| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রেট কাফী
শুধু সত্য অন্বেষন আর প্রচারই আমার সপ্ন
#আজ_ইসলামী_শিক্ষা_দিবস
শহীদ আব্দুল মালেক.. প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্ব কালের সেরা মেধাবী... তৎকালীন সময়ে পাকিস্থানের শিক্ষা ব্যাবস্থা আইনের খসড়া হচ্ছিলো.. তখন ও বাম সেকুলার শুয়োর দের অভাব ছিলো না... তারা পূর্ব বাংলার শিক্ষা ব্যাবস্থা থেকে ইসলাম কে তুলে দিতে চাচ্ছিল... আব্দুল মালেক গর্জে উঠেছিলো.. শ্লোগান আর বক্তৃতায় কাপিঁয়ে তুলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়... তথা পুরো দেশ কে... এবং শেষ প্রচেষ্টা হিসেবে দশ সদস্যের একটি দল নিয়ে পশ্চিম পাকিস্তান যান.. সেখান কার শাসক দের ইসলামী শিক্ষা ব্যাবস্থার গুরুত্ব বুঝাতে সক্ষম হন.. এবং জয়ী হয়েই দেশে পিরে আসেন... কিন্তু বাধসাদে বাংলার সেই চিরচেনা শুয়োর গুলা... তারা এই নিয়ে মিছিল মিটিং শুরু করে... পাকিস্থান সরকার তাদের প্রতিনিধি সহ মিটিং এর আহবান করেন.. মিটিং হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ব্যাবসা শিক্ষা অনুষদে.. বাম রাম ছাগল রাই স্পিকার দেখলে নেয়... তবুও জনতার দাবীর মুখে মালেক কে পাচঁ মিনিট বক্তৃতা দিতে বাধ্য হয়... সেই পাচঁ মিনিট হলো বাংলাদেশ এর শিক্ষা ব্যাবহার ইতিহাসের সেরা সময়.. মাত্র পাচঁ মিনিট বক্তৃতায় .. মালেক এটা প্রমান করতে সক্ষম হয় যে.. এই দেশে ইসলামী শিক্ষা ব্যাবস্থা অতি জরুরী... এরপর আরো একটি সভা ডাকা হয়... সেই সভাতে নাস্তিক শুয়োরের আবারো সেকুল্যারিজম এর দাবী জানায়... সাধারন ছাত্র রা এর বিরোধীতা করলে.. ঝাপিয়ে পড়ে তাদের উপর.. এমন্তাবস্তায় মালেক তার সহকর্মী দের অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে নিজে ও কিছু সহকর্মী নিয়ে টি এস সি হলের পাশে দিয়ে যাচ্ছিলেন... ছাগলের বাচ্ছা.. নাস্তিক ... রা সেখানেই তার উপর হামলা করে... মাটিতে লুটিয়ে পড়েন মালেক... তারউপর চলতে থাকে হকিস্টিক...রড এর আঘাত.. এক সময় হায়েনা গুলো ইটের উপর মাথা রেখে তার মাথাও থেথলে দেয়... সহকর্মীরা তাকে হাসপাতালে নেয়...কিন্তু যাকে মাওলা শাহাদাতের অমিয় শুধা পান করাতে চান ... তাকে কি কেও আর ধরাতে আটকে রাখতে পারে????.. হ্যা শহীদ হলেন আবদুল মালেক. ... কিন্তু এই সোনার বাংলায় প্রতিষ্ঠা করে গেছেন... এক ইসলামী শিক্ষা ব্যাবস্থা ...
কিন্তু মালেক চলে গেলেও.. সমাজতান্ত্রিক শুয়োরের বাচ্ছা গুলো এখনো আছে বহাল তবিয়তে.. তাদের কেও কেও আজকাল মিনিস্টার.... .
বুক টা ফেটে যায় তখন ... যখন দেখি এই শুয়োরের বাচ্ছা গুলো.. পতাকা উড়িয়ে সদর্পে গাড়ী নিয়ে চলাচল করে... তারাই শহীদ মালেকের অনুপুস্থিতে চাচ্ছে আবার শিক্ষা ব্যাবস্থা কে ... নাস্তিকতা পূর্ন করতে...
কিন্তু এটা মনে রাখতে হবে..যে এক মালেক চলে গেছে কিন্তু কয়েক লক্ষ মালেক এখনো বাংলার জমীনে আছে.......... ........
তাই একটু সাবধানে থাকাই ভালো... আগের মালেক শুধু বক্তৃতাই দিতো... এখন. কার মালেক রা আরো অনেক কিছুই দিতে পারে............
লেখক
গ্রেট_কাফী....
ব্লগার 
২|
১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০
রূপক বিধৌত সাধু বলেছেন: ইসলামী শিক্ষা বলতে কোন ধরণের শিক্ষা বোঝাচ্ছেন? মাদ্রাসা শিক্ষা?
৩|
১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৮
আকদেনিজ বলেছেন: আপনি বলেছেন, কিন্তু এই সোনার বাংলায় প্রতিষ্ঠা করে গেছেন... এক ইসলামী শিক্ষা ব্যাবস্থা ... কোথায় ইসলামী শিক্ষা ব্যবস্থা। আমি তো দেখছি না। দিবা স্বপ্ন দেখেন নাকি।
আপনি বলেছেন, তারাই শহীদ মালেকের অনুপুস্থিতে চাচ্ছে আবার শিক্ষা ব্যাবস্থা কে ... নাস্তিকতা পূর্ন করতে... আপনার মতে এখনও নাস্তিকতা পূর্ণ করে নাই নাকি!! আত্মতৃপ্ততায় আর কত ভুগবেন?
৪|
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১২
গিরি গোহা বলেছেন: ধন্যবাদ লিখার জন্য
৫|
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
এ কে এম রেজাউল করিম বলেছেন:
হ্যা শহীদ হলেন আবদুল মালেক. ...
কিন্তু এই সোনার বাংলায় প্রতিষ্ঠা করে গেছেন...
এক ইসলামী শিক্ষা ব্যাবস্থা ...
কিন্তু এই বাংলাদেশে কি ইসলামী শিক্ষা ব্যাবস্থা ...
চালু করা হয়েছে এখনও?
এখনও আমি করি দেশে আবার শান্তি ফিরে আসবে যদি
প্রকৃত ইসলামী শিক্ষা ব্যাবস্থা ও মূল্যবোধ চালু করা যায়।
পোষ্ট দেয়ায় লেখকের প্রতি অভিন্দন জানাই।
৬|
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২
রুহুলআমিন চৌধুরি বলেছেন: এটি কোন সময়ের ঘটনা ? পাকিস্তান আমলের না কি বাংলাদেশ আমলের ? কে এই আবদুল মালেক ?
৭|
১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৬
বিলুনী বলেছেন: তাই একটু সাবধানে থাকাই ভালো... আগের মালেক শুধু বক্তৃতাই দিতো... এখন. কার মালেক রা আরো অনেক কিছুই দিতে পারে............
এটা দিয়ে কি বুঝাতে চাওয়া হয়েছে ?
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৭
বিবেক ও সত্য বলেছেন: আপনার পরিচয় দিতে গিয়ে লিখেছেন-প্রথম পরিচয় হলো আমি একজন সত্যান্বেষী । একটি হানাহানি আর সত্য বিশ্বের সপ্ন দেখি.।
আপনি যদি সত্যিই সত্যান্বেষী হন তাহলে আমি আপনার দলে। আপনাকে আমার ব্লগে সাদর আমন্ত্রন। সত্যিকার সত্যান্বেষীকে কষ্ট করতে হয়, তাই আশা করি কষ্ট করে ও ধের্ ধরে আমার সব লেখাগুলি পড়বেন এবং আমার সাথে দ্বিমত থাকলে একটু কষ্ট হলেও সুনির্ ষ্টভাবে দ্বিমত পোষন করবেন। আমি যদি ভূল বুঝে থাকি তাহলে অবশ্যই শুধরে নিব।