নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাও সুন্দর

নাটক কইরেন না, ভাল্লাগেনা

গ্রাম্যবালিকা

পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

গ্রাম্যবালিকা › বিস্তারিত পোস্টঃ

"তোমাকেই আরাধ্য মানি "

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

আকাশের মত মুহুর্তে

রঙ বদলায় তোমার,

কি করব অভাগিনী

আকাশটাই ভাল লাগে আমার।



তুমি যদি ব্যথা দাও

মধুর লাগে,

এতটুকু কথা হলে

শিহরন জাগে।





ভালবেসে কাছে টেনে

নাই হলে আপন,

তবু তুমি রাজপুত্র

সুখের স্বপন ।





রোজ রাতে ঘুম ভাঙ্গে

চোখ ভেজা জলে,

পাশে তুমি নাই থাক

আছো মিশে বুকের অতলে ।





সকালটা তুমি মোর

এক মুঠো সোনা রোদ,

সারা বেলা এই দেহে

তোমার আরাধ্য বোধ ।





ভাল যদি থাক তুমি

আমি ভাল থাকি,

বুঝিস না কেনরে

তুই প্রাণ পাখি ।

মন্তব্য ৭৭ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ১ম ভালো লাগা!!!


(ঠিকমতো দিছি)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০১

গ্রাম্যবালিকা বলেছেন: ঠিকমতো পাইছি :D

২| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

তোমোদাচি বলেছেন: পৃথিবীতে যে ভালোবাসা খাঁটি তার ভিতর পাগলামি ও প্রবঞ্জনা দুই থাকে ঐটুকুই তো ওর রহস্য >প্রমথ চৌধুরী

B:-) B:-) B:-)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: কি হয়েছে B:-) B:-) B:-) :||

৩| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

:)
ভালো লেগেছে অনেক ।
+++



০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ রাজকন্যা, আপনার আগমন সবসময় আনন্দ দেয়।

৪| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

সেলিম আনোয়ার বলেছেন: ভাল যদি থাক তুমি
আমি ভাল থাকি,
বুঝিস না কেনরে
তুই প্রাণ পাখি ।

সুন্দর +++

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৭

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার।

৫| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
রোজ রাতে ঘুম ভাঙ্গে
চোখ ভেজা জলে,
পাশে তুমি নাই থাক
আছো মিশে বুকের অতলে ।


চতুর্থ ভাললাগা।


+++

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: অনেক ধন্যবাদ শুভন ভাই, আলতু ফালতু লিখা পড়ে ভাল লাগা দিয়েজান ভাল লাগে :P

৬| ০৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

মামুন রশিদ বলেছেন: কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো..





বালিকা এত সুবোধ হলো কি করে ??

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩

গ্রাম্যবালিকা বলেছেন: বালিকা সব সময়ই সুবোধ B-) :P

৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০

অপূর্ণ রায়হান বলেছেন: ৬ষ্ঠ ভালোলাগা +++++

ভালো থাকবেন :)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ, অপূর্ন কেমন আছেন?

৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:১০

নীল-দর্পণ বলেছেন: ৭নং ভাললাগা :)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

গ্রাম্যবালিকা বলেছেন: থেঙ্কিউ আপ্পি ।

৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৫

আমিনুর রহমান বলেছেন:


ছন্দময় আবেগী কবিতায় +++

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭

আশিক মাসুম বলেছেন: হায় হায় বালিকা কি সত্যি সত্যি প্রেমে পইরা গেল নাকি??? খবর আছে কিন্তু খিয়াল কইরা =p~ =p~ =p~ :P

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১

গ্রাম্যবালিকা বলেছেন: খেয়াল করে প্রেমে পরা যায় ঝান্তাম্না ! B:-)

হোক খবর, আপনারা তো আছেনই সান্তনা দিতে ;) 8-| :P

১১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৫

তন্দ্রা বিলাস বলেছেন: ৮ম ভাল লাগা।
তা কেমন আছেন বালিকা?

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ জানালাম :)

আমি তো আনন্দেই আছি, তা আপনি কেমন আছেন?! :)

১২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:১৯

সপ্নাতুর আহসান বলেছেন: প্রেমে পইড়া যাইতেছি











কবিতার

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: হে হে, ঠিকই আছে, কবিতার প্রেমে পরাই বুদ্ধিমানের কাজ! ;)

ছেকা দিবেনা ;) :P

১৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ২:০৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৬

গ্রাম্যবালিকা বলেছেন: "ভালো লাগলো"

কমেন্ট ;) :)

১৪| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১০

রাইসুল সাগর বলেছেন: তোমাকেই আরধ্য জানি
তাই তোমারি আরাধনায়
নতুন কাব্য লিখে ছিলাম
যা ছিঁড়েছি ভিষন ব্যাথায়।


কবিতায় অনেক অনেক ভালো লাগা এবং শুভকামনা সব সময়।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০

গ্রাম্যবালিকা বলেছেন: ওয়াও! ইনস্ট্যান্ট কবিতা লিখে ফেললেন! খুশি হলাম :)

অনেক অনেক ভালো থাকবেন সাগর ভাইয়া, কথার কথা না, সত্যি সত্যি :)

১৫| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০

সরকার আলী বলেছেন: 'প্রাণ রাখিতে আমি সদাই প্রাণান্ত,
'প্রাণ চায়, চক্ষু চায় গ্রাম্যবালিকার মত............

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন: কেম্নে কি B:-)



:-P :-P

ভাল থাকুন

১৬| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বেয়াদ্দপির একটা সিমা থাকা দরকার !















সেই সীমালঙ্গন করে বলছি -- ( ক্ষমা পেয়ে পেয়ে অভ্যাস গেছে খারাপ হয়ে =p~ =p~ )

ভাল যদি থাক তুমি
আমি ভাল থাকি,
বুঝিস না কেনরে
তুই প্রাণ পাখি ।


ভাল যদি থাকিস তুই
আমি ভাল থাকি,
বুঝিস না কেনরে
তুই প্রাণ পাখি ।

এমত হলে ভাল হতো ।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: লিটন ভাই, এটা কবিতার একটা ধরন ছিল.... তুমি সম্মোধন করতে করতে তুই বলা
অনেক বড় বড় কবি এমন করেছেন...
যেমন রবীন্দ্রনাথের "যদি তর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চল রে"

আমিও একটু ট্রাই দিলাম আরকি B-) :P


কমেন্টে অনেক ধন্যবাদ ভাইয়া.. শুভকামনা :)

১৭| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

১০ নং প্লাস দিলাম। ++++++++++

ভালো থাকবেন।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: ভালো আছি ডিয়ার কান্ডারী ভাই

আপনি আমার ব্লগে যে আসেন, চ্যালাকাঠের ভয় পান না? ;) :P :-P

১৮| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:২২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যেমন রবীন্দ্রনাথের "যদি তোর ডাক শুনে কেউ না আসে
তবে একলা চল রে"

সবতো দেখি 'তুই' ময় । সম্ভবত চল রে টাই তুমি রূপ । =p~ =p~ =p~
যাক , আমি কিন্তু কবিতার ''ক'' ও লিখতে জানিনা । =p~ =p~
তার পরেও ' সিমা লংগন '' ।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

গ্রাম্যবালিকা বলেছেন: কেমন আছেন গিয়াস ভাই?

১৯| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬

সিয়ন খান বলেছেন: ভাল যদি থাক তুমি
আমি ভাল থাকি,
বুঝিস না কেনরে
তুই প্রাণ পাখি । +++

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

গ্রাম্যবালিকা বলেছেন: হুম।

থ্যাঙ্কস।

২০| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আর যদি কোন দিন আপনার ব্লগে আইছি তো আমিও কান্ডারী :D

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

গ্রাম্যবালিকা বলেছেন: ভাইইইইইইইইইইইইইইইইইয়া

কেমন আছেন বলেন জলদি!

মিসড ইয়ু গাইজ

২১| ০৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১০

তামিম ইবনে আমান বলেছেন: পিলাস

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

গ্রাম্যবালিকা বলেছেন: হ ;)

২২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৭

আমি বাঁধনহারা বলেছেন:



ভালো লাগলো প্রিয় আপু:+++++++++++
শুভ কামনা নিরন্তর....।



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০

গ্রাম্যবালিকা বলেছেন: মনে রাখলেই তো বাঁধনে পড়ে যাবেন ;) ! হা হা

ভালো আছি আপু।

২৩| ১০ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৫

চটপট ক বলেছেন: ভাল্লাগসে

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

গ্রাম্যবালিকা বলেছেন: ধই্ন্যবাদ।

২৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩

ইখতামিন বলেছেন: ++++++++++ :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০২

গ্রাম্যবালিকা বলেছেন: আচ্ছা

২৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: আর পোস্ট কই
ভাললাগা ++

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

গ্রাম্যবালিকা বলেছেন: পোষ্ট নাই।
ধন্যবাদ

২৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৫

বুমবুম বলেছেন: :D :D :D B-) B-) B-) ;) ;) ;) :#) :#) :#) /:) /:) /:) :!> :!> :!> :-/ :-/ :-/ :P :P :P

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

গ্রাম্যবালিকা বলেছেন: ইগুলা কি? হা হা। বুম্বুব! লল

২৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কেমন আছেন? :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

গ্রাম্যবালিকা বলেছেন: ভালো! আপনি?

২৮| ২৪ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:২৪

বেঈমান আমি. বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম :( :(( :((

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

গ্রাম্যবালিকা বলেছেন: ইয়াহ বেব! হোয়াটস আপ? ;)

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: Happy New year 2014
And to say nice Your poem , Come back with new some thing special.Have a nice day.

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

গ্রাম্যবালিকা বলেছেন: Happy New year ২০১৬!

উইল ট্রাই। ধন্যবাদ

৩০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২১

তারছেড়া লিমন বলেছেন: বালিকে আমনে কতি হারাইচেন??????????????

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০

গ্রাম্যবালিকা বলেছেন: আমি নাই হয়ে গেছি তারছেড়া ভাই! হাহা

কেমন আছেন?

৩১| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:২৩

আরজু পনি বলেছেন:

যতদিন নিশ্চিত হতে পারিনি ততদিন বলিনি......

আপনাকে না চেনা আর কারো মাল্টি মনে করেছিলাম :P

আশা করি ভালো আছেন ।
ব্যস্ততাতো থাকেই...আবার শুরু করুন ব্লগিং ।
শুভেচ্ছা রইল, বালিকা ।।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

গ্রাম্যবালিকা বলেছেন: ভালো করেছেন।

বাস্তব জীবনে এখন নিজেকে মাল্টি মনে হয়। আপ্নারা এতকিছু কিভাবে সামলান আপু! সুপারওমেন নাকি?

আল্লাহ ভালো রেখেছেন।
ভালো থাকুন খুব বেশি।


৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৪২

তামিম ইবনে আমান বলেছেন: কই?

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

গ্রাম্যবালিকা বলেছেন: এই যে !

como esta ?


৩৩| ০৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: ঈদ মুবারক !:#P


ব্লগে ফিরে আসুন প্লীজ , মিস ইউ রিয়েলি :(

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

গ্রাম্যবালিকা বলেছেন: ঈদ মুবারক !:#P

আসলাম ব্রো।

ভাল্লাগেনা কিছুই :(

কেমন আছেন?



৩৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৩

যোগী বলেছেন:
আজব! আপনি কই, একে বারেই দেখিনা কেন ???
কমেন্টটা যে দেখতে পাবেন তাও মনে হচ্ছে না।

ভাবছি আপনাকে ব্লগে দেখতে পাওয়ার আশা জানিয়ে একটা কেলেঙ্কারী টাইপ পোষ্ট দিয়ে ফেলবো। :P :P :P

এই অবরোধের মধ্যে অন্তত জানান ভালো আছেন। :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩

গ্রাম্যবালিকা বলেছেন: অবরোধ কই পাইলেন? হা হা

কেলেঙ্কারী টাইপ পোষ্ট দিতেন , তবুও তো বুঝতাম কেঊ মিস করেছে । কেমন আছেন যোগী ?

৩৫| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: কি ছন্দময় একটা কবিতা!! অনেক শুভকামনা।

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

গ্রাম্যবালিকা বলেছেন: ধন্যবাদ আপু । ভালো থাকবেন ।

৩৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: এত দিন কোথা থেকে উদয় হলেন?? !! খোশ উমাদি বে ব্লগ... :)

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: বেঁচে আছি ।
শুকরিয়া ।

৩৭| ০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০২

রুদ্র জাহেদ বলেছেন:

ভাল যদি থাক তুমি
আমি ভাল থাকি,
বুঝিস না কেনরে
তুই প্রাণ পাখি ।
দারুণ সুন্দর কবিতা

৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩

বিজন রয় বলেছেন: নতুন লেখা দিন।

৩৯| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৩

তামিম ইবনে আমান বলেছেন: :(

৪০| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৫

তারছেড়া লিমন বলেছেন: |-) |-) |-)

৪১| ২৬ শে জুন, ২০২৩ রাত ৮:০৩

শেরজা তপন বলেছেন: আপনি কি আছেন কোথাও- থাকলে নক দিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.