নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাও সুন্দর

নাটক কইরেন না, ভাল্লাগেনা

গ্রাম্যবালিকা

পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

গ্রাম্যবালিকা › বিস্তারিত পোস্টঃ

রিয়েলিটি

০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:০৫



আরেকটু জোরে হাঁটতে গিয়ে থেমে যায় রেশমা। জুতাটা ছিড়ে গেল না তো! ঠিক আছে দেখে আশ্বস্ত হয়ে স্বাভাবিক গতিতেই হাঁটতে শুরু করে। আবার বড় মামার ফোন। চাপা কন্ঠে অগ্নি ঝড়ে পড়ে তার

- কিরে ওরা কি তোর জন্য অনন্তকাল বসে থাকবে? ফাজিল মেয়ে!

- মামা, এই তো আসছি, রিক্সা পাইনি খুঁজে ( মিথ্যা বলে রেশমা)



রিক্সা পেয়েছিল সে, কালকের টিউশনিতে যাবার বাস ভাড়া খরচ করার সাহস তার হয়নি। তাছাড়া এমন দেরিও সে করেনি যার জন্য এমন করে বকা দিতে হবে। অবশ্য তার গা সওয়া হয়ে গেছে এই ধরনের কথাগুলো। শুধু তার নয়, তার মা সহ দুই বোনেরও।



দুই বছর আগে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা মারা যান, অনেক কষ্টের টাকায় কেনা গাজীপুরের এক চিলতে জমিটুকু বন্ধুর প্রতারনায় হাতছাড়া হবার কষ্টটা তার দুর্বল হার্ট সইতে পারেনি। তিন মেয়ে সহ স্ত্রীকে একদম কপর্দকশুন্য করে রেখে চলে গেলেন পরপারে। কোম্পানিতে চাকুরী করা লোকের কোন ভাতা বা কিছু ছিল না স্বাভাবিকভাবেই, এরপর রেশমাদের ঠাঁই হয় তার স্বচ্ছল বড় মামার বাড়িতে। রেশমার ভাগ্যটা এমন কেন কে জানে। তার বাবা বেঁচে থাকতে আর্থিক টানাপোড়ন থাকলেও একটি কটু কথা সে জীবনেও শোনেনি।তার ধারনা গল্প উপন্যাসেও এমন কথা লিখতে লেখকের কষ্ট হবে! যা সে এই দুই বছরে তার মামা মামীর কাছে শুনেছে। এইসব শুনে বাবাকে ভীষণ মনে পড়ে তার।



অনার্স ২য় বর্ষে থাকার সময় বাবার বিদায়, পরিবারের বড় সন্তান রেশমা এরপর থেকে কতভাবে যে উপার্জনের চেষ্টা করছে, তার ইয়াত্তা নেই। একটি এনজিও তে বেশ ভালো বেতনের জব মিলেছিল, সমাজকর্মের মেধাবী ছাত্রী সে, কাজও ভালো করছিল। বসের “নজর” তার জবটা ছেড়ে দেওয়াতে বাধ্য করল। মাকেও বলতে পারেনি কেন চাকুরীটা করতে পারলো না। দুঃখিনি মায়ের আরেকটু কষ্ট বাড়িয়ে কি লাভ।



এখন দৌড়াদৌড়ি করে তিনটি টিউশনি করে। আজ আগেই বের হতে পারত, নয় বছর বয়েসের ছাত্রীর মা বললেন বেতন দিবেন আজ, এই বলে আধাঘন্টা আরো পড়াতে বললেন। এর মাঝেই নাকি গৃহকর্তা এসে পড়বেন। টাকাটা অসম্ভব দরকার তার, চল্লিশ মিনিট অপেক্ষা করে খালি হাতেই ফিরতে হলো রেশমাকে। এই অপেক্ষাটা না করলে তাকে ঘার্মাক্ত, ক্লান্ত শরীর নিয়ে যেতে হতো না লোকগুলোর সামনে, বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে যেতে পারত।



প্রথম প্রথম তাদের সাথে দেখা করা ব্যপারটা উত্তেজিত করতো রেশমাকে। হয়তো দুই একবার মনের অজান্তে সুখস্বপ্নও দেখে ফেলতো জেগে জেগে। সেই দিনের পর সব অনুভুতি পানিতে মিশে গেছে।



ওরা তিনজন এসেছিলেন, মামা স্বম্পর্কের কেউ হবেন, আর্থিক ব্যপারে অনেক বেশি কথা জিজ্ঞাসা করছিলেন। মুখের আঁধার দেখেই বুঝা যাচ্ছিল তার মনঃপুত হচ্ছেনা কিছুই। শেষে বড় মামার এক কথায় রাগ হয়ে লোকটি সকল ভদ্রাতা ভুলে যা তা বলা শুরু করলেন,

- মেয়ের ঢঙ্গী ছবি পাঠিয়ে তো আমাদের ডাকলেন এখানে, এসে দেখি মেয়ের গায়ের রং ফর্সার দিকে তো দুরের কথা, এই মেয়েকে কালো ছাড়া কি বলবে! আর টাকা পয়সা বলতে তো কিছুই নেই, ভিখিরির মত আপনার পরিবারে থাকে! একটা ভাই থাকলে তবু কথা ছিল, তিনতিনটা বোন, জীবনে ছেলে সন্তান হবে কিনা এই মেয়ের কে জানে!

আরো এমন কিছু কথা শুনে রেশমা থরথর করে কাঁপতে থাকে। রেশমার বড় মামা ধরে রেষ্টুরেন্ট থেকে বের করে নিয়ে আসে তাকে।



এসব ভাবতে ভাবতে ক্লান্ত, বিষন্ন মেয়েটির চোখ ভিজে আসতে চায় অসম্ভব যন্ত্রনায়! নাহ, কান্না করা যাবে না, মামা বলেছিলেন কাজল চোখে দিতে, কাজল লেপ্টে গেলে আরো বকা খেতে হবে মামার কাছে। উড়নার কোন দিয়ে চোখের সাদা অংশে চেপে পানিটুকু মুছে ফেলে রেষ্টুরেন্টের সিড়ি টপকায় রেশমা স্বর্তপর্ণে পা ফেলে । জুতাটা বেশ পুরোনো যে………

মন্তব্য ৮২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:১২

সেলিম আনোয়ার বলেছেন: আসলে মানুষের মন বুঝা দায়।সুন্দর ছবি ।সুন্দর মানুষ। সুন্দর টাকা। এগুলোর কোনটাই ছাড় দিতে চায় না ।মিশ্র অনুভূতি ।ভাল লিখেছেন।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০০

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ কবি সেলিম আনোয়ার . শুভকামনা রইলো

২| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:১৫

নন্দনপুরী বলেছেন: বাস্তবটা বোঝার চেষ্টা করছি.........

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: জি, বুঝুন . আশা করি আমরা আমাদের ব্যবহার ভালো করব রেশমাদের সাথে.

কমেন্টে ধন্যবাদ

৩| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:২১

সিয়ন খান বলেছেন: অসহায়ের করুন পরিনিতি :(

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: হুম , সত্যি খুব কষ্ট হয় :( :(

৪| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৩

একজন আরমান বলেছেন:
নির্মম বাস্তবতা !

ওয়েলকাম ব্যাক আপু। :)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: থ্যান্ক ইউ আরমান. :) কেমন আছেন ভাই ?

৫| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৩৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
রিয়েলিটি :( :(

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: ইয়াহ ! রিয়েলিটি :( :(

ভালো লাগছে অনেক দিন পর সবাইকে দেখে. আশা করি ভালো আছেন :)

৬| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক দিন পর মনে হয় লিখলেন। যাই হোক ধারাবাহিকতা থাকবে আশা করি।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:১১

গ্রাম্যবালিকা বলেছেন: অনেকদিন পর তো! কিন্তু ফিল পাচ্ছি না আগের মত, কি করব? :(

সাথেই থাকার জন্য ধন্যবাদ কান্ডারী ভাই :)

৭| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০২

যোগী বলেছেন:
এত বিশ্রি ভাবে কেন গল্প লেখেন?
এটা কখনোই রিয়েলিটি না, জাস্ট বিয়ন্ড মাই ইমাজিনেশান।

আপনি কি আপনার গল্পের শেষ অংশের কাছা কাছি কোন ঘটনা ঘটতে দেখেছেন কখনো?

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: ডিয়ার যোগী, গ্রামে বড় হয়েছি , এর চেয়ে অনেক নিম্নস্তরের বেবহার দেখেছি রেশমাদের সাথে.

বাংলাদেশে চরমভাবে রেসিজম আছে!

কমেন্টে ধন্যবাদ জানাচ্ছি :)

৮| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:০৪

লেখোয়াড় বলেছেন: মেয়ের ঢঙ্গী ছবি পাঠিয়ে তো আমাদের ডাকলেন এখানে, এসে দেখি মেয়ের গায়ের রং ফর্সার দিকে তো দুরের কথা, এই মেয়েকে কালো ছাড়া কি বলবে! আর টাকা পয়সা বলতে তো কিছুই নেই, ভিখিরির মত আপনার পরিবারে থাকে! একটা ভাই থাকলে তবু কথা ছিল, তিনতিনটা বোন, জীবনে ছেলে সন্তান হবে কিনা এই মেয়ের কে জানে!

.................. এতটা নিষ্ঠুর না হলেও পারতেন।
কিন্তু সমাজ বড়ই নির্মম।

ধন্যবাদ সামাজিক সমস্যা লেখায় তুলে ধরার জন্য।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপনাকে,

এরচে বেশি নিষ্ঠুরতা বাস্তবে যে হয়! :(

৯| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:১১

ইয়াশফিশামসইকবাল বলেছেন: ুঝা যাচ্ছে যে হুমায়ূন আহমেদের ভুত আপনার মাথায় পুরো পুরি চেপে আছে, অহে গ্রাম্য বালিকা, আপনার নিজের মৌলিক কিছু লিখুন।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২০

গ্রাম্যবালিকা বলেছেন: জি, লিখব :)

ধন্যবাদ নিবেন

১০| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:১৯

আশিক মাসুম বলেছেন: Nice to see that ur back..... I like it, but is it reality?


০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: Feeling honored that my come back is making you happy! :)

it is reality and sometimes much more cruel then it.

১১| ০৩ রা জুন, ২০১৩ দুপুর ২:৩৮

তারছেড়া লিমন বলেছেন: ভালোলাগলো ...................আরও ভালোলাগলো ফিরতে দেখে.........

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: এত মায়া করেন সবাই, আপ্লুত হই.

অনেক অনেক শুভকামনা লিমন ভাই. :)

১২| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:২৬

ম.র.নি বলেছেন: ছোট করে সুন্দর লিখেছেন। উড়নার কোন দিয়ে চোখের সাদা অংশে চেপে পানিটুকু মুছে ফেলে রেষ্টুরেন্টের সিড়ি টপকায় রেশমা স্বর্তপর্ণে পা ফেলে । জুতাটা বেশ পুরোনো যে………- এই কথাগুলোতে সমস্যাগুলো ঠিক করে দিন।আরো ভালো হবে।দশে ছয় পেয়েছেন ;)

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: দশ এ ছয় মানে অনেক মার্কস! ফার্স্ট ডিভিশন! ;)

আপনি যদি একটু ঠিক করে দিতেন! আমি ভালো পারিনা যে :(

১৩| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লেগেছে।
প্লট টা ভালো লেগেছে বিশেষ করে।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩২

গ্রাম্যবালিকা বলেছেন: এত ভালো জারা লিখেন তারা যদি লেখাকে ভালো বলেন, ভালো লাগে, confused ও হই!
তবে ভালোলাগাটাই রেখে দেই ;)

ধন্যবাদ দুর্জয় ভাইয়া :)

১৪| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

সোনালী ডানার চিল বলেছেন:
গল্পের আবেগটুকুতে খুব ভালোলাগা।
যাপিত জীবন আর সদাসত্যের এ জাল চমৎকার ফুটেছে আপনার তুলিতে।
তবে লেখাটা আর একটু বিস্তৃত হতে পারতো..........

শুভকামনা।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৫

গ্রাম্যবালিকা বলেছেন: হেই! চিল পাখি ভাই! কেমন আছেন? :)

বড় লেখা আমার পড়তে ভাল্লাগেনা, তাই ভাবি আর কারও ভাল্লাগবেনা :p

থ্যান্ক ইউ :)

১৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০৫

যুবায়ের বলেছেন: বাস্তবতা বড়ই কঠিন!!...
চমৎকারভাবে চিত্রায়ন করেছেন।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৬

গ্রাম্যবালিকা বলেছেন: কমেন্টে অনেক ধন্যবাদ জুবায়ের ভাই. শুভকামনা সব সময়ের জন্য

১৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: যুবায়ের বলেছেন: বাস্তবতা বড়ই কঠিন!!...
চমৎকারভাবে চিত্রায়ন করেছেন।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: অভি নামে মেয়ে এক বন্ধু ছিল সিক্স এ পরার সময়! তাকে মনে পড়ল. :)

ওহ, ধন্যবাদ :)

১৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ২:২৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল ছিল

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা! থ্যঙ্কস :)

১৮| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:১৭

বাংলার হাসান বলেছেন: নির্মম বাস্তবতার চমৎকার চিত্রায়ন।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৪২

গ্রাম্যবালিকা বলেছেন: পাঠে কৃতজ্ঞতা জানাচ্ছি হাসান ভাই :)

১৯| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: ৭ম ভালোলাগা @বালিকা । ভালো লিখেছেন :(

কেমন ছিলেন ?

ভালো থাকবেন সবসময় ।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: কোথায় ছিলেন ব্রো!
ব্লগ এতিম হয়ে আছে কতদিন হয় :প

ভালো আছি আমি , ছিলাম :)

২০| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:০৩

মামুন রশিদ বলেছেন: এরকম একটা ছোট লেখায় বাবাহারা দুখি রেশমি'র কষ্টকথা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ।


গল্পে ভালোলাগা++

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: মামুন ভাই, আপনি জানেন না আপনার পজিটিভ কমেন্ট মিনস এ লট!

অনেক খুশি :) :) :)

২১| ০৫ ই জুন, ২০১৩ ভোর ৪:৩০

যোগী বলেছেন: গ্রামে বড় হয়েছেন বলে বস্তির লোকজন থেকে বেশি জানবেন এ কেমন কথা।
যায়হোক কমেন্ট করে একটু দুঃশ্চিন্তায় ছিলাম, কোন কড়া আন্সার শুনতে হয় কিনা ভেবে।
আসলে আপনার গল্পটা পড়ে মনে হয়েছিল কোন হরর মুভির মাত্রারিক্ত ভায়লেন্স দেখছি। আর আমার কমেন্টটা ছিল ইমপালসিভ রিএ্যাকশান।

ওকে, এটা দেখতে পারেন আপনার গল্পের থিমের কাছাকাছি
http://www.youtube.com/watch?v=UAWcs5H-qgQ

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, বুঝলাম ! :)

লিংক এর জন্য অনেক ধন্যবাদ যোগী

মাফ করে দেওয়া যায় এত বেশি দেরিতে আনসার দেওয়ার জন্য? :#> :(

২২| ০৫ ই জুন, ২০১৩ ভোর ৫:২০

খাটাস বলেছেন: আপনার গল্প টা বেশ আবেগি টাইপ। খারাপ লাগে নি। নামটা সার্থক।

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: একটু আবেগী ধরনের হলে কি বা আসবে যাবে :P

কমেন্টে ধন্যবাদ :)

২৩| ০৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:২১

অনীনদিতা বলেছেন: এত দিন পরে এসে এমন একটা মন খারাপের লেখা দিলা :(
ভালো আছোতো?

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

গ্রাম্যবালিকা বলেছেন: সবসময় তো ফান করি !! মন খারাপেরও তো হক আছে :P

বালিকা ভালো আছে, বিভিএফ( বেস্ট ভার্চুয়াল ফ্রেন্ড ;) )

২৪| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৯

আমিভূত বলেছেন: বালিকা এই রিয়্যালিটির সাথে মধ্যবিত্ত পরিবারের মেয়েরা খুব পরিচিত !!

লেখায় সুন্দর ভাবে তা ফুটাটে পেরেছেন :) প্লাস লন !

অনুকাব্য কই ?

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: আই নো ডিয়ার ভুত আপি..... মধ্যবিত্ত জীবন :(

অনুকাব্য নির্বাসনে আছে, আসলে জানাবো :P :P

২৫| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৪

মুদ্‌দাকির বলেছেন: মনটা খারাপ কইরা দিলেন :( :( :(

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫১

গ্রাম্যবালিকা বলেছেন: মন খারাপ করবেন না , শুভকামনা থাক রেসমাদের জন্য :)

২৬| ০৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

নাছির84 বলেছেন: এফোঁড়-ওফোঁড়।

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: কমেন্টে ধন্যবাদ আপনাকে

শুভকামনা জানবেন :)

২৭| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

ইখতামিন বলেছেন:
অনেক ভালো লাগলো
আবার অনেক খারাপও লেগেছে


বহুদিন ছিলেন না...
পরীক্ষা শেষ হতে আরও এক সাবজেক্ট বাকী আছে বোধ হয় ! :P

০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫৬

গ্রাম্যবালিকা বলেছেন: পরীক্ষা নাকি যেদিন না ফেরার দেশে যাব সেদিন শেষ হবে !!!
ওয়েটিং ফর দা ইন্ড টু কাম..... :(

ধন্যবাদ ইখ্তামিন ভাই :)

২৮| ০৯ ই জুন, ২০১৩ রাত ১০:৩২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কঠিন বাস্তবতার সরল উপস্থাপন ।
কবি বাধনহারা , আপনি , ইখতামিন , অনীনদিতা ,অপূর্ন ভাই , আপনাদের এখন আর নিয়মিত লিখতে দেখিনা ।
তাই সামু কেমন যেন পানসে লাগে । অনেক দিন পর আপনার ফিরে আসায় ভাল লাগছে ।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪০

গ্রাম্যবালিকা বলেছেন: " কঠিন বাস্তবতার সরল উপস্থাপন"

সুন্দর কমেন্ট লিটন ভাই।

আপনার হুমকিতে ফিরে এসেছি দেখলেন। ;) :P

২৯| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: নির্মম বাস্তবতা!

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, কষ্টকর :(

৩০| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

একজন আরমান বলেছেন:
আছি আগের মতোই।
আপনি ইরেগুলার হয়ে গেলেন কেন?
কেমন আছেন?

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: মজা পাইনা আরমান ভাইয়া। :(

আলহামদুলিল্লাহ ভালো আছি

৩১| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩৫

যোগী বলেছেন:
ঠিক আছে, ঠিক আছে মাফ করেদিলাম, দেরিতে আন্সার দেয়ার জন্যও মাফ করে দিলাম আর আগের পোষ্টের কমেন্টে যে কোন আন্সারই দেননি সেটাও দিলাম।
মাফ দিতে তো আর পয়সা লাগেনা, তাই আমারও দিতে আপত্তি থাকা উচিৎ না।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: হি হি হি ........ মজা পাইছি কমেন্টে :D
যোগীদের মন বড় হয় প্রমাণ পেলাম :D ;) :P

৩২| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হুমকি দেয়াটা কার কাছে শিখলাম , সেটা বললেন না ? =p~ =p~ =p~

সামুতে থাকতে থাকতে একটা সার্কেলের সাথে কেমন যেন একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় । সেখানের কারো অনুপস্থিতিতে যদি আমাদের সামুতে বিচরন নিরানন্দ ঠেকে , তখন হুমকি থেরাপি দেয়া যায় । এটা অবশ্য সামুর নীতিমালারও পরিপন্থী নয় । :P :P

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২১

গ্রাম্যবালিকা বলেছেন: আমার কোনো দোষ নাই, প্রিয় ব্লগারকে ব্লগে ফিরে আসতে একটু হুমকি দেয়া যায়. তাই বলে আপনি আমাকে হুমকি দিবেন!! বুমেরাং হইলো :P

৩৩| ১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার অনুকাব্য খুব মিস করছি ---------------

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: নেন

আমাকে নহে
অনুকাব্য কর মিস!
বাচমু না
আইন্যা দেও বিষ /:) :(( :P

৩৪| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:৪৬

আরমিন বলেছেন: ভাল লিখেছেন!

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৫

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আরমিন, শুভকামনা থাকল :)

৩৫| ১৪ ই জুন, ২০১৩ রাত ১১:০৫

খেয়া ঘাট বলেছেন: banglar_hasan বলেছেন: নির্মম বাস্তবতার চমৎকার চিত্রায়ন।

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: হুম :(

শুভোকামনা রৈল :)

৩৬| ১৭ ই জুন, ২০১৩ রাত ১:৪৫

সপ্নাতুর আহসান বলেছেন: অনেক দিন পর :) । ভাল হয়েছে।

কেমন আছেন?

১৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫২

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, অনেক দিন পর..... :)

ভালো আছি স্বপ্নাতুর.... আপনি কেমন আছেন?

৩৭| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৪

আমি তুমি আমরা বলেছেন: জুতাটা লোকটার মুখে মারা উচিত ছিল X( X((

২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৪

গ্রাম্যবালিকা বলেছেন: জুতা মারতে চাইলেই মারা যে যায় না, সেটাও রিয়েলিটি :(

সুন্দর কমেন্টে ধন্যবাদ :)

৩৮| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৯

মাক্স বলেছেন: টাচি!
++++++++

২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:১২

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ মাক্স :)

আপনাকে একদিন বলেছিলাম আমার ব্লগে কমেন্টে কোনো কথা লিখেন না, আজ লিখলেন! খুশি :)

৩৯| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো লেখা।

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

৪০| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: যত বাধাই আসুক, রেশমার মত মেয়েরা থেমে যায়না কখনোই।
ভাল লিখেছেন। ++++++

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫১

গ্রাম্যবালিকা বলেছেন: হুম, তাদের থেমে যাওয়া উচিতও হবেনা...

মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন, শুভকামনা :)

৪১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১০

একলা ফড়িং বলেছেন: অনেক দেরীতে লেখাটা পড়লাম! মন খারাপ করা লেখা :( আসলে এটাই বাস্তবতা, কিংবা আরও অনেক নির্মম। এরকম ঘটনা খুব কাছ থেকে দেখার দুর্ভাগ্যও হয়েছে আমার, তাই কিছুটা বুঝতে পারি :(

৪২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

শ্রাবণ জল বলেছেন: কোথায় আপনি?? অনেকদিন দেখিনা। ফিরে আসুন, বালিকা।

গল্পে ভাল লাগা জানিয়ে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.