নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ-সচেতনরা গায়েবে (মানুষের সীমাবদ্ধ জ্ঞানে বোধগম্য না হওয়া সত্ত্বেও অদৃশ্য বাস্তবতায়) বিশ্বাস করে, নামাজ কায়েম করে, প্রাপ্ত রিজিক থেকে অন্যের জন্যে ব্যয় করে (অর্থাৎ দান করে)। [২:৩]

০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৫

বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি।

আলিফ-লাম-মিম। ২: এ সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই। এই কিতাব আল্লাহ সচেতনদের পথ প্রদর্শক। ৩: আল্লাহ-সচেতনরা গায়েবে (মানুষের সীমাবদ্ধ জ্ঞানে বোধগম্য না হওয়া সত্ত্বেও অদৃশ্য বাস্তবতায়) বিশ্বাস করে, নামাজ কায়েম করে, প্রাপ্ত রিজিক থেকে অন্যের জন্যে ব্যয় করে (অর্থাৎ দান করে)। ৪-৫: আর (হে নবী!) তোমার ও তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল হয়েছে তা তারা বিশ্বাস করে। সেইসাথে বিশ্বাস করে আখেরাতে (প্রতিটি কজের জবাবদিহিতায়)। তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত সঠিক পথের অনুসারী এবং তারাই সফলকাম।

[আল কোরআন; সুরা বাকারা:২; আয়াত ১-৫]


মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪০

ব্লগার_প্রান্ত বলেছেন: আল্লাহ্ আমাদের সফলকাম হিসেবে কবুল করুক।

২| ০৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১

রোকনুজ্জামান খান বলেছেন: আমিন

৩| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৯

মাহিরাহি বলেছেন: আল্লাহ আমাদের কোরান বুঝে পড়ার তওফিক দান করুন।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

কানিজ রিনা বলেছেন: অসাধারন, আল্লাহ্ প্রেরিত কোরআন নাজিল
হয়েছে হযরত মোহাঃ সঃ উপর। কোরআন
সংরক্ষনের দায়ীত্ব একমাত্র আল্লাহ্ সর্বক্ষন
পাহারায় আছেন ফেরেস্তারা। তা শুধু অদৃশ্য
পবিত্র শুনিপুন সুরক্ষা আল্লাহরই হাতে। ধন্যবাদ

৫| ০৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৪

কানিজ রিনা বলেছেন: অসাধারন, আল্লাহ্ প্রেরিত কোরআন নাজিল
হয়েছে হযরত মোহাঃ সঃ উপর। কোরআন
সংরক্ষনের দায়ীত্ব একমাত্র আল্লাহ্ সর্বক্ষন
পাহারায় আছেন ফেরেস্তারা। তা শুধু অদৃশ্য
পবিত্র শুনিপুন সুরক্ষা আল্লাহরই হাতে। ধন্যবাদ

৬| ০৭ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের দেশের সব বেকারেরদের একটা ব্যবস্থা করে দিক। রোহিঙ্গাদের একটা সমস্যা করে দিক। অসুস্থ মানুষদের শেফায়েত দান করুক।

৭| ১৪ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৪

গ্রীনলাভার বলেছেন: আমিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.