নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথিক পথের খুঁজে আদিগন্ত সবুজে ...

ম. মনিরুজজামান

পথিক পথের খুঁজে আদিগন্ত সবুজে ...

ম. মনিরুজজামান › বিস্তারিত পোস্টঃ

পূর্ণিমা রাতে চাঁদের আলোয়

৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫২

চল আজ

এই চার দেওয়ালের বাহিরে

ঐ প্রকৃতির কোলে

যেখানে চাঁদের আলোর ফোয়ারা।

পূর্ণিমার চাঁদকে আজ দেখব

শুধু তুমি আর আমি

নিবিরভাবে পাশাপাশি,

কাছাকাছি, একান্তে বসে বসে।



পূর্ণিমার ঐ চাঁদের আলোর ভিড়ে,

হাতে হাত রেখে

তোমার কোলে মাথা রেখে

হদয়ের অব্যক্ত ভাষাগুলো

তোমার মাঝে ছড়িয়ে দেব,

হারাব দুজনে রুপালি আলোয়

অজানায় অচেনায় ...



মন যে আজ অবাধ্য হয়েছে

তোমাকে যেতেই হবে আমরা সাথে

বাঁধ ভাঙ্গা জোয়ারের আনন্দ

আজ আমার মাঝে তোমাকে নিয়ে।



চল প্রিয়

তোমাকে জড়িয়ে ধরে আজ হাঁটব

হেঁটে হেঁট যাব ঐ আলোর মেলায়

আর তোমার আমার হদয়ের

নিস্তব্দ, নিরব, সুপ্ত, লাজুক

ভালবাসাটা আনন্দে নেচে ওঠবে,

ম্লান করে দিবে

এই ভরা পূর্ণিমা রাত

বিস্মিত হবে তন্দ্রাচ্ছন্ন সব

তারকামালা, গ্রহ, নক্ষত্র সবই

তোমার আমার নিবিরতায়।



তোমাকে দেখব আমি চাঁদের আলোয়

চোখে চোখে আলাপন হবে,

যা প্রকাশের ভাষা নেই

যার অস্তিত্ত্ব চোখের গভীরে,

তুমি আমি একে অপরের

একান্ত আপনার হবো

এই রুপালি আলোয় তারা ভরা রাতে।



এই নির্জনতায় আমরা

ভেসে বেড়াব আলোর ভেলায়,

তুমি কাছে আছো বলেই

চাঁদের আলোয় আমার সম্মোহন

তুমি আমি কাছাকাছি

তাই চাঁদ অপরুপ সুন্দর।



চল প্রিয়

চল আজ

এই পূর্ণিমা রাতে চাঁদের আলোয়।



[তারিখ- ২২-১১-১৯৯৯ ]

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২০

মিরাজ is বলেছেন: ভাল লাগল ++

১৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

ম. মনিরুজজামান বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৫

সায়েম মুন বলেছেন:
চল প্রিয়
চল আজ
এই পূর্ণিমা রাতে চাঁদের আলোয়।

১৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

ম. মনিরুজজামান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.