নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নয়দুয়ারি

গ্রীনলাভার

আপাতত মনে হচ্ছে অ্যাডভেন্চারই জীবন। হাটুভাঙ্গার বাঁকেই আমার বাড়ি। সবাইকে নিমন্ত্রন।

গ্রীনলাভার › বিস্তারিত পোস্টঃ

আওয়ামীলীগকে ধন্যবাদ একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ থেকে বাঁচিয়ে দেবার জন্য; নতুন প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

আমিও চাইনা আমার সন্তানটি এতিম হয়ে বেঁচে থাকুক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ ভারতকে। যাদের প্রসারিত হাত ধরেই আমাদের আগামীর পথচলতে হবে। আমরা বিরুদ্ধাচারন করে যতটুকু সম্মান আছে ততটুকুও খোয়াতে চাইনা। আমরা ততটুকুই পাব যতটুকু আমারা আমাদের দুহাতে অর্জন করছি। নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আমি নিশ্চিত, শতভাগ স্বচ্ছ নির্বাচন হলেও নৌকাই বিজয়ী হতো। হয়তো আসন কিছূ কম হতো। ঐক্য ফ্রন্ট মূলত নির্বাচনের হাল ছেড়ে দিয়েছে মনোনয়নের পরেই। তাদের নির্বাচনী তেমন কোনো তৎপরতাই ছিল না।

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

গ্রীনলাভার বলেছেন: পেছনে ফিরে তাকানোর আর সুযোগ নেই। কষ্টটা এখানেই যে জনতারা নেতাদেরই যদি প্রতিচ্ছবি হয় তবে আমার অবস্থানটা কোথায়?

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: technically you are right sir.
HNY to you too

৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

গ্রীনলাভার বলেছেন: বিএনপি জিতলে এতোক্ষনে বাঘের গর্জন শুনে প্যান্ট ভিজিয়ে দেয়াও বিচিত্র নয়।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

বিডি আইডল বলেছেন:

Chandan Nandy ভারতের সাংবাদিক। বেশ নাম-ডাক আছে। ঢাকায় এসেছিলেন নির্বাচন দেখতে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩

গ্রীনলাভার বলেছেন: ভারত ছাড়া আমাদের চলছেও না।

৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
এবারের নির্বাচনে পুর্বে বহুল ব্যবহৃত - 'ধর্ম ইশু' (ইসলাম বিপন্ন) ও 'ভারত যুযু' আসেনি

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩

গ্রীনলাভার বলেছেন: জাতি যেমন - নেতাও তেমন পেয়েছি! পর্যালোচনা করার মতো কিছুও নেই।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

নতুন বলেছেন: এখন যদি শেখ হাসিনা দূনিতি নিয়ন্ত্রন করতে চেস্টায় সফল হতে পারে তবে নেতারা খুব একটা জুত পাবেনা আর জনগনও খুশি হবে।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

গ্রীনলাভার বলেছেন: দুর্নীতিগ্রস্থ এমপিদিগকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স! - একটু বেখাপ্লা লাগার মতো মগজও আমার নেই বোধহয়।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০

নতুন বলেছেন: শুরুটা তো করতে হবে...

দেশের ৯৫% বা তার চেয়ে বেশি মানুষ দূনিতির সাথে যুক্ত.... তাই এটা অবশ্যই কস্ট কর বিষয়।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫

গ্রীনলাভার বলেছেন: দুর্নীতিগ্রস্থ এমপিদিগকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে দাড়ানো সম্ভব নয়। এটি গোড়ায় গলদ। সাধারন জনগনকে তা মানানো যাচ্ছে কারন তারা মুর্খ আর ক্ষুধার্ত। আর বুদ্ধুমান মুর্খরা আমারিকায় বসে দেশ চালানোর কথা ভাবছে - যেটি ভুল; কারন তাদেরকে গোনায় ধরা হয়না। তারা শুধু দুধের গাইয়ের মতো রেমিটেন্স পাঠাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.