![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদুত এবং ভারতে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদুত দুজনে মিলে প্রধান মন্ত্রীর মাথা ঠান্ডা করার উদ্যোগ নিয়েছে। প্রধান মন্ত্রীও আশ্বস্ত হয়েছেন যে ভারত মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে। আমারা বাংগালী জনগন আশ্বস্ত হয়েছি কিনা বোঝা যাচ্ছে না। মানুষজন চুপ মেরে আছে। এর অর্থ কিন্তু এই নয় যে আমরা সব বুঝে গেছি। আসলে আমাদের নিজেদের নিজেদের প্রয়োজনাদী নিয়েই হিমসিম খেয়ে যাচ্ছি। চাল ডাল এর দাম বেড়ে গেল কিনা। ভারতও আমাদের নেতা নেতৃদেরকে ভাল ভাবেই শেখাতে পেরেছে আমরা কি নিয়ে চিন্তা করতে পছন্দ করি; কিসে সুখী হই; কিসে ব্যাস্ত থাকতে পছন্দ করি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৫
গ্রীনলাভার বলেছেন: মায়ানমার ইস্যুতে প্রধানমন্ত্রী নোবেল প্রাইজ পাবে। দেশ গোল্লায় গেলে যাবে।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: উনি নোবেল পেলে দেশের লুটপাট তো বন্ধ হবে না। মানুষ কি সাধে বিদেশ যায় দেশ ছেড়ে!
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩০
গ্রীনলাভার বলেছেন: ৬/৭ বছর আগে মানুষ রাস্তা ঘাটে, চায়ের স্টলে, বাসে বসে দেশের চলমান ইস্যু নিয়ে আলোচনা করত। এখন মানুষ চুপ মেরে গেছে। আগামীকাল চালের দাম কত হবে হিসেব করছে। দারিদ্রতাকে এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্যাংকের টাকার উপরও তাদের নজর। দেখেন ভাই, আমাদের আবার ধরে নিয়ে যায় কিনা এসব আলোচনার জন্য।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২
গ্রীনলাভার বলেছেন: সম্ভাবনা আছে।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২০
চাঁদগাজী বলেছেন:
ভারত কখনো বার্মার হত্যাকান্ডে সমর্থন দেবে না।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪২
গ্রীনলাভার বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী মুখের বুলিতে আশ্বস্ত হতে পছন্দ করেন। আমরা সাধারন জনগনের এসবে কিছু যায় আসে না।
মেধাবীরা জানে কোন দেশে মাইগ্রেশনে বেশী লাভ। নেতা নেতৃরা নিজেদের ছেলেদেরকে বাইরের দেশে পড়াশুনার নামে পাড় করেছেন এরই মধ্যে। নিজেদের নিরাপত্তা নিশ্চিৎ করার নামে শুধু চশমখোরদের পাশে রেখেছেন। নিজেরা অসুস্থ হলে জনগনের ট্যাক্সের টাকায় সিংগাপুরের ডাক্তার দেখিয়ে নিজেদের আয়ু বাড়াচ্ছেন। প্রতিবাদীদের জন্য ভারতের র এর এজেন্টদের পস্তুত করে রেখেছেন।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমরা কেন জানি ভাল থাকতে চাইলেও পারি না। এই সমস্যা, ওই সমস্যা।