নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

আধারে অশ্রু তুই মোর বধু।।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

সখি তোর প্রানে বাধা আমি

তব অঙ্গে অঙ্গে বিজরিত মনে প্রানে

সহিস্নু সেজেও তোকে প্রাতে রাতে সহিনু পারিনি।



তন্দ্রা বিলাশে ভুলে যেতে গেয়ে

ভুলতে পারিনি তোকে।

ব্যাথা-বেদনায়-নিদ্রায় তোর গান গাই,

মনপাখি উড়ে যায় তোর চন্দনের চুম্বনের কাখে,

কপোতির মতো তোকে জড়িয়ে বেধে রাখি

বুকের সাথে রজনি নিকষে।



অজ্ঞাত চোখের অশ্রুজলে তোর চরন ধুয়ে যাই আমি বারে বারে,

পল্লবির ব্যাথা-হাসি, মৃদু গুন্জনে,

কপোলে তোর পানি ধারা;

মুছে যাই তোর হাত বাড়া,

বাহু টেনে তুলে নেই;

কপোল কলা - ঠোঁট বাকা - আঁখি আকা

মোর প্রেয়সি তুই।



তুই নেই - জুই নেই

আকাশে চাঁদ হাসেনা আর।

তুই নেই, প্রেম নেই

লাখো চন্দন মুছে গেছে

তোকে পদ চুম্বনে।



অসংখ্য রমনীবালা

ছেড়াতে পারেনা তোর জ্বালা;

যাহাদেরে দেখিয়াও দেখিনা, সহিয়াও সহিনা,

তোর জ্বালে - বিচ্ছিন্ন মোর ভুবন।।



বারে বারে কেঁদে কেঁদে ফিরে ফিরে চাই তোর তরে তরে;

নাহি পাই তব তরে তরে;

কোথাও তোর কোন কিছু নেই;

তুই নেই সবকিছু নেই।



এরপরও আধারে অশ্রু ঝরে

তোর গন্ধ আমার নাকে;

স্পন্দনে স্পন্দনে;

নাকে-মুখে-বুকে-প্রানে।।









মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

আমি অপদার্থ বলেছেন: আধারে অশ্রু তুই মোর বধু।। :D বাংলা ছবির নামকরণের মত শিরোনাম। কবিতা ভাল লাগছে।

০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৯

গ্রীনলাভার বলেছেন: :D :D :D :D

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১১

কালোপরী বলেছেন: :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

গ্রীনলাভার বলেছেন: আপনাদের কবিতা দেখে দেখে আমিও একটু চেষ্টা করলাম আরকি! :D :D

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ সেলিম ভাই,
আপনার কবিতা ভালা পাই।।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লিখেছেন,,,,,,,,,,,ভাল লাগলো

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

বেলা শেষে বলেছেন: Hey man , your Girl have to cry for this "harttouchable" Poem as Long as possible. Salam to "আধারে অশ্রু তুই মোর বধু।।" & Respect both of you.!!

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪

গ্রীনলাভার বলেছেন: ভাই, আমার গার্ল কবিতাটা পইড়া শুধু বলছে "ভাল হইছে"। :(
হায়, মনের ব্যাথাটা বুঝলনা সে।। :|

৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

পাঠক১৯৭১ বলেছেন: ইউরিডাইসের মৃতয়ুর পর, অর্ফিউসের গান?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

গ্রীনলাভার বলেছেন: হাহাহাহাহাহা......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.