![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।
রহমান রহীম আল্লাহ্র নামে –
অতি অল্পসময় আগামী ৫ বছরের জন্য আমি নির্বাচনী ইশতেহার ঘোষনা করছি –
১) রাষ্ট্র পরিচালনার প্রচলিত সংবিধান অনুযায়ীই রাষ্ট্র পরিচালিত হবে ও অভ্যন্তরীন নীতির উপরই বেশী জোড় দেয়া হবে।
২) আইনকে সর্বদা দল ও ব্যক্তির উর্ধে রেখে দুর্নীতি ও অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করে অপরাধকে কমিয়ে আনা হবে।
৩) প্রযুক্তির ব্যবহার প্রসার করে - সচ্ছ জবাবদিহিতার নিশ্চিতকরন; কাজে দ্রুততা আনয়ন; ও বাংলার দুর প্রান্তের দুরত্বকে ঘোচানোর নিরলশ ও দৃশ্যত কার্যক্রম চালানো হবে।
৪) সচ্ছ জবাবদিহিতার নিশ্চিতকরনের অংশ হিসেবে প্রতিটি সরকারী অফিসে ক্যমেরা ব্যবহার নিশ্চিৎ করা হবে।
৫) সরকারী সেবাকে সর্বোচ্চ উন্নত সেবার স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে নিরলশ কাজ করা হবে।
৬) যেকোন প্রকার কালো টাকাকে দেশের বাইরে পাঠানো নিরুৎসাহিত করা হবে; নতুন কল-কারখানা স্থাপন, বিদ্যুত উ্ৎপাদন, শিক্ষা-স্বাস্থ্য ও প্রযুক্তি গবেষনায় টাকা খাটানো - কে উৎসাহিত করা হবে।
৭) প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ট্যাক্স ও ভ্যাট আদায়ে নিরলশ কাজ করে অর্থনীতির ভিতকে সুসংহত করা হবে।
৮) পরিবহন খাতে নৈরাজ্য কমানোর লক্ষ্যে বিশেষ শৃঙ্খলা ও প্রশিক্ষনের উদ্দ্যোগ নেয়া হবে। মহাসড়কের পাশে থেকে বাজার গুলো দুরে সরিয়ে জনগনের জান ও মালের নিরাপত্তা আনার লক্ষ্যে কাজ করা হবে।
৯) রেল পরিবহন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
১০) সুন্দর নগরায়নের প্রতিশ্রুতি -
ক) সবুজ শ্যামল এই বাংলাদেশের প্রতিটি নগরীকে সবুজ নগরী হিসেবে গঠনের লক্ষে নিরলশ বৃক্ষ রোপন কার্যক্রম চালানো হবে।
খ) প্রতিটি নগরীর মধ্যে দিয়ে খাল খনন করে জলাবদ্ধতা বন্ধের লক্ষে নিরলশ কার্যক্রম চালানো হবে।
গ) শহরের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে প্রত্যেক নাগরিকের জন্য বিদ্যালয় সমুহে বিশেষ প্রশিক্ষন দেয়া হবে।
ঘ) নগরের প্রতি এক বর্গকিলোমিটারে একটি করে টয়লেট ও গোসলখানা তৈরী করে নগরের সৌন্দর্য রক্ষা করা হবে।
১১) শিক্ষা ব্যবস্থায় গুনগত মান বাড়ানোর লক্ষ্যে –
ক) “এক বিল্ডিং এক স্কুল” এর ব্যপক কার্যক্রমকে নিরুৎসাহিত করে কমিয়ে আনা হবে। শিক্ষার্থীরা “এক বিল্ডিং এক স্কুল” এ সর্বোচ্চ ক্লাস ২ পর্যন্ত পড়াশুনা করবে।
খ) শিক্ষার্থীদেরকে আনন্দের সাথে পাঠ দানের লক্ষ্যকে মাথায় রেখে; এবং শুধু লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী যাচাই কমিয়ে; কোমল মতি শিশু কিশোরদের শিক্ষার গুনগত মান বাড়ানোর লক্ষে; বিশ্ববিদ্যালয়ের প্রভাষকগন প্রথম দিন থেকেই স্কুলের শিক্ষকগনের সাথে একত্রে গবেষনা শুরু করবেন।
গ) সকল প্রকার ছাত্র রাজনীতি বন্ধ ঘোষনা করা হবে।
ঘ) স্কুলে বাধ্যতামুলক ভাবে সকল শিক্ষার্থী স্কাউট/ক্যাডেট/গার্লস্ ক্যাডেট – এ অংশগ্রহন করবে।
ঙ) কোমলমতি শিক্ষার্থীদের সদাচার ও সৎচরিত্র গঠনের লক্ষ্যে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী গন একযোগে গবেষনা করবেন।
১২) তরুনদের শক্তি ও আত্নবিশ্বাস বাড়ানো লক্ষ্যে স্বল্প মেয়াদী সামরিক প্রশিক্ষন দেয়া হবে। ক্রমান্বয়ে বাংলার ১৮ বছরের প্রতিটি তরুনদেরকে এই প্রশিক্ষনের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করা হবে।
১৩) খাদ্য পরিবহন ও মজুত খাতে সিন্ডিকেট/চাদাবাজি এর ধারনা রহিত করা হবে।
১৪) নেশার বস্তুর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে এই যুবসমাজকে একটি নিরাপদ, সুস্থ, শান্তিপুর্ন একটি সমাজ উপহারের অঙ্গীকার করা হল।
সর্বোস্তরের শিক্ষিত জনগনের কথা মাথায় রেখে সরল ভাবে ইশতেহারের উপস্থাপন সমাপ্তি ঘোষনা হলো।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
গ্রীনলাভার বলেছেন: একজন সাধারন নাগরিক হিসেবে সাধারন জনগনের কাতারে দাড়ি্য়ে ভবিষ্যত দেখার চেষ্টা করেছি।
ধন্যবাদ।
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২
সাহিদা সুলতানা শাহী বলেছেন: বানান ভুলের প্রতি বিশেষ নজর দেওয়া দরকার।
২৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১১
গ্রীনলাভার বলেছেন: ধন্যবাদ। জি বাংলা আর স্টার জলসা প্রীতির আউটপুট এগুলো।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
রাজীব নুর বলেছেন: ভালোই হইছে।