![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
[অ্যাপালেচিয়ান ট্রেইল নিয়ে ৫ টি ছবি ব্লগের এটি তৃতীয় ব্লগ। সিরিজের অন্যগুলো দেখার জন্য এখানে ক্লিক করুন।]
[পথ চলেছে নর্থ কেরোলিনার মধ্য দিয়ে। এটি ফনটানা ডেম বা বাঁধ। এটির ওপাশেই টেনেসি বর্ডার।]
[এই ট্রেইলটির ৭০ মাইলেরও বেশী পথ বিখ্যাত 'ন্যাশনাল পার্ক পর্বতমালা'র মধ্য দিয়ে চলে গেছে। এই পার্কটি বিখ্যাত বলার কারন হল এটি আমেরিকার সবচেয়ে বেশী দর্শনকৃত ন্যাশনাল পার্ক। দেখে মনে হবে পাহাড়গুলো থেকে সবসময় ধোঁয়া উঠছে।]
[এখানে আমরা ট্রেইলটির সবচেয়ে উঁচু পর্বত, ক্লিংম্যানস্ ডোম বা গম্বুজ অতিক্রম করছি। ৬,৬৪৩ ফিট।]
[ডোমটির মাথায় উঠতে হলে আরো হাফ মাইল খাড়া হাটতে হবে।]
[আর একবার যদি চুড়ায় উঠে পড়েন তাহলে এখানের অবজারভেশন টাওয়ারটি আপনাকে পার্কটির অবিশ্বাস্য ৩৬০ ডিগ্রী ভিউ দেখাবে।]
[ক্লিংম্যানস্ ডোম থেকে নামার পর সামুর হাইকারবৃন্দ এবার ভার্জিনিয়া'র উচ্চভুমি মোকাবেলা করবে। (জোরে হর্ষধ্বনি)
দক্ষিনের পর্বতমালা থেকে ভার্জিনিয়ার উচ্চভুমি এর পার্থক্য হল, ট্রেইলটির এই অংশটুকু তুলনামুলকভাবে সমতল। এবং হাইকাররা দিনে মোটামুটি ২০/২৫ মাইল করে পাড়ি দিতে পারেন।]
[আমরা গাট্টিবোচকা-ওলারা প্রায় ১ মাস হয়ে গেল ট্রেইলটি ধরে হাটছি। সবুজ জঙ্গল আর ধুঁ ধুঁ প্রান্তর দেখে দেখে চোখ ব্যাথা করছে। আর একটু এগোলেই আমরা একটি ট্রেইল টাউনের দেখা পাব।]
[দামাস্কাস, দক্ষিন সীমারেখায় ভার্জিনিয়ার ছোট্ট একটি শহর হল এই দামাস্কাস। বিভিন্ন ট্রেইলের লোকজন এই শহরটির ভিতর দিয়ে যায় বলেই এটির নাম ট্রেইল টাউন। এই যেমন ধরুন, আমাদের অ্যাপালেচিয়ান ট্রেইল, এরপর আছে ট্রান্স-আমেরিকা ন্যাশনাল বাইসাইকেল ট্রেইল, আয়রন মাউনটেইন ট্রেইল, ডেনিয়েন বোনে হেরিটেজ ট্রেইল, ক্রকড্ রোড মিউজিক্যাল হেরিটেজ ট্রেইল, ভার্জিনিয়ার বার্ডস্ এন্ড ওয়াই্ল্ডলাইফ ট্রেইল, এবং আরো অন্যান্য অল্প দূরত্বের হাইকিং ট্রেইল। ঘোড়া এবং বাইসাইকেলে হাইকিং করার জন্যেও এই শহরটি বেশ সুপরিচিত।]
[হাইকাররা এখানে দিন কয়েকের জন্য যাত্রা বিরতি দিতে পারে। ভালো খাবার-দাবার, গোসল করা, আসল বিছানায় শুতে পারার লোভ কে ছাড়ে বলুন?]
[হাইকিংয়ের প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্রও কেনা যাবে এখান থেকে]
[ইনি ডেবোরাহ টেলর। তিনি বললেন, প্রচুর সংখ্যক হাইকার এখানে পৌছেই AT ট্রেইলের যাত্রা সমাপ্ত ঘোষনা করেন।]
[যাই হোক, উপাদেয় হেম-বার্গার আর চিকন চিকন করে কাটা ফ্রেন্চ-ফ্রাই আমাদের 'সামু থ্রু হাইকার' দেরকে নতুন করে চাঙ্গা করে তুলবে পরবর্তী অভিযানের জন্য।]
[---পরের পর্ব---]
২| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আরও একটি সুন্দর পোস্ট ++++++++++ রইল।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২০
এম আর ইকবাল বলেছেন: ভালই লাগছে ।