নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

অনলাইন কোর্স - মুক্ত জ্ঞানের সাগরে.....

০৯ ই মে, ২০১৩ রাত ৮:১৯

ভার্সিটিতে পড়ার সময় একটা ব্যাপার প্রায়ই ঘটত। ক্লাসে টিচার কি পড়ি্য়েছেন ভুলে যাওয়া। কারন প্রতিদিনকার পড়া প্রতিদিন না পড়া। আমারই বা কি দোষ বলুন। দিনটা ২৪ ঘন্টার না হয়ে ৪৮ ঘন্টার হলে খুব ভাল হত :)। অনেক অনেক আজাইরা কাজের পরে কাজের কাজ কিছু হত তাহলে।



যাই হোক, ইন্টারনেটের এই যুগে অনলাইন ভিডিও টিউটোরিয়াল গুলো অনেকটা হলেও এই সমস্যাটা কমিয়েছে। বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয় গুলো তাদের কোর্সগুলোর অনলাইন ভার্সন তৈরী করছে। কিছুদিন আগে আমার এক কোর্স এর্ক্সাসাইজের সলুউ্যশন খুজতে খুজতে এই গুপ্তধনের খোজ পাওয়া। ভিডিও দেখে শেখাটা যে কতটা কার্যকরী তা ইউটিউব ব্যবহারকারীরা মনে হয় এককথায় স্বীকার করবেন। আর আমার ব্যাক্তিগত ধারনা, কিছুবছর পর কাগজের বই বলতে কিছু থাকবে না। সবকিছুর অনলাইন ভার্সন বের হবে। মানুষজন টাকা দিয়ে পিডিএফ বই কিনে ইবুকরিডারে পড়বে।



তো কথা না বাড়িয়ে আমার খুজে পাওয়া অনলাইন কোর্সের লিংকগুলো শে্যার করি। আপাতত ৩ টি লিংক দিচ্ছি। আরও পেলে আপডেট করব পরে। আর আরেকটা কথা। আমার পড়াশুনার এড়িয়া হল কম্পিউটার সাইন্স। তাই লিংকগুলো টেকনিক্যাল এড়িয়ার। নন টেকনিক্যাল ভাইয়েরা রাগ নিয়েন না এজন্যে। কেউ যদি এমন কোন লিংক জানেন তাহলে কমেন্টে লিখে দিন। পোষ্ট আপডেট হবে।



প্রথম লিংক : এই লিংকটা পেয়ে আমার হার্টবিট কিছুটা হলেও বেড়ে গিয়েছিল। ইন্ডিয়ার আইআইটি-র নাম কে কে শুনেননি হাত তুলেন (মজা করলাম ইমো হবে)। আমার সহপাঠি এক ইন্ডিয়ানকে এই সাইটের কথা বলতেই ভয় পেয়ে গেল এই বলে যে, আইআইটি-র টিচারদের লেকচার নাকি ঐ আইআইটি-র স্টুডেন্ট ছাড়া কেউ বোঝে না। অবশ্য আমি যে সাবজেক্ট খুজছিলাম সেটার টিচার ভালই পড়িয়েছে বলব।



দ্বিতীয় লিংক : সাংহাইরেংকিং-২০১২ এ ৯৯ তম রেংক পাওয়া ইউনিভার্সিটি - ইউনিভার্সিটি অব ফ্রেইবুর্গ



তৃতীয় লিংক: খোদ যুক্টরাষ্ট্রের ১৪ আর সাংহাইরেংকিং-২০১২ এ ১৬ নম্বরে থাকা ইউনিভার্সিটি অব ওয়াশিংটন।





সাংহাইরেংকিং এ থাকা ইউনিভার্সিটি গুলোতে ঢু মেরে দেখতে পারেন আপনার পছন্দের কোর্সগুলোর অনলাইন ভার্সন আছে কিনা।





[--দ্বিতীয় পর্ব--]







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৩ রাত ৮:৫২

কালোপরী বলেছেন: :)

০৯ ই মে, ২০১৩ রাত ৮:৫৭

গ্রীনলাভার বলেছেন: :#) :#)

২| ০৯ ই মে, ২০১৩ রাত ৮:৫৯

কালোপরী বলেছেন: ক্লাসেই তো পড়তাম না, যে ফাঁকিবাজ আমি

আবার অনলাইন কোর্স !!!!!!!

০৯ ই মে, ২০১৩ রাত ৯:৪২

গ্রীনলাভার বলেছেন: ঠিকই বলছেন। ক্লাসেই মনোযোগ নাই আবার অনলাইন কোর্স B:-/ B:-/ ফাঁকিবাজির একটা সীমা থাকা দরকার। এই কি যে দরকার আর কি যে দরকার নাই সেটাই বুঝতেছি না :#) :#)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.