![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বদ্ধপাগল
পাগলামীতে বড্ড কাঁচা!
সকাল বেলা ডিনার করি
আর ঘুম পেরে কই-
"নে জীঁবন বাঁচা"
বাইরে বিপুল হট্টোগোল
আর আমায় মারতে টানাটানি
দল ,লীগ আর শিবির মিলে
দিচ্ছে মোরে আছরানি ।
ডেটল দিয়ে কাপড় কাচি
"পাওয়ার হোয়াইটে" গোসল
যতই আমায় টানুক ওরা
খাচ্ছিনা আর পিছল ।
পাগল হতে ব্রত আমি
পাগল একদিন হবোই
পাগলা নামের জোট বানাব
লোক জানবে কতোই..!
সেই জোটেতে যোগ দেবে কে?
দুহাত তুলো আজি
বঙ্গ-বিশ্ব দেখবে এবার
পাগলের কারসাজি ।।
==================
আমার ওয়েবসাইট!
০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২২
গুলিস্তানের হকার বলেছেন: সুন্দর আপনার কমেন্টেতে
হইলাম যেন দেওয়ানা
পাম-পট্টি দিচ্ছেন মেবি!
সন্দেহ যে ষোলআনা!!
২| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৬
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: হা হা হা ,মচতকার .।.।.।.।
০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৮
গুলিস্তানের হকার বলেছেন:
হা হা হি হি মচেতকারে
প্রাণে জাগল জোয়ার
খালি হাতে সুস্বাগতম
নেইযে কিছু দেয়ার
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫৮
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর হয়েছে