![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হু হু করে বাতাস বহে
বাতাসরে তোর বাড়ি কৈ
সাজ-সকালে যাচ্ছো যে হে
কার সাথেতে তোমা সই
আকাশ ফেড়ে ,পাতাল চিড়ে
যাচ্ছো কোথায় বলে যাও
আমি তোমার সঙ্গে যাবো
আমায় তুমি নিয়ে নাও
সবুজ ঢেউয়ের পাঙ্খা
যবে ,ধান ক্ষেতেতে মেলো
জুরায় মোর আখি জোরা
মন-যে হয় এলমেলো
তোমা সনে পরশ মাখা
ভাব জমিয়ে যাও-না হে
তব ছোয়া পাই যদিমি
জয়িব; হৃদয় যা চাহে!
অন্ত ছুবো ,হারায়ে যাবো
আসবো নিয়ে আলো সব
নক্ষত্র আর গ্যালাক্সিকে
লুটে নিবো ।করবো শব!
জয় হবে - বিশ্ব মাতার;
যদি তুমি আমায় ছোও
ছিনিয়াবো শান্তি সকল
আমার পানে যদি চাও ।।।
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
ডেডিকেটি আপকো ও ভাই
যদিবা আপনি দেখে যান
রূপক অর্থে আমিই আমি
বাতাস: 'কি করিব' ব্রো-জান!!
©somewhere in net ltd.