![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নবীন পথিক নবীন বল,
চলরে তরা এগিয়ে চল ৷
এরকম বানী লিখেছেন অনেক কবি ৷
কিন্তু একাই কি করবে তারা সবই?
যদি বলি_নবীন পথিক নবীন বল
চলরে তরা এগিয়ে চল
কিন্তু, জমিয়ে দিল তারা সন্ত্রাসের দল
এখানেও নবীন পথিকের নবীন বল
তবে সৃষ্টি করে ধংস আর কোলাহল ৷
আবার যদি বলি,
নবীন পথিক নবীন বল
সাথে
সঠিক পথনির্দেশক দল
তবেই সৃষ্টি হবে কাঙ্খিত রাজমহল ৷
©somewhere in net ltd.