![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি।
তাকাও ঝড়ো হাওয়ার দিকে, যা ধুলাকে ছড়িয়ে দেয় চারপাশে বহুদুরে।
২-৬: ভাবো বৃষ্টিগর্ভা মেঘমালা আর স্বচ্ছন্দ গতির নৌযান নিয়ে। চিন্তা করো তাদের নিয়ে, যারা আদেশ অনুসারে বন্টন করে কল্যান। (তাহলেই বুঝতে পারবে) তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি (মৃত্যুর পর উত্থান) অবশ্যই সত্য এবং কর্মফল-ভোগ অবশ্যম্ভাবী।
৭: তাকাও মহাকাশে নক্ষত্রের পথে (ভাবো স্রষ্টার বেশুমার সৃষ্টিবৈচিত্র নিয়ে, তাহলেই বুঝতে পারবে তোমার অবস্থান)।
৮-৯: (হে মানুষ!) মহাবিচার দিবস সম্পর্কে তোমরা পরস্পরবিরোধী মত লালন করছ। এই সত্যকে যারা মেনে নিতে পারেনা তাদের চিন্তাধারা কত না বিকৃত!
১০-১২: ওরা যে-বিষয়ে নিশ্চিত হতে পারে না, সে-বিষয়ে অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। ওরা অজ্ঞ, খেয়ালিপনার কারনে ভুল করে। যারা বিদ্রুপ করে বলে, "মহাবিচার দিবস কবে আসবে?" তারা আসলে নিজেরাই নিজেদের ধ্বংস করে।
১৩-১৪: হে নবী! বলো, (মহাবিচার দিবস সেদিন আসবে) যেদিন তোমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। (বলা হবে) তোমরা আজাব ভোগ করো, তোমরা তো একেই ত্বরান্বিত করতে চেয়েছিলে।
১৫: সেদিন আল্লাহ-সচেতনরা থাকবে প্রবাহমান ঝর্নাবেষ্টিত জান্নাতে।
১৬-১৯: তারা তাদের প্রতিপালকের পুরষ্কারে আনন্দে উচ্ছল হয়ে উঠবে। কারন পার্থিব জীবনে তারা ছিল সৎকর্মশীল। তারা রাতে সামান্য অংশই ঘুমিয়ে কাটাত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমাপ্রার্থনা করত, তাদের ধনসম্পত্তি থেকে অভাবী ও বঞ্চিতের হক আদায়ে অকাতরে ব্যয় করত।
২০-২১: বিশ্বাসীদের জন্য আল্লাহর মহিমার অসংখ্য নিদর্শন রয়েছে জমিনের বুকে, যেমন আছে তোমার নিজের মধ্যেও। এরপরও কি তোমরা অনুধাবন করবে না?
২২-২৩: মহাকাশে রয়েছে তোমাদের জীবনোপকরন এবং প্রতিশ্রুত সবকিছু। মহাকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! (মৃত্যুর পর উত্থান ও মহাবিচার) এ এক বাস্তব সত্য, যেমন বাস্তবতা হচ্ছে তোমাদের পরস্পরের কথাবার্তা।
[সুরা জারিয়াত-৫১; আয়াত ১-২৩]
[প্রিয় পাঠক, 'আল কোরআন বাংলা মর্মবানী' কোরআনের বাংলা অনুবাদ নয়। আল্লাহতে সমর্পিত একজন মানুষ হিসেবে কোরআনের বানীর যে অন্তর্নিহিত অর্থ আমি উপলব্ধি করেছি, তা-ই আন্তরিকতার সাথে মায়ের ভাষায় উপস্থাপনের চেষ্টা করেছি।... - শহীদ আল বোখারী মহাজাতক]
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ।
২| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: জান্নাতে যেতে মন চায়।
আমি কিন্তু মন্দ কাজ করি না জাহান্নামে যাবার ভয়ে।
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫
গ্রীনলাভার বলেছেন: আপনি চাইলেই আল্লাহ আপনাকে জান্নাতে যাবার পথ দেখাবেন। সালাম নুর ভাই।
৩| ২৪ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩
মিনহাজ শুভ বলেছেন: খুব ভালো লাগোলও ভাই । আপনার ফেসবুক লিংকটা কি পেতে পারি ?
২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ শুভ ভাই। মাঝে মাঝে মনে হয়, আমি ধন্যবাদ পাওয়ার আশায় লিখছি!
আমি খুবই দুঃখিত; আমি ফেসবুক ব্যবহার করছিনা।
৪| ২৬ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:০৩
মিনহাজ শুভ বলেছেন: মেইল আইডিটা কি পাওয়া যাবে ? আপনার সাথে কথা বলতে চাই ।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মনটা স্নিগ্ধ ভালোলাগায় ভরে গেল। কিপ ইট আপ।