![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
গতকাল বিকেলে ঘুরতে যেয়ে দুইবোন মিলে কিছু ছবি তুলেছিলাম। সেইগুলাই দিচ্ছি। ব্লগে দেখি কেউ না করেনা কিছু করতে তাই এই ফালতু ছবিগুলাও দিলাম। হে হে
বেশিরভাগ ফুলের নাম জানিনা, এইগুলার আদৌ কোন নাম আছে কিনা কে জানে! কেউ জানলে দয়া করে আমাকে অবগত করবেন। তবে চিন্তা করছি আমার ইচ্ছে মত একটা নাম দিব। মাইর দিবেন না প্লিজ।
১।বাসা থেকে বেরুতেই দেখি খালি প্লটে ঘোড়া! ঘোড়া ঘাস খাচ্ছে দেখতেই পাচ্ছেন!
২।বাসার সামনের সবজি বাগান। আজ সকালে এই শাক খাবো।
টমেটো ফুল।
পাশের ও আমাদের বাসার সামনের কিছু ফুল গাছ।
প্রথমেই বাগানবিলাস
কামিনী
তরুন (না তরুনী ) শিউলি গাছ
পাথর ঠেলে গাছ ! প্রানের কি তাগিদ!
হাঁটতে হাঁটতে তোলা নাম না জানা ফুলসমুহ।
আনন্দী ফুল
শুভ্রতারা ফুল
মিনার/গম্বুজ ফুল
একটা অফিসের সামনে হলুদ ফুল, এটার নাম হয়তো অনেকেই জানে। আমি জানিনা
বেবি টমেটো
এইটার নাম দিলাম সুগন্ধা। এতো সুন্দর সুবাস! ইশ
শুধুই ঘাসফুল
ঝুমকো কাঠি ফুল!
কালো বেবি টমেটো!! হায়রে নাম!
বাসার ছাদের কোনায় চিল বসে আছে! কি সুন্দর আকাশ!
রাস্তা-------------আজব দেখাই তো যাচ্ছে রাস্তা! এইটা কোন ক্যাপশন হলো!
পুকুর বা ডোবা যাই হোক, অদ্ভুত সুন্দর লাগছিলো শেষ বিকেলে
আরেকটি দিনের সমাপ্তি
উৎসর্গঃ তামিম ইবনে আমান কে। তার এই সব বিষয়ের ছবি নিয়ে পোষ্ট আছে। সেখানে আমি বলেছিলাম আমারো এরকম ছবি আছে, তার উত্তরে সে বলছিলো পোষ্ট দিবেন। পুরাতন না দিয়ে নতুন করে তুলে দিলাম।
*ছবিগুলো সনি (কোয়ালিটি জানিনা) ক্যামেরা আর আইফোন থ্রিজিএস এ তোলা**
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১২
গ্রাম্যবালিকা বলেছেন: ফকিরের মাইর শেষ রাইতে! এই টাইপের একটা কথা আছে না।
হে হে, একটা ভালো হইছে তাতেই খুশি।
সো সো মানেত খ্রাপ না।
২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
আমিভূত বলেছেন: ছবি ভালা হইছে
ক্যাপসান তো মাশাআল্লাহ বেবি টমেটো ,বেবি বেগুন !
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: কি করবো ভুতাপি! একটা কিছু তো বলতে হবে।
:#>
৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
নীলপথিক বলেছেন: বাঃ এত্তো সুন্দর জায়গায় থাকেন? কোথায় এটা? আমার তো যেতে ইচ্ছে হচ্ছে খুউব। ঢাকার আশে-পাশে হলে এই উইকএন্ডেই চলে আসতে পারি। আমিও ছবি নিয়ে ব্লগ দিয়েছিলাম একটা। বলাবাহুল্য, তেমন সাড়া পাইনি (অবশ্য সাড়া জাগানিয়া কিছু লেখবার মতন যোগ্যতাও তো থাকা চাই, তাইনা?) দেখতে পারেন আমার ছবিগুলোও।
লং ড্রাইভঃ Click This Link
ছবি ব্লগঃ Click This Link
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ
আপনার ছবিগুলো অসম্ভব সুন্দর।
৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৫
এসএমফারুক৮৮ বলেছেন: ভালই তো........
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
গ্রাম্যবালিকা বলেছেন: আপনিও কমেন্ট করলেন, ভালোই তো----
হাহাহা, কিডিং
ধন্যবাদ
৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এইটা ঘোড়া আমি ভাবছিলাম এইটা ঘোড়া
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: আমি কি না করছি এইটা ঘোড়া না?!
সবাই শুধু মজা নেয়, আমি কি বেবি!
৬| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩১
লাবনী আক্তার বলেছেন: বালিকা ছবি ভালো হইছে। আর প্রথম ছবিটা ঘোড়া না ঘোড়ি??
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: আপি, ছবি ভালো হইছে বুঝলাম, কিন্তু তুমি এইটা কোন প্রশ্ন করলা!!
ছবি তুলতে যায়া ঘোড়া/ঘোড়ির দাবড়ানি খাইছি, রিক্সায় এক পোলা আমার দৌড়ানি দেখে কি হাসি! সামনে পাইলে ওর দুইটা দাঁত ঠিক ভাংতাম।
৭| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
ইমরাজ কবির মুন বলেছেন:
আনন্দী ফুল গুলা সুন্দর ||
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৮
গ্রাম্যবালিকা বলেছেন: মু্ন, আনন্দী নাম কিন্তু আমি দিছি
থ্যাঙ্কু। ছবি যেমনই হোক, মায়া করেই তো তুলেছি, তাইনা। :#>
৮| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৬
লাবনী আক্তার বলেছেন: সর্বনাশ !!
মানুষের দাঁত ভাংলেত তোমার নামের সাথে টাইটেল দেয়া হবে সন্ত্রাসী বালিকা!!
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: সন্ত্রাসী কয়ালাইছে অল্রেডি। গিয়াসলিটন ভাই তার রাইস মিল পোষ্টে। ব্লগে আসেনা বলে হুমকি কমেন্ট মুছার দিছিলাম তাই
৯| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৪৮
হাবীব কাইউম বলেছেন: আপনার আনন্দী ফুলের নাম গুয়েগান্দা। এই বিশ্রী নাম কে দিয়েছে জানি না, তবে মৃত্যুঞ্জয় রায়ের কাছ থেকে জেনেছি এই নাম। আমার আসা-যাওয়ার পথ (ডেমরা রোড)-এ প্রচুর পরিমাণ ফোটে। দেখতে দারুণ লাগে।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: যে এইটার নাম গুয়েগান্দা দিছে তারে মাইনাস! ক্যান আনন্দী নাম তার মনে আইতারলোনা!
হুম দেখতে সত্যিই খুব সুন্দর।
১০| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫২
হাবীব কাইউম বলেছেন: ওটার ইংরেজি নাম lantana
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১
গ্রাম্যবালিকা বলেছেন: ইংরেজী নাম তো ভালোই ছিলো
১১| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাল্লাগছে পোস্ট।।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। এইসব এলেবেলে ছবি ভালো লাগলো!! সবাই অনেক ইন্সপায়ার করে সত্যি
১২| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
বালিকা শব্দের অর্থ হইল বেবি ,
আর গ্রাম্য শব্দের অর্থ হইল তুমি
তাইলে গ্রাম্যবালিকা শব্দের অর্থ দাঁড়াইল তুমিবেবি
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
গ্রাম্যবালিকা বলেছেন: লেখক বলেছেন: জলজ্যান্ত বড় একটা মেয়েকে কেন বেবি বলছেন!! আমি রাগ রাগ রাগ রাগ রাগ------------------------(ফুপিয়ে ফুপিয়ে কাঁদার ইমো)
কান্ডারী অর্থ হইলো পায়ে পারা দেওয়া
অথর্ব অর্থ হইলো ঝগড়াটে
তাইলে কান্ডারী অথর্ব শব্দের অর্থ পায়ে পারা দেওয়া ঝগড়াটে
১৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
রোহান খান বলেছেন: বেবি টমেটো...ভালো লাগলো
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ রোহান খান।
শুভকামনা।
১৪| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
সুফিয়া বলেছেন: টমেটো দুটো দেখি পাকা। তাহলে এগুলো বেবী টমেটো হলো কি করে ?
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: সাইজ অনুযায়ী বেবি নাম দিছি
হে হে, আমার ব্লগে আসার জন্য ধইন্যা
১৫| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫
এক্সপেরিয়া বলেছেন: ভাল্লাগসে । তাই পিলাস
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ এক্সপোরিয়া । ভালো থাকুন অনেক
১৬| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫
আলামিনস্টাইন বলেছেন: দারুন লাগল ছবি গুলো।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: এইসব ছবি ভালোলাগানোর জন্য নিজেকে মানষিক অত্যাচার করার জন্য ধন্যবাদ।
১৭| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
এম হুসাইন বলেছেন: ছবি তাইলে আপলোড হইছে? কেমতে হইলো পরে?
ছবি সুন্দর হয়েছে।
পোস্টে ভাললাগা
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: ফটোশপে নিয়ে রেজুলেশন কমিয়ে নতুন নামে সেভ করে তারপর আপ্লোড দিছি
থ্যাঙ্কু ভাইয়া।
১৮| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩
পাখা বলেছেন: ছবি সুন্দর হয়েছে। +++
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ পাখা ( হাত পাখা নাকি পাখির পাখা)
১৯| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৫
শাকিল ১৭০৫ বলেছেন: ছবি গুলি ভালো হইছে
লন পেলাচ
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ শাকিল ।
কষ্ট করে ছবিগুলো দেখার জন্য।
২০| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
কালা মনের ধলা মানুষ বলেছেন: ইমেজ অফ করা, তাই ছবি দেখতে পারতেসিনা। শুধু ক্যাপশান পড়েই লাইক দিয়ে গেলাম !!
অন হলে আবার আসবো।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: খুশি হয়ে গেলাম মুরুব্বি বন্ধু। অনেক ধন্যবাদ।
২১| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬
s r jony বলেছেন: কয়েক ছবি ভাল লাগছে,
অফ টঃ আমিও ভাবছিলাম একটা ছবি আপলোড দিব তবে সেটা কাচ্চি বিরিয়ানির। কিন্তু নেট ডিস্টাব ক্রছে বলে পারলাম না।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ এস আর জনি।
দেখছেন, নেট ও আমার পক্ষে !! হা হা হা
২২| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
ইখতামিন বলেছেন:
১৯৯৫ সালের কথা.
প্রতিদিন বিকেলে খেলতে বেরুতাম,
তখন বেবী টমেটো গুলো দেখতাম.
এখন আর দেখিনা.
ছবিগুলো খুব ভালো লেগেছে.
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ইখতামিন, স্বল্প সময়ের জন্য নষ্টালজিক করে দিতে পেরে আনন্দিত।
২৩| ১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯
গারো হিল বলেছেন: ছুন্দর
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: দইন্যভাদ
২৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০১
ভিটামিন সি বলেছেন: মোর বাড়ির পাশে কি তোমার বাড়ি নি সখী? তাড়াতাড়ি কইয়্যা হালাও। আমি আইতে আছি।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: হে হে , ঢাকার আশে পাশের এলাকা গুলোয় এই ধরনের গাছ পালা দেখা যায়।
ধন্যবাদ ছবি দেখার জন্য।
২৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
যুবায়ের বলেছেন: চমৎকার ছবিব্লগ..
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: অন্নেক ধন্ন্যবাদ যুবায়ের ভাইয়া।
২৬| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯
*কুনোব্যাঙ* বলেছেন: হিডেন বিউটি সব। অলক্ষ্যে অপরূপ!! শুভ্রতারা ফুলের আসল নাম আমি জানি, ভাট ফুল। তবে শুভ্রতারা নামটা অনেক পছন্দ হইছে
কয়দিন আগের তোলা এই ছবিটা আপনাকে ডেডিকেট করলাম
অঃটঃ আপনার একটি কবিতা আজ মা'কে পড়ালাম। অনেক প্রশংসা করলো আপনার। তারপর মা'কে বললাম যে আপনিও জামালপুরের।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: ভাট ফুল, আচ্ছা, ক্যাপশন কি চেঞ্জ করে দিব?! বুঝতেছিনা।
ধন্যবাদ ছবি ডেডিকেট করার জন্য। মুকুল দেখে কাঁচা আম খেতে ইচ্ছে করছে, লবন আর মরিচ গুড়া দিয়ে------ ( লুল ফালানী ইমো)
অঃটঃ আপনার আম্মু যদি ব্লগিং শুরু করেন, তাইলে তো কোন মেয়ের ব্লগে আর যাইতারবেন না। আমার কবিতা পড়ানো কি ঠিক হলো
২৭| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
কাওছার০ বলেছেন: সুন্দর
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ কাওসার ভাইয়া। ভালো থাকুন।
২৮| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
জাকারিয়া মুবিন বলেছেন:
ভালা হইছে রে.............
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া। খুশি
২৯| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১
নীল-দর্পণ বলেছেন: কালো বেবী টমেটো কে আমাদের গ্রামে বলে দুধ গুলুম। কত্ত যে খেতাম
ছবিগুলো সুন্দর।
আপুরা কোথায় থাকেন বলা যায় কি? জায়গাটা অনেক সুন্দর মনে হচ্ছে
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
গ্রাম্যবালিকা বলেছেন: দুধ গুলুম! আচ্ছা!
ছবিগুলো বসুন্ধরা আবাসিক এলাকাতে তুলেছি। যায়গাটা সত্যিই সুন্দর।
৩০| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
জেমস বন্ড বলেছেন: বেবি কে বেবী টমেটু খাওয়ানো হউক
ছবি সুন্দর উডাইছেন , আফায় থাকেন কই ( কফি ফেস্ট নিলুফার ইয়াসমিন আফরোজা আফা )
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১২
গ্রাম্যবালিকা বলেছেন: কাম অন! আমি তো বলে দিছি আমি বেবি না
আফায় আগের আফার কমেন্টে উত্তর দিছে
৩১| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
একজন আরমান বলেছেন:
একা একা ৩০০ ফিটে যাইয়া ফডু তুলেন?
আমগো কইলে তো আমরাও আইতে পারি।
পাথর ঠেলে গাছ ! প্রানের কি তাগিদ!
দুর্দান্ত একটা ক্যাপশন হয়েছে।
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: পোষ্ট না পইড়া কমেন্ট করেন মিয়া! কইছিনা ভইনরে লয়া গেছি
ক্যাপশন টা আমারো পছন্দ হয়েছে আরমান, হাত ফস্কে লিখ্যালাইছি
৩২| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
জানতে চায় বলেছেন:
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩৩| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
আশিক মাসুম বলেছেন: +++
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
গ্রাম্যবালিকা বলেছেন:
৩৪| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
তামিম ইবনে আমান বলেছেন: খাইসেরে! আমারে উতসর্গ কইর পুস্ট আসছে আর আমি নিজেই জানিনা! মাইরালা আম্রে মাইরালা! নাইস ফটুক। প্রিয়তে
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: হো হো কয় কি এই পষ্ট পিরিয়তে!!
৩৫| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
তামিম ইবনে আমান বলেছেন: ধন্যবাদ
১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
গ্রাম্যবালিকা বলেছেন: আপনাকে স্বাগতম
৩৬| ১৩ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
পেন্সিল চোর বলেছেন: আপনাদের দুই বোনের তোলা ছবির বাম্পার কালেকশানে পেন্সিল চোরের +++++
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: ব্লগ তো আমার, প্লাস আমি পামু, বোনরে ক্যম্নে প্লাস দেই?!!
হাহা, ধন্যবাদ
৩৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০০
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার++++
ছবির ক্যাপশন গুলো অনেক ভাল্লাগছে!!!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: থ্যাঙ্ক ইউ! ওহ সর্যি মুর্কু মানুষ তো ইংরাজী বুঝতেন না। মানে আরকি বলছিলাম ধইন্যবাদ
আবার কয়েন না সর্যি ও বুঝিনাই।
৩৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০১
চেয়ারম্যান০০৭ বলেছেন: বেবি টমেটোগুলান শুকনা মরিচ দিয়া ভর্তা কৈরা খাইতে মুন্চাইতাছে ঐগুলানের জন্য পিলাচ
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: হায়রে, খালি খাওয়ার চিন্তা--------------
ওইটা তো আমার ধারনা বিষাক্ত!
আপনাকে আরেক টু লোভ ধরাই, আজ বাসায় ভর্তা ডে, স্পেশাল কিছু ভর্তা হলো , কালিজিরা, তিল, তিসি------------
শুকনা মরিচ দিয়ে কালিজিরা ভর্তা টা যা হইছে না---- ইশ
৩৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:০৬
*কুনোব্যাঙ* বলেছেন: নাহ ক্যাপশন চেঞ্জ করবেন না। শুভ্রতারা নামটা অনেক সুন্দর হইছে। ভাবছি এখন থেকে এই ফুলটাকে শুভ্রতারা নামেই পরিচয় করিয়ে দেব। আর আমের মুকুল দেখে জিহ্বায় জল আসাটাই স্বাভাবিক। প্রবাদটা শুনেছেন নিশ্চই, গাছে মুকুল জিহ্বায় জল!!!
রিপ্লাইয়ের অফটপিক দেখে আমিও তো ভাবিত হয়ে গেলাম! এটা তো আগে ভেবে দেখিনাই!! কিঞ্চিত সমস্যায় পড়ে গেলাম মনেহচ্ছে!!!
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৮
গ্রাম্যবালিকা বলেছেন: আপনি বললেই তো আর নাম বদলাবে না
গাছে মুকুল জিহ্বায় জল!!! হাহাহা মজা পাইছি।
অফটপিক নিয়ে চিন্তিত হওয়া ইচিত
৪০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪
একজন আরমান বলেছেন:
আরে পড়ছি তো। কিন্তু নিজে ছিলাম না তো তাই একলাই মেন্সন করছি !
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: হাহ
৪১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৪
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: আমার এংরাজি গিয়ান লৈয়া এত্ত বড় কথা!!! খাঁড়ান কাইলকাই এংরাজিতে স্পোখেন শুরু করলাম। আফনারে ভুজাইয়া দিমু কত পেডিতে কত রাইস।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১
গ্রাম্যবালিকা বলেছেন: শোনেন এইটা বাংলা লেখার যায়গা, মুর্কু তো মুর্কুই
এইখানে আইসা কতগুলা আংরেজি লিখলেন!
স্পোখেন
পেডি
রাইস
৪২| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৫
শান্তা273 বলেছেন: এলেবেলে ছবি দেখে আমি মুগ্ধ!
ক্যাপশন গুলো ও চমৎকার।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে শান্তা। এইগুলাও ভালোলাগছে----!! হাহা
৪৩| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: onek pichhoney porlam commentey valo thakben shosmoy....sundor hoychey
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪৪| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৮
পেন্সিল চোর বলেছেন: বোনের সাথে শেয়ার করেন। আপনার বোনরে বইলা দিয়েন যে পেন্সিল চোর তোমাকে প্লাস জানাইছে
।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:২১
গ্রাম্যবালিকা বলেছেন: আপ্নে আবার আমার পিচকি বোনের পেন্সিল চুরি করবেন না তো?!
সে সারাদিন বায়োলজির ছবি আকায় পেন্সিল দিয়া। প্লিজ পেন্সিল নিবেননা।
৪৫| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
পেন্সিল চোর বলেছেন: আমি কি চুরি করি নাকি :#> :#>
পেন্সিলগুলো আমার হেফাজতে রাখি জাস্ট!!! :!>
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: হা হা হা
মজার কমেন্ট
৪৬| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৪১
কালীদাস বলেছেন: বসুন্ধরা?! ফুলগুলো সুন্দর
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: জি বসুন্ধরা। থ্যঙ্ক ইউ।
৪৭| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৭
নিয়েল ( হিমু ) বলেছেন: ছবি গুলোর আলাদা করে বলার কিছু পাচ্ছি না
পাথর ঠেলে গাছ ! প্রানের কি তাগিদ! এইটা বিস্মিত করছে আমারে ।
সূর্যাস্তের ২টা ছবির শেষের টা নারায়নগঞ্জএর স্মৃতি মনে করিয়ে দিল ।
রাস্তা-------------আজব দেখাই তো যাচ্ছে রাস্তা! এইটা কোন ক্যাপশন হলো!
বাসার ছাদের কোনায় চিল বসে আছে! চিল খুজতে গিয়া ৩০ সেকেন্ড নষ্ট করছি
কালো একটা বিন্দু ছাড়া কিছুই পাইলাম না
কি সুন্দর আকাশ! আসলেই আকাশ সুন্দর ।
সব মিলিয়ে + জানবেন
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ নিয়েল!!!!
এতো খুঁটিয়ে খুঁটিয়ে কেউ আমার পোষ্ট দেখেছে!!!খুব খুশি আমি নিয়েল।
৪৮| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫
শিপন মোল্লা বলেছেন: ভাল লাগলো খুভ।
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আবুশিথি।
৪৯| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৬
নিয়েল ( হিমু ) বলেছেন:
আমি পোষ্ট দেখলে ভাল করেই দেখি
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: আবার ধন্যবাদ নিয়েল।
ভালো থাকবেন।
৫০| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩৬
এরিস বলেছেন: আনন্দি নামে যে ফুল, সেটা চিনি। তবে নাম জানতাম না। আপনি তো দেখি প্রচুর ফুলের নাম জানেন।
বেবি টম্যাটো কি রে ভাই। হাসতে হাসতে জান শেষ।
শেষের বেবি টম্যাটো গুলার মুখ কালো কেন?
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: নাম না দিয়ে কি করবো! আমি চিন্তায় অস্থির, ছবি ব্লগ অথচ একটারও নাম জানিনা। এভাবেই মনে হয় মানুষ সাহিত্যিক হয়! হা হা হা
অইগুলার সাইজ পিচকু বেবির মত তাই বেবি টমেটো।
কালো বেবি গুলা কান্তে কান্তে কালো হইছে, অদের আম্মু বড় টমেটো মাইর দিছে
৫১| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৩
বাংলার হাসান বলেছেন: মন্দ না।
তবে ছবির চাইতেও নামের তরজুমা ভাল হইছে।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৬
গ্রাম্যবালিকা বলেছেন: হে হে হে ,
এরেই কয় কিরিয়েটিভিটি
৫২| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৩
মামুন রশিদ বলেছেন: ঘোড়া খায় ঘাস/ তাই বালিকার হাঁসফাঁস
ছবি ব্লগ অতীব সুন্দর
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭
গ্রাম্যবালিকা বলেছেন:
ঘোড়া খায় ঘাস
তাই বালিকার হাঁসফাঁস
বালিকার বিপদে
মামুন করে কাব্য চাষ
৫৩| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৮
জাওয়াদ তাহমিদ বলেছেন: banglar_hasan বলেছেন: মন্দ না।
তবে ছবির চাইতেও নামের তরজুমা ভাল হইছে।
হা হা হা হা হা।
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
গ্রাম্যবালিকা বলেছেন: গ্রাম্যবালিকা বাংলার হাসান কে বলেছেনঃ হে হে হে ,
এরেই কয় কিরিয়েটিভিটি
৫৪| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩
নেক্সাস বলেছেন: সুন্দরররররররররররররররররররররর
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ
৫৫| ১৪ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮
লিঙ্কনহুসাইন বলেছেন: ছুন্দর লাগলো ছবির ব্লগ + দিচি
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: হেই ! অনেক দিন পর অলমোষ্ট দেশি ভাই। ভালা আছুইন?
৫৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
সোনালী ডানার চিল বলেছেন:
সুন্দর ছবিপোষ্টে খুব ভালোলাগা...............
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
আপনার সাথে জেলাস। এতো ভালো কবিতা লিখেন!!
৫৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৩
অদ্বিতীয়া আমি বলেছেন: ফুলের ছবি গুলো তো সুন্দর ।
কালো বেবি টমেটো ! আমি আগে কখন ও দেখিনি এমন ।
তবে ছবি ব্লগের শিরোনাম টা খুব সুন্দর হয়েছে , এলেবেলে ছবি ব্লগ
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
গ্রাম্যবালিকা বলেছেন: এরকম আছে তো, আমি নাম জানিনা সিস। বলে দিছি একটা।
ছবিগুলোই এলেবেলে, তাই নামও এরকম।
ধন্যবাদ আপি। ভালো থেকো।
৫৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৬
অনীনদিতা বলেছেন: বালিকা,আমি একটা ফুলের ছবি দিলাম
আমি এই ফুলের নাম জানিনা।
তবে এই ফুলের নাম আমি দিলাম
বালিকা ফুল
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: হেই!! পাব্লিক তোমাকেও মাইর দিবে!
এমনি এমনি একটা নাম দিচ্ছ।
তবে সম্মান দেখে ভালোই লাগছে, জলজ্যান্ত একটা ফুলের নাম বালিকা ফুল দিয়ে দিলে!
৫৯| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
আমি তুমি আমরা বলেছেন: সেকেন্ড লাস্ট ছবিটা চমৎকার হইছে।
১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৮
গ্রাম্যবালিকা বলেছেন: যাক একটা তো তবু ভালো লেগেছে।
৬০| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৪
গারো হিল বলেছেন: নারী-পুরুষের বৈষম্য লইয়া মামলা করেন না কেয়া আফা
পুরুষ মাইনসে পোস্টটা দিলে কি এতগুলা কমেন্ট পড়তো আমিই কি দুইবার আইতাম
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১১
গ্রাম্যবালিকা বলেছেন: এইটা বৈষম্য না। মায়া ! বুঝতে হবে
আপ্নে করলে করতারেন মামলা। আমার নাম বাদ দিয়ে
তবে আমি কিছু মনে করিনাই দুইবার আসাতে। আবার আসবেন
৬১| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: কি যে ভাল্লাগা
প্রকৃতির সাজ
ক্যামেরায় হলে বন্ধি
থাকেনা আওয়াজ
১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৩
গ্রাম্যবালিকা বলেছেন: ভালোতো! নাইস থিঙ্কিং। সবচেয়ে ভালো হত সুবাস থাকলে, দুর্গন্ধ না
৬২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই শতকেও আমার কমেন্ট থাকুক ।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: আরো শতক হবে??কনকি মিয়াভাই!!
খোঁচা দেননাই তো?! হাইবারনেশন থেকে ফেরত আসার পর আপনার মাঝে সন্ত্রাসী মনোভাব প্রকাশ পাইতেছে। পর্যবেক্ষনে রাখতে হইবো।
৬৩| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১:০৩
তামিম ইবনে আমান বলেছেন: আমার তুলা একখান ফুলের ফটুক দিলাম।
ফর ইয়ু :#>
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪
গ্রাম্যবালিকা বলেছেন: ফর ইয়ু দেখে যতনা খুশি হইছি, তারচে বেশি খুশি হলাম শেষের লাজুক ইমো দেখে । :#>
মোরাল অফ মাই কমেন্টঃ কমেন্টারের মন রেখে উত্তর দিতে হয়
৬৪| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
শ্রাবণ জল বলেছেন: সব গুলো ছবি সুন্দর।
ভাল লেগেছে।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ শ্রাবন জল।
ভাল থাকুন।
৬৫| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
এবং ব্রুটাস বলেছেন: পাথর ঠেলে গাছটা সম্ভবত থানকুনি পাতা।
সুন্দর ছবি ব্লগ ।
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: না ব্রুটাস না। এটা থানকুনি মত দেখতে হলেও থানকুনি না হাহাহা, সত্যি। অন্য একটা কিছু হবে। খালি প্লট ভর্তি এই গাছ।
ধন্যবাদ সুন্দর বলার জন্য।
৬৬| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৬
লক্ষ্মীপেঁচা বলেছেন:
ফটুকগুলা ভালোই
। তয় ফটু সেশন কই করছেন আফামনি
??? বিদেশ বিদেশ লাগে
আর এমুন মডেল ঘোড়া-ই বা কইথেকে হায়ার করলেন ??
১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ
ফটোসেশন আমার বাসার আশেপাশে
বিদেশ না
ঘোড়া প্লটে ঘাস খাচ্ছিল, সেটাই বলেছি
আপি। ইমো আসছে না কেন জানি।
ভালো থেকো।
৬৭| ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ওয়াও ধারুন সব ছবি ++
১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০
গ্রাম্যবালিকা বলেছেন: হাহাহা, এমন কিছুনা আমি জানি!!!
"ধারুন" !!! এইটা খোঁচানা তো?!
৬৮| ১৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: কার কাছে কি জানিনা , আমার কাছে আসলেই ভাল লাগছে
১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: ভালোলাগা কি বাংলালিঙ্ক দামে পাইছেন?!
হাহাহা, কিডিং। ধন্যবাদ আপনাকে।
৬৯| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
আরজু পনি বলেছেন:
খুব চেষ্টা করেও উদ্ধার করতে পারলাম না। কি পারলাম না, তা বলতে চাচ্ছি না
তবে ভালো লেগেছে প্রকাশটা। আর দিন শেষের ছবিটা বিশেষ করে।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৯
গ্রাম্যবালিকা বলেছেন: আপি, আপনি কি উদ্ধার করতে চেয়েছিলেন, তা তো বুঝলামই না, নিজেকেও মনে হচ্ছে খুজতে গিয়ে হারিয়ে ফেলেছি
এই সব ফালতু ছবি দেখে প্রশংসা করার জন্য শক্ত মন থাকতে হয়, তা আপনার আছে বুঝা গেল
৭০| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বসুন্ধরা এলাকায় এত সুন্দর ফুলের ছড়াছড়ি ! কোন দিকটায় বলুন তো? সারাদিনতো এই এলাকাতেই থাকি, এক দিন ঘুরে আসা যাবে...
ছবিগুলো সত্যিই সুন্দর তুলেছেন...
১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: আই ব্লক না কি যেন বলে অই এলাকাটাকে। যেতে পারেন, ভালোই লাগবে।
প্রশংসার জন্য অবশ্যই ধন্যবাদ নিয়ে যাবেন
৭১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪১
সোহাগ সকাল বলেছেন: ভালো লাগলো।
শুভ কামনা।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৪
গ্রাম্যবালিকা বলেছেন: শুভকামনা সব সময়ের জন্য সকাল।
৭২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭
বুমবুম বলেছেন: মারাত্নক তো...বসুন্ধরা এলাকায় নাকি?অনেক সুন্দর!
১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৬
গ্রাম্যবালিকা বলেছেন: কমেন্টটা বুমবুম হৈছে
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৫
যোগী বলেছেন: বাগানবিলাসের ছবিটা কেন জানি খুব বেশি ভাল্লাগলো।
বাকিগুলা চো চো লাগছে