![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
গতকাল দুপুরে যোহরের নামাজ পড়তে মসজিদে গিয়ে একজোড়া জুতা বিক্ষিপ্ত ভাবে পড়ে থাকতে দেখি। অনেকেই বিরক্তি প্রকাশ করছিল। আমি সেচ্ছাসেবক হয়ে জুতা জোড়াকে সাজিয়ে রাখলাম। এরপর আর কাউকে বিরক্তি প্রকাশ করতে দেখিনি। আমিও বিরক্তি প্রকাশকারীদের সাথে সামিল না হয়ে আমার কর্তব্য মনে করে কাজটা করে আমার ভাল লেগেছে।
আমি আমার ছোট্ট বাবুকে তার খেলার গাড়িগুলো সুন্দর করে সাজিয়ে রাখতে বললাম। ও আমার কথা অগ্রাজ্য করে গাড়িগুলো আছড়ে ফেলছিল। আমার রাগ হচ্ছিল। আমি ওকে বকা দেয়ার জন্য উদ্দত হচ্ছিলাম। হঠাৎ আমার মনে হল বাবুকে 'সুন্দর করে' কিভাবে সাজিয়ে রাখতে হয় তা একবার দেখিয়ে দেই। আমার মনের কথা আমি শুনেছিলাম। এখন ছোট্টবাবু সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখতে চায়।
পৃথিবীতে নিজের জন্য জান্নাত তৈরী করা হারাম; কিন্তু মুসাফিরের বিশ্রামের জন্য একটি বালাখানা তৈরীর নির্দেশ আছে। [হাদিসটির উৎস বলতে পারছিনা]
২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৩
নাহিদ০৯ বলেছেন: বাহ্। খুব সুন্দর একটা বিষয়ের অবতারনা করেছেন। জুতা সাজিয়ে রাখার উপকারিতা সম্পর্কে জানার পরে আমি নিজেই এই চিকিৎসা নেই প্রায় ই।
আমাদের মধ্যে অনেক সময় আমি অমুক, বা আমি অমুকের অমুক, আমি তমুক ডিগ্রিধারী বা আমি এমন মহান একজন মানুষ টাইপ এর খুবই কমন একটা অহংকার চলে আসে। কেউ স্বীকার করুক আর না করুক প্রায় সবার মধ্যেই এ রোগ টা আসেই। মসজিদে জুতা সাজিয়ে রাখার বিষয় টা এই রোগের জন্য একটা প্রাকৃতিক মহৌষধ হিসেবে কাজ করে।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর ঘটনা শেয়ারের জন্য ধন্যবাদ।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫
জনৈক অচম ভুত বলেছেন: শিক্ষণীয় পোস্ট।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৪
মোস্তফা সোহেল বলেছেন: প্রত্যেকে নিজের জায়গা থেকে ভাল হওয়ার চেষ্টা করলে পৃথিবীটা আরও সুন্দর হত।
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৯
আটলান্টিক বলেছেন:
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর ভাবনা।
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৩
কাতিআশা বলেছেন: পোস্টে প্লাস! ++++++
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর বলেছেন । যার যেটা ভালো লাগে করা উচিত ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:২৭
বিজন রয় বলেছেন: সুন্দর।
এভাবে সবাইকে ভাবতে হবে।