নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

\'আর যেভাবে আমি প্রথম সৃষ্টির সুচনা করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব।\' [২১:১০৪]

১০ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩০

বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি। রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি।

৯৪. সুতরাং কেউ বিশ্বাস স্থাপন করলে ও সৎকর্ম করলে তার প্রতিটি উদ্যোগ ও শ্রমের প্রতিফল সে পাবে। কারন তা যথাযথ ভাবেই সংরক্ষিত হচ্ছে।

৯৫. কিন্তু এটা অবধারিত সত্য, যে-সব জনপদকে আমি ধ্বংস করেছি, সেখানকার অধিবাসীরা কখনোই (পাপের পথ থেকে) প্রত্যাবর্তন করবে না।

৯৬. যতক্ষন পর্যন্ত না ইয়াজুজ-মাজুজ কে ছেড়ে দেয়া হবে এবং তারা চারদিক থেকে সকল উচ্চতা অতিক্রম করে (পঙ্গপালের মতো) জমিনকে ছেয়ে ফেলবে। ৯৭. যখন মহাবিচারের অঙ্গীকার পূরনের সময় ঘনিয়ে আসবে, তখন সত্য অস্বীকার কারীদের চোখ আতঙ্কে স্থির হয়ে যাবে। আর্তনাদ করে বলবে, হায়! দুর্ভোগ আমাদের! আমরা উদাসীন ছিলাম! আমরা পাপে নিমজ্জিত ছিলাম!

৯৮. (তখন ওদের বলা হবে) তোমরা এবং আল্লাহ ছাড়া যাদের তোমরা উপাসনা করেছ, সবাইকে জাহান্নামের ইন্ধন বানানো হবে। তোমরা সেখানেই প্রবেশ করবে। ৯৯. এই উপাস্যরা যদি প্রকৃত উপাস্য হতো, তবে তাদের জাহান্নামে প্রবেশ করতে হতো না। কিন্তু ওদের প্রত্যেকেই জাহান্নামে থাকবে। ১০০. জাহান্নামে এই শরিকদের কানফাটা আর্তনাদ ছাড়া আর কিছুই তারা শুনতে পাবে না।

১০১. (বিশ্বাসী ও সৎকর্মশীলদের জন্যে) আমি আগে থেকেই কল্যান নির্ধারিত করে রেখেছি। তাদের জাহান্নাম থেকেও দুরে রাখা হবে। ১০২. তারা এ (জাহান্নামীদের) আর্তনাদের ক্ষীনতম শব্দও শুনবে না। তারা সেখানে তাদের মনপসন্দ সবকিছু চিরকাল উপভোগ করবে। ১০৩. মহাবিচারের সমাবেশ ময়দানের বিভীষিকায় বিশ্বাসীরা কখনো বিচলিত হবে না। ফেরেশতারা তাদের স্বাগত জানিয়ে বলবে, 'আজ তোমাদের সেই শুভ দিন, যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হয়েছিল।'

১০৪. (হে মানুষ! সেদিনের কথা ভাবো) যেদিন মহাকাশকে লিখিত কাগজের পাতার ন্যায় ভাঁজ করে গুটানো হবে। আর যেভাবে আমি প্রথম সৃষ্টির সুচনা করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার দায়িত্ব আর আমি ওয়াদা পালন করবই।

১০৫. আমি আসমানী কিতাব সমূহে লিপিবদ্ধ করে রেখেছি যে, আমার সৎকর্মশীল যোগ্য বান্দারাই শেষ পর্যন্ত পৃথিবীর উত্তরাধিকারী হবে। ১০৬. এতে আল্লাহর ইবাদতকারী জনগোষ্ঠীর জন্যে সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে।

১০৭. (অতএব হে নবী!) আমি আপনাকে বিশ্বজাহানের জন্যে করুনার নিদর্শন (রহমাতুল্লিল আলামীন) হিসেবে পাঠিয়েছি। ১০৮. (হে নবী! ওদের) বলুন, আমার উপর ওহী আসে যে, তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ! এরপরও কি তোমরা তার কাছে সমর্পিত হবে না?

১০৯-১১১. যদি ওরা এই সত্য মানতে অস্বীকার করে, তবে (হে নবী!) তুমি ওদের বলো, আমি প্রকাশ্যভাবেই সবাইকে অবধারিত আজাবের ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। যদিও আমি জানি না, প্রতিশ্রুত আজাবের সময় কাছে, না দুরে। তোমরা মুখে যা বলো, তা-ও তিনি জানেন আর যা গোপন রাখো তা-ও তিনি জানেন। কিন্তু আমি জানি না (আল্লাহর আজাব বিলম্বিত হওয়া) তোমাদের জন্য একটা পরীক্ষা, না তাঁর সাময়িক করুনা!

১১২. (হে নবী!) বলো, 'হে আমার প্রতিপালক! তুমি ন্যায়বিচার করো।' এবং (বলো) 'আমাদের প্রতিপালক তো দয়াময়। তোমরা যে অবমাননাকর কথা বলছ, তার মোকাবেলায় তিনিই আমাদের সহায়!'

[সুরা আম্বিয়া-২১; রুকু ৭; আয়াত ৯৮-১১২; ]

[প্রিয় পাঠক, 'আল কোরআন বাংলা মর্মবানী' কোরআনের বাংলা অনুবাদ নয়। আল্লাহতে সমর্পিত একজন মানুষ হিসেবে কোরআনের বানীর যে অন্তর্নিহিত অর্থ আমি উপলব্ধি করেছি, তা-ই আন্তরিকতার সাথে মায়ের ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি।... - শহীদ আল বোখারী মহাজাতক]


মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায় মানুষ যদি সত্যকে উপলদ্দি করত! কতইনা কল্যান হতো তাদের!

ধন্যবাদ স্মরন করিয়ে দেয়ায়

+++++++

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪০

গ্রীনলাভার বলেছেন: সারাসরি কোরআনে আসতে পারছি না বহু বছর। এখন চেষ্টা করছি কোরআন থেকেই শেখার। অফুরন্ত সময় আছে হাতে। আপনাকেও ধন্যবাদ।

২| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। নিয়মিত চাই।

১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪০

গ্রীনলাভার বলেছেন: আমি এটি কনটিনিউ করব ইনশাআল্লাহ।

৩| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সকাল সকাল আপনার লেখা পড়ে মনটা ভাল হয়ে গেল। আরও লিখুন।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৫

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ। আরও লিখব ইনশাআল্লাহ।

৪| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৪

হাফিজ বিন শামসী বলেছেন:

হে আল্লাহ, তুমি আমাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫

গ্রীনলাভার বলেছেন: আমিন। আল্লাহ আমাদেরকে ভালো-মন্দ বুঝে উঠার জ্ঞান দিন।

৫| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: অনুভবে মুগ্ধতা।শুভেচ্ছা অনন্ত।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৪

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।

৬| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ইয়াজুজ-মাজুজ কোথায় আছে??? জানেন কিছু????

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৩

গ্রীনলাভার বলেছেন: এই প্রশ্নটা আমারও। কোন একজন মুফতিকে জিজ্ঞাস করতে হবে। উত্তর পেলে অবশ্যই জানাব। তবে ধারনা করছি মাটির নিচে কোথাও চাপা পড়ে আছে। গুগোল আর্থে পৃথিবীর উপরিভাগটা দেখা যায়। আটকে যাওয়া কোন জাতির কথা এখনও কেউ বলেনি।

৭| ১০ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৫২

যুলকার বলেছেন: আপনার ৯৫ নং অনুবাদ সঠিক নয় ।

সুরা আম্বিয়া ,আয়াত ৯৫ ।
আল্লাহ যেসব জাতি ধ্বংস করে দিয়েছেন ,তাদের ফিরে আসা অসম্ভব ।৯৬ ।যে পর্যন্ত না ,ইয়াজুজ-মাজুজ ছেড়ে দেয়া হয় ।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৪

গ্রীনলাভার বলেছেন: মাশাআল্লাহ। আপনি যে আলোচনায় এসেছেন এটা আমার জন্য আশাতীত এবং সৌভাগ্য।
আমি কন্টেন্ট একটু এডিট করেছে। ৯৫ নং আয়াতটির সাথে ৯৬ নং আয়াতটি আসলে সম্পর্ক নেই। ৯৫ নং আয়াতটির উদ্দেশ্য হল, মৃত্যুর পর তওবার দরজা বন্ধ হয়ে যায়। কেউ পুনরায় দুনিয়ায় এসে সৎকর্ম করতে চাইলে সেই সুযোগ সে পাবে না। এরপর তো কেবল পরকালের জীবনই হবে। [টিকা-১; মারেফুল কোরআন; পারা ১৭; ৪৭৪ নং পৃষ্ঠা]

৯৬ এবং ৯৭ নং আয়াত - মহাদিবস অস্বীকার কারীদের সাইকোলজি বোঝানো জন্য নাজিল হয়েছে।

৮| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৯

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছেন, " সারাসরি কোরআনে আসতে পারছি না বহু বছর। এখন চেষ্টা করছি কোরআন থেকেই শেখার। অফুরন্ত সময় আছে হাতে। আপনাকেও ধন্যবাদ। "

-অফুরন্ত সময়? আয়ের উপায় কি আপনার?

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:১৫

গ্রীনলাভার বলেছেন: চাঁদগাজী ভাই, উপার্জনের জন্যে কাজ তো অবশ্যই করি। দিনশেষে বন্ধুদের সাথে আড্ডা দেয়া বাদ দেয়ার পর থেকে পুরো সময়টা এখন আমার কাছে অফুরন্ত সময় লাগে। :D :D
কম্পিউটার সারাইয়ের কাজ করি আমি।

৯| ১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: এরকম পোষ্ট মনে শান্তি দেয়।

১০ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০৬

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ নুর ভাই।

১০| ১১ ই মার্চ, ২০১৮ রাত ১:১৪

শাহিন-৯৯ বলেছেন: খুবই সুন্দর পোস্ট, এ ধরণের পোস্ট হৃদয়ে শান্তি এনে দেয়।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪২

গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ শাহীন ভাই সুন্দর কমেন্টের জন্য।

১১| ১১ ই মার্চ, ২০১৮ রাত ২:৫৯

১৯৭১ মুক্তি বলেছেন: দুঃখিত!!! অযথাই ভয়, ভীতি, হুঙ্কার, জিঘাংসা, প্রতিহিংশা। যার কোন বৈজ্ঞানিক ভিত্তি নেই।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৪

গ্রীনলাভার বলেছেন: আসলে কোন মানুষই আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বাসী হতে পারবে না। আর যারা তাদের সহজাত বিচারবুদ্ধি প্রয়োগ করে না, তিনি তাদের উপর (অবিশ্বাসের) অপবিত্রতা ছড়িয়ে দেন।

১২| ১১ ই মার্চ, ২০১৮ রাত ৩:২০

ব্লগ মাস্টার বলেছেন: আল্লাহু আমাদের সকলকে বুঝার তৌফিক এনায়েত করুক ।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৪১

গ্রীনলাভার বলেছেন: আমিন।

১৩| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:১৫

নতুন নকিব বলেছেন:



সারাসরি কোরআনে আসতে পারছি না বহু বছর। এখন চেষ্টা করছি কোরআন থেকেই শেখার। অফুরন্ত সময় আছে হাতে।

-আপনার কথায় আপ্লুত! আহ, কী গভীর আবেগের অসাধারন প্রকাশ! যেন যুগ-যুগান্তরের ভালবাসায় আকীর্ন প্রিয়তম বস্তুর বিরহ বেদনা মূর্ছিত হয়ে ঝড়ে ঝড়ে পড়ছে প্রতিটি শব্দে! মহাগ্রন্থ আল কুরআন আসলেও তো তাই। বিশ্বাসীর অন্তরজুড়ে যে মূর্তমান কুরআনের অনি:শেষ আলোকচ্ছটা! কুরআন প্রিয়তাই যে একজন বিশ্বাসীকে তার প্রভূ পালয়িতার প্রিয়তে পরিনত করে দেয়!

মহান আল্লাহ পাকের অমিয় বানী- 'আমি কুরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, সুতরাং কে আছ অনুসন্ধানী?'

সারা দিনের কর্মক্লান্ত শরীরে বাসায় ফিরে অবসর সময়টাকে কুরআন বুঝার জন্য ব্যয় করার মানসিকতা আপনার মত আমাদের সবার যদি নসীব হত? হৃদয় নিংড়ানো অভিনন্দন। অনেক ভাল থাকুন। নিরন্তর সাফল্য কামনা করছি।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫০

গ্রীনলাভার বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দোয়া আমাকে চলার পাথেয় হিসেবে অনুপ্রেরনা দিবে।

১৪| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর পোস্ট।

++++++

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭

গ্রীনলাভার বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৫| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৬

কানিজ রিনা বলেছেন: (আল্লাহর আজাব বিলম্বিত হওয়া) তোমাদের
জন্য একটা পরীক্ষা,না তার সাময়ীক করুনা।
মাশাআল্লাহ্ এত সুন্দর করে বিশ্লেশন করেছেন।
অনেক অনেক ধন্যবাদ।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৩

গ্রীনলাভার বলেছেন: সকল প্রশংসা আল্লাহর এবং কৃতজ্ঞতা তার প্রতিও যাকে তিনি কলমের জ্ঞান দান করেছেন। অনুবাদটি আমি আল কোরআন বাংলা মর্মবানী: মহাজাতক শহীদ আল বুখারী এর বই থেকে সংকলন করেছি।

১৬| ১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৩

গ্রীনলাভার বলেছেন: যারা মন্তব্য করেছেন এবং যারা পড়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সকল প্রশংসা আল্লাহর এবং কৃতজ্ঞতা তার প্রতিও যাকে তিনি কলমের জ্ঞান দান করেছেন। অনুবাদটি আমি আল কোরআন বাংলা মর্মবানী: মহাজাতক শহীদ আল বুখারী এর বই থেকে সংকলন করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.