![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
বল, হে আমাদের প্রতিপালক! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না কর তবে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্চুক্ত হব।
- সুরা আরাফ, আয়াত ২৩
"আইনের প্রয়োগ" - এটি ততদিন সম্ভব হবে না যতদিন না আমাদের স্কুল কলেজ ইউনিগুলোতে এ ব্যাপারে পাঠদান করা হবে। আইন কি এবং কিভাবে মানতে হবে এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং মাঝে মাঝে হাতে কলমে শেখাতে পারলেই আইনের সুফল ভোগ করা সম্ভব হবে।
ঢাকা শহরে বাস গুলোতে মাঝে মাঝে কিছু ছাত্র হাফ ভাড়ায় যাতায়াত করে। এবং তাদের এই অধিকার আদায়ের এপ্রোচটি সত্যি ভয়াবহ। প্রায়ই বাসের স্টাফদের সাথে তর্ক, মাঝে মাঝে হাতাহাতি করতেও দেখি। মাঝে মাঝে আমি তাদেরকে ভদ্র এবং নিচু গলায় কথা বলতে বলি। কিন্তু এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য তো পাবলিকের কাছে শেখার কথা ছিল না ছাত্রটির। শিক্ষকের কাছে থেকে শেখার কথা। তাহলে কি বলব, ছাত্রটিকে শিষ্টাচার শেখানোর আগে তার শিক্ষককে শিষ্ঠাচার শেখাব আগে? যে শিক্ষক ছাত্রটিকে মাস্তানি করতে শেখাচ্ছে, হাতে কলমের পরিবর্তে লাঠি ধরিয়ে দিচ্ছে, তিনি কি কখনও ভেবেছেন যে এই ব্যাপারটি বুমেরাং হয়ে তার ঘাড়েই এসে পড়বে একদিন? যেটি আমরা হতে দেখেছি প্রফেসর জাফর স্যারের বেলায়! জাতি হিসেবে আমাদের অধ্পতন কখনও ঠেকানো যাবে না যতদিন না ছাত্রদের শিষ্ঠাচার শেখানো যাবে।
আমার পকেটে যদি পুরো ভাড়া না থাকে তাহলে আমার সুন্দর করে বলতে বাধে কোথায় যে, মামা আমি ছাত্র। আমার কাছে আর টাকা নেই।
বলতে লজ্জা লাগে, তাই না?
০৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১২
গ্রীনলাভার বলেছেন: ডাক্তাররা পেশেন্ট ঠিক করার আগে কখনও কখনও তার মা-বাবাকে ঠিক করার কথা ভাবেন। এখন দেখছি তাই করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৩:০১
মাহিরাহি বলেছেন: বাসের স্টাফরা নিম্ন আয়ের মানুষ। তাই তারা ভাল ব্যবহার পাওয়ার যোগ্য।
যারা স্কুল, কলেজে পড়ে, তাদের বড় অংশই সম্পন্ন পরিবারের ছেলেমেয়ে, তাই তাদের উচিত বিনয়ী হওয়া এবং নিম্ন আয়ের মানুষের সাথে ভাল ব্যবহার করা।