![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
সাত মুল্লুকের বাদশাহ সাদ্দাত কেন তার নিজের তৈরী বেহেশতে ঢুকতে পারলেন না?
এর কারন, সে নিজেকে স্বয়ং খোদা দাবী করেছিল। আল্লাহ্র অফুরন্ত নেয়ামত, বেহেশতের কথা সে মেনে নিতে পারেনি। সাড়ে ৩০০ বছর ধরে তৈরী করা ৮০০০ বাই ৪০০০ মাইলের ডামি বেহেশতের নির্মাতা আর ১৫০০ বছর আয়ু পাওয়া সাদ্দাত মৃত্যুকে কখনো স্মরন করেনি। কিন্তু সুন্দর সুপুরুষের বেশ ধরে সাদ্দাতের ডামি বেহেশতের দরজায় দাড়িয়ে থাকা আজরাইল যখন সাদ্দাতের কাছে নিজের পরিচয় দিল তখনও সাদ্দাত মৃত্যু সম্পর্কে দ্বিধান্বিত ছিল। সাত মুল্লুকের বাদশাহ সাদ্দাত অবশেষে যখন আজরাইলের কাছে কিছুটা সময় ভিক্ষা চাইল যেন সে তার বানানো স্বপ্নের ডামি বেহেশতে একটু প্রবেশ করতে পারে, তখন আজরাইল এক ভয়ংকর হুংকারের সাথে সাদ্দাতের জান কবজ করে নিল। এবং পুরো ডামি বেহেশতটি তার সমস্ত সৌন্দর্য, ঐশ্বর্য, লোক লষ্কর আর তাদের অহংকার নিয়ে মাটির নিচে ডেবে গেল। আর সাদ্দাত বেঁচে রইল ইতিহাস হয়ে তার সেই কল্পের বেহেশত নিয়ে।
ঘটনাটি হযরত হুদ (আঃ) এর সময়কার।
পুর্বের সম্প্রদায়ের লোকেরা সান-সওকাত, মেধায় অনেক বেশী অগ্রসর ছিল। অথচ তাদের সাম্রাজ্যের কোনটি কোনটি এখনও রাস্তার পাশে ধ্বংশস্তুপের মাঝে দেখতে পাওযা যায়। কিন্তু তাদের ক্ষীনতম শব্দও কি আমরা এখন শুনতে পাই? আমাদের অবিচারের জবাব আল্লাহ্ অনেক আগেই দিয়ে দিতেন যদি না তিনি সুনির্দিষ্ট একটি দিনক্ষন পুর্বেই স্থির না করে রাখতেন।
২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: লোভ আর মোহ যখন গ্রাস করে চেতনা, সত্য তখন বাতুল মনে হয়!
ততক্ষন হুশ ফেরেনা যতক্ষন না মৃত্যুর ক্ষন এসে উপস্থিত হয়্
যদি মনে রাখতো- তবেতো মুসলিম হতো সবার অনুস্বরনীয়। বরনীয়।
এখন না পাচ্ছে দুনিয়া, না আখেরাত!
কিন্নরানুভবে বুদ অজ্ঞানতায়।
৩| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩৩
রাজীব নুর বলেছেন: পদ্ম পুকুর বলেছেন: লেখায় যে বার্তাটা দিতে চেয়েছেন, মনে হয় না সেটা খুব বেশিজন গ্রহণ করতে পারবে।
যখন মানুষের মধ্যে অহংকার চলে আসে, তখন সে ভুলে যায় যে সেও আর সবার মতই সাধারণ একজন মানুষ, ঈশ্বর নয়।
৪| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৯
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওটা কি সত্যি ৮০০০ বাই ৪০০০ মাইল ছিল???
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪
গ্রীনলাভার বলেছেন: আমি দুঃখিত ভাই। ওগুলো আমি শুনেছি। রেফারেন্স দিতে পারছি না।
৫| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৬
ওমেরা বলেছেন: মৃত্যুর কথা স্বরনে রাখলে মানুষ কোন খারাপ কাজ করতে পারত না । এরকম পোষ্ট আরো বেশী বেশী দেওয়ার অনুরোধ থাকল।
৬| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৬
শিখণ্ডী বলেছেন: সাদ্দাতের অহঙ্কার মানব সভ্যতাকে একধাপ এগিয়ে নিয়ে গিয়েছে। তার মত অহঙ্কারি যত বেশি হত সভ্যতা আরও দ্রুত বিকশিত হত । অন্যের স্বর্গের আশায় না থেকে পৃথিবীটাকে স্বর্গে পরিণত করা সম্ভব হত।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭
গ্রীনলাভার বলেছেন: সবই এগোনো। কিন্তু ভুল পথে।
৭| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯
আঁধার রাত বলেছেন: 5120000
পাঁচ কোটি বার লাখ বর্গকিলোমিটারের বেহেস্ত। তাতে ঢোকার আবার দরজাও আছে।
গল্প একটু অল্প করে বলেন। অথবা বলেন সাদ্দাতের বেহেস্ত সৌর মন্ডলের বাহিরে কোন নক্ষত্রের গ্রহে ছিল। এ পৃথিবীতে না।
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৪
গ্রীনলাভার বলেছেন: সংখ্যায় লিখেছেন একান্ন লাখ বিশ হাজার আর কথায় লিখেছেন পাঁচ কোটি বার লাখ।
পৃথিবীর ভুমির আয়তন ৫৭৩০৮৭৩৮ (পাঁচ কোটি তিয়াত্তোর লাখ আট হাজার সাত শত আটত্রিশ) বর্গ মাইল।
৮| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১
আঁধার রাত বলেছেন: সোজাসাপটা বলেন হে ভাই সকল অংহকার করি ও না।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪০
পদ্মপুকুর বলেছেন: লেখায় যে বার্তাটা দিতে চেয়েছেন, মনে হয় না সেটা খুব বেশিজন গ্রহণ করতে পারবে।
যখন মানুষের মধ্যে অহংকার চলে আসে, তখন সে ভুলে যায় যে সেও আর সবার মতই সাধারণ একজন মানুষ, ঈশ্বর নয়।