![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
আমার দেশের ২ ধরনের মানুষ ভলান্টিয়ারি কাজ করছে আজীবন। এবং আমি দেখেছি তারা এ নিয়ে সচেতনও নয়। কোন আক্ষেপ নেই। বাড়তি কোন কিছু চায়ও না। অদ্ভুত। তাদের জন্যেই আজ আমি আমিতে পরিনত হতে পেরেছি। অথচ তাদের কাছে থেকে পাওয়া কোন শিক্ষাই কাজে লাগাতে পারিনি।
প্রথম:- কৃষক
আমার দেশের দরিদ্র জনগোষ্ঠির ৮০ ভাগ কৃষক। নিজে খাওয়ার জন্যেই সে চাষ করে এবং ধান বিক্রি করে। একবেলা গোস্ত-ভাত এরও পয়সা জুটে না। অথচ ২০ কোটি জনগনের খাদ্য নিশ্চিত কারী। কোনদিন বলেও নি। সোবহানআল্লাহ্।
দ্বিতীয়:- স্কুল শিক্ষক
এদের হাতে মানুষ হয়েছি কিন্তু এদের শেখানো আদর্শ আর ধরে রাখতে পারিনি।
সবারই ভাগ্যের পরিবর্তন হয়। অথচ এরা আজীবন একই রকম থেকে যায়। অথচ দেশ গড়ার কারিগর এরা। কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ন্তা এরা। এদের কাছেই আমার শেখার আছে কিভাবে নিজের দেশকে সেবা দিতে হয়। এই ভলান্টিয়ারি করেই সেবা দেয়া সম্ভব। টাকার বিনিময়ে নয়।
[ছবি: গুগোল করে]
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
রাকিব উদ্দিন নওশাদ বলেছেন: আসলেই এরা আমাদের দেশ এবং জাতীকে নিজ হাতে গড়ে তুলছেন~