![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারদিকে হচ্ছে একি
ঘটছে কিসব আহা
সিনেমা আর মুভিতে
চলছে কিসব ইহা
নাম নাহি খুজে পায়
আম-কাঠালের পাতা
যা মনে চাচ্ছে তাইই
মুভি নাম- ধুঁর ছাঁতা
দিবি কি না বল্- বলে
ভালবাসার আদায়
সেই মুভি সব কোথা
যে অভিনয়ে কাদায়
এই যুগে আসে যেই
ইমোশনাল সিনারী
উল্টো আমি বড্ড-হাসি
অভিনেত্রী-জী আনারী!
কোথায় গের ফরিদী
কোথায়বা দিলদার
হাসি শুনে পিলে চম্কে
ছবি শেষ সবদার
link
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০১
গুলিস্তানের হকার বলেছেন: ধন্যবাদ । আপনাকে স্বাগতম ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৯
সুমন কর বলেছেন: শেষ প্যারা ভালো হয়েছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪
গুলিস্তানের হকার বলেছেন: আপনাকে স্বাগত ।। ভাল লাগা জানিয়ে যাওয়ায় ধন্যবাদ
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২
চাঁদগাজী বলেছেন:
কোন বিষয়ে লিখতে গেলে, ছড়া কি সাহায্য করে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১১
গুলিস্তানের হকার বলেছেন: সূক্ষভাবে সূক্ষবোধ প্রকাশ করতে সাহায্য করে । আপনি জোর করে যেটা জাহির করতে চাইবেন ।ছড়ায় সেটা জাহির করতে জোর শক্তির প্রয়োজন পরবে না ।। আপনাকে ধন্যবাদ প্রিয় চাঁদগাজী ভাই
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:২৩
মো:সাব্বির হোসাইন বলেছেন: সুন্দর হয়েছে।