| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী
 
বালিকা কিভাবে ভুলবে? 
বৃষ্টিস্নাত সন্ধ্যায় বাঁশবনের ভিতরের পিছল রাস্তায় 
পরম নির্ভরতায় তার হাত ধরে হাঁটা, 
আশ্বিনের উথালপাথাল জোসনা রাতে নির্জন পথে কাকতালীয় দেখা হওয়া ।
প্রথমবারের মত আলুথালু শাড়ি পরা বালিকাকে দেখে
তার অকারণ উচ্ছাসিত প্রশংসা ।
ভরা বন্যায় এক নজর দেখতে রাতে লুকিয়ে জেলে নৌকো নিয়ে 
উজানে চার মাইল নৌকা বাওয়া ।
বর্ষা শেষে ভাঙ্গা মেটে রাস্তায় নিজ উদ্যোগে সাঁকো বানানো  
মেয়ের  হাটতে কষ্ট যেন না হয় । 
শীতে অল্পে ঠান্ডা হয়ে যাওয়া হাত উষ্ণ করতে  
নোটখাতা পুড়িয়ে আগুন জ্বালানো,
বিকেলে বাজার থেকে ফেরার পথে জানালা দিয়ে 
টেবিলে  মচমচে জিলাপি রেখে যাওয়া ।  
বাবার মোটর বাইকে বসতে পিঠে ব্যথা হয়, মিথ্যা বলে 
সঙ্গ দিতে দীর্ঘ পথ হেঁটে চলা । 
নিজেকে সবার কাছে হাস্যকর বানিয়ে, বিজ্ঞানের ছাত্র হয়েও অর্থনীতি প্রাইভেট পড়া
মেয়ের কাছাকাছি থাকতে ।  
শিমুলের মগডালে ফোটা প্রথম ফুলকে সুন্দর বলায়
কাঁটা উপেক্ষা করে তা ছিড়ে আনা । 
গ্রীষ্মের প্রখর রোদে স্কুল ফেরার পথে ডানপাশে হাঁটা
মেয়েকে ছায়া দেওয়ার লক্ষ্যে। 
এতসব পাগলামি আকুলতা যার তরে,
সে মেয়ের পক্ষে কিভাবে ভোলা সম্ভব.... 
অদ্ভুত মায়াময় সেই গ্রাম্য বালককে?!
 
১৯ শে জুন, ২০১৩  দুপুর ২:৩৩
গ্রাম্যবালিকা বলেছেন: লল  
  
  
 
এইসব কবতে লেখার ঝামেলা অনেক, সবাই খালি মিলাইতে চায়  
  
  ![]()
তয় ভালো হইছে কয়া থাকলে সব দোষ মাফ 
  
 
২| 
১৯ শে জুন, ২০১৩  দুপুর ২:৩৫
টানিম বলেছেন: বাহ : বেশতো ।
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:১৩
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ টানিম 
 
৩| 
১৯ শে জুন, ২০১৩  দুপুর ২:৩৮
আশিক মাসুম বলেছেন: আইচ্ছা তাই নাকি!! এত দিনে রহস্য উম্মচিত হলো।
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:১৬
গ্রাম্যবালিকা বলেছেন: এরকম কিছু হইছেনা তো! 
 
মানুষ লিখেত এরকম, লিখেনা?  
 
৪| 
১৯ শে জুন, ২০১৩  দুপুর ২:৪০
মাক্স বলেছেন: বাহ সুন্দর তো।
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:২১
গ্রাম্যবালিকা বলেছেন: আসলেই..... 
 
আসলেই?  
 
আসলেই!!!  ![]()
 
  
 
thank u ম্যাক্স 
 
৫| 
১৯ শে জুন, ২০১৩  দুপুর ২:৫০
হাসান মাহবুব বলেছেন: ++
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:২২
গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া.... 
হ্যাপ্পি  
 
৬| 
১৯ শে জুন, ২০১৩  দুপুর ২:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক দিনের স্মৃতি সঞ্চিত বুকে 
গ্রামের পথে প্রান্তরে মিশে যাওয়া ক্ষন 
গ্রাম্যবালিকার বুকে আজ শুধুই দহন  
  
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:২৪
গ্রাম্যবালিকা বলেছেন: দহন গ্রাম্যবালকের বুকেও তো হতে পারে 
 
৭| 
১৯ শে জুন, ২০১৩  বিকাল ৩:১০
*কুনোব্যাঙ* বলেছেন: এতসব পাগলামি আকুলতা যার তরে,
সে মেয়ের পক্ষে কিভাবে ভোলা সম্ভব.... 
অদ্ভুত মায়াময় সেই গ্রাম্য বালককে?! 
তাইতো কবিতার স্বরে তোমাকেই স্মরি
বরষার প্রহরে  
  
  
  
  
  
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: ভালো বৃষ্টি হইছে আজ, কনসট্রাকসন প্লটের গর্তে ব্যং ডাকছে একটানা....... গ্যাগ গুগ, গ্যা গু.......  
  
 
বিদেশে থাকা ছোট ভাই স্কাইপএ এই ডাক শুনে নস্টালজিক হয়ে গেল  
 
ভাইকে মিস করছি, একসাথে বড় হয়েছি গ্রামে 
  
৮| 
১৯ শে জুন, ২০১৩  বিকাল ৩:২১
একাকি উনমন বলেছেন: এক কথায় অসাধারণ।
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৩০
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ একাকী! 
আনন্দে থাকুন 
 
৯| 
১৯ শে জুন, ২০১৩  বিকাল ৩:৩৯
যোগী বলেছেন: 
যাক অনেক দিন পরে একটা ট্রু স্টোরি পাইলাম। পাবলিক কি সব বানায়া বানায়া গল্প লেখে, ভাললাগে না  
 
তারপর ছেলেটার শেষে কি হইলো?
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৩৬
গ্রাম্যবালিকা বলেছেন: স্টোরি অবশ্যই ট্রু, কোনো এক random বালিকার ক্ষেত্রে...... 
আরো কল্পনা করব? ওকে... 
ছেলেটা কলেজে ভর্তি হলো, মেয়েটাও... তবে আলাদা আলাদা..আর দেখা নাই 
 
অথবা একই কলেজে, এরপর প্রেম?!  
  ![]()
ধন্যবাদ যোগী 
 
১০| 
১৯ শে জুন, ২০১৩  বিকাল ৪:১৩
ইমরাজ কবির মুন বলেছেন: 
সুন্দর লিখসেন, ভাল্লাগসে পড়ে।
বালিকা কিভাবে ভুলবে? 
বৃষ্টিস্নাত সন্ধ্যায় বাঁশবনের ভিতরের পিছল রাস্তায়
হাঁটতে গিয়ে সে কি আঁছাড় টাই না খাইসিল  
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৩৯
গ্রাম্যবালিকা বলেছেন: হুম, কত আছার খাইছি..... কেউ যে ছিলনা হাত ধরার... চার বড় ভাই এর মাইর খাওয়ার সাহস ছিলনা কারো 
  
 
১১| 
১৯ শে জুন, ২০১৩  বিকাল ৪:৪১
একজন আরমান বলেছেন: 
বালিকা তবুও গ্রাম্য বালককে ভুলে যায় ! কারণ সে গ্রাম্য !! বালিকার ভাব হয়তো এখন কোন শহুরে বালকের সাথে !!!
কবিতাটা অনেক ভালো লাগলো আপু।
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৪২
গ্রাম্যবালিকা বলেছেন: কেউ বালককে ভুলে আবার বালকও ভুলে বালিকাকে 
হাহা, আমার ক্লাসমেট তার প্রেমিক পয়েন্ট কম পাইছিল বলে ব্রেকআপ করছিল, পোলাপাইন এর আবেগ  
 
১২| 
১৯ শে জুন, ২০১৩  বিকাল ৫:০৬
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: গ্রাম্য বালকের সঙ্গে  প্রণয়কাহিনী তাহলে উন্মোচিত হইতেছে! 
 
ভাল লিখছেন 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৪৫
গ্রাম্যবালিকা বলেছেন: সব পিছে পরছে..... ঊঊউ... ক্যন যে বি: দ্র: লিখলাম না  
  
  
 
কানতেই আছি :'( 
অনেক ধন্যবাদ আপনাকে 
 ভালো থাকুন
১৩| 
১৯ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:৪৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন: 
ভালো লাগলো।। 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৪৬
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ দুর্জয় ভাইয়া! 
 
১৪| 
১৯ শে জুন, ২০১৩  রাত ৮:৫৫
অপূর্ণ রায়হান বলেছেন: ভুলা যাবে না 
 পিচ্চিকালের কথা মনে পরে গেল বালিকা 
 
৮ম ভালোলাগা ++ 
ভালো থাকবেন সবসময় 
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৪৭
গ্রাম্যবালিকা বলেছেন: কি হইছিল পিচ্চিকালে!! বালিকা জানতে চায়.... 
 
প্লাস! খুশি 
 
১৫| 
১৯ শে জুন, ২০১৩  রাত ৯:৪৭
পেন্সিল চোর বলেছেন: গেরাইম্মা মাইয়ার কবিতা পইড়া দিলডা চাঙ্গা লাগতাছে! 
  
  
  
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৪৯
গ্রাম্যবালিকা বলেছেন: কবিতায় ক্য্ফেইন বা নিকোটিন জাতীয় কিছু দিছি নাকি !! 
  
  
১৬| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:১৮
তামিম ইবনে আমান বলেছেন: আপনি মনে হয় বেশ রোমান্টিক 
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: শুনেছি মানিকে মানিক চিনে 
 তামীম!!! শেষ পর্যন্ত তুমিও 
  
 
১৭| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:২৫
তন্দ্রা বিলাস বলেছেন: বালিকা কিভাবে ভুলবে? আসলেই!
+++++
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: আসলেই, কেম্নে কি.....  
  ![]()
ধন্যবাদ ![]()
১৮| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:  এতসব পাগলামি আকুলতা যার তরে,
সে মেয়ের পক্ষে কিভাবে ভোলা সম্ভব....
অদ্ভুত মায়াময় সেই গ্রাম্য বালককে?!  
  অনুকাব্যের গ্র্যান্ড মাস্টার লিখছে চমৎকার কবিতা । 
  সামুতে চমৎকার কবি অনেকেই আছেন , অনুকবি ? 
সবেধননীলমণি । 
 
কবে পাবো অনুকাব্য 
তারিখ দেন সম্ভাব্য । 
নইলে,  ডেকে দেব হরতাল 
সামু হবে টালমাটাল 
কুমির আনবেন ? কেটে খাল ?
বুঝবেন , কত ধানে কত চাল । 
 
  
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৫৭
গ্রাম্যবালিকা বলেছেন: প্রশংসা করে তো আসমানে উঠায়া দিলেন!! 
সেইখানে আবার ইন্টারনেট নাই, কবিতা লিখি কেম্নে? 
নামানোর জন্য বিশাল মই বানান, আপাতত অনুকাব্যের প্লট বানাইতে থাকি  
  
 
কুমির থেকে যদি হয় 
কিছু অনুকাব্য! 
কুমির ডাকাই ভালো
এই তবে ভাবব 
 
১৯| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৪১
ইমরাজ কবির মুন বলেছেন: 
ছিলনা, তার মানে এখন আসে।নাইস, ভেরী নাইস  
 ||
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৫৯
গ্রাম্যবালিকা বলেছেন: দাত অন্দরে নেন  
 
তখন ছিলনা মানেই কি এখন আছে ? এই বুঝ আপনাকে কে বুঝাইছে কোন ত দেখি  
  
 
২০| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৪৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:  
  
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:০০
গ্রাম্যবালিকা বলেছেন:  
 
 
২১| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৫৩
তামিম ইবনে আমান বলেছেন: আমিতো অবশ্যই রোমান্টিক। কিন্ত রোমান্স দেখানোর সুযোগ পাচ্ছি না 
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: দেখাও কি দেখাও না সেইটা কি মুরুব্বি রে কয়া দেখাবা 
 
২২| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:৫৬
তামিম ইবনে আমান বলেছেন: উপরের মন্তব্যটি আমার ৮১৮১ তম মন্তব্য 
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:০৫
গ্রাম্যবালিকা বলেছেন: সংখ্যা টা খ্রাফ না 
 
২৩| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:০২
ইমরাজ কবির মুন বলেছেন: 
আরে আমি এসব বুঝাবুঝিতে ছোটবেলা থেকে এক্সপার্ট  
 ||
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:০৭
গ্রাম্যবালিকা বলেছেন: বোঝা ভালো, বেশি বোঝার লোড বেশি হয়ে যাবেনা?!  
 
হাহাহা, মজা পেয়েছি আপনার কমেন্টে মুন 
 
২৪| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:১০
বোকামানুষ বলেছেন:  কবিতা পড়ে গ্রামে চলে গিয়েছিলাম 
সুন্দর হয়েছে 
 
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:১৪
গ্রাম্যবালিকা বলেছেন: আপনার কমেন্টে খুশি হলাম. লিখাতে কাউকে ফিল করানো বড় ব্যপার 
 
২৫| 
২০ শে জুন, ২০১৩  রাত ২:১০
বটবৃক্ষ~ বলেছেন: শীতে অল্পে ঠান্ডা হয়ে যাওয়া হাত উষ্ণ করতে 
নোটখাতা পুড়িয়ে আগুন জ্বালানো, পরে সেই পরীক্ষায় পাস হইসেতো?? হাহা!![]()
 
কেন যেন মনে হলো এটা কেবলি কবিতা নয়!! মায়ায় জড়ানো  প্রতিটি লাইনের জন্যে ভালোলাগা জানবেন.....
কান্ডারী ভাইয়ের সাথে একমত!!
 ++++
 
২০ শে জুন, ২০১৩  বিকাল ৪:০১
গ্রাম্যবালিকা বলেছেন: পোলায় ছিল 
ছাত্র ভালা 
পিলাস পাইছিল
সোনা ওয়ালা 
 
বানানো মায়া 
দিলাম বেশি বেশি 
তবু বৃক্ষ 
হন একটু খুশি 
 
কান্ডারী ভাইকে বাশবনের রাস্তায় আছার, ভুল গেস করার জন্য  
  
  
 
২৬| 
২০ শে জুন, ২০১৩  রাত ২:৪৯
সপ্নাতুর আহসান বলেছেন: গ্রাম্য বালিকা অবশেষে প্রেমের কথা স্মরন করে লিখে ফেলল মায়া কাব্য। 
উন্মোচিত হলো রহস্য 
 
 
২০ শে জুন, ২০১৩  বিকাল ৪:০৩
গ্রাম্যবালিকা বলেছেন: হেহ, ভেবে ভেবেই খুশি থাকেন 
 
হাহাহা, কমেন্টে ধন্যবাদ জানবেন 
 
২৭| 
২০ শে জুন, ২০১৩  ভোর ৫:০৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার!!! ভালো লাগল
 
২০ শে জুন, ২০১৩  বিকাল ৪:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া 
 
গ্রাম্যবালিকা গ্রামের কথাই তো লিখবে 
 
২৮| 
২০ শে জুন, ২০১৩  দুপুর ২:০৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন:  'কুমিরের' অনুকাব্য না ছাই ! 
বলদ কি হয় দুধেল গাই ? 
এযে 'অনু' বাগানে আগাছা ,
কাব্য বৃক্ষের পরগাছা । 
'অনুকে ' করা ত্যাজ্য 
হচ্ছে কি আদৌ ন্যাজ্য ? 
 চাষি যদি না করে চাষ , 
'অনু'কে দেয় পরবাস 
আগাছায় ভরবে চতুর্দিক ,
এটাই তো স্বাভাবিক । 
 
  
 
 
২০ শে জুন, ২০১৩  বিকাল ৪:১২
গ্রাম্যবালিকা বলেছেন: লিটন ভাই, আপনি জানেন কত চমত্কার অনুকাব্য লিখেন???????!!!!
সিম্পলি অসাম ! 
 
অনুকাব্যের পোস্ট চাই আপনার কাছে.... কোনো হুমকি ধামকি দিচ্ছি না, বোনের আবদার  
 
২৯| 
২০ শে জুন, ২০১৩  রাত ৮:১১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: 
 
     
           উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে বলে একটা কথা আছে ।
 নামে মিল থাকায় একজনের পিণ্ডি আরেকজনের ঘাড়ে যাওয়া বিচিত্র নয় । 
    এখানে দেখছি উদোর পিণ্ডি সোলেমানের ঘাড়ে উঠানোর পাঁয়তারা । 
 ![]()
 
২৩ শে জুন, ২০১৩  সকাল ১০:৫০
গ্রাম্যবালিকা বলেছেন: সত্যি বলছি লিটন ভাই, অনুকাব্য লিখেন আপনি 
 
৩০| 
২০ শে জুন, ২০১৩  রাত ৮:১৬
অপূর্ণ রায়হান বলেছেন: কমু ক্যা !!! 
  
  :#>  :#>  :#> 
 
২৩ শে জুন, ২০১৩  সকাল ১০:৫১
গ্রাম্যবালিকা বলেছেন: নিজেদের মধ্যেই তো, বলেন না! হিংসামি ক্যান করেন  
  
  
 
৩১| 
২১ শে জুন, ২০১৩  সকাল ১০:২১
মামুন রশিদ বলেছেন: সে মেয়ের পক্ষে কিভাবে ভোলা সম্ভব....
অদ্ভুত মায়াময় সেই গ্রাম্য বালককে?! 
না, ভোলা সম্ভব নয় ।
 
২৩ শে জুন, ২০১৩  সকাল ১০:৫২
গ্রাম্যবালিকা বলেছেন: কোন বালিকাকে মনে পড়ল নাকি 
  
 
৩২| 
২৩ শে জুন, ২০১৩  রাত ৮:৪৯
অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: এই তাইলে ঘটনা...
প্রথম টা কইলেন...
দ্বিতীয়, তৃতীয় কইলেন না?????? ![]()
 
২৪ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:০৯
গ্রাম্যবালিকা বলেছেন: শুধু তৃতীয় পর্যন্ত বলে থেমে গেলেন ক্যন!!  
  
 
লিস্ট গোস অন....... ( অবশ্যই কল্পনায় 
 )  
 
৩৩| 
২৪ শে জুন, ২০১৩  দুপুর ২:৩৭
সিয়ন খান বলেছেন: পিকটা দারুন সাথে লেখা। গ্রাম্য বালিকার গ্রামের খবর পাওয়া গেল তাইলে  
  
 
 
২৪ শে জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১২
গ্রাম্যবালিকা বলেছেন: সব মরে ভুত হয়ে গেছে..... মানুষ না মরলেও, আবেগ- অনুভুতি টাইপ বায়বীয় ব্যাপার স্যাপার মরে গেছে  :p 
ধন্যবাদ সিয়ন 
 
৩৪| 
২৫ শে জুন, ২০১৩  রাত ১২:৫৯
তামিম ইবনে আমান বলেছেন: কেমন আছুইন?
 
২৬ শে জুন, ২০১৩  রাত ১০:২৯
গ্রাম্যবালিকা বলেছেন: ভালা, আফনে কিরাম আছুইন? 
 
৩৫| 
০৪ ঠা আগস্ট, ২০১৮  রাত ১০:৫৩
খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা। ভাল লেগেছে। + +
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩  দুপুর ২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
গ্রাম্য বালিকা অবশেষে তার গ্রাম্য বালকের প্রেমের কথা স্মরন করে লিখেই ফেলল অদ্ভুত মায়াভরা একটি কবিতা। তবে অনুকাব্যের রানী এখন কবিতা লিখছে, আমিমুগ্ধ হলাম।