয়েল লাইফে!
Next time best of luck.
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন: ওকে! Next time best of luck.
৬৮| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৩
শিপু ভাই বলেছেন:
স্টারে কাচ্চি পার্টি ছিল!!!
আপ্নে মিস্কর্ছেন!!!
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: কাঁটা ঘায়ে নুনের ছিটা দেয় মানুষ।
মিস্কর্ছি তো
ধন্যবাদ শিপু ভাই।
৬৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই পোস্টে আমার কমেন্ট নাই কেন ?
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২০
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি ছিলেন না তো!! গলায় গামছা বেঁধে ব্লগে ফেরত আনলাম, ভুলে গেছেন?!
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
মাইরের উপ্রে ঔষধ নাই বলেছেন: