নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

যে কথা বলিনি কাউকে - ৫ (বন্ধুরা)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০

২০০৬ সাল। কুরিলে একা থাকি সাবলেটে। মাসের শুরুতে ১০ কেজি চাল কিনতাম। পকেটে ২০ টাকা নিয়ে সকালে বাজারে যেতাম। ইচ্ছে মতো ১/২ টা আনাজ একটু একটু করে কিনে বাসায় ফিরে সিদ্ধ করে দুইবেলা ভাত দিয়ে খেয়ে ফেলতাম।



কখনও কখনও বৃহস্পতিবারে বন্ধু বান্ধবকে বাসায় নিয়ে এসে রান্না বান্না করা হত। খিচুরি দিয়ে ডিম ভাজি বা মুরগির মাংস। মোহাম্মদপুর থেকে দু:সম্পর্কের এক ভাগনেকে ডাকা হত। সেসময় ওই সবচেয়ে ভাল রান্না করত। এরপর সারা রাত তাস পেটানো। কখনও কখনও এমন হয়েছে রান্না শে্য হওয়ার জন্য অপেক্ষা করতে করতে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছি। ভাগনে রান্না শেষে রাত সাড়ে ১২ টায় ডাকল, "মামা মামা রান্না হইছে। উঠেন।" এখনও মাঝে মাঝে আমরা বন্ধুরা সেই স্মৃতি রোমন্থন করি।







যে কথা বলিনি কাউকে - সিরিজ লিন্ক।





মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

রাতজাগাপাখি বলেছেন: মধুর স্মৃতি। আজ সকালে অফিসে যাবার সময় রেডিও তে 'কফি হাউজ' গানটা শুনে আমারও এমন কিছু স্মৃতি মনে পরে গেল। ভালো থাকবেন আপনি, আপনার বন্ধুদের নিয়ে।

১২ ই মে, ২০১৩ ভোর ৬:৩৬

গ্রীনলাভার বলেছেন: আশেপাশে বন্ধুরা নেই। তাই আমিও ভাল নেই :(

২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১

নীল-দর্পণ বলেছেন: ভাগনে রান্না শেষে রাত সাড়ে ১২ টায় ডাকল, "মামা মামা রান্না হইছে। উঠেন।" ঘুম থেকে হুড়মুড় করে উঠে সবাই হাত দিয়ে চোখ কচলে নিশ্চই গপাগপ খেতে বসে যেতেন ;) :P

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০৪

গ্রীনলাভার বলেছেন: B-)) B-)) B-))

৩| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

কালোপরী বলেছেন: :)

১২ ই মে, ২০১৩ ভোর ৬:৩৬

গ্রীনলাভার বলেছেন: :#) :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.